Showing posts with label ভুমিকম্প. Show all posts
Showing posts with label ভুমিকম্প. Show all posts

ভূমিকম্পের কারনে আশা ইউনিভার্সিটির পরীক্ষা স্থগিত করা হয়েছে

ভূমিকম্পের কারনে আশা ইউনিভার্সিটির পরীক্ষা স্থগিত করা হয়েছে
 আজ সারা দেশে দুই দপা ভূমিকম্প অনূভুত হয় । আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা দেশে জুড়ে।
প্রথম দপায় বেলা ১২ঃ১৫ মিনিটে সারাদেশে ভূমিকম্প অনূভুত হয়। দ্বিতিয় দপায় ১২ঃ৫০ মিনিটে অনূভুত হয়। এ সময় আশা ইউনিভার্সিটিতে পরীক্ষ চলছিল।

প্রথম দপা ভূমিকম্প অনূভুত হলে সকল ছাত্র-ছাত্রী'রা আতঙ্কিত হয়ে দ্রুত নিচে নেমে যায় এবং সাম্নের রাস্তায় অবস্থান নেয়। এর কিছুক্ষন পর ছাত্র-ছাত্রী'রা পরীক্ষায় অংশ নেয়। কিন্তু দ্বিতিয় দপায় যখন আবার ভূমিকম্প অনূভুত হয় তখন শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের পরীক্ষার হল থেকে বের হয়েযেতে বলেন এবং পরিক্ষা স্থগিত করেন। যদিও কয়েকটি ব্যাচের পরীক্ষা নেয়া হয়।
আতঙ্কিত ছাত্র'রা রাস্তায় দাঁড়িয়ে ফাটল  দেখছে

এরই মধ্যে ছড়িয়ে পড়ে ভার্সিটির একটি পিলারে ফাটল গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে ফাটলটি পরীক্ষা করে দেখেন। পরীক্ষা শেষে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান ফাটল তেমন গুরুতর না। সামান্য একটু চির দরেছে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
আতঙ্কিত ছাত্র-ছাত্রী'রা রাস্তায় অবস্থান করছে


জানা যায় এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৭৪৫ কিলোমিটার দূরে নেপালের পোখারায়। নিমিষেই তা ভারত ও বাংলাদেশজুড়ে ছড়িয়ে যায়। ভারত ও নেপালেও ভূমিকম্পের মাত্রা ছিলো ৭.৫।
টিভিতে সাক্ষাতকার দিচ্ছেন ফায়ার সার্ভিস কর্মি

বাংলাদেশে কয়েক  স্থায়ি এই ভূমিকম্পের মাত্রা ছিলো ৫.৪।