Showing posts with label অন্যান্য. Show all posts
Showing posts with label অন্যান্য. Show all posts

আশা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত অনুষ্ঠিত হয়ে গেল "আলোকচিত্র প্রদর্শনী"

 আশা বিশ্ববিদ্যালয়ে  প্রথমবারের মত অনুষ্ঠিত হয়ে গেল "আলোকচিত্র প্রদর্শনী"
 ফটোগ্রাফি কেউ শখের বশে করে আর কেউ প্রপেশনাল। আজ কাল ইউনিভার্সি পড়ুয়া ছাত্র'রা ক্যামেরা নিয়ে হয়ে উঠে  স্ব-ঘোশিত কাঁচা হাতের ফটোগ্রাফার। এমনই কিছু ফটোগ্রাফার আছে আশা বিশ্ববিদ্যালয়ে। আর তাদের এই কাঁচা হাত পাকা করার জন্যগ গড়ে তোলা  হয় আশা ইউনিভার্সিটি ফটোগ্রাফি ক্লাব।

আর  এই  ফটোগ্রাফি ক্লাব এর আয়োজনে প্রথমবারের মত আশা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল "আলোকচিত্র প্রদর্শনী"। প্রদর্শনীটির উদ্বোধন করেন আশা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মাননীয় উপাচার্য এবং প্রদর্শনীর প্রধান অতিথী প্রোফেসর ড. ডালেম চন্দ্র বর্মন। আজকের এই আয়োজনে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন আশা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বিজনেস ফ্যাকাল্টির ডিন প্রোফেসর ইকবাল আহমেদ। 
প্রদর্শনীতে আলোকচিত্র দেখছেন অথিতি'রা

আশাইউবি ফটোগ্রাফি ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট জনাব মাসুদ রানা জানান এই ক্লাব নিয়ে জানান তার ভবিষৎ পরিকল্পনা। তিনি বলেন আমরা প্রতি মাসে এই রকম একটি করে প্রদর্শনীর আয়োজন করব। এরই ধারাবাহিকতায় সামনে আয়োজন করবেন ইন্টার ডিপার্টমেন্ট ফটোগ্রাফি প্রতিযোগিতা। তিনি আরোও বলেন, ভবিষৎতে ইন্টার ইউনিভার্সিটি ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করার ইচ্ছা আছে।

দেখে নিন আপনার প্রিয় ক্রিকেরটার মাশরাফির অতিত এবং বর্তমান

 দেখে নিন আপনার প্রিয় ক্রিকেরটার মাশরাফির অতিত এবং বর্তমান
মাশরাফি বিন মুর্তজা।  বাংলাদেশী ক্রিকেটার। বর্তমান বাংলাদেশ জাতিয় টি-২০ দলের অধিনায়ক। ২০০১ সালে জিম্বাবুয়ের  বিরুদ্ধে অভিষেক হয় এই ক্রিকেটারের। মাশরাফি বাংলাদেশের হয়ে অধিনায়কত্ব করে ১টি টেস্ট, ৭টি ওয়ান ডে ম্যাচ ২০০৯ এবং ২০১০ সালের মধ্যে। এর পরেই মাশরাফি বড় ধরনের ইঞ্জুরিতে পড়েন। আর তখন মাশরাফির জায়গায় আসেন সহকারি অধিনায়ক সাকিব আল হাসান।

মাশরাফির ক্রিকেট ক্যারিয়ারের চির শ্ত্রু হয়ে দাঁড়ায় ইঞ্জুরি। এ পর্যন্ত তার হাটু এবং  গোড়ালীতে ১০ বার অপারেশন করা হয়।ক্রিকেট বিশ্বের কাছে এ এক বিস্ময় যে একজন পেস বোলার এত বার অপারেশন করার পরও কি ভাবে মাঠে  ফিরে আসতে পারে। এর ফলে যে কোন সময় সে পঙ্গুত্ব বরন করতে পারে।
সাধারনত মাশরাফির বোলিং স্পিড ১৩৫ কি.মি./ঘন্টায়।

মাশরাফি ২০০৯ সালে ইন্ডিন প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্স এর হয়ে মাঠে নামেন।
বাইক প্রিয় মর্তুজাকে সবাই খুব হাসিখুশি আর উদারচেতা মানুষ হিসেবেই জানে। প্রায়শঃই তিনি বাইক নিয়ে স্থানীয় ব্রিজের এপার-ওপার চক্কর মেরে আসেন। নিজের শহরে তিনি প্রচণ্ড রকমের জনপ্রিয়। এখানে তাকে "প্রিন্স অব হার্টস" বলা হয়।

মাশরাফি ২০০৩-২০০৪ ব্যাচে জাহাঙ্গির নগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় সাইকোলজি বিভাগে।  এর আগে নিজ শহরেরই সরকারি ভিক্টোরিয়া কলেজে পড়ার সময় সুমনা হক সুমির সাথে তার পরিচয় হয়। দু'জনে ২০০৬ সালে বিবাহসূত্রে আবদ্ধ হন।


ব্যক্তিগত তথ্যঃ

পুরো নামঃ মাশরাফি বিন মুর্তজা
জন্মঃ ৫ অক্টোবর, ১৯৮৩
ডাক নামঃ কৌশিক, নড়াইল এক্সপ্রেস, ম্যাশ
উচ্চতাঃ ৬ ফুট ৩ ইঞ্চি (১.৯১ মিটার)
ব্যাটিং ধরনঃ ডানহাতি।
বোলিংঃ ডানহাতি মিডিয়াম পেস।
রোলঃ বোলার, বাংলাদেশ ক্রিকেট অধিনায়ক।



serverpoint hosting banner

আন্তরজাতিক তথ্যঃ

জাতিয়তাঃ বাংলাদেশী
টেস্ট অভিষেকঃ ৮ নভেম্বর, ২০০১। বিপক্ষ দল জিম্বাবুয়ে ( ক্যাপ নংঃ ১৯)
OID অভিষেকঃ ২৩ নভেম্বর, ২০০১ । বিপক্ষ দল জিম্বাবুয়ে ( ক্যাপ নংঃ ৫৩)
T20 অভিষেকঃ  ২৮ নভেম্বর ২০০৬। বিপক্ষ দল জিম্বাবুয়ে ( ক্যাপ নংঃ ৪)


লিগে খেলার তথ্য

সাল দল
২০০২ থেকে বর্তমান খুলনা ডিভিসিন
২০০৯ কলকাতা নাইট রাইডার্স
২০১২ ঢাকা গ্লাডিএটরস
২০১৫ থেকে বর্তমান কুমিল্লা ভিক্ট্রোরিয়াস
ক্রিকেট মাঠের তথ্যঃ


প্রতিযোগিতা Test ODI First Class List A T20
ম্যাচ ৩৬ ১৬০ ৫৪ ২০৬ ৪৯
রান ৭৯৭ ১৪৪২ ১৪৩৩ ২৩৮৫ ৩৬৬
ব্যাটিং অ্যাভারেজ ১২.৮৫ ১৪.৫৬ ১৬.১০ ১৭.৫৩ ১৪.৬৪
১০০/৫০ ০/৩ ০/১ ১/৬ ১/৭ ০/০
সর্বোচ্চ রান ৭৯ ৫১* ১৩২* ১০৪ ৩৬
মোট বলের পরিমান ৫৯৯০ ৭৯৫৭ ৮৬৭৩ ১০১৪৯ ১০২৯
উইকেটের পরিমান ৭৮ ২০৪ ১২৯ ২৭৯ ৩৮
বোলিং অ্যাভারেজ ৪১.৫২ ৩০.৭৬ ৩৫.১৯ ২৮.৫৫ ৩৫.৮৬
১ ম্যাচে ৫ উইকেট পেয়েছেন
১ ম্যাচে ১০ উইকেট
বেস্ট বোলিং ৪/৬০ 6/26 ৪/২৭ ৬/২৬ ৪/১৯
ক্যাচ ৫০ ২৩ ৬৭

রেকর্ডঃ 


টেস্ট ম্যাচ
  • ৯ নম্বর উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। শাহাদাত হোসেনের সাথে ৭৭ রান করেন ২০০৭ সালে ১৮ই মে ইন্ডিয়ার বিপক্ষে।
  •  বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি স্টাইক রেট। ৬৭.২০ (১০০০ বা তার বেশি বলে)
ওয়ান ডে ম্যাচঃ

  • ৯ নম্বর উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। সাকিব আল হাসান এর সাথে ৯৭ রান করেন ২০০৭ সালে ১৬ই এপ্রিল পাকিস্তানের বিপক্ষে।
  •  বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি স্টাইক রেট। ৮৬.৪৬ (১০০০ বা তার বেশি বলে)



 বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও দেশের ইতিহাসে অন্যতম সেরা পেসার মাশরাফি বিন মুর্তজার জীবনীভিত্তিক বই 'মাশরাফি'-এর মোড়ক উন্মোচন করা হয় গত ১৭ই জানুয়ারি ২০১৬ তারিখে।
এদিন সকালে খুলনায় একটি হোটেলে বইটির মোড়ক উন্মোচন করেন জাতীয় দলের কোচ চান্দিকা হাতুরুসিংহে ও মাশরাফি বিন মুর্তজা। বইটি লিখেছেন দৈনিক ইত্তেফাকের ক্রীড়া সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায়।

বইটি প্রকাশ করেছে বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের সংগঠন বাংলাদেশ ক্রিকেট সাপোটার্স অ্যাসোসিয়েশন (বিসিএসএ)।

(বিঃ দ্রাঃ উপরের বেশির ভাগ তথ্য পরিবর্তন যোগ্য) 

বায়োমেট্রিক রি-রেজিস্ট্রেশন এর সময় বাড়লো ৩১শে মে ২০১৬ পর্যন্ত

 বায়োমেট্রিক রি-রেজিস্ট্রেশন এর সময় বাড়লো ৩১শে মে  ২০১৬ পর্যন্ত
 পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল ৩০ এপ্রিল ছিলো বায়োমেট্রিক রি-রেজিস্ট্রেশন করার শেষ দিন। এ দিন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী তারানা হালিম একটি সংবাদ সম্মেলনে ঘোষণা দেন বায়োমেট্রিক রি-রেজিস্ট্রেশন এর সময় আরো এক মাস বাড়ানো হলো। অর্থাৎ বায়োমেট্রিক রি-রেজিস্ট্রেশন চলবে আগামি ৩১ মে ২০১৬ পর্যন্ত।






তবে ৩০শে এপ্রিল এর মধ্যে যারা বায়োমেট্রিক রি-রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেনি তাদের সিম আজ ১লা মে তিন ঘন্টার জন্য বন্ধ থাকবে। কিন্তু যারা বেধেঁ দেয়া নতুন সময়ের মধ্যে বায়োমেট্রিক রি-রেজিস্ট্রেশন না করবে তাদের সিম পাকাপাকি ভাবে বন্ধ করে দেয়ার কথাও বলা হয়েছে সংবাদ সম্মেলনে ।

বন্ধ করেদেয়া সিম গুলো আগামি ১৫ মাস সিম কম্পানির কাছে সংরক্ষণ করা থাকবে। এই সময়ের মধ্যে সিমের মালিক ইচ্ছা করলে সিমটি রিপ্লেস করতে পারবেন। তবে এই বিশেষ শুবিধাটি দেয়া হয়েছে প্রবাসীদের কথা মাথায় রেখে।

"দুরদৃষ্টির" শীতার্তদের মাঝে কম্বল বিতরণ।

"দুরদৃষ্টির" শীতার্তদের মাঝে কম্বল বিতরণ।

হবিগঞ্জ শহরের এক ঝাঁক তরুণের সমন্বয়ে গঠিত দূরদৃষ্টি সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে গড়া  "দুরদৃষ্টি"।  যার জন্ম হয়েছে ৩ বছর আগে ২০১৩ সালে। ১০ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করা এই সংগঠনের বর্তমান সদস্য সংখ্যা প্রায় ৩৫০ জন। শুরু থেকেই সংগঠনটি নিরলস কাজ করে যাচ্ছে সমাজের অসঙ্গতি ও  আর্ত মানবতায় । 

এরই ধারাবাহীকতায়  গত ২৫ ডিসেম্বর হবিগঞ্জ জেলার  বানিয়াচঙ্গ থানার   কালাইনজুরা, কদুপুর, রাজাপুর ও বেতকান্দি গ্রামের চার শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কদুপুরের পঞ্চায়েত প্রধান মোঃ মামুন মিয়া, মেম্বার নিজাম উদ্দিন, স্থানীয় মুরুব্বী নুরুল হক কাজল, তরুণ সমাজসেবক সাইফুল ইসলাম সেফুল, সাইফুল ইসলাম ও দূরদৃষ্টির সদস্যবৃন্দ। 
এই সময় দুরদৃষ্টির সভাপতি মনিরুল ইসলাম সবাইকে ধন্যবাদ জানান যারা দুরদৃষ্টির সাথে থেকে কাজ করেছেন প্রত্যক্ষ এবং পরোক্ষ্ ভাবে 



উল্লেখ্য  দুরদৃষ্টি এছাড়া আরও অনেক সামাজিক কাজে অংসগ নিয়ে থাকে যেমন ঈদে শিশুদের মাঝে নতুন কাপড়,গরিব মেধাবী ছাত্র ছাত্রীদের পড়ালেখায় সাহায্য, চিত্রাঙ্কন প্রতিযোগিতা,রচনা প্রতিযোগিতা ইত্যাদি।

আশা ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের উদ্যোগে হয়ে "কনসার্ট ফর কম্বল"

আশা ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের উদ্যোগে হয়ে "কনসার্ট ফর কম্বল"
সারা দেশে এখন প্রচন্ড ঠান্ডা পড়া শুরু করেছে। কিন্তু এই ঠান্ডা বাংলাদেশের উত্তর বঙ্গে অনেক আগেই পড়া শুরু হয়েছে। আর এখন সেটা রুপ নিয়েছে ভয়ংকর শীতে। সেখানে শীত যেমন বেশি শীতার্ত মানুষের সংখাও তেমনি বেশি। আর প্রতি বছর দুর্ভোগের চরম মাত্রায় চলে যায় উত্তর বঙ্গের গরিব মানুষের জীবন যাত্রা। ঘর থেকে কাজের জন্য বের হয়ে পারে না খেটে খাওয়া দিন মুজুর'রা।




আবহাওয়া অফিস থেকে যানা যায় সাইবেরিয়া থেকে আসা বাতাসের কারনে শীতের প্রকপ বেড়েছে। তাদের মতে এই মাত্রায় শীত আরোও
কয়েক দিন থাকতে পারে। আর এই সময় উত্তর বঙ্গের দিকে তাপমাত্রা ৮ ডিগ্রিতে নেমে যেতে পারে।



দশমিক
আর এরই মাজে আশা ইনিভার্সিট বিজনেস ক্লাব শীতার্তদের সাহায্যার্থে আয়োজন করে ফেলল "কনসার্ট ফর কম্বল" শ্লোগানে একটি কনসার্টের। 

গত কাল ১৯ ডিসেম্বর এই কনসার্টের আয়োজন করা হয়। যেখানে গান পরিবেশন করনে ব্যান্ড দল সাইলেন্ট টাইম, ইমপ্লিসেন্ট, দশমিক কৃষ্ণ গ্রহব্বর এর ধ্রুব। কনসার্টে আরোও সঙ্গিত পরিবেশন করেন শিক্ষক ও শিক্ষার্থী রা। এ ছাড়া কনসার্টে মনমুগ্ধকর নাচ পরিবেশন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী'রা।


কনসার্টির ভেনু ঠিক করা হয় বিশ্ববিদ্যালয়ের  হল রুম। আর এই কনসার্ট ফর কম্বল দেখার জন্য সবাইকে সাথে নিয়ে যেতে হয়েছে একটি করে কম্বল। যা ছিল কনসার্টে প্রবেশের টিকেট। আর এতে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী'রা। কনসার্টি শুরু হয় বেলা ১২ টা থেকে।


এর আগে গত দু'সপ্তাহ দরে বিশ্ববিদ্যালয়ে কনসার্ট ফর কম্বল সম্পর্কে প্রচারনা চালানো হয়।  বিজনেস ক্লাব এই এই উদ্যোগে সায় দিয়ে এগিয়ে আশে বিশ্ববিদ্যালয়ের সিনিয়ার'রা। যারা অতিতে এই বিজনেস ক্লাবের সাথে জড়িত ছিল। তারা এই মহৎ কাজের জন্য ব্যবস্থা করে দেন স্পন্সারেরও।
 
বিজনেস ক্লাবের সিনিয়ার মেম্বারদের সাথে জুনিয়ার'রা
এছাড়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের  অব্যবহিত  কাপর সংরহের ব্যবস্থা করা হয়।


জেনে নিন আপনার প্রিয় তারকা জন সিনা'র অতিত এবং বর্তমান

জেনে নিন আপনার প্রিয় তারকা জন সিনা'র অতিত এবং বর্তমান
কেমন আসেন সবাই? আশা করি ভালো। আজ আপনাদের হাজির হলাম একটি নতুন বিষয় নিয়ে। এখন থেকে আমরা ধারাবাহিক ভাবে তারকাদের জীবন-যাপন সম্পর্কে আপনাদের সাথে তুলে ধরবো। বাংলাদেশী থেকে শুরু করে জানবো বলিউড, হলিউড, ক্রিকেটার, ফুটবলার দের জীবন ইতিহাস।

আর আজ শুরু করছি এমন একজন তারকাকে নিয়ে যিনি ছোট বড় সবার কাছেই খুব জনপ্রিয়। বিশেষ করে ছেলেদের কাছে। আর তার নাম "জন সিনা" যিনি প্রপেশনে একজন কুস্তিগির বা রেসলার।  জানবো জন সিনা রেসলিং এর আগে কি ছিলেন? কোথায় ছিলেন? কোথায় পড়াশোনা করেছেন ইত্যাদি।

পুরো নামঃ জন ফিলিক্স অ্যন্থনিও সিনা
জন্মঃ ২৩ এপ্রিল , ১৯৭৭(ওয়েস্ট নিউবারি, ম্যাসাচুসেটস)
বর্তমান বাসস্থানঃ  টাম্পা, ফ্লোরিডা
উচ্চতাঃ ছয় ফুট এক ইঞ্চি
ওজনঃ ১১৪ কেজি
পেশাঃ কুস্তিগির (১৯৯৯ থেকে বর্তমান)
                   অভিনেতা (২০০০ থেকে বর্তমান)
                   র‍্যাপ সঙ্গিত শিল্পী (২০০৪-২০০৫, ২০১৪)
অর্জনঃ ১৫ বার হেবিওয়েট চ্যাম্পিয়ন; পাঁচ বার ইউ এস চ্যাম্পিয়ন;  WWE ট্যাগ টিম চ্যাম্পিয়ন; দুই বার  রয়্যাল রাম্বল ম্যাচ বিজয়ী;মানি  ব্যাংক  ম্যাচ বিজয়ী 2012;

একাডেমী থেকে স্নাতক হওয়ার পর ম্যাসাচুসেটস স্প্রিংফিল্ড কলেজ যোগ দেন। সেখানে তিনি . এনসিএএ তৃতীয়  বিভাগ  ফুটবল দল অল-আমেরিকান সেন্টার এর সাথে যোগ দেন।
Monetize your website traffic with yX Media

জন সিনা ১৯৯৮ সালে14141ত্রে তাঁর উল্লেখযোগ্য অবদান।  তখন লিমোউসিন কোম্পানির নামে একটি কোম্পানিতে  ড্রাইভার হিসেবে কাজ করে তার কর্ম জীবন শুরু করেন।



১৯৯৯ সালে জন সিনা শুরু করেন তার কুস্তিগিরি(WWE) ক্যারিয়ার। আর ২০০০ অচিনেতা হিসেবে যুক্ত হন হলিউড সিনেমার সাথে।  অভিনয় করেন বেশ কয়েকটি ছবিতে। তার উল্যেখ যোগ্য কয়েকটি ছবি হল Ready to Rumble (২০০০),  The Marine (২০০৬), 12 Rounds (২০০৯), Legendary (২০১০), Fred: The Movie (২০১০) ইত্যাদি। আর ২০১৪ সালে Scooby-Doo! WrestleMania Mystery নামে ছবিতে অভিনয় করেন নিজের চরিত্রে।

কিছু চিরচেন ভঙ্গিতে জন সিনা
তিনি ২০০৫ সাল থেকে ডাব্লিউডাব্লিউই-এর ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড় এবং পরবর্তীতে তাকে আখ্যায়িত করা হয়েছে সংস্থার জনপ্রিয় মুখ হিসেবে।
সিনা অনেক জনসেবামূলক কাজের সাথে জড়িত। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মেইক-আ-উইশ ফাউন্ডেশনের সাথে তার সম্পৃক্ততা । তিনি মেইক-আ-উইশ ইতিহাসের সবচেয়ে বেশি ইচ্ছা পূরণ করেছেন।

আপনার মোবাইল খরচ ৮০ % পর্যন্ত কমিয়ে আনুন এখুনি

আপনার মোবাইল খরচ ৮০ % পর্যন্ত কমিয়ে আনুন এখুনি
Madviser
কি শিরনাম দেখে চমকে গেলেন? না ভুল দেখছেন না। এখন আপনার মোবাই খরচ ৮০% পর্যন্ত কমিয়ে আনতে পারবেন। আর এর জন্য আপনাকে ব্যবহার করতে হবে ছোট একটি সফটওয়্যার।


Madviser নামক এই সফটওয়্যার এর মাধ্যমে আপনি আপনার ভয়েজ কল অথবা ইন্টারনেট ব্যবহার করার খরচ কনে গুন কমিয়ে আনতে সক্ষম। তাহলে চলুন জেনে নেই যে এই Madviser নামক এই সফটওয়্যার এ এমন কি আছে যা আপনার মোবাইলের খরচ কমাতে সক্ষম-

Madviser ইনস্টল করার পর এর এখানে রেজিস্টেশন করা লাগবে। তারপর এটি আপনার মোবাইলের কল লিস্ট যাচাই করে দেখবে আপনি কোন অপারেটরের সাথে(Gp, Robi, BL,Airtel etc) বেশি কথা বলেন, কোন একটি নাম্বার এর সাথে বেশি কথা বলেন কিনা ইত্যাদি।

তারপর Madviser এর যাচাই করা শেষে আপনাকে তার ফলাফল দেখাবে যে কোন প্যাকেজ ব্যবহার করলে আপনার কত পার্সেন্ট টাকা সেব করা সম্বব। এটি আপনাকে আরও একটি বিষয় দেখিয়ে দিবে তা হল আপনি যদি আপনার এফ এন এফ নাম্বারে বেশি কথা না বলেন এবং কোন নাম্বারের সাথে বেশি কথা বলেন সেটি আপনাকে দেখিয়ে দিবে।

আর এটি মাত্র ৫ এমবির  সফটওয়্যার

Madviser সফটওয়্যারটি ডাউনলোড করতে  নিচের লিঙ্ক এ ক্লিক করুন
সরাসরি Google Play: ডাউনলোড করতে আমাকে ক্লিক করুন


আমাদের ছিল একজন ক্যাসপার!!!

আমাদের ছিল একজন ক্যাসপার!!!
আপনাকে যদি কেউ বলে বাংলাদেশের সবচেয়ে খুদে ট্রেকার কে ছিল?? ছিল বলচি করন সে এখন আর আমাদের মাজে নেই চলে গেছে না ফেরার দেশে। কাদিয়ে গেছে হাজারো মানুষকে।

ক্যাসপার এর কিছু সৃতি

বাংলাদেশের ট্রেকার কম্যুনিটিতে পরিচিত নাম সাদমান ক্যাসপার আর নেই। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে ফেসবুকে ‘ছোট্ট ভূত’ নামে পরিচিত ক্যাসপার।
অ্যাসপির‍্যাশন নিউমোনিয়া নামে অপারেশন পরবর্তী জটিলতাই তার মৃত্যুর কারণ বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজে ডিরেক্টর জেনারেল আবদুল মাজিদ ভূঁইয়া।


ক্যাসপার। মুহাম্মদ সাদমান ক্যাসপার । ছেলেটার বয়স চার।  ট্রাভেলার কমিউনিটির আদরের ছোট্ট পিচ্চি। কালপুরুষ অপুদা’র ছেলে। আদুরে, তুলতুলে পুচকাটার যখন জন্ম হয়, মা ছিলেন অসুস্থ। ক্যাসপার বেড়ে উঠেছে তার বাবার কোলে। ক্যাসপারের বাবা, অপু, একজন ট্রেকার। 'রোপ নিসো? মগ? কবে আসবা? ক্যাসপারের আধো আধো বোল শুরু হয়েছে এসব কথা দিয়ে।হতেই হবে। ক্যাসপার তো তার বাবার 'কইলজা!'

ক্যাসপার মা বাবার সঙ্গে চট্টগ্রামে থাকে। ক্যাসপার বড় হলে বাবার মতো ট্রেকার হবে।বিয়ার গ্রেইলের মতোও হতে পারে, ওই শো'টার সবগুলো পর্ব ক্যাসপারের মুখস্ত।তাই সে নিজের কাজ এখন থেকেই নিজে করে। ভাত খাওয়া, খেলা শেষে নিজের খেলনা গুছিয়ে রাখা, টয়লেট শেষে নিজে নিজেই পানি ঢেলে দেয়া। বাজে গন্ধ ক্যাসপার একফোঁটাও পছন্দ করে না।

 ক্যাসপার ভুত

কিছু ফ্রেমে বন্ধি ছবি

তখনই বাধলো সমস্যাটা। ক্যাসপার দেখেছে তার টয়লেটের সাথে ঝরঝর করে রক্ত যাচ্ছে। বোঝেনি, কী সর্বনাশটা চলছে নিজের ভেতর। ব্যথা পায়, কাঁদে, কাউকে বলেনা। চার বছরের বাচ্চা, কীভাবে বোঝাবে? একদিন মায়ের সন্দেহ হল। ছেলে টয়লেটে কাঁদছে, জোর করে ভেতরে গেলেন। এবং রক্তের পরিমান দেখে স্তব্ধবাক হয়ে পড়লেন। এতো রক্ত!

ক্যাসপার এত দিন  হাসপাতালে ছিল। সবকিছু টেস্ট করা শেষ হয়েছিল । সবরকম স্ক্যান। কলনোস্কোপিও শেষ। ওর না হয়েছে পলিপ, না হয়েছে হেমারেজ, না হয়েছে পাইলস্। পাকস্থলিতে ঘা নেই, অন্ত্রেও সমস্যা দেখা যায়নি। একটু আগে রয়েল হাসপাতালে সার্জারি হল। না, কোন সোর্স পাওয়া যায়নি, কোথা থেকে রক্ত যাচ্ছে।ডাক্তাররা বলছেন রেয়ার কেস, এর সল্যুশন তাঁদের পক্ষে সম্ভব না। ছেলেটা বেঁচে আছে ডোনেট করা ও পজিটিভ ব্লাড আর স্যালাইনের ওপরে। ছোট্ট শরীরে রক্ত ঢুকছে ফোঁটায় ফোঁটায়, আর পায়ুপথে বেরিয়ে যাচ্ছে ঝর্ণার মত। ক্ষণে ক্ষণে ছেলেটা লেপ্টে যাচ্ছে বিছানায়। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমছে প্রতি মুহুর্তে।

বাপ-ছেলে

ক্যাসপারকে নিয়ে একটি ইভেন্ট চালু হয়েছিল ফেইজবুকে সেখানে গতকাল থেকে ফুলের মত স্ট্যাটাস দিচ্ছেন সবাই। সব বার্তাতেই ক্যাসপারের আত্তার শান্তি কামনা। কারো কারো আবার দুঃখ প্রকাশ কারন তারা ভূতটাকে বাচানোর জন্য কিছু করতে পারেনি। 

আমার এই লেখাটা একটা প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম  বাংলাদেশের সবচেয়ে খুদে ট্রেকার কে ছিল??
উত্তরঃ  ক্যাসপার। মুহাম্মদ সাদমান ক্যাসপার । 

এটা আমার কথা না। এই কথাটা উঠে এসেছে ওই ইভেন্ট পেইজ থেকেই। সেখানে  Mohsin Kabir Limon  নামে একজন লিখেন "
বাংলাদেশের সবচেয়ে ক্ষুদে ট্র্যাকারের নাম কি ??
আসুন এর উত্তরে আমরা ”সাদমান ক্যাসপার” নামটি রাস্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করি ।। অন্ত:ত ইতিহাসের পাতায় বেঁচে থাকুক ছোট্টসোনা ক্যাসপার ।।"
ফেইজবুক থেকে বাচাই করা কিছু খুদে বার্তা আপনাদের জন্য নিছে তুলে দেয়া হল



Tanvwe Kaisah Abrisa
বাবা ক্যাস্পি আমাদের মাফ করে দিও এত দোয়া করেও তোমাকে আল্লাহর কাছ থেকে ফিরাতে পারলাম না। কিন্তু বাবা তুমি এখন অনেক ভাল জায়গায় আছো। যেখানে তোমার সুইয়ের গুতা,, আসুখের জালা কিছুই ধরবে না।অনেক আদরে আগলায় রাখবে বাবা।
দেখা হলো না বাবা।
যেখানেই থাক অনেক ভাল থেক,, আমিন :')। ।

 

Sharif Shaifuzzaman Ripon
ক্যাসপার এর প্রিয় কোন স্থান এ নাম ওর নামে নাম করন করা হোক যেখানে ও গেছে এবং পছন্দ করছে তেমন কোন স্পট এর একটা অংশকে "ক্যাসপার পয়েন্ট" নাম করন করা হোক দেশের সর্বকনিষ্ঠ এই ট্রেকার এর নামে !
জোর অনুরোধ রইল সবার প্রতি !!

 

MD Habibullah Hassan নামে একজন নিছের স্ক্রিনসট সহ এই পোস্টটি করেন
Kaalpurush Apu ভাই আপনাকে শান্তনা দেবার মত ভাষা নেই। শুধু এইটুকু বলবো, আপনার এই কথাটা আজ বাস্তব সত্য সেটা সবাই আমরা প্রমান করে দিলাম। ক্যাসপার আপনার একার নয় আমাদের সবার ছিলো, আছে আর থাকবে।
 
ক্যাসপার এর বাবার একটি পোস্ট এর স্ক্রিনসট
 

Nusrat Jahan Keya
love you baba.... valo theko... bye.
i wish ki amar akta sele hok...r tar nam ta hok tomar name...
ai page a r asbo na... kosto laga....

 
সালাউদ্দিন বাবুল
"বাবা আমরা তোর জন্য কিছুই করতে পারলাম না....!!! ক্ষমা করে দিস বাপ"

মিঃ অ্যানোনিমাস

ছোট্ট সোনা!
তুই থাক সবার হৃদয়ের ওয়ালপেপার হয়ে।

 

Ian Shuaib
নিরবে দু ফোটা চোখের জ্বল ছারা আর কিছুই দেবার নাই তোমায়।

হিমালয় হিমু
আমি জীবনে খুব কমবারই কাদছি..... সর্বশেষ আমার বোনের মৃত্যুতে কাদছিলাম আর আজকে তোর মৃত্যু সংবাদে চোখে জল চলে এল। ভাই তুই যেখানে আছিস ভালো থাকিস.........
 

Sharmila Chowdhury
ছোট্ট ভূত, তুই চলে গেলি কেন?এর জন্য কি এত ভালোবাসতাম তোকে?তুই খুব পঁচা ভূত।এভাবে কেন কাঁদালি? তোর সাথে আঁড়ি দিলাম।তুই ফিরে আয় না বাবু।


এ ছাড়া আরো অনেক খুদে বার্তা জমা হচ্ছে প্রতিমহুর্তে। এ ভালোবাসা ক্ষনিকের নয় আজিবনের। আমারা আসা করি এই চোট্ট ভুত আমাদের মাজে বেছে থাকবে আজিবন...............ভালো থেক ক্যাসপার।

ক্যাসপার কে নিয়ে ফেইজবুক ইভেন্ট পেইজ এর লিঙ্ক- https://www.facebook.com/events/1482387162083332

 

বাংলাদেশে বন্ধ হল KFC এর ফ্রাঞ্চাইস

বাংলাদেশে বন্ধ হল KFC এর ফ্রাঞ্চাইস
KFC ফাস্ট ফুড জগতে এক নাম করা ব্রান্ড । সারা বিশ্বে যার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। হবেই না বা কেন তাদের খাবারের মানের কথা আর বলতে হয় না।
বাংলাদেশে যারা KFC তে খাওয়ার জন্য লাইন লেগে থাকেন তাদের জন্য দুঃসংবাদ হল KFC তাদের  কায্যক্রম বাংলাদেশে বন্ধ করে দিয়েছে।
KFC

বাংলাদেশের ট্রান্সকম ফুডের সাথে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড KFC তাদের ফ্রাঞ্চাইস বন্ধ করে দিয়েছে। মেয়াদ শেষ হওয়া আর মান ভালো না থাকার কারনে তারা আর নতুন করে অনুমোদন দেয়নি।
তাই আসল KFC এর সাথে এখন আর বাংলাদেশে কোন সম্পর্ক নাই।

বর্তমান KFC রেস্তোরা

লক্ষ্য করলেই দেখবেন এখন KFC এর সকল শাখায় "KFC Restaurant - কেএফসি" লেখা আছে।
আসল KFC তে কিন্তু Restaurant লেখা থাকবেনা। আর খাবারের মান কত নিচে নেমে গেছে সেটা খেলেই বুঝবেন।
Wikipedia-তে গিয়ে দেখুন একবার, KFC franchises Country-লিস্টেও বাংলাদেশের নাম নেইঃ https://en.wikipedia.org/wiki/List_of_countries_with_KFC_franchises#Asia

"সাইবার ৭১" এবার হ্যাক করলো জি-বাংলা

 "সাইবার ৭১" এবার হ্যাক করলো জি-বাংলা
বাংলাদেশে ভারতিয় চ্যানেলের প্রভাব দিন দিন বেড়েই চলেছে। ভারতিয় নিন্ম মানের সিরিয়াল দেখে প্রবাবিত হচ্ছে বাংলাদেশের মানুষ বিষেশ করে মহিলা ও শিশুরা। এতে করে অনেক গুন বেড়ে গেছে আত্যহত্তা। আর ঈদ আসেলেই বেড়ে যায় এই আত্যহত্তা ভিবিন্ন পোষাক কিনে দেয়ার অযুহাতে।

বাংলাদেশে ভারতের চ্যানেল চললেও ভারতে বাংলাদেশের কোন চ্যানেল সম্পচার করা হয় না। এ নিয়ে অনেক তর্ক-বিতর্ক হলেও তাতে কোন ফল আসেনি।

 এবার মাঠে নেমেছে সাইবার ৭১। তারা আজ তাদের ফেইজ বুক পেইজে ভারতের জি বাংলা চ্যানেলের ওয়েবসাইট হ্যাক করার দাবি করে। সেখানে জি বাংলার লিংকে গিয়ে দেখা যায় সেখানে সাইবার ৭১ এর একটি ভিডিও বার্তা দেয়া হয়েছে।  সেই বার্তায় ভারতে বাংলাদেশের চ্যানেল চালানোর বিষয়ে ব্যাবস্থা গ্রহন করার কথা বলা হয়েছে। আর সেখানে সতর্ক করে বলা হয়েছে এই বার্তাকে অনুরোধ না ভেবে সতর্ক বার্তা হিসেবে বলা হয়েছে।

কি ছিলো সাইবার ৭১ এর সেই পোষ্টে? পাঠকদের শুবিধার জন্য হুবহু তুলে দেয়া হল-


জি বাংলা হ্যাক করলো "সাইবার ৭১"
বাংলাদেশে এরকম থার্ড ক্লাস সাইটের কোন প্রয়োজন নেই, যদি এই ব্যাপারে জি বাংলা সিদ্ধান্ত না নেয় তাহলে আমরা প্রতিনিয়ত আমাদের আক্রমন চালিয়ে যাবো।
জি বাংলা সিনেমার অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করলে সেখানে আমাদের বার্তা আমরা প্রকাশ করেছি। সাইটঃ http://zeebanglacinema.com/
মিররঃ http://www.zone-h.net/mirror/id/24637134

এছাড়া জি বাংলার সম্পর্কিত বিভিন্ন মতামত দেবার জন্য তাদের অফিশিয়াল ওয়েবসাইট জি ফিড ব্যাকেও প্রবেশ করলে আমাদের হ্যাক করা সতর্ক বার্তা দেখা যাবে। সাইটঃ http://zeefeedback.com/syndication_queries.php
এছাড়া জি বাংলার সাইটে প্রবেশ করলে সেই সাইটটিও ডিডস আক্রমনে বন্ধ করে রাখা হয়েছে। http://i60.tinypic.com/9gaiya.png

সমগ্র সচেতন বাংলাদেশীদের পক্ষ থেকে আমাদের এই আক্রমন পরিচালনা করা হয়েছে। আমাদের আক্রমনে খুশী হলে কমেন্ট / শেয়ারের মাধ্যমে আপনাদের মতামত জানাতে ভুলবেন না।

আপনার প্রিয় দলের জার্সিকে কোনটি? এখনই ভোট করে জানিয়ে দিন

আপনার প্রিয় দলের জার্সিকে কোনটি? এখনই ভোট করে  জানিয়ে দিন
ক্রিকেট খেলায় সেরা জার্সি কোনটি?? এই বিষয় নিয়েই চলছে  ভোটা- ভোটি।
ESPN ক্রিকইনফো আয়োজন করেছে  Cricket in colour - What's your favourite team kit? নামে এই এভেন্টের। এখানে আপনি আপনার প্রিয় দলের জার্সিকে ভোট করতে পারবেন। 

এই ওয়েব সাইটে বাংলাদেশের 'Green and red" নামের শিরনামে জার্সি দেখাচ্ছে। এখানে বাংলাদেশ বেশ সুবিধা জনক অবস্থানে আছে। বাংলাদেশের অবস্থান এখন এক নম্বর এ। তাই এখনই বাংলাদেশের জার্সিকে ভোট করতে নিছের লিঙ্ক এ গিয়ে ভোট দিন।


Green & Red

এখন বাসায়-ই তৈরি করুন মজাদার মুচমুচে চিকেন ফ্রাই

এখন বাসায়-ই তৈরি করুন মজাদার মুচমুচে চিকেন ফ্রাই
চিকেন ফ্রাই নামটার সাথে এখন আমারা সবাই পরিচিত। গ্রাম বলি আর শহর, সব খানেই এটি পরিচিত। তবে First Food এর দোকানেই এর সীমাবদ্ধতা বেশি। আর যারা বাড়িতে চিকেন ফ্রাই তৈরি করেন তারা দোকানের মত মুচমুচে করতে পারেন না। আর তাই আপনাদের জন্য সংগ্রহ করলাম চিকেন ফ্রাই এর গোপন রেচিপি। চলুন জেনে নিই কি ভাবে তৈরি করবেন মুচমুচে চিকেন ফ্রাই।
চিকেন ফ্রাই

যা যা উপকরন লাগবে


  1. চামড়া সহ ১ কেজি ওজনের ১টি ফার্মের মুরগী ৪ টুকরা করা (চামড়া সহ)
  2. ঘন দুধ ১/২ কাপ
  3. টেস্টিং সল্ট ১ চা চামচ
  4. বেকিং সোডা ১ চা চামচ
  5. কর্ন ফ্লাওয়ার ২ টে চামচ
  6. চিলি সস ১ টে চামচ
  7. ওয়েস্টার সস ১ চা চামচ
  8. কালো গোলমরিচের গুঁড়ো ১ চা চামচ
  9. লবণ ২ চা চামচ
  10. লেবুর খোসা গ্রেট করা ২ টে চামচ
  11. চিকেন ভাজার জন্য তেল
ভাল করে দেখে নিন উপকরনের কিছু বাদ পড়লো কিনা। উপকরন ঠিক থাকলে চলুন এবার রান্না করা যাক।

কি ভাবে রান্না করবেন


  • সবকিছু পানি দিয়ে গুলে ব্যাটার রেডি করে রাখুন। এবার পালা কোটিং-এর
  • কর্ন ফ্লেক্স ১ কাপ সেমি ক্রাশ করা
  • ব্রেড ক্রাম্ব ১ কাপ
  • টেস্টিং সল্ট ১/২ চা চামচ
  • প্যাপরিকা পাউডার ১ চা চামচ
  • একটা পলিথিন ব্যাগে সব কিছু ঢেলে ভালো ভাবে ঝাঁকিয়ে মিশিয়ে নিন।
  • প্রথমেই চিকেনের পিসগুলোকে ১৫ মিনিট স্টিম করে বা ভাপিয়ে নিতে হবে।
  • এবার একটা করে চিকেনের পিস ব্যাটারে চুবিয়ে কোটিং এর ব্যাগে ভরে ভালো করে ঝাঁকান।
  • এবার ডুবো তেলে ৫ মিনিট ভেজে তুলে তেল ঝরিয়ে নিন।
  • ক্রিসপি কোটিং-এর জন্য পুনরায় ভাজা চিকেনের পিস গুলোকে ব্যাটারে চুবিয়ে শুকনো মিশ্রণে কোটিং করে আবারো ডুবো তেলে সোনালী করে ভেজে তুলুন এবং তেল ঝরিয়ে নিন। ডাবল লেয়ার করতে না চাইলেও কোন সমস্যা নেই। একবারই ব্যাটারে চুবান ও কোটিং করুন। সেক্ষেত্রে ভাজার আগে ফ্রিজে রেখে দিন এক ঘণ্টা। কমপক্ষে আধা ঘণ্টা। এবং অবশ্যই চামড়াসহ নিন মুরগির টুকরোগুলো।
ব্যাস হয়ে গেল আপনার চিকেন ফ্রাই। এবার গরম গরম পরিবেশন করুন সস এর সাথে।
ফ্রায়েড চিকেনের ক্রিসপ ভাব চলে গেলে ইলেক্ট্রিক ওভেনে কম তাপমাত্রায় ৩০ মিনিট রেখে দিন। আবারো মুচমুচে হয়ে যাবে।
বিঃ দ্রাঃ ভাজার জন্য তেল ১ লিটার রাখুন। তেলে কিপটেমি করলে কিন্তু চিকেন ফ্রাই ভালো হবে না মোটেও।
যেভাবে করবেন পারফেক্ট চিকেন ফ্রাই।



যারা Yahoo! একাউন্ট ব্যাবহার করেন তাদের জন্য দুঃসংবাদ

যারা Yahoo! একাউন্ট ব্যাবহার করেন তাদের জন্য দুঃসংবাদ
সম্প্রতি ৬ দিনে ১৭৪৭ টি ইয়াহু একাউন্ট হ্যাক করেছে মাদাগাস্কার এক ১৬ বছরের তরুন। এই বিষয়ে সাইবার৭১  সবাইকে সাবধান করে তাদের পেইজে একটি পোষ্ট করে। সেখানে এই ১৬ বছরের তরুন কি ভাবে ঐ একাউন্ট হ্যাক করে সেই সম্পর্কে বিস্তারিত উল্যেখ করা হয়।

yahoo hacked

পাঠকদের শুবিধার জন্য সাইবের ৭১ এর সেই পোষ্টি সম্পূর্ন তুলে দেয়া হল

"সম্প্রতি আমেরিকা, ইংল্যান্ড, চীন, জাপান, কোরিয়া, ইসরাইল, পাকিস্তান, ইন্ডিয়া সহ বেশ কিছু দেশের পুলিশ, গোয়েন্দা, নায়ক-নায়িকা সহ বিভিন্ন বড় সেলেব্রিটিদের ইয়াহু একাউন্ট হ্যাক করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সহ বিভিন্ন সোশিয়ল একাউন্ট হ্যাক করে নিয়েছে মাদাগাস্কার এর ছোট্ট ১ টি দ্বীপে বসবাস কারী মান্দা নামের এই ছেলেটি।
CNN এর ডন লেমন নামের একজন সাংবাদিক একটি সংবাদ সম্মেলনে এই তথ্য টি জানান।
হ্যাকার মান্দা
আমেরিকায় এক দিনে বেশ কিছু জনপ্রিয় ও কিছু গোয়েন্দার ফেইসবুক ও টুইটার একাউন্ট হ্যাক হয়। হ্যাক করার পর হ্যাকার স্টেটাস ও টুইট দিয়ে নিজের পরিচয় জানিয়েও দিয়েছে। 'I'm Manda Haxor! Believe it or not, I'm the best in the world.' এমন টাইপের স্টেটাস প্রতিটি হ্যাক করা সোশিয়ল একাউন্ট এ পোস্ট করে সে।
ডন লেমন ছেলেটির সাথে কথা বলতে চাইলে প্রথমে নাকচ করে দেয়। কিন্তু কয়েকবার অনুরোধ করায় তার স্কাইপি একাউন্ট দেয় এবং সেখানেই সাক্ষাতকার নেয় এই ১৭ বছর বয়সি হ্যাকারের।
ছেলেটি বলে 'আমি এই পর্যন্ত ১৭৪৭ টি ইয়াহু একাউন্ট হ্যাক করেছি। ইয়াহু একাউন্ট এর সাথে যেসব একাউন্ট এড করা ছিল, তা সব হ্যাক করেছি। আমি কারোও ক্ষতি চাই না। কিন্তু হ্যাক করতে আমার ভাল লাগে।'
তাকে জিজ্ঞাসা করা হয় শুধু ইয়াহু একাউন্ট হ্যাক করেছেন। জিমেইল বা হটমেইল নয় কেনো?
উত্তরে বলে আমি ইয়াহু ছাড়া অন্য কোন একাউন্ট পারবো না। পৃথিবীর যে কোন ইয়াহু একাউন্ট সামান্য ১টি ছোট ট্রিক দিয়ে হ্যাক করার ক্ষমতা আমি রাখি।
.

সাইবার ৭১ এর পক্ষ থেকে সবাইকে সতর্ক করে দেয়া হচ্ছে, যারা ইয়াহু একাউন্ট ব্যাবহার করে থাকেন।
আগেও ইয়াহু একাউন্ট এর অনেক ভুল ত্রুটি ও দূর্বলতা ধরা পড়েছিল তা সবাই জানেন। কিন্তু এবার কোন ইয়াহু একাউন্টেরই ভরসা নেই।
হ্যা, ইয়াহু একাউন্ট থেকে জিমেইল একাউন্ট খুব ভাল, ত্রুটিমুক্ত, ঝামেলামুক্ত, ও শক্তিশালী, ব্যাবহার করা যায় ভাল ভাবে। তাই সবাইকে ইয়াহু একাউন্ট ব্যাবহারে সতর্ক করে দেয়া হচ্ছে।

পারলে জিমেইল ব্যাবহার করুন।"
  
এবার আপনিই চিন্তা করে দেখুন আপনি কোন account ব্যবহার করবেন।

অ্যাপল ম্যাক মিনি এখন বাজারে

অ্যাপল ম্যাক মিনি এখন বাজারে


যুগের যাথে তাল মিলিয়ে সব কিছুই ছোট হয়ে যাচ্ছে। আর প্রযুক্তি পন্য তো লাফিয়ে লাফিয়ে ছোট হচ্ছে। আর এখন কম্পিউটার!এটি এখন আপানার প্যান্টের সাইট পকেটে নিয়ে গুরতে পারবেন। হ্যাঁ আমি অ্যাপল এর ম্যাক মিনির কথা বলছি।

স্মার্ট টেকনোলজিস বাজারে নিয়ে এসেছে অ্যাপল ম্যাক মিনি।
ইন্টেল কোর-আই ফাইভ প্রসেসর ছাড়াও এই ম্যাক মিনিতে রয়েছে ৩ মেগাবাইট ক্যাশ মেমোরি, ৪ জিবি ডিডিআরথ্রি র‍্যাম, ৫০০ জিবি হার্ডড্রাইভ, ইন্টেল এইচডি গ্রাফিক্স(৫০০০), এইচডিএমআই পোর্ট, চারটি ইউএসবি ৩.০ পোর্ট, এসডি কার্ড স্লট, অডিও ইনপুট এবং হেডফোন পোর্ট।
আই ম্যাক মিনি লম্বায় ৭.৭ ইঞ্চি এবং প্রস্থে ৭.৭ ইঞ্চি। এর ওজন ১.১৯ কেজি। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ মূল্য প্রায় ৪৯৫০০ টাকা।