Showing posts with label ক্যাসপার. Show all posts
Showing posts with label ক্যাসপার. Show all posts

আমাদের ছিল একজন ক্যাসপার!!!

আমাদের ছিল একজন ক্যাসপার!!!
আপনাকে যদি কেউ বলে বাংলাদেশের সবচেয়ে খুদে ট্রেকার কে ছিল?? ছিল বলচি করন সে এখন আর আমাদের মাজে নেই চলে গেছে না ফেরার দেশে। কাদিয়ে গেছে হাজারো মানুষকে।

ক্যাসপার এর কিছু সৃতি

বাংলাদেশের ট্রেকার কম্যুনিটিতে পরিচিত নাম সাদমান ক্যাসপার আর নেই। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে ফেসবুকে ‘ছোট্ট ভূত’ নামে পরিচিত ক্যাসপার।
অ্যাসপির‍্যাশন নিউমোনিয়া নামে অপারেশন পরবর্তী জটিলতাই তার মৃত্যুর কারণ বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজে ডিরেক্টর জেনারেল আবদুল মাজিদ ভূঁইয়া।


ক্যাসপার। মুহাম্মদ সাদমান ক্যাসপার । ছেলেটার বয়স চার।  ট্রাভেলার কমিউনিটির আদরের ছোট্ট পিচ্চি। কালপুরুষ অপুদা’র ছেলে। আদুরে, তুলতুলে পুচকাটার যখন জন্ম হয়, মা ছিলেন অসুস্থ। ক্যাসপার বেড়ে উঠেছে তার বাবার কোলে। ক্যাসপারের বাবা, অপু, একজন ট্রেকার। 'রোপ নিসো? মগ? কবে আসবা? ক্যাসপারের আধো আধো বোল শুরু হয়েছে এসব কথা দিয়ে।হতেই হবে। ক্যাসপার তো তার বাবার 'কইলজা!'

ক্যাসপার মা বাবার সঙ্গে চট্টগ্রামে থাকে। ক্যাসপার বড় হলে বাবার মতো ট্রেকার হবে।বিয়ার গ্রেইলের মতোও হতে পারে, ওই শো'টার সবগুলো পর্ব ক্যাসপারের মুখস্ত।তাই সে নিজের কাজ এখন থেকেই নিজে করে। ভাত খাওয়া, খেলা শেষে নিজের খেলনা গুছিয়ে রাখা, টয়লেট শেষে নিজে নিজেই পানি ঢেলে দেয়া। বাজে গন্ধ ক্যাসপার একফোঁটাও পছন্দ করে না।

 ক্যাসপার ভুত

কিছু ফ্রেমে বন্ধি ছবি

তখনই বাধলো সমস্যাটা। ক্যাসপার দেখেছে তার টয়লেটের সাথে ঝরঝর করে রক্ত যাচ্ছে। বোঝেনি, কী সর্বনাশটা চলছে নিজের ভেতর। ব্যথা পায়, কাঁদে, কাউকে বলেনা। চার বছরের বাচ্চা, কীভাবে বোঝাবে? একদিন মায়ের সন্দেহ হল। ছেলে টয়লেটে কাঁদছে, জোর করে ভেতরে গেলেন। এবং রক্তের পরিমান দেখে স্তব্ধবাক হয়ে পড়লেন। এতো রক্ত!

ক্যাসপার এত দিন  হাসপাতালে ছিল। সবকিছু টেস্ট করা শেষ হয়েছিল । সবরকম স্ক্যান। কলনোস্কোপিও শেষ। ওর না হয়েছে পলিপ, না হয়েছে হেমারেজ, না হয়েছে পাইলস্। পাকস্থলিতে ঘা নেই, অন্ত্রেও সমস্যা দেখা যায়নি। একটু আগে রয়েল হাসপাতালে সার্জারি হল। না, কোন সোর্স পাওয়া যায়নি, কোথা থেকে রক্ত যাচ্ছে।ডাক্তাররা বলছেন রেয়ার কেস, এর সল্যুশন তাঁদের পক্ষে সম্ভব না। ছেলেটা বেঁচে আছে ডোনেট করা ও পজিটিভ ব্লাড আর স্যালাইনের ওপরে। ছোট্ট শরীরে রক্ত ঢুকছে ফোঁটায় ফোঁটায়, আর পায়ুপথে বেরিয়ে যাচ্ছে ঝর্ণার মত। ক্ষণে ক্ষণে ছেলেটা লেপ্টে যাচ্ছে বিছানায়। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমছে প্রতি মুহুর্তে।

বাপ-ছেলে

ক্যাসপারকে নিয়ে একটি ইভেন্ট চালু হয়েছিল ফেইজবুকে সেখানে গতকাল থেকে ফুলের মত স্ট্যাটাস দিচ্ছেন সবাই। সব বার্তাতেই ক্যাসপারের আত্তার শান্তি কামনা। কারো কারো আবার দুঃখ প্রকাশ কারন তারা ভূতটাকে বাচানোর জন্য কিছু করতে পারেনি। 

আমার এই লেখাটা একটা প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম  বাংলাদেশের সবচেয়ে খুদে ট্রেকার কে ছিল??
উত্তরঃ  ক্যাসপার। মুহাম্মদ সাদমান ক্যাসপার । 

এটা আমার কথা না। এই কথাটা উঠে এসেছে ওই ইভেন্ট পেইজ থেকেই। সেখানে  Mohsin Kabir Limon  নামে একজন লিখেন "
বাংলাদেশের সবচেয়ে ক্ষুদে ট্র্যাকারের নাম কি ??
আসুন এর উত্তরে আমরা ”সাদমান ক্যাসপার” নামটি রাস্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করি ।। অন্ত:ত ইতিহাসের পাতায় বেঁচে থাকুক ছোট্টসোনা ক্যাসপার ।।"
ফেইজবুক থেকে বাচাই করা কিছু খুদে বার্তা আপনাদের জন্য নিছে তুলে দেয়া হল



Tanvwe Kaisah Abrisa
বাবা ক্যাস্পি আমাদের মাফ করে দিও এত দোয়া করেও তোমাকে আল্লাহর কাছ থেকে ফিরাতে পারলাম না। কিন্তু বাবা তুমি এখন অনেক ভাল জায়গায় আছো। যেখানে তোমার সুইয়ের গুতা,, আসুখের জালা কিছুই ধরবে না।অনেক আদরে আগলায় রাখবে বাবা।
দেখা হলো না বাবা।
যেখানেই থাক অনেক ভাল থেক,, আমিন :')। ।

 

Sharif Shaifuzzaman Ripon
ক্যাসপার এর প্রিয় কোন স্থান এ নাম ওর নামে নাম করন করা হোক যেখানে ও গেছে এবং পছন্দ করছে তেমন কোন স্পট এর একটা অংশকে "ক্যাসপার পয়েন্ট" নাম করন করা হোক দেশের সর্বকনিষ্ঠ এই ট্রেকার এর নামে !
জোর অনুরোধ রইল সবার প্রতি !!

 

MD Habibullah Hassan নামে একজন নিছের স্ক্রিনসট সহ এই পোস্টটি করেন
Kaalpurush Apu ভাই আপনাকে শান্তনা দেবার মত ভাষা নেই। শুধু এইটুকু বলবো, আপনার এই কথাটা আজ বাস্তব সত্য সেটা সবাই আমরা প্রমান করে দিলাম। ক্যাসপার আপনার একার নয় আমাদের সবার ছিলো, আছে আর থাকবে।
 
ক্যাসপার এর বাবার একটি পোস্ট এর স্ক্রিনসট
 

Nusrat Jahan Keya
love you baba.... valo theko... bye.
i wish ki amar akta sele hok...r tar nam ta hok tomar name...
ai page a r asbo na... kosto laga....

 
সালাউদ্দিন বাবুল
"বাবা আমরা তোর জন্য কিছুই করতে পারলাম না....!!! ক্ষমা করে দিস বাপ"

মিঃ অ্যানোনিমাস

ছোট্ট সোনা!
তুই থাক সবার হৃদয়ের ওয়ালপেপার হয়ে।

 

Ian Shuaib
নিরবে দু ফোটা চোখের জ্বল ছারা আর কিছুই দেবার নাই তোমায়।

হিমালয় হিমু
আমি জীবনে খুব কমবারই কাদছি..... সর্বশেষ আমার বোনের মৃত্যুতে কাদছিলাম আর আজকে তোর মৃত্যু সংবাদে চোখে জল চলে এল। ভাই তুই যেখানে আছিস ভালো থাকিস.........
 

Sharmila Chowdhury
ছোট্ট ভূত, তুই চলে গেলি কেন?এর জন্য কি এত ভালোবাসতাম তোকে?তুই খুব পঁচা ভূত।এভাবে কেন কাঁদালি? তোর সাথে আঁড়ি দিলাম।তুই ফিরে আয় না বাবু।


এ ছাড়া আরো অনেক খুদে বার্তা জমা হচ্ছে প্রতিমহুর্তে। এ ভালোবাসা ক্ষনিকের নয় আজিবনের। আমারা আসা করি এই চোট্ট ভুত আমাদের মাজে বেছে থাকবে আজিবন...............ভালো থেক ক্যাসপার।

ক্যাসপার কে নিয়ে ফেইজবুক ইভেন্ট পেইজ এর লিঙ্ক- https://www.facebook.com/events/1482387162083332