Showing posts with label ছবির মেলা. Show all posts
Showing posts with label ছবির মেলা. Show all posts

জেনে নিন আপনার প্রিয় হিরোর বাজেট কত

জেনে নিন আপনার প্রিয় হিরোর বাজেট কত
কেউ পাচ্ছেন দুই লাখ, কেউবা হাঁকাচ্ছেন কোটি টাকা। ঢাকাই চলচ্চিত্রে নায়কদের পারিশ্রমিকের ব্যবধানটা এমনই আকাশ পাতাল। নতুনদের মধ্যে পারিশ্রমিক মাত্র দুই লাখ টাকা হলেও দীর্ঘদিন কাজ করেও কেউ কেউ হাতে পাচ্ছেন বড়জোর পাঁচ-ছয় লাখ টাকা। আবার কেউ একসময় চল্লিশ লাখ পেলেও এখন পান লাখ বিশেকের মতো। তারকাদের পারিশ্রমিকের অঙ্ক মেলানোটা সোজাসাপ্টা সরলরেখায় চলে না। তারকা, পরিচালক ও প্রযোজকসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ঢাকাই নায়কদের ছবি প্রতি পারিশ্রমিকের একটা সার্বিক চিত্র তুলে এনেছেন মনজুর কাদের।




 অনন্ত জলিল
অনন্ত জলিল : দর উঠেছে ৫০ থেকে ৬০ লাখ টাকা। কিন্তু এক কোটি না হলে কিছুতেই রাজি হবেন না তিনি। জানিয়েছেন খোঁজ-দ্য সার্চ চলচ্চিত্রের নায়ক অনন্ত জলিল। খোঁজ-দ্য সার্চ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিষেক ঘটে অনন্তর। এখন পর্যন্ত ছয়টি সিনেমায় তাঁকে অভিনয় করতে দেখা গেছে। যদিও সবগুলো ছবিরই প্রযোজক অনন্ত নিজেই। ছবি প্রতি তাঁর সম্মানি কত ধরা হয়েছিল জানতে চাইলে তিনি বলেন, ‘আমার কোনো ছবিতে এখন পর্যন্ত কোনো পারিশ্রমিক ধরিনি। বিষয়টি নিয়ে আমি আসলে ভাবিওনি। তবে দর্শকের কাছে আমার জনপ্রিয়তা কারণে কিছু নির্মাতা আমাকে দিয়ে ছবি নির্মাণের ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। তাঁদেরকে আমি সাফ সাফ জানিয়ে দিয়েছি, যদি এক কোটি টাকা পারিশ্রমিক দেওয়া হয় তাহলে আমি ছবিতে অভিনয় করতে রাজি আছি। এঁদের কেউ কেউ অবশ্য ৫০ থেকে ৬০ লাখ টাকা পারিশ্রমিক দিতে রাজি হয়েছিলেন বলেই অনন্ত জানান।

সাকিব খান
শাকিব খান: প্রায় দেড় যুগ আগে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক ঘটে শাকিব খানের। তাঁর অভিনীত প্রথম ছবি অনন্ত ভালোবাসা। সোহানুর রহমান সোহান পরিচালিত এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেন ইরিন জামান। ক্যারিয়ার শুরু থেকে নানা চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে সাত বছরের মাথায় প্রথম ব্যবসাসফল ছবি উপহার দেন শাকিব খান। এর পর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। ঢালিউডের অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন শাকিব। ২০০৮ সালের শেষের দিকে হঠাৎ করেই দর বাড়িয়ে দেন শাকিব। ছবি প্রতি দর হাঁকেন ৪০ লাখ টাকাও। তারকা সংকটের কারণে নির্মাতারাও একরকম বাধ্য হয়ে শাকিবের চাওয়া পূরণের চেষ্টা করে গেছেন। অবশ্য সময়ের সঙ্গে পাল্লা দিয়ে শাকিবের পারিশ্রমিকের অংকটা কমতে থাকে। বর্তমানে ছবি প্রতি ১৫ থেকে ২৫ লাখ টাকার মতো পারিশ্রমিক পাচ্ছেন।

ফেরদৌস
ফেরদৌস: কথা ছিল সাংবাদিক হওয়ার। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিও অর্জন করেন। কিন্তু শেষ পর্যন্ত আর সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেওয়া হয়নি। জড়িয়ে গেছেন বিনোদন জগতের সঙ্গে। শুরুটা হয়েছিল নব্বইয়ের দশকে, র‌্যাম্প মডেল হিসেবে। একটা সময় তাঁর সঙ্গে পরিচয় হয় প্রয়াত নৃত্য পরিচালক আমির হোসেন বাবুর। তাঁর একটি ছবিতে অভিনয় করার কথা ছিল ফেরদৌসের। কিন্তু শেষ পর্যন্ত ছবিটির কাজ শুরু করতে পারেননি আমির হোসেন বাবু। বুকের ভেতর আগুন ছবির কাজ শেষ হওয়ার আগেই মারা যান ছবির নায়ক সালমান শাহ। তাঁর আকস্মিক মৃত্যুতে ছবিটি নিয়ে বিপাকে পড়ে যান নির্মাতা ছটকু আহমেদ। গল্পে কিছুটা পরিবর্তন এনে ফেরদৌসকে দিয়ে ছবির কাজ শেষ করেন ছটকু আহমেদ। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া এই ছবির মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক ঘটে ফেরদৌসের। চলচ্চিত্রে শুরুটা হতে যত বেশি বেগ পেতে হয়েছে সফলতা লাভ করতে ততটা হয়নি। প্রথম ছবি মুক্তির বছর খানেকের মাথায় মুক্তি পায় কলকাতার নির্মাতা বাসু চ্যাটার্জি পরিচালিত হঠাৎ বৃষ্টি ছবিটি। এই ছবিটি রাতারাতি তারকা বানিয়ে দেয় ফেরদৌসকে। অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। এই ছবির মাধ্যমে কেবল বাংলাদেশে নয়, কলকাতাতেও ব্যাপক জনপ্রিয়তা পান ফেরদৌস। এরপর দুই বাংলায় অনেক ছবিতে অভিনয় করেছেন তিনি। এখনো আগের মতোই দুই বাংলায় সমানতালে অভিনয় করে চলেছেন। আগে ছবি প্রতি ১২ থেকে ১৪ লাখ টাকা পারিশ্রমিক নিলেও ইদানীং সে অঙ্কটায় ভাটা পড়েছে। এখন তাঁর পারিশ্রমিক ৫ থেকে ৭ লাখ টাকার ঘরে।

আরিফিন শুভ
আরিফিন শুভ: শোবিজে আরিফিন শুভর শুরু র‍্যাম্প মডেলিংয়ের মধ্য দিয়ে। পাশাপাশি রেডিওতে কথাবন্ধুর কাজও করতেন। এরপর নাটকে অভিনয় করেন। একটা সময় সব কিছুকে বিদায় দিয়ে নিজেকে চলচ্চিত্রের জন্য উপযোগী করে তোলেন। পেয়েছেন সফলতাও। তাঁর প্রথম ছবির নাম ‘জাগো’। এই ছবিতে তাঁর উপস্থিতি অল্প সময়ের জন্য হলেও, শুভ ঠিকই দর্শক হৃদয়ে স্থান করে নেন। এরপর একে একে কাজ করেন ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি’, ‘ভালোবাসা জিন্দাবাদ’, ‘ছায়াছবি’, ‘অগ্নি’, ‘কিস্তিমাত’, ‘ওয়ার্নিং’ ও ‘ছুঁয়ে দিলে মন’ ছবিগুলোতে। অগ্নি ছবির সাফল্যের পর চলচ্চিত্র প্রযোজক ও পরিচালকদের কাছে নির্ভরযোগ্য নায়ক হয়ে ওঠেন শুভ। কিস্তিমাত ছবিতেও বাজিমাত করেন শুভ। আর সর্বশেষ ছুঁয়ে দিলে মন ছবিটি শুভকে এনে দেয় আকাশছোঁয়া সাফল্য। শুভ বর্তমানে প্রতিটি ছবিতে অভিনয়ের বিনিময়ে ৮ থেকে ১০ লাখ টাকার মতো পারিশ্রমিক নিচ্ছেন।

বাপ্পি চৌধুরী
বাপ্পি চৌধুরী: নারায়ণগঞ্জের ছেলে বাপ্পি চৌধুরী। কোনো দিন ভাবেননি চলচ্চিত্রে কাজ করবেন। পরিবারেও কেউ এ মাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন না। বন্ধু-বান্ধবের উৎসাহে চলচ্চিত্রেবাপ্পি চৌধুরী অভিনয়ের প্রতি আগ্রহ তৈরি হয় তাঁর। রূপালি পর্দায় অভিষেকের জন্য খুব বেশিদিন অপেক্ষা করতে হয়নি তাঁকে। ২০১২ সালে সেই সুযোগটা পেয়ে যান বাপ্পি। তাঁর প্রথম ছবি ভালোবাসার রং। এই ছবিতে তাঁর সহশিল্পী হালের আলোচিত নায়িকা মাহি। ভালোবাসার রং মুক্তির আগেই একাধিক ছবিতেও চুক্তি স্বাক্ষর করে বেশ আলোচিত হয়ে ওঠেন বাপ্পি। আর ছবি মুক্তির পর পেয়ে যান জনপ্রিয়তা ও তারকাখ্যাতি। মাত্র তিন বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে অভিনয় করেছেন এক ডজনেরও বেশি ছবিতে। বর্তমানে প্রতিটি ছবিতে অভিনয়ের বিনিময়ে ৭ লাখ থেকে ১০ লাখ টাকার মতো পারিশ্রমিক নিচ্ছেন।

সাইমন
সাইমন: শুরুটা করেছিলেন জ্বি-হুজুর সিনেমার মধ্য দিয়ে। সালটা ছিল ২০১২। প্রথম ছবিতে সাফল্যের মুখ না দেখলেও পরের বছর বাজিমাত করেন সাইমন। তাঁর অভিনীত পোড়ামন ছবিটি দারুণ দর্শকপ্রিয়তা পায়। ছবিটিতে সাইমন অভিনয় করেন মাহিয়া মাহির বিপরীতে। তিন বছরের ক্যারিয়ারে অভিনয় করেছেন ১০ টিরও বেশি ছবিতে। তুলনামূলকভাবে ছবির সংখ্যা কম হলেও তাঁর পারিশ্রমিকের অঙ্কটা ভালোই বলতে হয়। বর্তমানে ছবি প্রতি ৫ থেকে ৭ লাখ টাকা পাচ্ছেন তিনি।


ইমন
ইমন: শুরুটা হয়েছিল ছোটপর্দা দিয়ে। মডেলিংয়ের পাশাপাশি অভিনয় করতেন টিভি নাটকে। ২০০৭ সালে তৌকির আহমেদ ইমন পরিচালিত দারুচিনি দ্বীপ ছবির মাধ্যমে প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন ইমন। একই বছর মুক্তি পায় ইমন অভিনীত এক বুক ভালোবাসা ছবিটি। এরপর তিন বছরের বিরতি। ২০১০ সালে গহিনে শব্দ ছবিতে অভিনয় করে দর্শকমহলে প্রশংসা কুড়ান। ২০১২ সালে মুক্তি পাওয়া লালটিপ ছবিতেও তাঁর অভিনয় প্রশংসিত হয়। আসছে ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে ইমন অভিনীত নতুন চলচ্চিত্র পদ্ম পাতার জল। এই ছবিতে ইমনের বিপরীতে অভিনয় করেছেন মিম। ঢাকাই ছবির আলোচিত এই নায়কের ছবি প্রতি পারিশ্রমিকের অঙ্কটা চার লাখের কোটায়। ক্ষেত্রবিশেষে তা ওঠানামাও করে।


নিরব
নিরব: মডেলিংয়ের মাধ্যমে শোবিজে আসেন নিরব। টিভি নাটকেও অভিনয় করেন তিনি। তাঁর প্রথম সিনেমা মন যেখানে হৃদয় সেখানে। প্রথম ছবিতে তিনি পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন ২ লাখ টাকা। এখন পর্যন্ত ঢাকাই ছবির এই নায়কের ১৯টি ছবি মুক্তি পেয়েছে। কাজ চলছে আর তিন-চারটির মতো ছবির। ঢাকাই ছবির এই নায়ক ছবি প্রতি পারিশ্রমিক হাঁকাচ্ছেন ৩ থেকে ৪ লাখ টাকা।


জায়েদ খান
জায়েদ খান: পিরোজপুরের ছেলে জায়েদ খান। চলচ্চিত্রে নায়ক হওয়ার আশায় অংশ নেন এফডিসির ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমে। সৌভাগ্যক্রমে চলচ্চিত্রে কাজ করার জায়েদ খানসুযোগটাও পেয়ে যান তিনি। আর তাঁকে এই সুযোগটা করে দেন পিরোজপুরেরই এক প্রযোজক | ছবির নাম ভালোবাসা ভালোবাসা। পরিচালক মোহাম্মদ হান্নান। চলচ্চিত্রে জায়েদ খানের যাত্রা হলো শুরু। ২০০৭ সালে ভালোবাসা ভালোবাসা ছবিটি মুক্তি পায়। প্রথম ছবি মুক্তির আগেই জমিদারবাড়ির মেয়ে ও পাপের প্রায়শ্চিত্ত নামে আরও দুটি ছবিতে সুযোগ পেয়ে যান তিনি। এরপর মন ছুঁয়েছে মন, আত্মগোপন, আমার স্বপ্ন আমার সংসার, তোকে ভালোবাসতেই হবে, অদৃশ্য শত্রু, কাছের মানুষ, প্রেম করব তোমার সঙ্গে, নাগ-নাগিনের স্বপ্ন ছবিতে অভিনয় করেন তিনি। জনপ্রিয়তার দৌড়ে খুব বেশি পিছিয়ে না থাকলেও পারিশ্রমিকের দৌড়ে অনেকটাই পিছিয়ে আছেন জায়েদ খান। ছবি প্রতি তাঁর পারিশ্রমিক মাত্র দুই লাখের মতো।
সুত্র ইন্টারনেট

দেখে নিন বাংলাদেশ বনাম ইংল্যান্ড এর খেলার কিছু উল্যাসের মহুত্য

দেখে নিন বাংলাদেশ বনাম ইংল্যান্ড এর খেলার কিছু উল্যাসের মহুত্য
আজ  বাংলাদেশ ইংল্যান্ডের বিরুধ্যে ১৫ রানে জয় পেয়েছে। পেয়েছে আরও অনেক কিছু- প্রথন বাংলাদেশি হিসেবে বিশ্ব কাপে ১০০ করা। প্রথম বারের মত কোয়াটার ফাইনালে উঠা। আবাও ভাসলেন দর্শকদের ভালোবাসায়।
আর চলুন দেখে নিন আজকের খেলার কিছু বিষেশ মহুর্ত্য
আজকের খেলার একজন হিরো। Real Hero। ৪/৫৩

আর একজন হিরো। উঠে গেলেন ইতিহাসের পাতায়। রান-১০৩

অধিনায়কের দায়িত্বটা আজ অধিনায়কের মতই পালন করলেন

তাসকিন। বোলিং টা  ভালোই করেছেন

হিরোকে নিয়ে আজ উল্যাস টা আজ একটু বেশিই ছিল।

শতকের পর নিজের খুশিটা এ ভাবেই প্রকাশ করলেন মাহমুদুল্যা

বিজয়ের আনন্দটা এবাভেই ছড়িয়ে দেন সবার মাজে

বিজয়ের আনন্দে আজ সবাই আত্ত হারা


Action moment of Tiger

বাংলার বাঘ
দিন শেষে অধিনায়াক তার তুরুপের তাস'কে এর ছেয়ে বেশি আর কি দিবেন

দর্শকদের উল্যাস ও ছিলো দেখার মত
 
লাল সবুজ থাকবে চির কাল




এবারের বিশ্বকাপ মাতাবেন যারা

এবারের বিশ্বকাপ মাতাবেন যারা
বিশ্বকাপ   ২০১৫   মাতিয়ে রাখবেন যে কজন অল-রাউন্ডার। জেনে নিন তাদের মধ্য সেরা ছয় জন কারা এবং তার কোন দেশের খেলোয়ার 
Sakib Al Hasan

Shakib Al Hasan (Bangladesh) : বর্তমানে সব ধরনের ক্রিকেট খেলায় ১ নম্বার পজিসনে আসে এই খেলোয়াড়। সাকিব লেগ-স্পিন কল করে থাকে এবং মিডল-অর্ডারের ব্যাটসম্যন। সাকিব বাংলাদেশের এযাবত কালের সব ছেয়ে ভাল খেলোয়াড়। সে শুধু লাল-সবুজ জার্চির মধ্য সিমাবদ্ধ থাকেনি, তার বিভিন্ন ধরনের ট্রুনামেন্ট খেলার অবজ্ঞিতা আসে। যেমন- County cricket, IPL, BBL and CPL ইত্যাদিShakib Al Hasan বাংলাদেশের প্রথম খেলোয়ার County cricket খেলেছে। এবং সেখানে তার যোঘ্যতা প্রমান করতে সক্ষম হয়েছে। যার ফলে গত ৬-৭ বছর ধরে সে বাংলাদেশ ক্রিকেট দলের মধ্য-মনি হয়ে আসে। এক কথায় বলতে গেলে সাকিব হল বাংলাদেশের প্রান।

খেলার মাঠে দর্শকরা সাকিবকে নিয়েই জেতার আসায় বুক বাধেন।
 
James Faulkner
  ২। James Faulkner (Australia) : James Faulkner মূলত একজন বোলার অল-রাউন্ডার।কিন্তু তিনি সম্প্রতিক বছরে ব্যাট হাতে বেশ ভাল খেলেছেন।ব্যাট হাতে তার গড় প্রায় ৪৮। তিনি সাধারানত অস্ট্রেলিয়ার ফিনিশিং খেলোয়ার যিনি ৮ নম্বরে ব্যাট করে থেকেন। বোলিং এ তিনি অসাধারন! ৩৮ ম্যাচে তার উইকেট ৫০। আসন্ন world cup  James Faulkner  যে একজন ভয়ংকর খেলোয়ার হয়ে উঠতে পারে তারই সংকেত দিচ্ছে তার পরি সংখান।
 
Angelo Mathews
   ৩। Angelo Mathews (Sri Lanka) : ইনি একজন ব্যাটিং নির্বর অল-রাউন্ডার।তার সামঞ্জস্যপূর্ণ বোলিং action মুগ্ধ করার মত। শ্রীলংলার অধিনায়ক একজন বোলার পেয়েছেন, যিনি ঠান্ডা মাথায় বিপদের মহুর্তে দলকে টেনে ধরতে পারেন। তিনি এখন পর্যন্ত ১৪৯ ম্যাচ খেলে ৪০.৩০ গড়ে রান করেছেন ৩৫৮৮। অ্যাঞ্জেলো ম্যাথুস তার  আন্তর্জাতিক ক্যারিয়ারে 25 টি হাফ এবং  একটি  সেঞ্চুরি করেছে। 
 
Corey Anderson
   ৪। Corey Anderson (New Zealand) : ইয়ং টেলেন্ট খেলোয়ারদের মধ্যে কোরি এন্ডারসন অন্যতম একজন খেলোয়ার। ODI ক্রিকেটে সবছেয়ে দ্রুততম সেন্সুরিটি আসে তার ঝুলিতে। তার হাতে বোলাররা পাশবিক মারের মুখে পড়ছেন বারবার। তিনি দলের ক্রান্তি কালে উইকেট গোছানোর কাজ খুব ভালো ভাবে করতে পারেন। তাই বলা যায় এই বিশ্ব কাপে তিনি প্রতিপক্ষের কাছে আতংক হিসেবেই থাকবে।
Shen Watson

   ৫। Shane Watson (Australia) : অস্টেলিয়ার বর্তমান পারর্পমেন্স বিশ্ব কাপে চিন্তার বিষয় হতে পারে। এই মহুর্তে শেন ওয়াটসনই দলের ভরস। কিন্তু তিনি বর্তমানে ইঞ্জুরিতে ভুগছেন।
 
Shahid Afridi
  ৬। Shahid Afridi (Pakistan) : পাকিস্তানের অলরাউন্ডার পাকিস্তানের প্রান হিসেবেই ধরা যায়। ব্যাট হাতে তার গতিশীলতার জন্য তাকে বুম বুম উপাদি দেয়া হয়েছে। গত এক দশক ধরে ব্যাট হাতে তিনি তার দেশের জন্য লড়ে যাচ্ছেন। তিনি খুব আল্প সময়ের মধ্যেই দলের গুরুত্ত পূর্ন খেলোয়ার হয়ে উঠেন। তিনি এখনো তার দলকে সামনে থেকে নেত্রিত্ত দিয়ে থাকেন। মাজে তার পারফর্ম খারাপ হওয়ায় নিন্দুকের তার পিছনে উঠে পড়ে লেগেছিল। এই বিশ্বকাপ হতে পারে নিন্দুকের সঠিক জবাব দেয়ার প্ল্যাটফর্ম

ভালো লাগলে কম্মেন্ট করে জানাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের ফেইজবুক পেইজে লাইক দিন।

দেখে নিন বিশ্বের বিলাশবহুল কিছু বাড়ি

দেখে নিন বিশ্বের বিলাশবহুল কিছু বাড়ি
পৃথীবিতে বিলাশিতা পছন্দ করেনা এমন মানুষ খুব কম ই আছে। আর এই বিলাশিতার কি না করে থাকে? কেউ বিমানে বিয়ে করে, কেউ সোনার পোষাক পরে আরো কত কি। এই পোস্ট টা হচ্ছে বাড়ি নিয়ে। দেখুনতো নিছের বাড়ি গুলো বিলাশিতার জন্য কেমন হবে.........
১. এই বাড়িটায় থাকতে কেমন হবে বলেন তো। ভালো করে খেয়াল করুন একটা গাছেকে গিরে কিন্তু বাড়িটা বানানো।


২.নিছের বাড়ি গুলি দেখে মনে করতেই  পারেন আধুনিক যুগের টারজা এর বানানো।
৩.দেখুন তো এই বাড়ি গুলি কেমন লাগে। বনের বিতর সোনার হরিন


৪.আধুনিক ছোয়ার কি নাই এই বাড়িতে??