Showing posts with label টিপস্ and ট্রিকস. Show all posts
Showing posts with label টিপস্ and ট্রিকস. Show all posts

ইন্টারভিউতে প্রত্যাখ্যান হওয়া খারাপ কিছু নয়

ইন্টারভিউতে প্রত্যাখ্যান হওয়া খারাপ কিছু নয়
আপনার স্বপ্নের প্রতিষ্ঠান হতে কয়েকবার ইন্টারভিউ শেষে একজন নিয়োগকর্তা দ্বারা প্রত্যাখ্যান হওয়া কোন মজার অভিজ্ঞতা নয় আমাদের সবার জীবনে এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় কিন্তু আপনার ক্যারিয়ার এখনও শেষ হয়ে যায় নি আপনার সামনে অনেক সুযোগ রয়েছে আপনাকে হয়তো কিছু কারণে আপনার স্বপ্নের প্রতিষ্ঠান হতে প্রত্যাখ্যান করা হয়েছে কিন্তু এটা বুঝায় না যে আপনি একজন খারাপ পারফর্মার
প্রতিবার প্রত্যাখ্যান হবার পর আমাদের শিক্ষা নিতে হবে। মনে রাখতে হবে এর মাধ্যমে পরবর্তী ইন্টারভিউতে আপনার আরও ভালো পারফর্ম করার সুযোগ আসবে। এইখানে আমরা প্রত্যাখ্যান হতে কি ভাবে শিক্ষা নেওয়া যায় সেটা নিয়ে কথা বলবো


প্রত্যাখ্যান গ্রহণ করতে শিখা
রাগ বা খারাপ বোধ করার থেকে প্রত্যাখ্যান ভালো করে গ্রহণ করা সব থেকে ভালো সমাধান। এরপর নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে পরবর্তী ইন্টারভিউ এর জন্য নিজেকে তৈরি করা দরকার। একটি প্রত্যাখ্যানের জন্য চাকরি খোঁজা বন্ধ করা উচিত নয়। সবসময় চিন্তা করতে হবে ক্যারিয়ার একটি প্রতিষ্ঠান অথবা একটি ইন্টারভিউ এর উপর নির্ভর করছে না। বরং বারবার ইন্টারভিউ দিবার মাধ্যমে অনেক রকম অভিজ্ঞতা এবং নিজের উপর আত্মবিশ্বাস অর্জনে সহায়তা করে।
 
ভুল থেকে শিক্ষা নেওয়া
মানুষের জীবনে সবসময় উপর নিচ থাকে। প্রথমে আপনাকে সকল অসফল কাজের উজ্জ্বল দিকগুলো চিহ্নিত করতে হবে। আত্মবিশ্বাস নিয়ে সকাল প্রকার বাধাকে অতিক্রম করতে হবে। নিজের কর্মক্ষমতার উন্নতির জন্য নিজের ভুল চিহ্নিত করা খুব জুরুরি। নিজের ভবিষ্যতের উন্নতির জন্য নিয়োগকর্তা হতে নিজের ভুল গুলো ঠিক করে নেওয়া খুব দরকার। নিয়োগকর্তার সাথে সবসময় সুসম্পর্ক বজায় রাখতে হবে যাতে কোন সুযোগ আসলে আপনি সেটা জানতে পারেন।
 
সামনে এগিয়ে যাওয়া
নিজের আত্মবিশ্বাসের উন্নতির জন্য সবসময় অনুরূপ পরিস্থিতি মুখোমুখি হওয়া মানুষের সাথে কথা বলতে হবে। এতে আপনি সহজে পরিস্থিতি সম্পর্কে অবগত হবেন আর দ্রুত উন্নতি করতে পারবেন। কোন ভুল থেকে শিক্ষা নিবার পর সেই ভুল আবার করা অনেক বিপজ্জনক। সবসময় মনে সাহস রেখে এবং উদ্দীপনা নিয়ে ইন্টারভিউ এর মুখোমুখি হতে হবে। কোন ক্ষেত্রে আপনি কাজ করতে চান সেটা সম্পর্কে আপনার সিদ্ধান্ত নেওয়া খুব জুরুরি। একটি কর্মক্ষেত্র থেকে বারবার প্রত্যাখ্যান হবার মানে আপনি ভুল জায়গায় চেষ্টা করছেন। সময় নিয়ে আপনার কাজের ক্ষেত্র এবং কি ধরনের কাজ করতে চান সেটা ঠিক করুন। আপনি যদি বুঝতে না পারেন কি ধরনের কাজ আপনি করে সফল হবেন তাহলে নিজে কি ধরনের কাজ করে সবসময় নিজেকে সুখী মনে করেন সেই ধরনের কাজ বেছে নিন। এরপর কাজে সফলতার জন্য বিভিন্ন রকমের কর্মশালায় অংশগ্রহণ করতে পারেন। এতে আপনি নানা ধরনের বিশেষজ্ঞ ব্যক্তির কাছে আসার সুযোগ পাবেন। নিজেকে সবসময় যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। বিভিন্ন ধরনের ব্লগ, সংবাদপত্র এবং চাকরি সম্পর্কিত সকল ধরনের খবর সম্পর্কে ধারনা থাকতে হবে। নিজের সম্পর্কে পূর্ণ ধারনা থাকতে হবে। নিজে কি করতে পারবেন সেটা নিজেকে বুঝতে হবে। নিয়োগকর্তা আপনি কি করতে পারেন, প্রতিষ্ঠানে আপনার ভূমিকা কি হতে পারে সেটা সম্পর্কে আপনার কাছে জানতে চাইবে। তাই সময় থাকতে নিজের সম্পর্কে পূর্ণ ধারনা নিতে হবে। সবসময় এমন কিছু করতে হবে যাতে নিজের অভিজ্ঞতা আর সাহস বাড়ে এবং দৃঢ় মনে সকল ধরনের ইন্টারভিউ এর মুখোমুখি হতে পারে
 
বিস্তারিত জানতে যোগাযোগ করুন  ০১৯৫৯৯২৬০৫০, zahurul.khan@everjobs.com.bd, জহুরুল এইচ খান, হেড অফ মার্কেটিং এবং পি আর, এভারজবস বাংলাদেশ।

জেনে নিন প্রযুক্তির কিছু সংক্ষিপ্ত নামের পূর্ণরুপ- পর্ব-২

জেনে নিন প্রযুক্তির কিছু সংক্ষিপ্ত নামের পূর্ণরুপ- পর্ব-২
বর্তমান যুগ হচ্ছে টেকনোলোজির যুগ। প্রতিনিয়ত আমরা কত ধরনের প্রযুক্তি ব্যবহার করি তার কোন হিসেব নেই। এমন অনেক প্রযুক্তি আমরা প্রতিদিন ব্যবহার করি যেগুলোকে আমরা সংক্ষিপ্ত নামেই জানি। এই প্রযুক্তি গুলোর পূর্ণরুপ আছে বলে আমরা জানি-ই না বা জানার চেষ্টাও করিনি কোন দিন। আজ থেকে আমি আপনাদের সাথে ধারাবাহিক ভাবে শেয়ার করব কিছু সংক্ষিপ্ত নামের পূর্নরুপ। আজ থাকছে দ্বিতিয় পর্ব-



ক্রমিক নং সংক্ষিপ্ত নাম পূর্ণরূপ
২২ AAC Advanced Audio Coding
২৩ GIF Graphic Interchangeable Format
২৪ BMP Bitmap
২৫ JPEG Joint Photographic Expert Group
২৬ SWF Shock Wave Flash
২৭ WMV Windows Media Video
২৮ WMA Windows Media Audio
২৯ WAV Waveform Audio
৩০ PNG Portable Network Graphics
৩১ DOC Document (Microsoft Corporation)
৩২ PDF Portable Document Format
৩৩ M3G Mobile 3DGraphics
৩৪ M4A MPEG-4 Audio File
৩৫ NTH Nokia Theme (series 40)
৩৬ THM Themes (SonyEricsson)
৩৭ MMF Synthetic Music Mobile Application File
৩৮ NRT Nokia Ringtone
৩৯ XMF Extensible Music File
৪০ WBMP Wireless BitmapImage
৪১ DVX DivX Video
৪২ HTML Hyper Text Markup Language