Showing posts with label ভিডিও. Show all posts
Showing posts with label ভিডিও. Show all posts

মুসাফির ছবি নতুন ট্রেলর

মুসাফির ছবি নতুন ট্রেলর
আজ ৩ মার্চ আবার ইউটিউবে আবার আপলোড  করা হল মুসাফির ছবির নতুন আরোও একটি ট্রেলর। এর আগে গত ১৫ মে ২০১৫ তে ২মিনিট ১০ সেকেন্ড এর একটি ট্রেলর মুক্তি পায়। আজ মুক্তি পায় ৩ মিনিট ২৬ সেকেন্ড এর একটি ট্রিজার।ইতি মধ্যে ছবিটির মুক্তির তারিখ ঠিক করা হয় ২২শে  এপ্রিল।



এর আগে ছবির কয়েকটি গান ইউটিউবে আপলোড করা হয়। যেগুলো দর্শকদের মাজে ব্যপক জনপ্রিয়তা পায়।
প্রতি দিন বাড়ছে গানের ভিউ।ছবির মূল চরিত্রে অভিনয় করেছে আরেফিন শুভ ও নবাগত মারজান। এ ছাড় মিশা সওদাগর, টাইগার রবি, সিন্ডি রোলিং ও শিমুল খান অছেন বিশেষ কিছু চরিত্রে।





আপনি আরোও দেখতে পারেন



মুসাফির ছবির সব গান এক সাথে 

মুসাফিরের প্রথম ট্রেলার


মুসাফির ছবির সব গান এক সাথে

মুসাফির ছবির সব গান এক সাথে
মুসাফির! আশিকুর রহমানের আরোও একটি নিম্মান। আশিকুর রহমান আলোচনায় চলে এসেছেন তাঁর নিন্মান শৈলি দিয়ে। মুসাফির ছবি নিয়ে ইতিমধ্যে আশার আলো তৈরি করে ফেলেছেন দর্শকদে মাজে। ছবির ট্রেলর থেকে প্রত্যেকটি গান, গানের শিল্পী, গানের লোকেশন নির্বাচনে তাঁর দক্ষতার চাপ রেখেছেন।

আমরা জানি ইতি মধ্যে মুসাফির ছবি পেয়েগেছে সেন্সর ছাড় পত্র। তবে এখনো মুক্তির দিন ঠিক করা হয়নি।  তবে প্রথমিক ভাবে আগামি মার্চে মুক্তি দেয়ার কথা ভাবছেন পরিচালক আশিকুর রহমান।

ইউটিউবে বলতে গেলে মুসাফির ছবির গানের জয় জয়-কার চলছে। প্রতি দিন বাড়ছে গানের ভিউ।ছবির মূল চরিত্রে অভিনয় করেছে আরেফিন শুভ ও নবাগত মারজান। এ ছাড় মিশা সওদাগর, টাইগার রবি, সিন্ডি রোলিং ও শিমুল খান অছেন বিশেষ কিছু চরিত্রে।

মুসাফির শুধু দেশের মানুষের কাছেই নয়, প্রশংসা কুড়াচ্ছে বিশ্বের মানুষের কাছেও। আর এর পরিপেক্ষিতে ইউটিউবে মুসারিরের রিয়েকশন ভিডিও পাবলিশ করা হল বিদেশী এক চ্যানেল স্টেজফ্লিক্স থেকে।  বাংলায় এমন বিগ বাজেট মুভি অবাক করে তাদের, রিভিউতে আরিফিন শুভর প্রশংসা সহ মুসাফিরের একশন মুগ্ধ হোন তারা।

এখন দেখে নিন মুসাফির ছবির সব গুলো গান এক সাথে-

১।  পথ জানা নেই (তাহসান) 


  
২। আলতো ছোয়াতে (ইমরান)



৩।রঙ (বেলাল খাব ও কোনাল)


৪। ফিরে আয় (পড়শি ও তাহসিন)










দেখে নিন এক সাথে মুসাফির ছবির ২টি গান

দেখে নিন এক সাথে মুসাফির ছবির  ২টি গান
মুসাফির ছবি নিয়ে বলার নুতন কিছু বলার  নাই। কারন ইতিমধ্যে ব্যাপক আলোচনায় চলে এসেছে এই ছবিটি। বিশেষ করে এই ছবির গান এবং ট্রেলর ব্যাপক ভাবে সাড়া ফেলেছে দর্শকদের মনে।


গত ২০ মার্চ এফডিসিতে শুরু হয়েছিল ছবিটির মহরত। ছবিতে শুভর বিপরীতে থাকছেন মারজান জেনিফা। ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, টাইগার রবি। ছবিটির মিউজিক করেছেন নাভিদ, ইমরান এবং বেলাল খান।

অ্যাকশন ধর্মি এই ছবিটি পরিচালনা করেছেন আশিকুর রহমান, প্রযোজনা করেছে পারসেপচুয়াল পিকচার্স। ইতি মধ্যে জানা গেছে মুক্তির আগেই ছবিটির স্যাটেলিট স্বত্ব কিনে নিয়েছে একটি বেসরকারি টিভি চ্যানেল।

পরিচালোক আশিকুর রহামানের মতে ছবিটি হবে সচারচর অ্যাকশন ছবির ছেয়ে আকটু আলাদা হবে কারন এই ছবিতে ক্লোজ কোয়াটার কম্বেট ফাইট ব্যাবহার করা হয়েছে যা সাধারনত মিলিটিরি ফোর্সে ব্যবহার করা হয়। আর এই ছবিতে যারা ফাইট ডিরেক্টর ছিলেন এলিট ফোর্সদের ট্রেইন করে থাকেন। সে দিক থেকে বলতে গেলে বাংলাদেশের অ্যাকশন প্রেমি দর্শকরা পাবেন অ্যাকশনের ভিন্ন আমেজ। ছবিটির মুক্তির তারিখ এখনো জানা যায় নি।

দেখে নিন মুসাফির ছবির গানগুলি

আলতো ছোয়াতে-


এই পথ জানা নেই-





বিঃদ্রাঃ এই পোষ্টটি এই ব্লগে আমার প্রথম পোষ্ট

মুসাফিরের প্রথম ট্রেলার

আপনার না দেখা কিছু আশ্চর্যজনক ঘটনা (ভিডিও)

আপনার না দেখা কিছু  আশ্চর্যজনক ঘটনা (ভিডিও)
প্রতিনিয়ত বিশ্বে ঘটে চলেছে না ধরনের ঘটনা। তার কয়টাই বা আমরা দেখতে পারি বা জানতে পারি?? বিশ্বে যত রকম আশ্চর্যজনক ঘটনা ঘটে তার বলতে গেলে আমারা কিছুই জানিনা। নিচের সারে চার মিনিটের ভিডিওটি দেখলে আপনি আপনার না দেখার তালিকা কিছু হলেও কমাতে পারবেন। 




দেখে নিন রানা প্লাজা ছবির ভিডিও গান

দেখে নিন রানা প্লাজা ছবির ভিডিও গান
বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের ভবন ধস সাভারের রানা প্লাজা ধস নিয়ে ‘রানা প্লাজা’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন  তরুণ পরিচালক নজরুল ইসলাম খান। ২০১৪ সালের  জানুয়ারি মাসে মহরতের মাধ্যমে এ ছবির শুটিং শুরু হয়।


আগামী ৪ সেপ্টেম্বর সারাদেশে একযোগে মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত এই  চলচ্চিত্র। রান প্লাজার বিস্ময়কন্যা ‘রেশমা’ চরিত্রে অভিনয় করেন  পরীমনি। তার বিপরীতে নায়ক হিসেবে আছে সাইমন। ছবিতে আরও অভিনয়  করেছেন আবুল হায়াৎ, মিজু আহমেদ, শিরিন আলম, রাশেদা চৌধুরী, হাবিব খান এবং প্রবীর মিত্র ও কাবিলা।
ছবিটির কোন ট্রেলর মুক্তি না পেলেও দুটি ভিডিও গান অন-লাইনে পাওয়া যাচ্ছে-

# গান ১

# গান ২