ই-কমার্স বিজনেস করুন ইউটিউবে


ই-কমার্স সাইটে পরিণত হচ্ছে ইউটিউব। শুধু ভিডিও দেখা নয়, পণ্য কেনাবেচার সুযোগ পাবেন ব্যবহারকারীরা।

জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইটটির মালিকানা প্রতিষ্ঠান সার্চ জায়ান্ট গুগল জানিয়েছে, সাইটটিতে নতুন ফিচার যোগ করা হচ্ছে। এটির নাম দেওয়া হয়েছে ট্রু ভিউ।

নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবসায়ীরা তাদের পণ্য বাজারজাত করার পাশাপাশি পণের বিজ্ঞাপন হিসেবে ভিডিও আপলোড করতে পারবেন।

ইউটিউব ট্রু ভিউর মাধ্যমে ব্যবসায়ীরা তাদের ব্যান্ডের বিভিন্ন তথ্য, সংশ্লষ্ট ভিডিও, ওয়েবসাইটের ঠিকানা দিতে পারবেন।

বিশ্বজুড়ে অনলাইন কেনাকাটা বৃদ্ধি পাওয়ায় প্রযুক্তি ব্যবহারকারী উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য একটি প্লাটফর্ম দাঁড় করাতে এ পরিকল্পনা নিয়েছে জনপ্রিয় সাইটটি। ইতিমধ্যে বিজ্ঞাপন প্রচারও শুরু করা হয়েছে।

ইউটিউবকে পুরোপুরি ই-কমার্স সাইটে পরিণত করা হলে অ্যামাজন ও ই-বের মতো বৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে গুগলকে।

কোন ব্যবহারকারী যদি অ্যাড স্কিপ করে যায় তবে গুগল কোনো চার্জ নেবে না। তবে যদি ৩০ সেকেন্ড বা সম্পূর্ণ ভিডিও দেখেন তবেই কেবল বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে চার্জ নেওয়া হবে।

Source : - টেক শহর


শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট