Showing posts with label কম্পিউটার. Show all posts
Showing posts with label কম্পিউটার. Show all posts

কালারফুল সব আইকন দিয়ে সাজিয়ে নিন আপনার কম্পিউটার

কালারফুল সব আইকন দিয়ে সাজিয়ে নিন আপনার কম্পিউটার
আমরা অনেকের  কম্পিউটারের স্ক্রিন এ নানা রকমের আইকন দেখি। ভিবিন্ন রকমের আইকন দিয়ে সাজিয়ে রেখেছে সব ফোল্ডার। কিন্ত আপনার ইচ্ছা থাকা সত্যেও আপনি করতে পারলেন না। কারন আপনার কাছে ঐ সমস্থ আইকন ও নাই আর আপনি কি ভাবে সেট করতে হয় তা ও জানেন না। তাই আমি আজ আপনাদেরকে শিখাব কিভাবে আইকন সেট করা যায় আর সাথে থাকছে আইকন এর বিশাল কালেকশন একদম ফ্রি।
icon
সবার আগে আইকন ডাউনলোড করে নিন



প্রথম ধাপঃ যেই ফোল্ডার আইকন পরিবর্তন করতে চান তার উপর মাউস রেখে Right বাটন ক্লিক করুন। Right বাটন ক্লিক করার পর যে অপসন আসবে তার Properties এ ক্লিক করুন। 
আইকন- ১ম ধাপ


২য় ধাপঃ  Properties এ  ক্লিক করার পর একটি মেনু ওপেন হবে সেখান এ নিচের ছবির মত প্রথমে Customize এ ক্লিক করুন তার পর Chang Icon এ ক্লিক করুন। 

৩য় ধাপঃ Change Icon এ ক্লিক করার পর নিছের ছবির মত আরও একটি ছোট উইন্ডো আসবে সেখান থেকে Browse এ ক্লিক করুন ।




৪র্থ ধাপঃ Browse এ ক্লিক এর পর এখন একটি উইন্ডো আসবে সেখান থেকে পছন্দ মত আইকন সিলেক্ট করে  Open বাটনে ক্লিক করুন। এর পর সব  ok বাটন ক্লিক করুন। ব্যাস আপনার আইকন পরিবর্তন হয়ে গেছে। 

নোটঃ যদি কোন সমস্যায় পড়েন কমেন্ট করে জানাবে।