Showing posts with label অপরাধ. Show all posts
Showing posts with label অপরাধ. Show all posts

বাইকার ভাইয়েরা পোস্টটি আপনাদের জন্য (অবশ্যই দেখবেন)

বাইকার ভাইয়েরা পোস্টটি আপনাদের জন্য (অবশ্যই দেখবেন)
যারা মটর সাইকেল চালান তাদের তো জালানি নিতেই হবে কারন বাইক চালাতে তেল লাগে এইটা সবারই জানা। আপনি যখন জালানি নেন কোথা থেকে নেনে?? নির্চই পেট্রল পাম্প থেকে। কিন্তু আপনি কি সঠিক পরিমাপে জালানি পাচ্ছেন?? ঠিক এই ব্যাপারে #BikeBD নামক ফেইজবুকে বাইকারদের সতর্ক করে একটি পোষ্ট দেন- পাঠকদের সুবিধার জন্য পোস্টটি হুবুহু তুলে দেয়া হল-


'পেট্রল পাম্প ওয়ালারা আমাদের কেমন করে বোকা বানায়....
- প্রত্যেক পেট্রল পাম্পে ১ লিটার, ২ লিটার ইত্যাদি ওজনের পেট্রল মাপার ব্যবস্থা থাকে, তাই তারা ১ লিটার-২ লিটার ইত্যাদি ওজনের পেট্রলের ক্ষেত্রে চুরি করতে পারেনা| তাই তারা ওজনের পরিবর্তে ‘পূর্ণ’ টাকার পরিমানে কম পেট্রলের সেটিং করে রাখে| যেমন- ১০০, ২০০, ৫০০, ১০০০ ইত্যাদি| যার ফলে তাদের কারচুপি কখনও ধরা পড়েনা| কারণ, আমরা এইসব ১০০, ৫০০ ইত্যাদি টাকার পেট্রলের সঠিক ওজন সহজে বের করতে পারিনা| তাই তারা সবসময় ১০০, ২০০, ৩০০, ৫০০, ১০০০ টাকা ইত্যাদি অঙ্কের পেট্রলের ক্ষেত্রে কম পরিমান পেট্রলের সেটিং করে রাখে|
- তাই আপনাদের অনুরোধ, আপনারা পেট্রল হয় ‘ওজন অনুযায়ী’ ভর্তি করুন, অথবা ১০৫, ২৩৩, ৫১০, ১০০৫ ইত্যাদি অঙ্কের (পূর্ণ অঙ্কের নয় এমন) টাকার পেট্রল ভরুন| এতে আপনাকে ওরা ঠকাতে পারবে না|
- এটা আপনি অবশ্যই করে দেখুন, আপনি উপকৃত নিশ্চই হবেন|
- জনসাধারণের কল্যানের জন্য প্রচারিত এবং যত বেশী সম্ভব শেয়ার করুন ও সকলকে সচেতন করুন|'


সুতরাং উপরের পরামশ্য মেনে কাজ করলে আসা করি পাম্প মালিকদের দোকার হাত থেকে বাচতে পারবেন।
 

IDB তে যারা যাতায়াত করেন এই পোষ্ট তাদের জন্য

IDB তে যারা যাতায়াত করেন এই পোষ্ট তাদের জন্য
শিরনাম দেখে ভাবতেই পারেন IDB যেতে হলে কেন এই পোষ্ট দেখতে হবে। আমি বলছি আপনার পোষ্টা সম্পুর্ন পড়া উচিত। কারন আপনি এই রাস্তাটাকে যত সহজ ভাবছেন রাস্তাটা কিন্তু ততটা সহজ না। এই রাস্তায় হরহামেসাই ঘটছে ছিনতাইয়ের ঘটনা। আপনি হয়তো ভাবতে আমার পরিচিত কেউ ছিনতাইয়ের শিকার হইছে তাই আমার এত মাথা ব্যাথা। হ্যাঁ আমার পরিচিত কেউ ছিনতাইয়ের শিকার হয়েছে। আর তা সংখ্যা একজন না। গোটা চারেক লোক ছিন্তাইয়ের শিকার হয়েছে। তাদের ৩ জনেরই ল্যাপটপ খোয়া গেছে। আর মূল কথা আমার পরিচিত কেউ ছিনতাইয়ের শিকার না হলে এই ঘটনা আমার জানার কথা না।
 নিচের ঘটনা গুল একটু পড়ে দেখুন

## বসর খানিক আগে আমার এক ফ্রেন্ড IDB থেকে তার ল্যাপ্টপ নিয়ে রিকসায় করে আসতেছিল। হঠাৎ পিচন থেকে আসা মোটর সাইকেল থেকে টান দিয়ে তা ল্যাপ্টপে ব্যাগটা নিয়ে যায়। ফ্রেন্ড কিছু বোঝার আগেই তার এলাকা ছাড়া।

## মাস ছয় আগের কথা, আমার এক বড় ভাই IDB থেকে ফিরছিলেন। শেরেবাংলা থানার কাছে আসার পর  পিছন থেকে আসা মটর সাইকেল আরোহী তা ল্যাপ্টপের ব্যাগ  টান যায়। আর যেহেতু ব্যাগ তা হাতে ধরা ছিলো তাই তিনি রিকসা থেকে পড়ে যান এবং মারাত্মক ভাবে আহত হন। এখানে যে তার শুধু ল্যাপটপ গেল তা না, তার ওয়েব ডিজাইনের কয়েকটা প্রজেক্ট তার হাত ছাড়া হলো।

## দিন পাঁচেক আগের কথা এক ফ্রেন্ড ভার্সিটিতে আসার সময় তা কাছে থাকা ব্যাগ মটর সাইকেল থেকে টান দিয়ে নিয়ে যায়। সে যখন নাম্বার নোট করতে নাম্বার প্লেটের দিকে তাকালো সে দেখলো সেখানে ON TEST লেখা। কিন্তু আসার কথা হল তা ব্যাগে ল্যাপটপ ছিল না।

তাই সবাইকে সাবধান করে বলছি যারা IDB এর আসে পাসের রাস্তায় চলা-ফেরা করেন বিষেশ করে ল্যাপ্টপ ব্যাগ নিয়ে তারা একটু সাবধানে চলবেন।