চলছে ক্রিকেট বিশ্বকাপ। আর সেই জরে আক্রান্ত সবাই। ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট উঠে গেছে কোয়াটার ফাইনালে। আগামি কাল বাংলাদেশ মুখমুখি হবে ভারতের। ইতিমধ্যে ভারতের কিছু কূটুক্তি নিয়ে চলছে টান টান উত্তেজনা।ডিজিটাল এই যুগে চলছে সাইবার আক্রমন। এক কথায় ভারতের সাইবার স্পেসে ধস নামিয়ে দিয়েছে বাংলাদেশি হ্যাকাররা।
এরই মাজে বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহ জানতে আজ আশা ইউনিভার্সিটি উদোগে হয়ে গেল চল বাংলাদেশ গানের সাথে নাচের শুটিং।
নাচটির ভিডিও গ্রাফিতে ছিলেন " জাহিদ সৌরভ ", "সৌরভ কুন্ডু " এবং "আশরাফুল শাওন " এবং নির্দেশনা ও কোরিওগ্রাফি করেন স্যাম হাসান।
নাচটিতে অংশ নেন ভার্সিটির ভিবিন্ন ডিপার্টমেন্টের ছাত্র-ছাত্রী'রা। নাচটি আশা ভার্সিটির সামনের রাস্তায় শুটিং করা হয়। শুটিং এর সময় আসে-পাসের মানুষরা জড় হয়ে যান আর তাতে রাস্তায় বেধে যায় বিশাল জ্যাম। এই জ্যাম সামলাতে বাকি ছাত্রদের অনেক বেগ পেতে হয়।
হাবিব ওহায়িদের গাওয়া এই গানটি বিশ্বকাপের থিম সংগের সাথে যুক্ত হয়েছে। বাংলাদেশে গানটি অফিসিয়ালি ব্যবহার করছে গ্রামিন ফোন।
নাচের মহুর্তে |
এরই মাজে বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহ জানতে আজ আশা ইউনিভার্সিটি উদোগে হয়ে গেল চল বাংলাদেশ গানের সাথে নাচের শুটিং।
নাচটির ভিডিও গ্রাফিতে ছিলেন " জাহিদ সৌরভ ", "সৌরভ কুন্ডু " এবং "আশরাফুল শাওন " এবং নির্দেশনা ও কোরিওগ্রাফি করেন স্যাম হাসান।
নির্দেশনা দিচ্ছেন 'স্যাম হাসান' |
হাবিব ওহায়িদের গাওয়া এই গানটি বিশ্বকাপের থিম সংগের সাথে যুক্ত হয়েছে। বাংলাদেশে গানটি অফিসিয়ালি ব্যবহার করছে গ্রামিন ফোন।
নিয়মিত আপডেট পেতে আমাদের facebook পেইজে লাইক দিন।