Showing posts with label টিউটোরিয়াল. Show all posts
Showing posts with label টিউটোরিয়াল. Show all posts

কি ভাবে MS Word থেকে ছবিকে JPG আকারে সেব করবেন

কি ভাবে MS Word থেকে ছবিকে JPG আকারে সেব করবেন
আমারা যারা MS office এ কাজ করি তাদের  অনেকের মাজে মধ্যে MS Word এর ছবিকে JPG আকারে দরকার হয়। কারন JPG না করতে পারলে আপনি MS Word  ছাড়া এই ছবি অন্য কোথাও ব্যাবহার করতে পারবেন না।  কিন্তু আমরা অনেকেই এই কাজটি করতে পারি না। আর যারা এটি করতে না পারেন তাদের জন্যই আজ আমি আপনাদের দেখাবো কি ভাবে MS Word থেকে ছবিকে JPG তে রুপান্তর করবেন।

>> প্রথমে যেই office ফাইল থেকে ছবিকে jpg তে রুপান্তর করতে চান সেই ফাইলটি open করুন। এবার ছবিটিকে সিলেক্ট করে কপি করে নিন।

>> এখন আপনার কম্পিউটার এর start menu থেকে paint লিখাটি সার্চ করুন অথবা paint প্রোগ্রামটি রান করুন। এবার key board থেকে Ctrl+V চেপে ছবিটি পেস্ট করুন। তারপর ফাইল থেকে নিজের মত করে সেভ করে নিন jpg, png সহ যে কোন ফরমেটে।

কোন কিছু বুজতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন

যারা ভিডিও এডিটিং শিখতে চান তারা এ দিকে আসুন #০১

যারা ভিডিও এডিটিং শিখতে চান তারা এ দিকে আসুন #০১
কেমন আসেন সবাই?? আসা করি ভালো আসেন। আপনাদের জন্য নিয়ে আসলাম এক্সসাটিং একটা বিষয়। 
আপনাদের মধ্যে অনেকেই দেখবেন ছবির স্লাইড শো এর সাথে mp3 গান দিয়ে ভিডিও তৈরি করে থাকে। তখন আপনার কি মনে হয় না আপনিও যদি এ রকম তৈরি করতে পারতেন...
ধরুন আপনি কনো বন্ধুদের সাথে পিকনিকে গেলেন, অনেক ছবি তুললেন বা funny video capture করলেন। আর আপনি যদি এই ছবি আর ভিডিও গুলি এডিটিং করে বিভিন্ন ইফেক্ট দিয়ে একটা মজাদার ভিডিও তৈরি করে বন্ধুদের দেখাতে পারেন তাহলে কেমন হবে একবার চিন্তা করে দেখেন তো?

আর তাই আপনাদেরকে আমি ধারাবাহিক ভাবে শিখাবো কি ভাবে ভিডিও এডিটিং করতে হয়। চলুন জেনে নেই কি কি থাকছে আমার পুরো টিউটোরিয়ালে
·         Editing Software ( Ulead, Adobe premiere pro)
·         Plunges
·          কি ভাবে ছবির সাথে অডিও সংযোগ করা যায়।
·         কি ভাবে ছবিতে বিভিন্ন ইফেক্ট ব্যবহার করতে হয়।
·         ভিডিও থেকে কি ভাবে সাউন্ড remove করা যায়।
·         কি ভাবে low Sound কে হাই করা জায়।
·         ভিডিওতে Text ব্যবহার করতে হয় কি ভাবে।
·         Text Effect
·         3D Effect.
·         ভিডিওর সাথে ছবি সংযোগ করা।
·         ভিডিও তে প্লাগইন্স ব্যাবহার।
·         Background ভিডিও ব্যবহার।
এ সবের সাথে থাকছে আরও অনেক কিছু। আর এগুলো শিখতে আমাদের সংগেই থাকুন।