বাইক স্টান্ট তো সবাই দেখছেন। আমি আপনাদের আজ একটা বাইক স্টান্ট দেখাব। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ধরনের স্টান্ট আগে কখনো দেখেন নাই। আমার বাইক স্টান্ট এর কথা সুনলে মনে করি এক জন মানুষ বাইক নিয়ে কিছু কসরত দেখাবে। এখানেও কিছু কসরত দেখবেন তবে সেটা মানুষের করা না। একটা বানরের করা স্টান্ট। কি বিশ্বাস হচ্ছে না?? তা হলে আপনার নিজের চোখেই দেখে নিন...
Showing posts with label ভিডিও এডিটিং. Show all posts
Showing posts with label ভিডিও এডিটিং. Show all posts
যারা ভিডিও এডিটিং শিখতে চান তারা এ দিকে আসুন #০১
কেমন আসেন সবাই?? আসা করি
ভালো আসেন। আপনাদের জন্য নিয়ে আসলাম এক্সসাটিং একটা বিষয়।
আপনাদের মধ্যে অনেকেই
দেখবেন ছবির স্লাইড শো এর সাথে mp3 গান দিয়ে ভিডিও তৈরি করে থাকে। তখন আপনার কি মনে হয় না
আপনিও যদি এ রকম তৈরি করতে পারতেন...
ধরুন আপনি কনো বন্ধুদের
সাথে পিকনিকে গেলেন, অনেক ছবি তুললেন বা funny
video capture করলেন। আর আপনি যদি এই
ছবি আর ভিডিও গুলি এডিটিং করে বিভিন্ন ইফেক্ট দিয়ে একটা মজাদার ভিডিও তৈরি করে
বন্ধুদের দেখাতে পারেন তাহলে কেমন হবে একবার চিন্তা করে দেখেন তো?
আর তাই আপনাদেরকে আমি
ধারাবাহিক ভাবে শিখাবো কি ভাবে ভিডিও এডিটিং করতে হয়। চলুন জেনে নেই কি কি থাকছে
আমার পুরো টিউটোরিয়ালে
·
Editing
Software ( Ulead, Adobe premiere pro)
·
Plunges
·
কি ভাবে ছবির
সাথে অডিও সংযোগ করা যায়।
·
কি ভাবে ছবিতে
বিভিন্ন ইফেক্ট ব্যবহার করতে হয়।
·
ভিডিও থেকে কি
ভাবে সাউন্ড remove করা যায়।
·
কি ভাবে low Sound কে হাই করা জায়।
·
ভিডিওতে Text ব্যবহার করতে হয়
কি ভাবে।
·
Text Effect
·
3D Effect.
·
ভিডিওর সাথে ছবি
সংযোগ করা।
·
ভিডিও তে প্লাগইন্স
ব্যাবহার।
·
Background ভিডিও ব্যবহার।
Subscribe to:
Posts (Atom)