Showing posts with label ক্রাইম. Show all posts
Showing posts with label ক্রাইম. Show all posts

সুমাইয়া মালটিপারপাস সোসাইটি লিঃ, সমিতির নামে প্রতারিত হচ্ছে গ্রহকরা

সুমাইয়া মালটিপারপাস সোসাইটি লিঃ, সমিতির নামে প্রতারিত হচ্ছে গ্রহকরা

সুমাইয়া মালটিপারপাস সোসাইটি লিঃ। ঠিকান ঢাকা মোহাম্মাদপুর তাজমহল রোডে। প্রতিনিয়ত সমবায় অধিদপ্তর কে ফাঁকি দিয়ে সমিতির নামে ভুয়া ও জালিয়াতি ব্যবসা পরিচালনা করে আসছ বলে জানা যায় এই প্রতিষ্ঠান।কোন গ্রহক যদি মেয়াদ উর্তিন্য হয়ার আগে ডিপিএস ভাংতে চায় তাহলে তাদের পরতে হয় মহা জামেলায়। অনেক দিন ঘুরানোর পর দেখা যায় যে টাকা দেয় তাঁর ১০% তারা কেটে রাখে।





 গ্রহকদের মতে চেয়ারম্যান শেখ মিরাজুল ইসলাম জনগনের টাকা হরফ করে নিজের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি ও কর্মচারি কর্মকর্তাগনের বেতন আটকিয়ে তাদের চাকরি হতে বিতারিত করছে এবং তাদেরকে বিভিন্নভাবে পুলিশ এর ভয় দেখাছে। 






অনেক কর্মচারি কর্মকর্তাগনকে বাধ্য করছেন  অব্যহতি পত্র দিতে এরপরও তাদেরকে বিভিন্নভাবে পুলিশ এর হয়রানির ভয় দেখাছে।কমিটির সকলেই চেয়ারম্যান শেখ মিরাজুল ইসলাম এর আত্মীয় স্বজন। অন্য কোন সদস্য উচ্চ পর্যায়ে নেই। এই প্রতিষ্ঠান এর  কোন সাইন বোর্ড কিংবা লাইসেন্সও নেই বলে জানান ক্ষতিগ্রস্থ গ্রহকরা। 


এই মালটিপারপাস লিঃ এর নিকট তাদের কর্মচারি কর্মকর্তাগন বারবার মৌখিক ভাবে বলা সত্ত্বেও বিষয় গুলো আমলে না নিয়ে অন্যায় আচরণ/অসঙ্গত কথাবার্তা/ সম্পূর্ণ অফিস বিরোধী কার্যক্রম এদের কর্মচারি/কর্মকর্তাগনের উপর চাপানো হচ্ছে। বিষয়গুলো ছিল – 




এরপরও চেয়ারম্যান এর কোন মাথা ব্যাথাই নাই। পরবর্তীতে কর্মচারি/কর্মকর্তাগণ সমবায়  নীতিমালা সম্পর্কে বর্তমান কার্যক্রম বিরতিকরন প্রসঙ্গে কারণগুলো উল্লেখ্য করে জানালে চেয়ারম্যান এদিকে কোন ব্যবস্থা গ্রহন করেনি।এই মালটিপারপাস প্রতিষ্ঠানটি নিবন্ধন পাওয়ার পর ২-৩ মাসের মধ্যে কোন সমিতির নামে ব্যাংক হিসাব রাখেনি বলে জানাযায়এখানে কোন সদস্যর নূন্যতম  ১০০ টাকার শেয়ার ছাড়াই সদস্য হচ্ছেন যার কোন সার্টিফিকেট দিচ্ছেন না।এরা ডিপিএস, এফডিআর চালাচ্ছে যা বাংলাদেশ ব্যাংক এর আওতাধীন নয় । একটির পর একটি ফাঁকিবাজি তারা করে যাচ্ছে।

সমবায় নীতিমালা সম্পর্কে বর্তমান কার্যক্রম বিরতিকরন প্রসঙ্গে কারণগুলো ছিল –


 পোষ্টটি লিখেছেন  
Ashraf Ullah Shawon




যারা Yahoo! একাউন্ট ব্যাবহার করেন তাদের জন্য দুঃসংবাদ

যারা Yahoo! একাউন্ট ব্যাবহার করেন তাদের জন্য দুঃসংবাদ
সম্প্রতি ৬ দিনে ১৭৪৭ টি ইয়াহু একাউন্ট হ্যাক করেছে মাদাগাস্কার এক ১৬ বছরের তরুন। এই বিষয়ে সাইবার৭১  সবাইকে সাবধান করে তাদের পেইজে একটি পোষ্ট করে। সেখানে এই ১৬ বছরের তরুন কি ভাবে ঐ একাউন্ট হ্যাক করে সেই সম্পর্কে বিস্তারিত উল্যেখ করা হয়।

yahoo hacked

পাঠকদের শুবিধার জন্য সাইবের ৭১ এর সেই পোষ্টি সম্পূর্ন তুলে দেয়া হল

"সম্প্রতি আমেরিকা, ইংল্যান্ড, চীন, জাপান, কোরিয়া, ইসরাইল, পাকিস্তান, ইন্ডিয়া সহ বেশ কিছু দেশের পুলিশ, গোয়েন্দা, নায়ক-নায়িকা সহ বিভিন্ন বড় সেলেব্রিটিদের ইয়াহু একাউন্ট হ্যাক করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সহ বিভিন্ন সোশিয়ল একাউন্ট হ্যাক করে নিয়েছে মাদাগাস্কার এর ছোট্ট ১ টি দ্বীপে বসবাস কারী মান্দা নামের এই ছেলেটি।
CNN এর ডন লেমন নামের একজন সাংবাদিক একটি সংবাদ সম্মেলনে এই তথ্য টি জানান।
হ্যাকার মান্দা
আমেরিকায় এক দিনে বেশ কিছু জনপ্রিয় ও কিছু গোয়েন্দার ফেইসবুক ও টুইটার একাউন্ট হ্যাক হয়। হ্যাক করার পর হ্যাকার স্টেটাস ও টুইট দিয়ে নিজের পরিচয় জানিয়েও দিয়েছে। 'I'm Manda Haxor! Believe it or not, I'm the best in the world.' এমন টাইপের স্টেটাস প্রতিটি হ্যাক করা সোশিয়ল একাউন্ট এ পোস্ট করে সে।
ডন লেমন ছেলেটির সাথে কথা বলতে চাইলে প্রথমে নাকচ করে দেয়। কিন্তু কয়েকবার অনুরোধ করায় তার স্কাইপি একাউন্ট দেয় এবং সেখানেই সাক্ষাতকার নেয় এই ১৭ বছর বয়সি হ্যাকারের।
ছেলেটি বলে 'আমি এই পর্যন্ত ১৭৪৭ টি ইয়াহু একাউন্ট হ্যাক করেছি। ইয়াহু একাউন্ট এর সাথে যেসব একাউন্ট এড করা ছিল, তা সব হ্যাক করেছি। আমি কারোও ক্ষতি চাই না। কিন্তু হ্যাক করতে আমার ভাল লাগে।'
তাকে জিজ্ঞাসা করা হয় শুধু ইয়াহু একাউন্ট হ্যাক করেছেন। জিমেইল বা হটমেইল নয় কেনো?
উত্তরে বলে আমি ইয়াহু ছাড়া অন্য কোন একাউন্ট পারবো না। পৃথিবীর যে কোন ইয়াহু একাউন্ট সামান্য ১টি ছোট ট্রিক দিয়ে হ্যাক করার ক্ষমতা আমি রাখি।
.

সাইবার ৭১ এর পক্ষ থেকে সবাইকে সতর্ক করে দেয়া হচ্ছে, যারা ইয়াহু একাউন্ট ব্যাবহার করে থাকেন।
আগেও ইয়াহু একাউন্ট এর অনেক ভুল ত্রুটি ও দূর্বলতা ধরা পড়েছিল তা সবাই জানেন। কিন্তু এবার কোন ইয়াহু একাউন্টেরই ভরসা নেই।
হ্যা, ইয়াহু একাউন্ট থেকে জিমেইল একাউন্ট খুব ভাল, ত্রুটিমুক্ত, ঝামেলামুক্ত, ও শক্তিশালী, ব্যাবহার করা যায় ভাল ভাবে। তাই সবাইকে ইয়াহু একাউন্ট ব্যাবহারে সতর্ক করে দেয়া হচ্ছে।

পারলে জিমেইল ব্যাবহার করুন।"
  
এবার আপনিই চিন্তা করে দেখুন আপনি কোন account ব্যবহার করবেন।