এভারজবস বাংলাদেশ এবং দি স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হল “Conquer Your Career” ও “Speed Interview” শীর্ষক ক্যারিয়ার ওয়ার্কশপ। বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে আয়োজন করা হয়েছিল এই কর্মশালার। সার্বিক সহযোগিতায় ছিল CAREER SERVICES AND ALUMNI OFFICE (CSO)। উক্ত কর্মশালায় প্রায় ১০০ এর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। কর্মশালাটি “Conquer Your Career” এর দ্বাদশ অধিবেশন ছিল।
১৭ই এপ্রিল রোজ সোমবার সকাল ১০:০০ টায় অনুষ্ঠানটি শুরু হয় ২টি ভিন্ন সেশনের মাধ্যমে। এই কর্মশালার মূল আকর্ষণ ছিল স্পিড ইন্টারভিউ এবং ‘প্রফেশনাল ওয়ার্কশপ অন ‘CV’ and 'Cover letter writing'. CAREER SERVICES AND ALUMNI OFFICE (CSO) এর ডেপুটি ডিরেক্টর মো: আশিক সারওয়ার এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। তিনি বলেন- "এটি অনেক প্রশংষনীয় উদ্যোগ, এভারজবস এই ওয়ার্কশপ এর মাধ্যমে ফ্রেশ গ্রাজুয়েটদের চাকরির বাজারে প্রবেশ করানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতে তিনি একসাথে আরো কাজ করার ইচ্ছা প্রকাশ করেন।
প্রথম সেশনে বর্তমানে বাংলাদেশের চাকরির বাজার এবং যোগাযোগ নিয়ে আলোচনা করেন এভারজবস বাংলাদেশ এর ম্যানেজিং ডিরেক্টর মি. ফ্লোরিস বস। এইচআর পলিসি নিয়ে আলোচনা করেন মি. আফলাতুন কায়সার, এইচআর ম্যানেজার, দারাজ বাংলাদেশ। ‘ক্যারিয়ার ইন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম’ এবং সিভি রাইটিং টিপস নিয়ে বক্তব্য রাখেন এভারজবস বাংলাদেশ এর হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট ফিলিপ ড্রেক্সেল। Entrepreneurship and motivational কথা বলেন, ক্যাসপার ফাউন্ডেশন এর CEO মি. তৌফিজ উজ জামান।
মি. ফ্লোরিস বস বলেন- "বর্তমানে বাংলাদেশের চাকরির বাজারে অনেক সুযোগ রয়েছে ফ্রেশ গ্রাজুয়েটদের এবং প্রোফেশনালদের। এই ওয়ার্কশপ এর মাধ্যমে ফ্রেশ গ্রাজুয়েটরা তাদের যথোপোযুক্ত এবং প্রয়োজনীয় তথ্য এবং টিপস পাবে, যা তাদেরকে ইন্টারভিউ বোর্ড এ আরো আত্নবিশ্বাস জোগাবে। আমরা, এভারজবস্ সব সময় চেষ্টা করি চাকরিদাতা এবং চাকরিপ্রার্থীদের মধ্যে একটি সমন্বয় ঘটানোর।"
বিস্তারিত জানতে আজই ভিজিট করুন- https://www.everjobs.com.bd/ Or, contact Zahurul H Khan, Head of Marketing & PR, on 01959926050.
১৭ই এপ্রিল রোজ সোমবার সকাল ১০:০০ টায় অনুষ্ঠানটি শুরু হয় ২টি ভিন্ন সেশনের মাধ্যমে। এই কর্মশালার মূল আকর্ষণ ছিল স্পিড ইন্টারভিউ এবং ‘প্রফেশনাল ওয়ার্কশপ অন ‘CV’ and 'Cover letter writing'. CAREER SERVICES AND ALUMNI OFFICE (CSO) এর ডেপুটি ডিরেক্টর মো: আশিক সারওয়ার এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। তিনি বলেন- "এটি অনেক প্রশংষনীয় উদ্যোগ, এভারজবস এই ওয়ার্কশপ এর মাধ্যমে ফ্রেশ গ্রাজুয়েটদের চাকরির বাজারে প্রবেশ করানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতে তিনি একসাথে আরো কাজ করার ইচ্ছা প্রকাশ করেন।
প্রথম সেশনে বর্তমানে বাংলাদেশের চাকরির বাজার এবং যোগাযোগ নিয়ে আলোচনা করেন এভারজবস বাংলাদেশ এর ম্যানেজিং ডিরেক্টর মি. ফ্লোরিস বস। এইচআর পলিসি নিয়ে আলোচনা করেন মি. আফলাতুন কায়সার, এইচআর ম্যানেজার, দারাজ বাংলাদেশ। ‘ক্যারিয়ার ইন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম’ এবং সিভি রাইটিং টিপস নিয়ে বক্তব্য রাখেন এভারজবস বাংলাদেশ এর হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট ফিলিপ ড্রেক্সেল। Entrepreneurship and motivational কথা বলেন, ক্যাসপার ফাউন্ডেশন এর CEO মি. তৌফিজ উজ জামান।
মি. ফ্লোরিস বস বলেন- "বর্তমানে বাংলাদেশের চাকরির বাজারে অনেক সুযোগ রয়েছে ফ্রেশ গ্রাজুয়েটদের এবং প্রোফেশনালদের। এই ওয়ার্কশপ এর মাধ্যমে ফ্রেশ গ্রাজুয়েটরা তাদের যথোপোযুক্ত এবং প্রয়োজনীয় তথ্য এবং টিপস পাবে, যা তাদেরকে ইন্টারভিউ বোর্ড এ আরো আত্নবিশ্বাস জোগাবে। আমরা, এভারজবস্ সব সময় চেষ্টা করি চাকরিদাতা এবং চাকরিপ্রার্থীদের মধ্যে একটি সমন্বয় ঘটানোর।"
বিস্তারিত জানতে আজই ভিজিট করুন- https://www.everjobs.com.bd/ Or, contact Zahurul H Khan, Head of Marketing & PR, on 01959926050.