Showing posts with label ঢালিউড. Show all posts
Showing posts with label ঢালিউড. Show all posts

অবশেষে মুক্তি পাচ্ছে পরবাসিনী

অবশেষে মুক্তি পাচ্ছে পরবাসিনী
ছবিটির শুটিং শুরু হয় ২০১২ সালে। এর পর ছবিটির শুটিং বন্ধ হওয়া আবার শুরু, আবার বন্ধ হওয়া নিয়ে চলে অনেকে গুঞ্জন। তখন অনেকেই তখন ভাবতে শুরু করেন ছবিটি হয়ত মক্তির আলো দেখতে পারবে না। পরিচালক স্বপন আহম্মদ বরাবরই এই সম্ববনাকে নাকচ করে এসেছেন। ছবিটির শুটিং শেষ হওয়ার দীর্ঘ দিন পরও তখন দর্শকদের মাজে কিছুটা হতাশা লক্ষ করা যার সোসাল মিডিয়াতে।



অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে ছবিটির মুক্তির দিন ঠিক করা হয়। গতকাল বিকেলে পরবাসিনী এর অফিসিয়াল ফেইসবুক পেইজে ছবির পরিচালক স্বপন আহম্মদ সয়ং এক ভিডিও বার্তা নিয়ে হাজির হন। সেখানে তিনি ছবিটি নিয়ে কথা বলেন।তিনি বলেন ছবিটি মুক্তির তারিখ আগামি ৫ এপ্রিল ২০১৭।  তিনি আরও বলেন- বাংলাদেশের প্রথম সায়েন্স ফিকশন ছবি পরবাসিনী। যেহেতু এটি প্রথম সেহেতু এখানে অনেক ভুল-ত্রুটি থাকবে। আমরা হয়তো সমাধান করতে পারিনি, আপনারা স্বাবাবিক ভাবে নিলেই আমরা খুশি হব।

এর আগে গত ২১শে অক্টবর ২০১৫ তে পরবাসিনী এর Youtube চ্যানেলে এর প্রথম ত্রেলর মুক্তি দেয়া হয়।



ছবিটিতে অভিনয় করেন ইমন, রিত মজুমদার, কাজী উজ্জ্বল, আফসার আলি, দাউদ হোসেইন, সোহেল খান,  এছাড়া বিভিন্ন চরিত্রে অংশ নিয়েছেন কলকাতার সব্যসাচী চক্রবর্তী, জুন মালিয়াসহ ফ্রান্স, জার্মানি ও ইতালির কয়েকজন শিল্পী অভিনয় করবেন।

serverpoint hosting banner

‘পরবাসিনী’র ছবির আইটেম গানে নেচেছেন ভারতীয় সুপার মডেল ও মিস ইউনিভার্স ইন্ডিয়া-২০১২ বিজয়ী উর্বশী রাওতেলা

আইটেম গান




পরবাসিনী’র গানগুলো লিখেছেন সৃজাতো, জাহিদ আকবর, জনি হক, রবিউল ইসলাম জীবন ও স্বপন আহমেদ। সুর ও সঙ্গীত পরিচালনায় ইবরার টিপু, আরিফ রানা, মুম্বাইয়ের ডিজে একেএস ও কলকাতার বিনিত রঞ্জন মিত্র। গান গেয়েছেন রুপংকর, সুকন্যা, কনা, পড়শী, এলিটা, তিশমা, ইবরার টিপু, তানভীর তারেক, পারভেজ ও আরিফ রানা।

বাংলাদেশ, ভারত, বেলজিয়াম, লুক্সেমবার্গ, ফ্রান্স, জার্মানি,  হল্যান্ড, সুইজারল্যান্ড ও আমেরিকার বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং হয়েছে।



কাহিনি সংক্ষেপ
তেজস্ক্রিয়তার কারণে পৃথিবী প্রায় ধ্বংসের মুখে। মানুষের বসতির জন্য একটি নিরাপদ গ্রহ খুঁজে বের করার জন্য চেষ্টা করছেন বিজ্ঞানীরা। আর এতে সাফল্য অর্জন করে বাংলাদেশ। নভোচারীরা আবিস্কার করে মানব বসতির জন্য আদর্শ গ্রহ ‘এরিস-৩২’। দূষিত পৃথিবী থেকে মানুষেরা ‘এরিস-৩২’ গ্রহে বসতি গড়ার পরিকল্পনা করে। মানুষের এই পরিকল্পনা জানতে পারে ভিনগ্রহের প্রাণীরা। তারা মানুষের মহাকাশ প্রযুক্তি ধ্বংস করার মিশন নিয়ে পৃথিবীতে আসে। এ মিশনে নের্তৃত্ব দেয় মেহেজ নামের এক মেধাবী এলিয়েন। মানুষের স্যাটালাইট প্রযুক্তি ধ্বংস করার খুব কাছাকাছি পৌছে মেহেজ প্রেমে পড়ে যান পৃথিবীর এক তরুণের।






সিনেমা হল গুলোতে চলছে আয়নাবাজির ভেলকি

সিনেমা হল গুলোতে চলছে আয়নাবাজির ভেলকি
এ যেন এলেন, দেখলেন এবং জয় করলেন...
অভিষেক ছবিতেই এমন বড় সাফল্য আজ পর্যন্ত খুব বেশি পরিচালকের ভাগ্যে জোটেনি। জি, বলছিলাম অভিতাভ রেজা চৌধুরীর ‘আয়নাবাজি’র কথা।
সিনেমা হল গুলোতে চলছে এক রকম ঝড়।  ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও পাচ্ছেন না  নিজের কংখিত সময়ের টিকেট। বেশির ভাগ হলেই বিলি করতে হচ্ছে অগ্রিম টিকেট। আয়নাবাজির দর্শক ঠেকাতে হল কর্তিপক্ষের রিতিমত হিমশিম খেতে হচ্ছে।

আজ শ্যামলি সিনেমা হলে গিয়ে দেখা যায় দীর্ঘ  লাইনে দাঁড়িয়ে টিকেটের জন্য অপেক্ষা করছেন দর্শকরা। তবে তাদের সাথে কথা বলে জানা যায় তারা এই ছবিটি নিয়ে খুব আশাবাদি। অনেককে পাওয়া গেল যরা দ্বিতিয় বার ছবি দেখার জন্য টিকেট কাটতে এসেছেন।  অনেকেই দল বেধে ছবি দেখতে এসে টিকেটের লম্বা লাইন দেখে কিছুটা অভাক হন। আরো অভাক হন যখন শুনেন আজ বা কালকের কোন টিকেট নাই । টিকেট কাউন্টারে কথা বলে জানা গেল আজ আগামি বুধবার ও বৃহস্পতি বারের টিকেট দেয়া হচ্ছে।
লাইনে দাঁড়ানো দর্শকদের একাংশ
দর্শকদের মধ্যে একজন পাওয়া গেল যিনি জাহাঙ্গির নাগর ইউনিভার্সিটি থেকে এসেছেন অগ্রিম টিকেট কিনতে।
গত ৩০শে সেপ্টেম্বর আয়নাবাজি ছবিটি সারা দেশে মুক্তি পায়। ছবিটির প্রধান ভূমিকায় অভিনয় করেন  চঞ্চল চৌধুরী তার সাথে আরোও অভিনয় করেন নাবিলা, লুৎফর রহমান জর্জ, পার্থ বড়ুয়া প্রমুখ।
 পরিচালকঃ     অমিতাভ রেজা
প্রযোজকঃ    কন্টেন্ট ম্যাটারস লিমিটেড হাফ স্টপ ডাউন
চিত্রনাট্যকারঃ    গাউসুল আলম শাওন ও অনম বিশ্বাস
গল্পকারঃ     গাউসুল আলম শাওন

টিকেট পাপ্ত একজন ভাগ্যবান দর্শক
সম্পূর্ণ ছবিটির দৃশ্যায়ন ঢাকাতেই করা হয়। ছবিটির দৃশ্যায়ন শুরু হয় ২০১৫ সালের ফেব্রুয়ারিতে এবং শেষ হয় একই বছরের অগাস্টে। এই চলচ্চিত্রে করতে গিয়ে তিনি সাড়ে তিন মাস ভাত খাননি চঞ্চল চৌধুরী।

মুক্তির আগে ছবিটির ট্রেলর দর্শকদের মাজে ব্যপক জনপ্রিয়তা। দর্শকপ্রিয়তা ছবিটির গান গুলো। বিশেষ করে চিরকুটের গাওয়া " না বুঝি দুনিয়া, না বুঝি তোমায়" ব্যপক ভাবে দর্শক গ্রহন করে।



 


কাহিনি সংক্ষেপঃ
শরাফত করিম আয়না (চঞ্চল চৌধুরী) –সাধারণ অভিনয় শিক্ষক আর পার্টটাইম জাহাজের কুকের ছদ্মবেশে লুকিয়ে থাকা এক অপরাধী ! তবে অপরাধের জগতে তার বিচরণ হল অন্য দাগী অপরাধীদের হয়ে জেল খাটা- অন্যের হাঁটাচলা থেকে অঙ্গভঙ্গি সুনিপুণভাবে অনুকরণ করতে পারা মানে তার অভিনয়গুণই এক্ষেত্রে তার বড় যোগ্যতা। এই চলচ্চিত্রে সে ছয়টি চরিত্রে অভিনয় করেছে। ছয়টি চরিত্রের প্রতিটি আলাদা। সাধারণের চোখ ফাঁকি দিতে পারলেও এক হতাশাগ্রস্ত ক্রাইম রিপোর্টার (পার্থ বড়ুয়া) সত্য উদ্ঘাটনের জন্য আয়না-র পিছু নেয়, অন্যদিকে পাড়ায় নতুন আসা মেয়েটি (নাবিলা)-র প্রতিও আয়না অনুরক্ত হয়ে পড়ে। ক্ষমতা আর টাকার জোরে বড় বড় অন্যায় আর ক্রিমিনালদের এভাবে পার পেয়ে যাওয়ার খেলায় আয়না তার আয়নাবাজি কতদিন চালাতে পারবে?


আশার চেয়েও ভালো ব্যবসা করেছে "নিয়তি"

আশার চেয়েও ভালো ব্যবসা করেছে "নিয়তি"
নিয়তি! এটি একটি বাংলা চলচিত্র তা আমরা মোটামুটি সবাই জানি। ছবিটই মুক্তি পায় গত ১২ই আগস্ট। এরই মধ্যে ছবিট ব্যপক সাড়া ফেলেছে দর্শকদের মধ্যে। ব্যবসাও করছে আশা অনুরুপ। এ নিয়ে সন্তোস প্রকাশ করেছে খোদ প্রজোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। গত কাল দুপুরে তাদের অফিসিয়াল ফেইজবুক পেইজে এ নিয়ে একটি পোস্ট দেন। আপনাদের সুবিধার্থে তাদের পোস্টি হুবহু নিচে তুলে দেয়া হল-


"নিয়তি -
আমাদের আশার চেয়েও ভালো ব্যবসা করেছে । চলচিত্রে একটা রীতি আছে, কোন সিনেমা যদি খুব বেশী বাম্পার হিট হয়, তাহলে তার পরবর্তী ৩ মাস কোন সিনেমা চলে না । সেখানে শিকারি ও বাদশা এর মত বড় দুইটা সুপার ডুপার হিট সিনেমা এর কন্টিউসনে মুক্তি পেল নিয়তি ।
এ ছাড়া আরও একটা রীতি আছে, দুই ঈদ এর মাঝে সিনেমা চলে না (অবশ্য এই রীতি জাজ ভেঙ্গেছে, ভালোবাসার রং ও তুবুও ভালোবাসি দিয়ে) । কিন্তু দুই ঈদের মাঝ সময়েই মুক্তি পেল নিয়তি ।

আমাদের কিছুটা ভয় যে ছিল না, তা না । কারণ দুই দুইটি একশন ধামাকা সিনেমার পরে মুক্তি পেল, সম্পূর্ণ সোশ্যাল ও ট্রাজেটিক লাভ স্টোরি সিনেমা - নিয়তি ।
প্রথমেই আল্লাহ্‌ এর অশেষ রহমত ও মেহেরবানি এর জন্য শূকরীয়া আদায় করি । তারপর ধন্যবাদ জানাই বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের সিনেমা প্রেমী মানুষদের । কারণ, সমগ্র দেশবাসি আস্থা রেখেছে জাজ এর উপর, আমাদের বিশ্বাস জাজ এর উপর আস্থা রেখেই এতো মানুষ হল এ এসেছে । আমরা ঈদ ছাড়াই মোটামোটি ঈদ এর সেল পেয়েছি ।
এতে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল । এখন আরও সাবধানে, আরও ভালো সিনেমা তৈরি করতে হবে । কোন মতেই দর্শকের এই আস্থা নষ্ট করা যাবে না ।
অনেকে মনে করে নিয়তি কম বাজেটের সিনেমা । তাদের বলতে চাই, শুধু ৬টা গানের বাজেট ৯০ লক্ষ টাকা ।
গতকাল পর্যন্ত সেল ভালো, এটা অনেক বড় ব্যাপার আর আশা করছি আজ আরও ভালো সেল হবে । বিশ্বাস রাখি, নিয়তি সিনেমাটা আরেফিনা শুভর জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে ।
দয়া করে, আপনারা সবাই নিয়তি টিম ও জাজ এর জন্য দোয়া করবেন ।।
সঙ্গে থাকুন ।।" 

এর আগে ছবিটি কয়েকটি গান পায় দর্শক প্রিয়তা।  তার মধ্যে একটি হচ্ছে রিমেক গান "অনেক সাধনার পরে"। এটিতে কন্ঠ দেন হালের সেরা- ন্যাঞ্চি ও ইমরান।

ছবিটি পরিচালনা করেন জাকির হোসেন রাজু।  নিয়তি ছবিতে অভিনয় করেছেন- আরিফিন শুভ, জলি, সুপ্রিয় দত্ত, ঈশানী, মৌসুমী সাহা, আরমান পারভেজ, নাদের চৌধুরী। 
এই ছবির মাধ্যমে আবারো প্রমানিত হল ভালো গল্প নিয়ে নিন্মিত ছবি যে কোন সময়ই ব্যবসা করতে সক্ষম।


মুসাফির ছবি নতুন ট্রেলর

মুসাফির ছবি নতুন ট্রেলর
আজ ৩ মার্চ আবার ইউটিউবে আবার আপলোড  করা হল মুসাফির ছবির নতুন আরোও একটি ট্রেলর। এর আগে গত ১৫ মে ২০১৫ তে ২মিনিট ১০ সেকেন্ড এর একটি ট্রেলর মুক্তি পায়। আজ মুক্তি পায় ৩ মিনিট ২৬ সেকেন্ড এর একটি ট্রিজার।ইতি মধ্যে ছবিটির মুক্তির তারিখ ঠিক করা হয় ২২শে  এপ্রিল।



এর আগে ছবির কয়েকটি গান ইউটিউবে আপলোড করা হয়। যেগুলো দর্শকদের মাজে ব্যপক জনপ্রিয়তা পায়।
প্রতি দিন বাড়ছে গানের ভিউ।ছবির মূল চরিত্রে অভিনয় করেছে আরেফিন শুভ ও নবাগত মারজান। এ ছাড় মিশা সওদাগর, টাইগার রবি, সিন্ডি রোলিং ও শিমুল খান অছেন বিশেষ কিছু চরিত্রে।





আপনি আরোও দেখতে পারেন



মুসাফির ছবির সব গান এক সাথে 

মুসাফিরের প্রথম ট্রেলার


মুসাফির ছবির সব গান এক সাথে

মুসাফির ছবির সব গান এক সাথে
মুসাফির! আশিকুর রহমানের আরোও একটি নিম্মান। আশিকুর রহমান আলোচনায় চলে এসেছেন তাঁর নিন্মান শৈলি দিয়ে। মুসাফির ছবি নিয়ে ইতিমধ্যে আশার আলো তৈরি করে ফেলেছেন দর্শকদে মাজে। ছবির ট্রেলর থেকে প্রত্যেকটি গান, গানের শিল্পী, গানের লোকেশন নির্বাচনে তাঁর দক্ষতার চাপ রেখেছেন।

আমরা জানি ইতি মধ্যে মুসাফির ছবি পেয়েগেছে সেন্সর ছাড় পত্র। তবে এখনো মুক্তির দিন ঠিক করা হয়নি।  তবে প্রথমিক ভাবে আগামি মার্চে মুক্তি দেয়ার কথা ভাবছেন পরিচালক আশিকুর রহমান।

ইউটিউবে বলতে গেলে মুসাফির ছবির গানের জয় জয়-কার চলছে। প্রতি দিন বাড়ছে গানের ভিউ।ছবির মূল চরিত্রে অভিনয় করেছে আরেফিন শুভ ও নবাগত মারজান। এ ছাড় মিশা সওদাগর, টাইগার রবি, সিন্ডি রোলিং ও শিমুল খান অছেন বিশেষ কিছু চরিত্রে।

মুসাফির শুধু দেশের মানুষের কাছেই নয়, প্রশংসা কুড়াচ্ছে বিশ্বের মানুষের কাছেও। আর এর পরিপেক্ষিতে ইউটিউবে মুসারিরের রিয়েকশন ভিডিও পাবলিশ করা হল বিদেশী এক চ্যানেল স্টেজফ্লিক্স থেকে।  বাংলায় এমন বিগ বাজেট মুভি অবাক করে তাদের, রিভিউতে আরিফিন শুভর প্রশংসা সহ মুসাফিরের একশন মুগ্ধ হোন তারা।

এখন দেখে নিন মুসাফির ছবির সব গুলো গান এক সাথে-

১।  পথ জানা নেই (তাহসান) 


  
২। আলতো ছোয়াতে (ইমরান)



৩।রঙ (বেলাল খাব ও কোনাল)


৪। ফিরে আয় (পড়শি ও তাহসিন)










দেখে নিন এক সাথে মুসাফির ছবির ২টি গান

দেখে নিন এক সাথে মুসাফির ছবির  ২টি গান
মুসাফির ছবি নিয়ে বলার নুতন কিছু বলার  নাই। কারন ইতিমধ্যে ব্যাপক আলোচনায় চলে এসেছে এই ছবিটি। বিশেষ করে এই ছবির গান এবং ট্রেলর ব্যাপক ভাবে সাড়া ফেলেছে দর্শকদের মনে।


গত ২০ মার্চ এফডিসিতে শুরু হয়েছিল ছবিটির মহরত। ছবিতে শুভর বিপরীতে থাকছেন মারজান জেনিফা। ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, টাইগার রবি। ছবিটির মিউজিক করেছেন নাভিদ, ইমরান এবং বেলাল খান।

অ্যাকশন ধর্মি এই ছবিটি পরিচালনা করেছেন আশিকুর রহমান, প্রযোজনা করেছে পারসেপচুয়াল পিকচার্স। ইতি মধ্যে জানা গেছে মুক্তির আগেই ছবিটির স্যাটেলিট স্বত্ব কিনে নিয়েছে একটি বেসরকারি টিভি চ্যানেল।

পরিচালোক আশিকুর রহামানের মতে ছবিটি হবে সচারচর অ্যাকশন ছবির ছেয়ে আকটু আলাদা হবে কারন এই ছবিতে ক্লোজ কোয়াটার কম্বেট ফাইট ব্যাবহার করা হয়েছে যা সাধারনত মিলিটিরি ফোর্সে ব্যবহার করা হয়। আর এই ছবিতে যারা ফাইট ডিরেক্টর ছিলেন এলিট ফোর্সদের ট্রেইন করে থাকেন। সে দিক থেকে বলতে গেলে বাংলাদেশের অ্যাকশন প্রেমি দর্শকরা পাবেন অ্যাকশনের ভিন্ন আমেজ। ছবিটির মুক্তির তারিখ এখনো জানা যায় নি।

দেখে নিন মুসাফির ছবির গানগুলি

আলতো ছোয়াতে-


এই পথ জানা নেই-





বিঃদ্রাঃ এই পোষ্টটি এই ব্লগে আমার প্রথম পোষ্ট

মুসাফিরের প্রথম ট্রেলার

বাংলাদেশে মুক্তির আগেই অনলাইন এ পাওয়া যাচ্ছে ব্ল্যাক ছবি।

বাংলাদেশে মুক্তির আগেই অনলাইন এ পাওয়া যাচ্ছে ব্ল্যাক ছবি।
গত রাতে নেট ব্রউজ করতে গিয়ে থমেকে যাই!! কারন মুক্তির আগেই আমার চোখে পড়লো ব্ল্যাক ছবি! মোটামুটি কৌতুহল নিয়েই ডাউনলোড করলাম ছবিটি।

ব্ল্যাক
ইন্টারনেট থেকে নেয়া ছবিটি দেখে বুঝা যায় সেটি কেউ একজন হলে বসে ক্যামেরা দিয়ে ভিডিও করেছে। এখন কথা হচ্ছে ভারতের হলগুলোতে কি এই ব্যাপারে কি কোন মোনিটোরিং ব্যবস্থা নাই? যেখানে তাদের প্রায় সব ছবিই মুক্তির পর পর-ই ইন্টারনেটে পাওয়া যায় সেখানে কেনো তারা কোন ধরনের আইনগত ব্যবস্থা নেন না। 

ছবিটিতে আরোও একটি বিষয় নজরে আসে সেটা হল সেখানে কোন একটা হারবাল ওষধ এর বিজ্ঞাপন দিচ্ছে। তাহলে কি এরাই এই অপরাধের সাথে জড়িত??

উল্যেখ্য গত শুক্রবার কলকাতায় মুক্তি পায় যৌথ প্রযোজনার  ছবি ব্ল্যাক। একই দিন বাংলাদেশে মুক্তির কথা থাকলেও সেন্সর জটিলতায় বাংলাদেশে মুক্তির তারিখ পিছিয়ে যায়। যার কারনে এক সপ্তাহ আগে মুক্তি পায় কলকাতায়।

এ ব্যাপারে কলকাতায় প্রদর্শন বন্ধ করার দাবিতে গত শুক্রবার কলকাতা  হাইকোর্টে একটি মামলা দায়ের করেন এই ছবির বাংলাদেশের প্রযোজক কামাল মোহাম্মদ কিবরিয়া। কিন্তু সিনেমাটি ইতোমধ্যে মুক্তি পেয়ে যাওয়ায় আর স্থগিতাদেশ দিতে রাজি হননি বিচারপতি সৌমেন সেন।

তবে আশার কথা হচ্ছে,  চুক্তিভঙ্গ করার কারণে ক্ষতিপূরণ হিসেবে পশ্চিমবঙ্গে 'ব্ল্যাক'- এর প্রথম চার সপ্তাহের বক্স-অফিস আয়ের একটি অংশ কিবরিয়া ফিল্মসকে দেয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

কিন্তু এখন কথা হচ্ছে ছবিটি অনলাইনে আসলো কি ভাবে?? যেহেতু সিনেমাটি ইন্টারনেটে পাওয়া যাচ্ছে, সেহেতু সিনেমাটির লাভ করা নিয়ে রয়েছে  বিশাল ঝুকি।

উল্যেখ্য বাংলাদেশের কিবরিয়া ফিল্মসের সঙ্গে মিলে সিনেমাটি প্রযোজনা করেছে কলকাতার দাগ ক্রিয়েটিভ মিডিয়া প্রাইভেট লিমিটেড।এতে অভিনয় করেছেন সোহম(কলকাতা), মীম (বাংলাদেশ), অমিত হাসান, আশীষ বিদ্যাথী, রজতাভ দত্ত প্রমুখ।





দেখে নিন রানা প্লাজা ছবির ভিডিও গান

দেখে নিন রানা প্লাজা ছবির ভিডিও গান
বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের ভবন ধস সাভারের রানা প্লাজা ধস নিয়ে ‘রানা প্লাজা’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন  তরুণ পরিচালক নজরুল ইসলাম খান। ২০১৪ সালের  জানুয়ারি মাসে মহরতের মাধ্যমে এ ছবির শুটিং শুরু হয়।


আগামী ৪ সেপ্টেম্বর সারাদেশে একযোগে মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত এই  চলচ্চিত্র। রান প্লাজার বিস্ময়কন্যা ‘রেশমা’ চরিত্রে অভিনয় করেন  পরীমনি। তার বিপরীতে নায়ক হিসেবে আছে সাইমন। ছবিতে আরও অভিনয়  করেছেন আবুল হায়াৎ, মিজু আহমেদ, শিরিন আলম, রাশেদা চৌধুরী, হাবিব খান এবং প্রবীর মিত্র ও কাবিলা।
ছবিটির কোন ট্রেলর মুক্তি না পেলেও দুটি ভিডিও গান অন-লাইনে পাওয়া যাচ্ছে-

# গান ১

# গান ২


এ বছর-ই মুক্তি পাবে পরবাসিনী

এ বছর-ই মুক্তি পাবে পরবাসিনী
বাংলাদেশের প্রথম সাইঞ্চ ফিকশন ছবি পরবাসিনি মুক্তি দেয়ার জন্য এ বছরের ডিসেম্বর মাসকে পছন্দ করেছেন ছবির পরিচালক স্বপন আহমেদের। ছবিটি প্রযোজনা করেছে Reggae Entertainment and Tourism Limited।
ছবিটির শুটিং শুরু হয় ২০১২ সালে। অনেক জল্পনা-কল্পনার পর শেষ পর্যন্ত ছবিটি সম্প্রতি সেন্সর বোর্ডে জমা পড়েছে। এখন শুধু ছাড়পত্র আর মুক্তির অপেক্ষা।



ছবিটিতে অভিনয় করেন ইমন, রিত মজুমদার, কাজী উজ্জ্বল, আফসার আলি, দাউদ হোসেইন, সোহেল খান,  এছাড়া বিভিন্ন চরিত্রে অংশ নিয়েছেন কলকাতার সব্যসাচী চক্রবর্তী, জুন মালিয়াসহ ফ্রান্স, জার্মানি ও ইতালির কয়েকজন শিল্পী অভিনয় করবেন।
ইমন
 

‘পরবাসিনী’র ছবির আইটেম গানে নেচেছেন ভারতীয় সুপার মডেল ও মিস ইউনিভার্স ইন্ডিয়া-২০১২ বিজয়ী উর্বশী রাওতেলা
আইটেম গানে বিজয়ী উর্বশী রাওতেলা

পরবাসিনী’র গানগুলো লিখেছেন সৃজাতো, জাহিদ আকবর, জনি হক, রবিউল ইসলাম জীবন ও স্বপন আহমেদ। সুর ও সঙ্গীত পরিচালনায় ইবরার টিপু, আরিফ রানা, মুম্বাইয়ের ডিজে একেএস ও কলকাতার বিনিত রঞ্জন মিত্র। গান গেয়েছেন রুপংকর, সুকন্যা, কনা, পড়শী, এলিটা, তিশমা, ইবরার টিপু, তানভীর তারেক, পারভেজ ও আরিফ রানা।

বাংলাদেশ, ভারত, বেলজিয়াম, লুক্সেমবার্গ, ফ্রান্স, জার্মানি,  হল্যান্ড, সুইজারল্যান্ড ও আমেরিকার বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং হয়েছে।

কাহিনি সংক্ষেপ
তেজস্ক্রিয়তার কারণে পৃথিবী প্রায় ধ্বংসের মুখে। মানুষের বসতির জন্য একটি নিরাপদ গ্রহ খুঁজে বের করার জন্য চেষ্টা করছেন বিজ্ঞানীরা। আর এতে সাফল্য অর্জন করে বাংলাদেশ। নভোচারীরা আবিস্কার করে মানব বসতির জন্য আদর্শ গ্রহ ‘এরিস-৩২’। দূষিত পৃথিবী থেকে মানুষেরা ‘এরিস-৩২’ গ্রহে বসতি গড়ার পরিকল্পনা করে। মানুষের এই পরিকল্পনা জানতে পারে ভিনগ্রহের প্রাণীরা। তারা মানুষের মহাকাশ প্রযুক্তি ধ্বংস করার মিশন নিয়ে পৃথিবীতে আসে। এ মিশনে নের্তৃত্ব দেয় মেহেজ নামের এক মেধাবী এলিয়েন। মানুষের স্যাটালাইট প্রযুক্তি ধ্বংস করার খুব কাছাকাছি পৌছে মেহেজ প্রেমে পড়ে যান পৃথিবীর এক তরুণের।

ইউটিউবে চলছে বানজারা ঝড়!

ইউটিউবে চলছে বানজারা ঝড়!
বানজারা! নাম শুনে ভাবতে পারেন কোন হিন্দি গান। না এটা হিন্দি গান না। এটি জাজ মাল্টিমিডিয়ার ছবি অগ্নি-২ এর গান।

গত ৩০ জুন ইউটিউবে বানজারা শিরনামের গানটি আপলোড করার পর দর্শক এক রকম হুম্রি খেয়ে পড়ে। অসাধারন নিন্মান শৈলি সবাইকে মুগ্ধ করতে সক্ষম হয়েছে। গত কাল রাত পর্যন্ত ইউটিউবে এই গানটি ভিউ হয়েছে ১,৪৫,৭০০ এর বেশি। এই গানটির নাচে অংশ নিয়েছেন মাহি ও তার নায়ক কলকাতার ওম।
গানটিতে কন্ঠ দিয়েছেন "মোহাম্মদ ইরফান"। গানটির মিউজিক করেছে আকাশ।






অন্যরা যা পড়েছেন 

►অগ্নি'র আগুনে পুড়ে যাচ্ছে Youtube 
►রিলিজ হল অগ্নি ২ ছবির আইটেম সং 
►মুক্তি পেল অগ্নি-২ ছবির ট্রেলর

একই চলচ্চিত্রে অভিনয় করলেন আগুন ও তার ছেলে

একই চলচ্চিত্রে অভিনয় করলেন আগুন ও তার ছেলে
 আগুন কন্ঠ শিল্পী নাকি অভিনেতা বর্তমানে এটা বলা মুস্কিল। তারপরেও তিনি কন্ঠ শিল্পী হিসেবেই বেশি পরিচিত। তার গান যেমন দর্শকদের মন চুঁয়ে যায় তেমনি তার অভিনয়। এবার তার সাথে যোগ দিলেন তার ছেলে। দুই বাপ-ছেলে অভিনয় করলেন একই ছবিতে।

আগুন ও তার ছেলে মিছিল

চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করলেন আগুন ও ছেলে মিছিল। নাম অমি ও আইস্ক্রিমঅলা। ফরিদুর রেজা সাগরের গল্পে এর চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন সুমন ধর। চ্যানেল আইতে ঈদের পঞ্চম দিন সকাল সাড়ে ১০টায় এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে।

এতে আব্দুল চরিত্রে আগুন, অমি চরিত্রে মিছিল আর আইস্ত্রিমওয়ালার ভূমিকায় অভিনয় করেছেন তারিক আনাম খান। এ ছাড়াও আছেন আবুল হায়াত, জয়ন্ত চট্টোপাধ্যায়, নয়ন, পাপিয়া আলী সরকার প্রমুখ। গল্পে দেখা যায়, নটরডেম কলেজের

প্রথম বর্ষের ছাত্র অমি। সে বুদ্ধিমান, দেশপ্রেমিক এবং ভ্রমণপ্রিয়। ময়মনসিংহ যাওয়ার পথে মাঝপথে গাড়ি নষ্ট হওয়ায় ড্রাইভারের কাছে গাড়িটা ছেড়ে দিয়ে মহাসড়কের পাশেই পরিত্যক্ত বাড়িতে যায় সে। এর বর্তমান মালিক অমির মামা কালাম সাহেব। এতে অমির মামাসহ কেয়ারটেকার আবদুল থাকে। পুরনো বাড়িটির মূল মালিক মুক্তিযুদ্ধের শহীদ জমিদার রায় বল্লভ রায়। তার আত্মা আইসক্রিমঅলার রূপে আসতে থাকে অমির সামনে।

ফরিদুর রেজা সাগর ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, তার প্রতিষ্ঠান থেকে অনেক ছবি তৈরি হয়েছে। কিন্তু জনপ্রিয় এই শিশুসাহিত্যিকের গল্প নিয়ে এবারই প্রথম তৈরি হলো চলচ্চিত্র।

সুত্রঃ BMDB

মুক্তি পেল অগ্নি-২ ছবির ট্রেলর

মুক্তি পেল অগ্নি-২ ছবির ট্রেলর
অবশেষে গতকাল রিলিজ হল অগ্নি ২ ছবির অফিসিয়াল ট্রেলর। action এ ভরপুর এই ট্রেলর দেখলে যে কেউই ধারনা করতে পারবেন কতটা প্রস্তুতি নিয়ে আসছে এই ছবি।

যদিও গত ২২ জুন রাতে ইউটিউবে আপলোড করা হবে বলে জানিয়েছিল জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল ফেইজবুক পেইজে। পরে এই পেইজ থেকে জানানো হয় ট্রিজারের কাজ শেষ না হওয়ায় ২২ তারিখে তা  আপলোড করা সম্বব না। এবং পরবর্তি তারিখ জানানো হবে।
এ ছবিতে মাহির সাথে দেখা যাবে ভারতের ওমকে ।ছবিটি পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী।

চলুন দেখে নেই ট্রেলরটি-

আপনি আরোও দেখতে পারেন 

রিলিজ হল অগ্নি ২ ছবির আইটেম সং 
অগ্নি'র আগুনে পুড়ে যাচ্ছে Youtube


অগ্নি'র আগুনে পুড়ে যাচ্ছে Youtube

অগ্নি'র আগুনে পুড়ে যাচ্ছে Youtube
শিরোনাম দেখে অবাক হওয়ার কিছু নেই। এমনটিই হচ্ছে ইউটিউবে। অগ্নি ২ ছবির ভিডিও গান একের পর এক গান রিলিজ দেয়া হচ্ছে Youtube এ। আর অগ্নি ঝড়ছে সেখানেই। অগ্নি প্রেমিরা হুমড়ি খেয়ে পড়ছেন সেই গান দেখার জন্য।



গত ৪ জুন Youtube মুক্তি পায় অগ্নির আইটেম সঙ "ম্যাজিক মামুনি"। আর তাতেই আলোচনার কেন্দ্রে পরিনত হয় অগ্নি২। অনেকেই এই গানটিকে অস্লিল বলে আখ্যা দিলেও গানটির পক্ষে বলার মত লোকের ও অভাব হয় নি।
ছবির ২য় গানটি আপলোড করা হয় গত ১১ই জুন। একখান চুমু শিরোনামের এই গানটি দর্শক অনেক বেশি পছন্দ করেছে।
এরই ধারাবাহিকতায় ১৮ই জুন Youtube এ আপলোড করা হয়  আল্লাহ জানে শিরোনামে আরো একটি গান। নাচে গানে বর-পুর এই গানটি দর্শকদের ভালোই নজর কাটতে সক্ষম হয়েছে।

তাহলে চলুন গান তিটি দেখে আসি




অগ্নির আইটেম সঙ "ম্যাজিক মামুনি"


 একখান চুমু দিয়ে যা


 আল্লাহ জানে তুই আমার লায়লা




জেনে নিন আপনার প্রিয় হিরোর বাজেট কত

জেনে নিন আপনার প্রিয় হিরোর বাজেট কত
কেউ পাচ্ছেন দুই লাখ, কেউবা হাঁকাচ্ছেন কোটি টাকা। ঢাকাই চলচ্চিত্রে নায়কদের পারিশ্রমিকের ব্যবধানটা এমনই আকাশ পাতাল। নতুনদের মধ্যে পারিশ্রমিক মাত্র দুই লাখ টাকা হলেও দীর্ঘদিন কাজ করেও কেউ কেউ হাতে পাচ্ছেন বড়জোর পাঁচ-ছয় লাখ টাকা। আবার কেউ একসময় চল্লিশ লাখ পেলেও এখন পান লাখ বিশেকের মতো। তারকাদের পারিশ্রমিকের অঙ্ক মেলানোটা সোজাসাপ্টা সরলরেখায় চলে না। তারকা, পরিচালক ও প্রযোজকসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ঢাকাই নায়কদের ছবি প্রতি পারিশ্রমিকের একটা সার্বিক চিত্র তুলে এনেছেন মনজুর কাদের।




 অনন্ত জলিল
অনন্ত জলিল : দর উঠেছে ৫০ থেকে ৬০ লাখ টাকা। কিন্তু এক কোটি না হলে কিছুতেই রাজি হবেন না তিনি। জানিয়েছেন খোঁজ-দ্য সার্চ চলচ্চিত্রের নায়ক অনন্ত জলিল। খোঁজ-দ্য সার্চ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিষেক ঘটে অনন্তর। এখন পর্যন্ত ছয়টি সিনেমায় তাঁকে অভিনয় করতে দেখা গেছে। যদিও সবগুলো ছবিরই প্রযোজক অনন্ত নিজেই। ছবি প্রতি তাঁর সম্মানি কত ধরা হয়েছিল জানতে চাইলে তিনি বলেন, ‘আমার কোনো ছবিতে এখন পর্যন্ত কোনো পারিশ্রমিক ধরিনি। বিষয়টি নিয়ে আমি আসলে ভাবিওনি। তবে দর্শকের কাছে আমার জনপ্রিয়তা কারণে কিছু নির্মাতা আমাকে দিয়ে ছবি নির্মাণের ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। তাঁদেরকে আমি সাফ সাফ জানিয়ে দিয়েছি, যদি এক কোটি টাকা পারিশ্রমিক দেওয়া হয় তাহলে আমি ছবিতে অভিনয় করতে রাজি আছি। এঁদের কেউ কেউ অবশ্য ৫০ থেকে ৬০ লাখ টাকা পারিশ্রমিক দিতে রাজি হয়েছিলেন বলেই অনন্ত জানান।

সাকিব খান
শাকিব খান: প্রায় দেড় যুগ আগে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক ঘটে শাকিব খানের। তাঁর অভিনীত প্রথম ছবি অনন্ত ভালোবাসা। সোহানুর রহমান সোহান পরিচালিত এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেন ইরিন জামান। ক্যারিয়ার শুরু থেকে নানা চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে সাত বছরের মাথায় প্রথম ব্যবসাসফল ছবি উপহার দেন শাকিব খান। এর পর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। ঢালিউডের অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন শাকিব। ২০০৮ সালের শেষের দিকে হঠাৎ করেই দর বাড়িয়ে দেন শাকিব। ছবি প্রতি দর হাঁকেন ৪০ লাখ টাকাও। তারকা সংকটের কারণে নির্মাতারাও একরকম বাধ্য হয়ে শাকিবের চাওয়া পূরণের চেষ্টা করে গেছেন। অবশ্য সময়ের সঙ্গে পাল্লা দিয়ে শাকিবের পারিশ্রমিকের অংকটা কমতে থাকে। বর্তমানে ছবি প্রতি ১৫ থেকে ২৫ লাখ টাকার মতো পারিশ্রমিক পাচ্ছেন।

ফেরদৌস
ফেরদৌস: কথা ছিল সাংবাদিক হওয়ার। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিও অর্জন করেন। কিন্তু শেষ পর্যন্ত আর সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেওয়া হয়নি। জড়িয়ে গেছেন বিনোদন জগতের সঙ্গে। শুরুটা হয়েছিল নব্বইয়ের দশকে, র‌্যাম্প মডেল হিসেবে। একটা সময় তাঁর সঙ্গে পরিচয় হয় প্রয়াত নৃত্য পরিচালক আমির হোসেন বাবুর। তাঁর একটি ছবিতে অভিনয় করার কথা ছিল ফেরদৌসের। কিন্তু শেষ পর্যন্ত ছবিটির কাজ শুরু করতে পারেননি আমির হোসেন বাবু। বুকের ভেতর আগুন ছবির কাজ শেষ হওয়ার আগেই মারা যান ছবির নায়ক সালমান শাহ। তাঁর আকস্মিক মৃত্যুতে ছবিটি নিয়ে বিপাকে পড়ে যান নির্মাতা ছটকু আহমেদ। গল্পে কিছুটা পরিবর্তন এনে ফেরদৌসকে দিয়ে ছবির কাজ শেষ করেন ছটকু আহমেদ। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া এই ছবির মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক ঘটে ফেরদৌসের। চলচ্চিত্রে শুরুটা হতে যত বেশি বেগ পেতে হয়েছে সফলতা লাভ করতে ততটা হয়নি। প্রথম ছবি মুক্তির বছর খানেকের মাথায় মুক্তি পায় কলকাতার নির্মাতা বাসু চ্যাটার্জি পরিচালিত হঠাৎ বৃষ্টি ছবিটি। এই ছবিটি রাতারাতি তারকা বানিয়ে দেয় ফেরদৌসকে। অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। এই ছবির মাধ্যমে কেবল বাংলাদেশে নয়, কলকাতাতেও ব্যাপক জনপ্রিয়তা পান ফেরদৌস। এরপর দুই বাংলায় অনেক ছবিতে অভিনয় করেছেন তিনি। এখনো আগের মতোই দুই বাংলায় সমানতালে অভিনয় করে চলেছেন। আগে ছবি প্রতি ১২ থেকে ১৪ লাখ টাকা পারিশ্রমিক নিলেও ইদানীং সে অঙ্কটায় ভাটা পড়েছে। এখন তাঁর পারিশ্রমিক ৫ থেকে ৭ লাখ টাকার ঘরে।

আরিফিন শুভ
আরিফিন শুভ: শোবিজে আরিফিন শুভর শুরু র‍্যাম্প মডেলিংয়ের মধ্য দিয়ে। পাশাপাশি রেডিওতে কথাবন্ধুর কাজও করতেন। এরপর নাটকে অভিনয় করেন। একটা সময় সব কিছুকে বিদায় দিয়ে নিজেকে চলচ্চিত্রের জন্য উপযোগী করে তোলেন। পেয়েছেন সফলতাও। তাঁর প্রথম ছবির নাম ‘জাগো’। এই ছবিতে তাঁর উপস্থিতি অল্প সময়ের জন্য হলেও, শুভ ঠিকই দর্শক হৃদয়ে স্থান করে নেন। এরপর একে একে কাজ করেন ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি’, ‘ভালোবাসা জিন্দাবাদ’, ‘ছায়াছবি’, ‘অগ্নি’, ‘কিস্তিমাত’, ‘ওয়ার্নিং’ ও ‘ছুঁয়ে দিলে মন’ ছবিগুলোতে। অগ্নি ছবির সাফল্যের পর চলচ্চিত্র প্রযোজক ও পরিচালকদের কাছে নির্ভরযোগ্য নায়ক হয়ে ওঠেন শুভ। কিস্তিমাত ছবিতেও বাজিমাত করেন শুভ। আর সর্বশেষ ছুঁয়ে দিলে মন ছবিটি শুভকে এনে দেয় আকাশছোঁয়া সাফল্য। শুভ বর্তমানে প্রতিটি ছবিতে অভিনয়ের বিনিময়ে ৮ থেকে ১০ লাখ টাকার মতো পারিশ্রমিক নিচ্ছেন।

বাপ্পি চৌধুরী
বাপ্পি চৌধুরী: নারায়ণগঞ্জের ছেলে বাপ্পি চৌধুরী। কোনো দিন ভাবেননি চলচ্চিত্রে কাজ করবেন। পরিবারেও কেউ এ মাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন না। বন্ধু-বান্ধবের উৎসাহে চলচ্চিত্রেবাপ্পি চৌধুরী অভিনয়ের প্রতি আগ্রহ তৈরি হয় তাঁর। রূপালি পর্দায় অভিষেকের জন্য খুব বেশিদিন অপেক্ষা করতে হয়নি তাঁকে। ২০১২ সালে সেই সুযোগটা পেয়ে যান বাপ্পি। তাঁর প্রথম ছবি ভালোবাসার রং। এই ছবিতে তাঁর সহশিল্পী হালের আলোচিত নায়িকা মাহি। ভালোবাসার রং মুক্তির আগেই একাধিক ছবিতেও চুক্তি স্বাক্ষর করে বেশ আলোচিত হয়ে ওঠেন বাপ্পি। আর ছবি মুক্তির পর পেয়ে যান জনপ্রিয়তা ও তারকাখ্যাতি। মাত্র তিন বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে অভিনয় করেছেন এক ডজনেরও বেশি ছবিতে। বর্তমানে প্রতিটি ছবিতে অভিনয়ের বিনিময়ে ৭ লাখ থেকে ১০ লাখ টাকার মতো পারিশ্রমিক নিচ্ছেন।

সাইমন
সাইমন: শুরুটা করেছিলেন জ্বি-হুজুর সিনেমার মধ্য দিয়ে। সালটা ছিল ২০১২। প্রথম ছবিতে সাফল্যের মুখ না দেখলেও পরের বছর বাজিমাত করেন সাইমন। তাঁর অভিনীত পোড়ামন ছবিটি দারুণ দর্শকপ্রিয়তা পায়। ছবিটিতে সাইমন অভিনয় করেন মাহিয়া মাহির বিপরীতে। তিন বছরের ক্যারিয়ারে অভিনয় করেছেন ১০ টিরও বেশি ছবিতে। তুলনামূলকভাবে ছবির সংখ্যা কম হলেও তাঁর পারিশ্রমিকের অঙ্কটা ভালোই বলতে হয়। বর্তমানে ছবি প্রতি ৫ থেকে ৭ লাখ টাকা পাচ্ছেন তিনি।


ইমন
ইমন: শুরুটা হয়েছিল ছোটপর্দা দিয়ে। মডেলিংয়ের পাশাপাশি অভিনয় করতেন টিভি নাটকে। ২০০৭ সালে তৌকির আহমেদ ইমন পরিচালিত দারুচিনি দ্বীপ ছবির মাধ্যমে প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন ইমন। একই বছর মুক্তি পায় ইমন অভিনীত এক বুক ভালোবাসা ছবিটি। এরপর তিন বছরের বিরতি। ২০১০ সালে গহিনে শব্দ ছবিতে অভিনয় করে দর্শকমহলে প্রশংসা কুড়ান। ২০১২ সালে মুক্তি পাওয়া লালটিপ ছবিতেও তাঁর অভিনয় প্রশংসিত হয়। আসছে ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে ইমন অভিনীত নতুন চলচ্চিত্র পদ্ম পাতার জল। এই ছবিতে ইমনের বিপরীতে অভিনয় করেছেন মিম। ঢাকাই ছবির আলোচিত এই নায়কের ছবি প্রতি পারিশ্রমিকের অঙ্কটা চার লাখের কোটায়। ক্ষেত্রবিশেষে তা ওঠানামাও করে।


নিরব
নিরব: মডেলিংয়ের মাধ্যমে শোবিজে আসেন নিরব। টিভি নাটকেও অভিনয় করেন তিনি। তাঁর প্রথম সিনেমা মন যেখানে হৃদয় সেখানে। প্রথম ছবিতে তিনি পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন ২ লাখ টাকা। এখন পর্যন্ত ঢাকাই ছবির এই নায়কের ১৯টি ছবি মুক্তি পেয়েছে। কাজ চলছে আর তিন-চারটির মতো ছবির। ঢাকাই ছবির এই নায়ক ছবি প্রতি পারিশ্রমিক হাঁকাচ্ছেন ৩ থেকে ৪ লাখ টাকা।


জায়েদ খান
জায়েদ খান: পিরোজপুরের ছেলে জায়েদ খান। চলচ্চিত্রে নায়ক হওয়ার আশায় অংশ নেন এফডিসির ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমে। সৌভাগ্যক্রমে চলচ্চিত্রে কাজ করার জায়েদ খানসুযোগটাও পেয়ে যান তিনি। আর তাঁকে এই সুযোগটা করে দেন পিরোজপুরেরই এক প্রযোজক | ছবির নাম ভালোবাসা ভালোবাসা। পরিচালক মোহাম্মদ হান্নান। চলচ্চিত্রে জায়েদ খানের যাত্রা হলো শুরু। ২০০৭ সালে ভালোবাসা ভালোবাসা ছবিটি মুক্তি পায়। প্রথম ছবি মুক্তির আগেই জমিদারবাড়ির মেয়ে ও পাপের প্রায়শ্চিত্ত নামে আরও দুটি ছবিতে সুযোগ পেয়ে যান তিনি। এরপর মন ছুঁয়েছে মন, আত্মগোপন, আমার স্বপ্ন আমার সংসার, তোকে ভালোবাসতেই হবে, অদৃশ্য শত্রু, কাছের মানুষ, প্রেম করব তোমার সঙ্গে, নাগ-নাগিনের স্বপ্ন ছবিতে অভিনয় করেন তিনি। জনপ্রিয়তার দৌড়ে খুব বেশি পিছিয়ে না থাকলেও পারিশ্রমিকের দৌড়ে অনেকটাই পিছিয়ে আছেন জায়েদ খান। ছবি প্রতি তাঁর পারিশ্রমিক মাত্র দুই লাখের মতো।
সুত্র ইন্টারনেট

কে এই রুদ্র??

কে এই রুদ্র??
অচেনা হৃদয় ছবি যারা দেখেছেন অথবা ট্রেলর দেখেছেন তাদের সবারি একটা চরিত্র খুবই পছন্দ হয়েছে সেটা হল "রুদ্র"। কে এই রুদ্র?? প্রথম ছবিতেই যে সবার মনে জায়গা করে নিয়েছেন। চলুন জেনে নেই তার সম্পর্কে।
এবিএম সুমন
পুরো নাম এবিএম সুমন (ABM Sumon) ।
‘অচেনা হৃদয়’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রাঙ্গণে পা রাখেন মডেল এবিএম সুমন।সিনেমাতে অভিনয়ের আগে থেকেই র‌্যাম্প,বিলর্বোড ও টিভিসির মডেল হিসেবে বেশ জনপ্রিয়তা রয়েছে তার। এছাড়াও টেলিভিশনের জন্য কৌশিক শংকর দাসের ধারাবাহিক ‘নীল রঙের গল্প’, ঈদের বিশেষ টেলিফিল্মে ‘মেঘের কোলে রোদ’-এ অভিনয় করেছেন তিনি।

এবিএম সুমন
 মার্শাল আর্টে দক্ষ সুমন তার সুঠাম শরীর এবং আকর্ষনীয় চেহারার কারণে দ্রুত নজর কাড়তে সক্ষম হন। আড়ং, এক্সট্যাসি প্রভৃতি প্রতিষ্ঠানের বিলবোর্ড, প্রাণের টিভিসি, মেঘের কোলে রোদ টেলিফিল্ম, নীল রঙের গল্প প্রভৃতি নাটকে তিনি অভিনয় এবং মডেলিং করেন।

ABM Sumon
সুমন দীর্ঘদিন অস্ট্রেলিয়ায় বসবাস করেছেন। এ কারণে দেশীয় নির্মাতাদের সাথে অনেকসময় তার যোগাযোগের সীমাবদ্ধতা রয়েছেও বলে তিনি মনে করেন। সুবর্ণা মোস্তফা এবং শমী কায়সারের বিপরীতে অভিনয় করা তার স্বপ্ন। অ্যাকশনধর্মী চলচ্চিত্রে অভিনয় করতে বেশি আগ্রহী সুমন।

সায়েম জাফর ইমামির ‘রুদ্র দ্যা গ্যাংস্টার’ সিনেমায় 'গ্যাংস্টার'-এর ভূমিকায় আবির্ভূত হতে যাচ্ছেন সুমন।
রকস্টার হওয়ার স্বপ্ন দেখা এক তরুণের গ্যাংস্টার হয়ে ওঠার গল্প নিয়ে এগিয়েছে সিনেমার কাহিনি। সিনেমাতে সুমনের বিপরীতে অভিনয় করছেন প্রিয়া বিপাশা।

রিলিজ হল অগ্নি ২ ছবির আইটেম সং

রিলিজ হল অগ্নি ২ ছবির আইটেম সং
মুক্তি পেল মাহি অভিনিত জাজের অগ্নি ২ এর আয়টেম সং। গানের শিরোনাম "ম্যাজিক মামুনি" ।
মাহি

  
এই গানে সুর দিয়েছেন নেহা কাক্কার। মিউজিক পরিচালনা করেছেন সাভভি।

এ ছবিতে মাহির সাথে ওমকে দেখা যাবে।ছবিটি পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী।











মুসাফিরের প্রথম ট্রেলার

মুসাফিরের প্রথম ট্রেলার
 মুসাফির ছবির  ট্রেলারে কাঁপছে YouTube। ট্রেলারটি মুক্তি পায় ১৫ ই মে। YouTube এ এই ট্রেলার ভিউ করেছে  ৪০,০০০ বারের বেশি ।



মুসাফির ছবিটি পরিচালনা করেছেন আশিকুর রহমান। কিস্তিমাত সিনেমার পর তিনি কাজ শুরু করেছিলেন মিশন আমেরিকার। এরই মধ্যে কাজ শেষ করেছে মুসাফিরের। ছবিটির কাহিনি গড়ে উঠেছে গোপন মিশন ষড়যন্ত্র, হত্যা, ভাড়াটে খুনিদের উপর। একটি পুরো action ছবি।


কেন্দীয় চরিত্রে অভিনয়ে করেছেন আরোফিন শুভ ও নভাগত মারজান ।
এ ছবিতে খলচরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, টাইগার রবি সহ আরও অনেকে।
এতে মিউজিক পরিচালনা করেছেন নাভিদ, ইমরান ও বেলাল খান।
ছবিটি এই বছরে মুক্তি পাবে বলে আসা করা যায়।





তারকার কাতারে যোগ হচ্ছেন নতুন দুই নায়িকা

তারকার কাতারে যোগ হচ্ছেন নতুন দুই  নায়িকা

ঢাকার চলচ্চিত্রে নায়িকা সংকট এড়াতে আরো দুই সম্ভাবনাময়ী নায়িকা উপহার দিচ্ছে জাজ মাল্টিমিডিয়া।

কিছুদিন আগে জাজ মাল্টিমিডিয়া নতুন নায়িকা নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেয়। সে মোতাবেক ১৯ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে হয়ে গেল জাজ মাল্টিমিডিয়ার নতুন চলচ্চিত্র ‘প্রেমী ও প্রেমী’র শুভ মহরত ও নতুন নায়িকার অভিষেক অনুষ্ঠান। পরিচয় করিয়ে দেওয়া নতুন দুই নায়িকার সাথে।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ, এসকে মুভিজের কর্ণধার অশোক ধানুকাসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
নুসরাত ফারিয়া
 অভিনয় দিয়ে কতটা তারকা হতে পারবেন, তা অজানা। তবে প্রস্তুতির কমতি রাখেনি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। তারাই গতকাল জমকালো অনুষ্ঠান করে দুই নতুন অভিনেত্রীকে হাজির করল সবার সামনে। একজনের নাম জলি। অন্যজন টেলিভিশন ও রেডিওর চেনা নাম নুসরাত ফারিয়া।

ফাল্গুনী রহমান জলি

 'প্রেমী ও প্রেমী' ছবির মাধ্যমে এই প্রথম বড় পর্দায় অভিনয় করতে যাচ্ছে নুসরাত ফারিয়া। তার বিপরীতে অভিনয় করবেন ওপার বাংলার নায়ক অঙ্কুশ। ছবিটি পরিচালনা করবেন - আব্দুল আজিজ ও অশোক পাতি।
 ফারিয়া বলেন, 'শুরুটা জাজ মাল্টিমিডিয়ার মতো বড় ব্যানারে হওয়ায় আমি আনন্দিত। এটি একটি আলোচিত ছবি হবে বলে আমার বিশ্বাস।' জলি বলেন, 'আগে অভিনয় করিনি। আমাকে একটি বড় প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে জাজ মাল্টিমিডিয়া। সবার শুভকামনা চাই।'




রিলিজ হল অ্যাকশন জেসমিন ছবির অফিসিয়াল ট্রেলর

রিলিজ হল অ্যাকশন জেসমিন ছবির অফিসিয়াল ট্রেলর
 খোঁজ The Search ছবিতে পার্শ অভিনিত্রির চরিত্রে অভিনয়ের মাধ্যমে চলচিত্রে আসেন ববি। এর পর অভিনয় করেন ইফতেখার চোধুরি'র দেহরক্ষি ছবির মাধ্যমে আবারো আলোচনায় আসেন এই নায়িকা। এরপর একে একে অভিনয় করেন আরো কয়েকটি ছবিতে।

আর এই প্রথম অ্যাকশন চরিত্রে অভিনয় করলেন ববি। ছবিটির নাম অ্যাকশন জেসমিন।  অ্যাকশন জেসমিন ছবিটি্র কাহিনি শরিফ উদ্দিন দিপু এবং জোসেফ শ্বতাব্দির সংলাপ ও  চিত্রনাট্য আর পরিচালনায় আছেন এফতেখার চৌধুরি। এই ছবিতে ববি তার নাম ভূমিকায় অভিনয় করেছেন। ছবিতে ববি ডাবল রোলে একই সাথে চোর এবং পুলিশের ভূমিকায় অভিনয় করেছেন। ছবিতে ববির বীপরিতে আছেন সায়মন। ববি সায়মন ছাড়াও আরও অভিনয় করেছেন মিসা সওদাগর কাবিলা সহ আরোও অনেকে।


অ্যাকশন জেসমিন ছবিতে গান থাকছে ৫টি গান গুলির সঙ্গিত আয়োজন করেছেন সওকত আলী ইমন ও অদিত। ছবিটি এ বছরের মাজামাজি সময়ে মুক্তি পাবে।
আর এরই মধ্যে বের হয়েছে ছবিটির ট্রেলর। চলুন দেখে নিই সেই ট্রেলরটি


এটা আমার ভুল ছিল -মাহি

এটা আমার ভুল ছিল -মাহি
বর্তমানে সিনেমা পাড়ায় আলোচিত নায়িকা মাহিয়া মাহি। একের পর এক ব্যাবসাসফল ছবি উপহার দিয়ে যাচ্ছেন পরিচালক-প্রডিউচারদের। আর এতেই বুঝা যাচ্ছে দর্শকের চাহিদা ও পূরন করতে সক্ষম হয়েছেন তিনি। জনপ্রিয়তার র্শীষে থাকা এই নায়িকা কিছুদিন আগে ফেইসবুকে এক স্ট্যাটাস দিয়ে মোটামুটি হইচই ফেলে দেন ।

action দৃশে মাহি
সেই স্ট্যাটসে মাহি জানান তিনি আর চলচিত্রে অভিনয় করবেন না। অগ্নি-২ হবে তার শেষ ছবি। এ নিয়ে বেশ হৈচৈ হলেও মাস পেরোতেই নিজের সিদ্ধান্ত ভুল ছিল শিকার করে নেন এই নায়িকা। চলচ্চিত্র ছাড়ার স্ট্যাটাস সম্পর্কে বলেন, ‘ওই সময় বিশেষ কিছু কারণে মনটা খারাপ ছিল। হুট করেই অভিনয় ছাড়ার স্ট্যাটাস দিয়েছিলাম। এটা আমার ভুল ছিল।’

মাহি এখন অবস্থান করছেন থাইল্যান্ডে। সেখানে চলছে ইফতেখার চৌধুরীর অগ্নি-২ ছবির শুটিং। অগ্নি-২ ছবিতে মাহির বিপরিতে আছে দক্ষিন ভারতের অভিনেতা ওম।

অগ্নি-২ করার পর মাহি অভিনয় করবেন পুলিশগিরি'তে। এই ছবিটি প্রযোজনা করবে যৌথ ভাবে ভারতের এসকে মুভিজ ও জাজ মাল্টিমিডিয়া।
-খবর ইন্টারনেট


এ নিয়ে বেশ হৈচৈ হলেও মাস পেরোতেই নিজের কথা থেকে পিছিয়ে এলেন

এ নিয়ে বেশ হৈচৈ হলেও মাস পেরোতেই নিজের কথা থেকে পিছিয়ে এলেন

এ নিয়ে বেশ হৈচৈ হলেও মাস পেরোতেই নিজের কথা থেকে পিছিয়ে এলেন


এ নিয়ে বেশ হৈচৈ হলেও মাস পেরোতেই নিজের কথা থেকে পিছিয়ে এলেন

এ নিয়ে বেশ হৈচৈ হলেও মাস পেরোতেই নিজের কথা থেকে পিছিয়ে এলেন।


এ নিয়ে বেশ হৈচৈ হলেও মাস পেরোতেই নিজের কথা থেকে পিছিয়ে এলেন।

এ নিয়ে বেশ হৈচৈ হলেও মাস পেরোতেই নিজের কথা থেকে পিছিয়ে এলেন


এ নিয়ে বেশ হৈচৈ হলেও মাস পেরোতেই নিজের কথা থেকে পিছিয়ে এলেন