জেনে নিন ২০১৭ সালে গুগল এর অবাক করা তিন পন্য সম্পর্কে

বিশ্ব দিনে দিনে প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছে। এটি একটি পুরনো কথা। বছর ঘুরার সাথে সাথে আমরা পরিচিত হই নতুন নতুন প্রযুক্তি পন্যের সাথে। এ বছর ও আমরা দেখতে পাব অনেক প্রযুক্তির।
আমরা সবাই জানি google কি। তাদের পন্য সম্পর্কেও অনেকের ধারনা আছে। আমি আর তা উল্যেখ করলাম না। এখন আমরা জানব ২০১৭ সালে গুগল আমাদের জন্য নতুন কি নিয়ে আসছে?

Android Wear 2.0: 

এটি একটি স্মার্ট ওয়াচ। আমরা সবাই জানি বাজারে নামি-বেনামি ব্র্যন্ডের অনেক স্মার্ট ওয়াচ পাওয়া যায় এটা আবার নতুন কি? গুগল বলে কথা নতুনত্য কিছু তো থাকবেই। অন্য স্মার্ট ওয়াচ এর চাইতে দেখতে একেবারে আলাদা। এটি দেখতে অ্যানালগ ঘড়ির মত। এই ঘড়িটি আগামি এপ্রিল মাসের
মাজামাজি সময়ে বাজারে ছাড়া হবে। মজার ব্যাপার হল এটি google কিংবা Pixel এর নামে বাজারে আসবে না। এটি সম্পূর্ন নতুন নামে বাজারে আসবে যা একটি স্মার্ট ফোন ছাড়াই সকল কাজ করতে সম্ভব।


Google Robot:

মনে করুন আপনি কোন কিছু অনলাইনে অর্ডার করলেন আর একটি রোবট আপনার পন্যের ডেলিবারি নিয়ে আপনার দরজার কড়া নাড়ছে! হ্যাঁ এমনই একটি রোবট নিয়ে কাজ করছে গুগল।গুগল একটি চার পা ওয়ালা রোবটকে প্রশিক্ষন দিচ্ছে তার গতি বাড়ানোর জন্য যা পন্য ডেলিভারির কাজে ব্যাবহার করা সম্ভব। এই রোবটকে ডাকা হয় স্পট মিনি নামে। এখনো এটি সিস্টেম
আপডেটের কাজ চলছে। আশা করা যায় ২০১৭ সালে এটি পন্য ডেলিবারি করার জন্য বাজারে ছাড়া হবে।


Google Glass 2

Google ২০১২ সালে প্রথম Google Glass নিয়ে আত্মপ্রকাশ করে।তখন থেকেই এটি ব্যাপক প্রশংসা কুড়ায়। কিন্ত২০১৫ সালে গুগল এই প্রজেক্টি বন্ধ করে দেয় যথেষ্ঠ পরিমান বিষয়ের অভাবে। কিন্ত ২০১৬ সালে তারা আবার কাজ করা শুরু করে google glass নিয়ে। ২০১৭ সালে আরোও উন্নত মানের ফিচার্স নিয়ে হাজির হচ্ছে Google Glass2 ।








শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট