Showing posts with label মোবাইল. Show all posts
Showing posts with label মোবাইল. Show all posts

বায়োমেট্রিক রি-রেজিস্ট্রেশন এর সময় বাড়লো ৩১শে মে ২০১৬ পর্যন্ত

 বায়োমেট্রিক রি-রেজিস্ট্রেশন এর সময় বাড়লো ৩১শে মে  ২০১৬ পর্যন্ত
 পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল ৩০ এপ্রিল ছিলো বায়োমেট্রিক রি-রেজিস্ট্রেশন করার শেষ দিন। এ দিন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী তারানা হালিম একটি সংবাদ সম্মেলনে ঘোষণা দেন বায়োমেট্রিক রি-রেজিস্ট্রেশন এর সময় আরো এক মাস বাড়ানো হলো। অর্থাৎ বায়োমেট্রিক রি-রেজিস্ট্রেশন চলবে আগামি ৩১ মে ২০১৬ পর্যন্ত।






তবে ৩০শে এপ্রিল এর মধ্যে যারা বায়োমেট্রিক রি-রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেনি তাদের সিম আজ ১লা মে তিন ঘন্টার জন্য বন্ধ থাকবে। কিন্তু যারা বেধেঁ দেয়া নতুন সময়ের মধ্যে বায়োমেট্রিক রি-রেজিস্ট্রেশন না করবে তাদের সিম পাকাপাকি ভাবে বন্ধ করে দেয়ার কথাও বলা হয়েছে সংবাদ সম্মেলনে ।

বন্ধ করেদেয়া সিম গুলো আগামি ১৫ মাস সিম কম্পানির কাছে সংরক্ষণ করা থাকবে। এই সময়ের মধ্যে সিমের মালিক ইচ্ছা করলে সিমটি রিপ্লেস করতে পারবেন। তবে এই বিশেষ শুবিধাটি দেয়া হয়েছে প্রবাসীদের কথা মাথায় রেখে।

এই জানুরিতে'ই আসছে নেক্সাস 6P স্মার্টফোন

এই জানুরিতে'ই আসছে নেক্সাস 6P স্মার্টফোন
গুগল নেক্সাস সিরিজ এর  সর্বোশেষ  স্মার্টফোন  "নেক্সাস 6P" । এটি তরৈ করেছে চায়না আর কারিগরি সহায়তা দিয়েছে হুয়াই। গুগল বরাবরই তাদের গ্রাহকদের জন্য কিছু ভিন্ন জিনিস নিয়ে আসে আর তা ধারাবাহিকতায় আসল এই ফোনটি।


আন্ড্রয়েড চালিত  স্মার্টফোনে কি কি থাকছে  চলুন দেখে নিই ।
Nexus 6P


ডিজাইনঃ

এর ডিজাইনে আনা হয়েছে কিছুটা ভিন্নতা। এটি আপনার জিবনের সাথে মানানসই একটি ফোন। এটি হিরে কাটার তা দ্বারা চার দিক থেকে পরিবেষ্টিত।


তৈরি প্রযুক্তিঃ



ফোনটি হুয়াই কম্পানির কারিগরি সহায়তায় তৈরি করে একটি চায়না প্রতিষ্ঠান। Nexus 6P তোইরি করা হয়েছে এর শক্তির উপর ভিত রেখে। ফোনটিতে ব্যাবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন অক্ট্রা-কোর ৮১০ প্রসেসরে। এটি আগের সিরিজের মতই দ্রুত এবং এর ব্যাটারি আগের মতই মৃতব্যায়ি। এতে ব্যাবহার করা হয়েছে ৩৪৫০ mAh ব্যাটারি।  দ্রুত চার্জ দেয়ার জন্য এর সাথে রয়েছে USB C টাইপ ফোর্ট।


ক্যামেরা এবং ছবি



এট কম আলোতেও অনে উজ্জ্বল ছবি তুলতে সক্ষম। এতে আছে ১২.৩ শঝ ক্যামেরা যা দিয়ে আপনি কম-বেশি আলোতে একটি ভালো মানের ছবি তুলতে পারবেন। এর ১.৫৫ µm সেন্সর দিয়ে বাজারের অন্য যে কোন সেন্সর বেশি আলো দিয়ে ছবি তুলতে পারবেন। এতে আরো আছে গুগল হাইস্পিড গুগল ক্যামেরা অ্যাপ, যার সাহায্যে আপনার জীবনের সব গুলো মহুর্তই ধরে রাখতে পারবেন।  

নিরাপত্তা

এর নিরাপত্তার জন্য আপনার আঙ্গুলের একটি চাপই যতেষ্ঠে। এতে ব্যবহার করা হয়েছে দ্রুততম ফিঙ্গার প্রিন্ট সেন্সর। ব্যবহারকারীদের শুবিধার জন্য এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি এর পিচনে স্থাপন করা হয়েছে।

মোবাইল ফোন পানিতে পড়ে গেলে কি করবেন???

 মোবাইল ফোন পানিতে পড়ে গেলে কি করবেন???
মোবালইল এখন আমাদের নিত্য সঙ্গি। মোবাইল ফোন ছাড়া এখন আমাদের দি কাটে না। আর এই ফোনে যে কোনা ভাবে পানিতে পড়ে যেতে পারে! ধরুন আপনি ভাহিরে হাটতে বের হয়েছেন হটাৎ বৃষ্টি নেমে পড়লো বা বন্ধুদের সাথে মজা করতে গিয়ে আপনার সখের ফোনটা পানিতে  পড়ে গেলো তখন কি করবেন??
পানি থেকে মোবাইটা তুলে পানি জেড়ে-জুড়ে মোবাইলটা অন করে ফেলবেন?? যদি অন করেন তা হলে ভুল করলেন। যেহেতু ফোনটা পানিতে পড়েছিল সেহেতু আপনি কোন রকম মুছে অন করতে গেলে ফোনটি সট-সার্কিট হয়ে যাবে। আর তখন এটি সাময়িক ভাবে অন হলেও আপনি বেশি দিন এটি ব্যবহার করতে পারবেন না। আসুন তা হলে জেনে নেই পানিতে পড়ে গেলে কী ভাবে মোবাইলের যত্ন-আর্তি করতে হবে-

১। প্রথমে পানি থেকে তুলে মোবাইলের ব্যাটারি, সিম  খুলে ফেলতে হবে।
২। তারপর একটি শুকনো শুতি কাপড় দিয়ে ফোনটি ভালো করে মুছতে হবে।
৪। এরপর পারলে ব্যাকুয়াম ক্লিনার দিয়ে বাতাস দিতে হবে। মনে রাখবেন চুল শুকানোর হেয়ার ড্রাই ব্যবহার করা যাবে না। আর ব্যাকুয়াম ক্লিনার না থাকলে অন্য ভাবে বাতাস দিয়ে শুকিয়ে নিতে হবে।
৫। এর পর যে কাজটি করতে হবে সেটি হল চালের ভিতর মোবাই টি রেখে দিতে হবে। কম পক্ষে ১ দিন বা ২৪ ঘন্টা। তবে ভালো ফলাফল পেতে ২-৩ দিন রাখতে পারেন। কারন চাল আদ্রতা শোষণ করার ক্ষেত্রে অনেক কায্যকরি ভুমিকা রাখে।

উপরের পাঁচটি নিয়ম ভালোভাবে অনুশরন করতে পারেলে পানিতে পড়লেও আপনার ফোনটি আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন।


আপনার মোবাইল খরচ ৮০ % পর্যন্ত কমিয়ে আনুন এখুনি

আপনার মোবাইল খরচ ৮০ % পর্যন্ত কমিয়ে আনুন এখুনি
Madviser
কি শিরনাম দেখে চমকে গেলেন? না ভুল দেখছেন না। এখন আপনার মোবাই খরচ ৮০% পর্যন্ত কমিয়ে আনতে পারবেন। আর এর জন্য আপনাকে ব্যবহার করতে হবে ছোট একটি সফটওয়্যার।


Madviser নামক এই সফটওয়্যার এর মাধ্যমে আপনি আপনার ভয়েজ কল অথবা ইন্টারনেট ব্যবহার করার খরচ কনে গুন কমিয়ে আনতে সক্ষম। তাহলে চলুন জেনে নেই যে এই Madviser নামক এই সফটওয়্যার এ এমন কি আছে যা আপনার মোবাইলের খরচ কমাতে সক্ষম-

Madviser ইনস্টল করার পর এর এখানে রেজিস্টেশন করা লাগবে। তারপর এটি আপনার মোবাইলের কল লিস্ট যাচাই করে দেখবে আপনি কোন অপারেটরের সাথে(Gp, Robi, BL,Airtel etc) বেশি কথা বলেন, কোন একটি নাম্বার এর সাথে বেশি কথা বলেন কিনা ইত্যাদি।

তারপর Madviser এর যাচাই করা শেষে আপনাকে তার ফলাফল দেখাবে যে কোন প্যাকেজ ব্যবহার করলে আপনার কত পার্সেন্ট টাকা সেব করা সম্বব। এটি আপনাকে আরও একটি বিষয় দেখিয়ে দিবে তা হল আপনি যদি আপনার এফ এন এফ নাম্বারে বেশি কথা না বলেন এবং কোন নাম্বারের সাথে বেশি কথা বলেন সেটি আপনাকে দেখিয়ে দিবে।

আর এটি মাত্র ৫ এমবির  সফটওয়্যার

Madviser সফটওয়্যারটি ডাউনলোড করতে  নিচের লিঙ্ক এ ক্লিক করুন
সরাসরি Google Play: ডাউনলোড করতে আমাকে ক্লিক করুন


গ্যালাক্সি অন ৫-- স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের নতুন ফোন ।

গ্যালাক্সি অন ৫-- স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের নতুন ফোন ।



গ্যালাক্সি অন ৫ মডেলের একটি নতুন ফোন যোগ হল স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজে।

ফোনটিতে আছে ৫ ইঞ্চির টিএফটি এলসিডি ডিসপ্লে যার ডিসপ্লেতে আছে ৭২০ পিক্সেল এর ক্ষমতা। পুরুত্বের দিকে ফোনটি ১৪২.৩x ৭২.১x ৮.৫ মিলিমিটার। অন ৫ ফোনটিতে আছে কোয়াডকোর এক্সিনোস প্রসেসর,১.৫ জিবি র‌্যাম । এবং ৮ জিবি বিল্টইন মেমোরি। ফোনটির ব্যাক কভার চামড়া দিয়ে তৈরি করা হয়েছে। মাইক্রো এসডি কার্ডে মেমোরি বাড়ানোর সুযোগ আছে ৩২ জিবি। ফোনটি অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত। ফোনটির রিয়ার ক্যামেরা ৮ মেগাপিক্সেলের, ফ্রন্টে আছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা।
এর ব্যাটারি ক্ষমতা ২৬০০ মিলিঅ্যাম্পায়ারের।ডুয়েল সিমের এই ফোনটি ওয়াই ফাই ও এলটিই নেটওয়ার্ক সমর্থন করে।

ফোনটির মূল্য ১৫৫ ডলার। ভ্যাট এবং ট্যাক্সবাদে বাংলাদেশি টাকায় এটির মূল্য দাঁড়ায় মাএ ১২ হাজার ৭৫ টাকা।