আমারা সবাই জানি সাইকেল এর
সাথে টারবাইন ম্যসিন লিগিয়ে পাওয়ার উৎপাদন করে। কিন্তু এবার আপনার শরিরের
নাড়া-চাড়ায় পাওয়ার উৎপাদন হবে।
দিনে নিনে পৃথীবির মানুষ
প্রযুক্তি নির্বর হয়ে উঠেছে। বাড়ছে ব্যাস্ততা। বাড়ছে টাকা বাড়ানোর নেশা। তাই কোন
কিছুতেই যেনো তারা সময় নষ্ট করতে চায় না। বর্তমানে মোবাইল যেমন একধারে সহজ যোগাযোগের
মাধ্যম তেমনি এটি বিনোধনের ও সহজ উপায়। তবে এটির একটি প্রব্লেম আসে সেটা র্চাজ। এই
র্চাজ দেয়ার জন্য অনেকের অনেক গুরুত্তপূর্ন সময় নষ্ট করতে হয়।
যারা সময় নষ্ট করতে চান না
তাদের জন্য অ্যাপল নিয়ে এলো এমন একটি প্রোডাক্ট যা আপনার শরিলের নাড়া-চাড়ায় চার্জ
হবে। আর সেটা দিয়ে আপনার আই-ফোন চার্জ দিবেন।
Ampy নামক এই যন্ত্রটি
আপনার শরিরের যে কোন জায়গায় (হাতে, পায়ে) বেল্টের সাহার্যে বেধে রেখে যে কনো ধরনের
নাড়াচাড়া করেলেই এটি চার্জ হতে থাকবে।