আশা ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের ৭ম বর্ষপূর্তি উয্যাপন

আশা ইউনিভার্সিটি বিজনেজ ক্লাব হাটি হাটি পা পা করে সাতটি বছর অতিক্রম করে ফেলেছে। আর গতকাল ১৭ই নভেম্ভের ৭ বছর ফুর্তি উয্যাপন করে নিলো আশা ইউনিভার্সিটি বিজনেস ক্লাব মেম্বাররা। সব সময় ছোট আকারে বর্স্য ফুর্তি উয্যাপন করলেও এবারই তারা
বড় পরিসরে উয্যাপনের ব্যাবস্থা করা হয়।

এই অনুষ্ঠান টি বিজনেস ক্লাব একটু ভিন্ন ভাবে উয্যাপন করে। তারা এবার সদ্য এইচ এস সি পাশ করা ছাত্র ছাত্রীদের আমন্ত্রন জানায় তাদের এই অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য। আরোও আমাওন্ত্রন জানানো হয় ভিবিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্বনাম ধন্য শিক্ষকদের। অনুষ্ঠানে আমন্ত্রিত শিক্ষার্থীদের মেডেল দিয়ে সংবর্ধনা জানানো হয়। আর শিক্ষকদের দেয়া হয় সম্মান সূচক ক্রেস্ট।

 এদিন সকাল ১০ টা ৩০ মিনিটে কোরান তেলাওয়াত দিয়ে  আনুষ্ঠান শুরু হয়। তারপর  প্রধান অতিথী  বিশেষ অতিথী দের ফুল দিয়ে মঞ্চে আমান্ত্রন জানানো হয়। এসময় আমন্ত্রিত শিক্ষার্থীদের দেখানো আশা ইউনিভার্সিটির উপর নিন্মিত একটি প্রামান্য চিত্র। এর পরই একে একে বক্তব্য দেন বিশেষ অতিথী, সবাপতি এবং প্রধান অতিথী। তাদের সবার বক্তব্যতে আশা ইউনিভার্সিটি বিজনেস ক্লাবকে শুভেচ্ছা জানানো ও ভার্সিটির ভিবিন্ন সুযোগ সুবিধার কথা উঠে আসে। বেলা সাড়ে ১২ টা থেকে দুপরের খাবের বিরতি দেয়া হয়।
সংগীত পরিবেশ করছেন সাজল

বেলা ২ টায় শুরু হয় অনুষ্ঠানের ২য় অংশ। এই অংশে নাচ পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই অনুষ্ঠানে সঙ্গিত পরিবেশন করেন ক্লোজয়াপ ওয়ান তারকা তারেক । আরো গান পরিবেশন করেন গৌতম ঘোষ , হাসিন প্রমূখ। আর প্রধান আকর্ষণ হিসেবে সঙ্গিত পরিবেশন করেন পাওয়ার ভয়েজ সুপার স্টার সজল



এর আগে গত এক মাস যাবত বিজনেস ক্লাবের সদস্যরা ভার্সিটির ছাত্র-ছাত্রীদের মাধ্যমে সদ্য এইচ এস সি পাশ করা শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করে। এই তথ্যের ভিত্তিতে দুইশত শিক্ষার্থীকে আমন্ত্রন জানানো হয় এই অনুষ্ঠানে।


আশা ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের সপ্তম বর্ষপূর্তিতে স্পন্সর করে সাউথইস্ট ব্যাংক, রেডিও পার্টনার ছিলো রেডিও ৭১ ও  অনলাইন পার্টনার ছিলো ধুমকেতু ব্লগ ও সংসদ গ্যালারি২৪।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরজে ফয়সাল আহমেদ রনি।


শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট