Internet জ্ঞানের ভান্ডার, Internet তথ্যের ভান্ডার এসব আমরা সবাই জানি। বর্তমানে আড্ডা দেয়ার এক স্থান হল Internet। online গেমস অনেক দিন আগেই চালু হয়ে গেছে। আর বাকি থাকল কী??
আসে অ্যাঁরও অনেক কিছুই বাকি আসে। নিছের সাইট গুলোতে না ডুকলে আপনি কখনই জানতে পারবেন অই বিষয় সম্পর্কে।
অনলাইন দুনিয়ায় কনেক কিছুই আসে আমরা জানি না।আর সে রকমি কিছু সাইট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম।
আসে অ্যাঁরও অনেক কিছুই বাকি আসে। নিছের সাইট গুলোতে না ডুকলে আপনি কখনই জানতে পারবেন অই বিষয় সম্পর্কে।
অনলাইন দুনিয়ায় কনেক কিছুই আসে আমরা জানি না।আর সে রকমি কিছু সাইট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম।
- নিছের লিংকে গেলে আপনি পিংপং বল খেলার মজা নিতে পারবেন। লিঙ্ক- click me
- এখানেও আপনি পিংপং খেলার মজা নিতে পারবেন। শুধু তাই না আসে বেলুন নিয়ে খেলা স্মাইলি সহ আরও অনেক কিছু। লিঙ্ক-click me
- এখানে আপনি খেলতে পারার মাউস নিয়ে। আপনি মাউস নাড়লে দেখবেন আপনার মত মনিটরেও মাউস নড়তেছে।লিঙ্ক-click me
- নিছের লিঙ্কে গিয়ে কিছু লিখে আসুন দেখেন কী হয়। লিঙ্ক
- এবার আসি আমাদেত সবার প্রিয় google মামার কাছে। google যে শুধু তথ্য খোজায় অস্তাদ তা না মামাকে নিয়ে আপনি ইচ্ছা করলে মজা ও করতে পারেন সে রকমই কিছু মজার লিঙ্ক দিচ্ছি-
- এই লিঙ্কে গেলে আপনি গুগল এ যা search করবেন তা আবার আপনাকে রিপ্লে দেখাবে। লিঙ্ক-click me
- Chuck Norris এই ওয়ার্ড তা গুগলে সার্চ করে দেখতে পারেন google কোন রেজাল্ট দিতে পারে কিনা।
- চলুন মামাকে বেঙ্গে দেই। লিঙ্ক
- এই লিঙ্কে গিয়ে দেখেন তো মামার মাথা ঠিক আসে কিনা?? লিঙ্ক
- দেখেন তো google করে আমি সার্চ দিমু কেম্নে। লিঙ্ক
- এই লিঙ্কে গিয়ে আপনার জ্ঞান বাড়িয়ে নিন লিঙ্ক