মুসাফির! আশিকুর রহমানের আরোও একটি নিম্মান। আশিকুর রহমান আলোচনায় চলে এসেছেন তাঁর নিন্মান শৈলি দিয়ে। মুসাফির ছবি নিয়ে ইতিমধ্যে আশার আলো তৈরি করে ফেলেছেন দর্শকদে মাজে। ছবির ট্রেলর থেকে প্রত্যেকটি গান, গানের শিল্পী, গানের লোকেশন নির্বাচনে তাঁর দক্ষতার চাপ রেখেছেন।
আমরা জানি ইতি মধ্যে মুসাফির ছবি পেয়েগেছে সেন্সর ছাড় পত্র। তবে এখনো মুক্তির দিন ঠিক করা হয়নি। তবে প্রথমিক ভাবে আগামি মার্চে মুক্তি দেয়ার কথা ভাবছেন পরিচালক আশিকুর রহমান।
ইউটিউবে বলতে গেলে মুসাফির ছবির গানের জয় জয়-কার চলছে। প্রতি দিন বাড়ছে গানের ভিউ।ছবির মূল চরিত্রে অভিনয় করেছে আরেফিন শুভ ও নবাগত মারজান। এ ছাড় মিশা সওদাগর, টাইগার রবি, সিন্ডি রোলিং ও শিমুল খান অছেন বিশেষ কিছু চরিত্রে।
মুসাফির শুধু দেশের মানুষের কাছেই নয়, প্রশংসা কুড়াচ্ছে বিশ্বের মানুষের কাছেও। আর এর পরিপেক্ষিতে ইউটিউবে মুসারিরের রিয়েকশন ভিডিও পাবলিশ করা হল বিদেশী এক চ্যানেল স্টেজফ্লিক্স থেকে। বাংলায় এমন বিগ বাজেট মুভি অবাক করে তাদের, রিভিউতে আরিফিন শুভর প্রশংসা সহ মুসাফিরের একশন মুগ্ধ হোন তারা।
এখন দেখে নিন মুসাফির ছবির সব গুলো গান এক সাথে-
আমরা জানি ইতি মধ্যে মুসাফির ছবি পেয়েগেছে সেন্সর ছাড় পত্র। তবে এখনো মুক্তির দিন ঠিক করা হয়নি। তবে প্রথমিক ভাবে আগামি মার্চে মুক্তি দেয়ার কথা ভাবছেন পরিচালক আশিকুর রহমান।
ইউটিউবে বলতে গেলে মুসাফির ছবির গানের জয় জয়-কার চলছে। প্রতি দিন বাড়ছে গানের ভিউ।ছবির মূল চরিত্রে অভিনয় করেছে আরেফিন শুভ ও নবাগত মারজান। এ ছাড় মিশা সওদাগর, টাইগার রবি, সিন্ডি রোলিং ও শিমুল খান অছেন বিশেষ কিছু চরিত্রে।
মুসাফির শুধু দেশের মানুষের কাছেই নয়, প্রশংসা কুড়াচ্ছে বিশ্বের মানুষের কাছেও। আর এর পরিপেক্ষিতে ইউটিউবে মুসারিরের রিয়েকশন ভিডিও পাবলিশ করা হল বিদেশী এক চ্যানেল স্টেজফ্লিক্স থেকে। বাংলায় এমন বিগ বাজেট মুভি অবাক করে তাদের, রিভিউতে আরিফিন শুভর প্রশংসা সহ মুসাফিরের একশন মুগ্ধ হোন তারা।
এখন দেখে নিন মুসাফির ছবির সব গুলো গান এক সাথে-
১। পথ জানা নেই (তাহসান)
২। আলতো ছোয়াতে (ইমরান)
৩।রঙ (বেলাল খাব ও কোনাল)
৪। ফিরে আয় (পড়শি ও তাহসিন)