সম্প্রতি ৬ দিনে ১৭৪৭ টি ইয়াহু একাউন্ট হ্যাক করেছে মাদাগাস্কার এক ১৬ বছরের তরুন। এই বিষয়ে সাইবার৭১ সবাইকে সাবধান করে তাদের পেইজে একটি পোষ্ট করে। সেখানে এই ১৬ বছরের তরুন কি ভাবে ঐ একাউন্ট হ্যাক করে সেই সম্পর্কে বিস্তারিত উল্যেখ করা হয়।
|
yahoo hacked |
পাঠকদের শুবিধার জন্য সাইবের ৭১ এর সেই পোষ্টি সম্পূর্ন তুলে দেয়া হল
"সম্প্রতি আমেরিকা, ইংল্যান্ড, চীন, জাপান, কোরিয়া, ইসরাইল, পাকিস্তান,
ইন্ডিয়া সহ বেশ কিছু দেশের পুলিশ, গোয়েন্দা, নায়ক-নায়িকা সহ বিভিন্ন বড়
সেলেব্রিটিদের ইয়াহু একাউন্ট হ্যাক করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সহ বিভিন্ন
সোশিয়ল একাউন্ট হ্যাক করে নিয়েছে মাদাগাস্কার এর ছোট্ট ১ টি দ্বীপে বসবাস
কারী মান্দা নামের এই ছেলেটি।
CNN এর ডন লেমন নামের একজন সাংবাদিক একটি সংবাদ সম্মেলনে এই তথ্য টি জানান।
|
হ্যাকার মান্দা |
আমেরিকায় এক দিনে বেশ কিছু জনপ্রিয় ও কিছু গোয়েন্দার ফেইসবুক
ও
টুইটার একাউন্ট হ্যাক হয়। হ্যাক করার পর হ্যাকার স্টেটাস ও টুইট দিয়ে
নিজের পরিচয় জানিয়েও দিয়েছে। 'I'm Manda Haxor! Believe it or not, I'm the
best in the world.' এমন টাইপের স্টেটাস প্রতিটি হ্যাক করা সোশিয়ল একাউন্ট
এ পোস্ট করে সে।
ডন লেমন ছেলেটির সাথে কথা বলতে চাইলে প্রথমে নাকচ করে
দেয়। কিন্তু কয়েকবার অনুরোধ করায় তার স্কাইপি একাউন্ট দেয় এবং সেখানেই
সাক্ষাতকার নেয় এই ১৭ বছর বয়সি হ্যাকারের।
ছেলেটি বলে 'আমি এই পর্যন্ত
১৭৪৭ টি ইয়াহু একাউন্ট হ্যাক করেছি। ইয়াহু একাউন্ট এর সাথে যেসব একাউন্ট এড
করা ছিল, তা সব হ্যাক করেছি। আমি কারোও ক্ষতি চাই না। কিন্তু হ্যাক করতে
আমার ভাল লাগে।'
তাকে জিজ্ঞাসা করা হয় শুধু ইয়াহু একাউন্ট হ্যাক করেছেন। জিমেইল বা হটমেইল নয় কেনো?
উত্তরে বলে আমি ইয়াহু ছাড়া অন্য কোন একাউন্ট পারবো না। পৃথিবীর যে কোন
ইয়াহু একাউন্ট সামান্য ১টি ছোট ট্রিক দিয়ে হ্যাক করার ক্ষমতা আমি রাখি।
.
সাইবার ৭১ এর পক্ষ থেকে সবাইকে সতর্ক করে দেয়া হচ্ছে, যারা ইয়াহু একাউন্ট ব্যাবহার করে থাকেন।
আগেও ইয়াহু একাউন্ট এর অনেক ভুল ত্রুটি ও দূর্বলতা ধরা পড়েছিল তা সবাই জানেন। কিন্তু এবার কোন ইয়াহু একাউন্টেরই ভরসা নেই।
হ্যা, ইয়াহু একাউন্ট থেকে জিমেইল একাউন্ট খুব ভাল, ত্রুটিমুক্ত,
ঝামেলামুক্ত, ও শক্তিশালী, ব্যাবহার করা যায় ভাল ভাবে। তাই সবাইকে ইয়াহু
একাউন্ট ব্যাবহারে সতর্ক করে দেয়া হচ্ছে। পারলে জিমেইল ব্যাবহার করুন।"
এবার আপনিই চিন্তা করে দেখুন আপনি কোন account ব্যবহার করবেন।