Showing posts with label আগুন. Show all posts
Showing posts with label আগুন. Show all posts

আশা টাওয়ারে আগুন আতঙ্ক!

আশা টাওয়ারে আগুন আতঙ্ক!
সময় বেলা ১২টা ১০ মিনিট হঠাৎ ইমার্জেন্সি সাইরেন বাজতে শুরু করলো, পরোক্ষেনেই চলে গেল পুর ভার্সিটির বিদ্যুৎ, বেজে উঠলো ফায়ার এল্রাম! ছাত্র-ছাত্রি'রা আতঙ্কিত হয়ে বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া শুরু করলো। বলছি আশা বিশ্ববিদ্যালয় এর কথা। আজ দুপুরে এমনটিই হয়েছিলযো। পরে জানা যায় এটি ছিলো ফায়ার সার্ভিসের মহড়ার একটি অংশ।


বড় ধরনের দুর্যোগ-দুর্ঘটনা মোকাবেলায় পূর্বপ্রস্তুতি, দূর্ঘটনাকালীন দূর্ঘটনা পরবর্তী ক্ষয়ক্ষতি প্রশমনে জনগনের সাথে  সম্পৃক্ততা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তর সরকারের অন্যান্য বাহিনীর সাথে সহায়ক শক্তি হিসাবে কাজ করতে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ৬২ হাজার আরবান ভলান্টিয়ার তৈরির কার্যক্রম এগিয়ে চলেছে।  ইতোমধ্যে প্রায় ৩০,০০০ ভলান্টিয়ার তৈরি হয়েছে। অন্যদিকে বস্তির আগুন নির্বাপণের জন্য বস্তিবাসীদের প্রশিক্ষণ দিয়ে  তাদের মধ্য থেকে গড়ে তোলা হয়েছে প্রায় ৬০০ স্বেচ্ছাসেবক নৌ দুর্ঘটনায় ডুবুরী  হিসাবে কাজ করার জন্য আগ্রহী স্বেচ্ছাসেবকদের দেওয়া হয়েছে ডুবুরী প্রশিক্ষণ।


ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্স, মিরপুর ১০, ঢাকায় ফায়ার সার্ভিসের কর্মী বাহিনী, প্রশিক্ষিত ভলান্টিয়ার, সরকারী এনজিওদের সমন্বয়ে দুর্যোগ মোকাবেলায় করনীয় সম্পর্কে প্রশিক্ষন সহ মক ড্রিল অনুষ্ঠিত হচ্ছে। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রশিক্ষণ সেল এর মাধ্যমে ভলান্টিয়ার প্রশিক্ষনসহ অন্যান্য জনসচেতনতামূলক কর্মকান্ড পরিচালিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় আজ ঢাকা শ্যামলীতে অবস্থিত   আশা টাওয়ারে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। পরে  ফায়ার সার্ভিসের কর্মিরা আশা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থি ও কর্মকর্তাদের কি ভাবে আগুন নিবাতে হয়, ফায়ার স্ট্রিং কি ভাবে ব্যবহার করতে হয় এবং আগুন লাগ্লে কি করতে হবে-কি না করতে হবে সেই সম্পর্কে সবাইকে অবগত করেন। 
এ সময় বিকল্প আগুন লাগিয়ে তা কি ভাবে ফায়ার স্ট্রিং দিয়ে নিভাতে হয় এবং ফায়ার স্ট্রিং না থাকলে কি ভাবে আগুন নিভাতে হয় তা দেখানো হয়। 

আগুন নিভানোর এই অংশটির ভিডিও আমাদের কাছে আছে। আমাদের কারিগরি সমস্যার কারনে প্রকাশ করতে পারি নি। 
 
ভিডিও টি পেতে আমাদের সাথেই থাকুন। আমরা খুব শিগ্রই  এই পোষ্টের সাথে ভিডিওটি প্রকাশ করব।
আমাদের ফেইজবুক পেইজ এখানে