প্রথম বাংলা অন-লাইন টিভি

আজ ১৫ই ডিসেম্বের, যাত্রা সুরু হল বাংলাদেশের প্রথম অন-লাইন টিভি'র। যদিও এটা পরিক্ষামূলক সম্পসার। আর এই চেনেল চালু করছেন নির্মাতা রেদওয়ান রনি। চ্যানেল এর না পপকর্ন।
রনি জানান, যেকোন ধরনের কম্পিউটার, আইপ্যাড, ট্যাবসহ যে কোন স্মার্টফোন থেকে যে কোন জায়গায়, যে কোন সময় এই টিভি দেখা যাবে।

তিনি আরো বলেন, ‘ডিজিটাল যুগে এসে টেলিভিশনও পাল্টে যাচ্ছে। তার সঙ্গে মিলিয়েই এই অনলাইন টিভি চ্যানেল। আমরা পরীক্ষামূলক সম্প্রচার শুরু করছি। এর মূল সুবিধে হবে রিয়েল টাইম অনলাইন স্ট্রিমিং এর পাশাপাশি এখানে আর্কাইভ থেকে সব প্রোগ্রাম ইচ্ছেমতো যে কোন সময় দর্শকরা দেখতে পাবেন। ফলে অনুষ্ঠান মিস করার কোন সমস্যা থাকবে না। আমরা খুব শিগগিরই চূড়ান্ত সম্প্রচারে যাব। এটি একটি বিনোদনভিত্তিক চ্যানেল হবে। নতুন ধরণের দারুণ কিছু অনুষ্ঠান দিয়ে আমরা চ্যানেলটি সাজাচ্ছি। দর্শক এতদিন চ্যানেলে চ্যানেলে আমার নির্মাণ দেখেছেন। তাদের ভালোবাসা পেয়েছি। আশা করি এখানেও আমি দর্শকদের পাব। আমার সব ভক্তদের এই চ্যানেলটি উৎসর্গ করতে চাই।’
চ্যানেলটি দেখা যাবে http://www.popcornlive.tv/ লিঙ্ক এ।
উপরের লিঙ্কে দেখা যায় ভিবিন্ন তারকাদের শুবেচ্ছা বানি প্রদস্যনি হচ্ছে।
এখানে আপনি গান, ছবি,নাটক, ড্রামা সিরিজ, আরও অনেক কিছু দেখতে পারবেন। আপনার যখন খুসি থকন দেখাতে থাকুন পপকন টিভি।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট