গুগল নেক্সাস সিরিজ এর সর্বোশেষ স্মার্টফোন "নেক্সাস 6P" । এটি তরৈ করেছে চায়না আর কারিগরি সহায়তা দিয়েছে হুয়াই। গুগল বরাবরই তাদের গ্রাহকদের জন্য কিছু ভিন্ন জিনিস নিয়ে আসে আর তা ধারাবাহিকতায় আসল এই ফোনটি।
আন্ড্রয়েড চালিত স্মার্টফোনে কি কি থাকছে চলুন দেখে নিই ।
ফোনটি হুয়াই কম্পানির কারিগরি সহায়তায় তৈরি করে একটি চায়না প্রতিষ্ঠান। Nexus 6P তোইরি করা হয়েছে এর শক্তির উপর ভিত রেখে। ফোনটিতে ব্যাবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন অক্ট্রা-কোর ৮১০ প্রসেসরে। এটি আগের সিরিজের মতই দ্রুত এবং এর ব্যাটারি আগের মতই মৃতব্যায়ি। এতে ব্যাবহার করা হয়েছে ৩৪৫০ mAh ব্যাটারি। দ্রুত চার্জ দেয়ার জন্য এর সাথে রয়েছে USB C টাইপ ফোর্ট।
এট কম আলোতেও অনে উজ্জ্বল ছবি তুলতে সক্ষম। এতে আছে ১২.৩ শঝ ক্যামেরা যা দিয়ে আপনি কম-বেশি আলোতে একটি ভালো মানের ছবি তুলতে পারবেন। এর ১.৫৫ µm সেন্সর দিয়ে বাজারের অন্য যে কোন সেন্সর বেশি আলো দিয়ে ছবি তুলতে পারবেন। এতে আরো আছে গুগল হাইস্পিড গুগল ক্যামেরা অ্যাপ, যার সাহায্যে আপনার জীবনের সব গুলো মহুর্তই ধরে রাখতে পারবেন।
আন্ড্রয়েড চালিত স্মার্টফোনে কি কি থাকছে চলুন দেখে নিই ।
Nexus 6P |
ডিজাইনঃ
এর ডিজাইনে আনা হয়েছে কিছুটা ভিন্নতা। এটি আপনার জিবনের সাথে মানানসই একটি ফোন। এটি হিরে কাটার তা দ্বারা চার দিক থেকে পরিবেষ্টিত।তৈরি প্রযুক্তিঃ
ফোনটি হুয়াই কম্পানির কারিগরি সহায়তায় তৈরি করে একটি চায়না প্রতিষ্ঠান। Nexus 6P তোইরি করা হয়েছে এর শক্তির উপর ভিত রেখে। ফোনটিতে ব্যাবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন অক্ট্রা-কোর ৮১০ প্রসেসরে। এটি আগের সিরিজের মতই দ্রুত এবং এর ব্যাটারি আগের মতই মৃতব্যায়ি। এতে ব্যাবহার করা হয়েছে ৩৪৫০ mAh ব্যাটারি। দ্রুত চার্জ দেয়ার জন্য এর সাথে রয়েছে USB C টাইপ ফোর্ট।
ক্যামেরা এবং ছবি
এট কম আলোতেও অনে উজ্জ্বল ছবি তুলতে সক্ষম। এতে আছে ১২.৩ শঝ ক্যামেরা যা দিয়ে আপনি কম-বেশি আলোতে একটি ভালো মানের ছবি তুলতে পারবেন। এর ১.৫৫ µm সেন্সর দিয়ে বাজারের অন্য যে কোন সেন্সর বেশি আলো দিয়ে ছবি তুলতে পারবেন। এতে আরো আছে গুগল হাইস্পিড গুগল ক্যামেরা অ্যাপ, যার সাহায্যে আপনার জীবনের সব গুলো মহুর্তই ধরে রাখতে পারবেন।