Showing posts with label ধূমকেতু এক্সক্লুসিভ. Show all posts
Showing posts with label ধূমকেতু এক্সক্লুসিভ. Show all posts

দেখে নিন এ বছরের শেষ সুপারমুন

দেখে নিন এ বছরের শেষ সুপারমুন

মাস ঘুরতে না ঘুরতে সেপ্টেম্বরে দেখতে পারেন আরোও একটা সুপারমিউন বা বছরের শেষ সুপারমুন। চলতি বছরে এটি সহ বিশ্ববাসি মোট ছয়টি সুপারমুন দেখতে পাবে। আগামিকাল সোমবার  বিশ্ববাসি দেখতে পাবে বছরের সবচেয়ে আলোকিত ও অন্ধকারাচ্ছন্ন রাতের্।

এদিন মধ্যরাত ২টার সময় চাঁদ বছরের অন্য সুপারমুনগুলোর তুলনায় পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করবে। তখন চাদেঁর সঙ্গে পৃথিবীর আনুমানিক দূরত্ব হবে ২লাখ ২১ হাজার ৭শ ৫৪ মাইল বা ৩লাখ ৫৬হাজার ৮শ ৯৬ কিলোমিটার্। তবে রাত ৩টা নাগাদ হবে চন্দ্রগ্রহণ। তখন পৃথিবী চাঁদ ও সূর্যের মধ্যবর্তী স্থানে অবস্থান করবে। এ সময় চাঁদকে অনেকটা তামাটে লাগবে ও পরে এটি রক্তিম বর্ন ধারন করবে।
যুক্তরাজ্যের ন্যাশনাল টাইডাল অ্যান্ড সি লেভেল ফ্যাসিলিটির অনুমান, দৃশ্যমান দিন গত দৃশ্যমান বছরের তুলনায় জোয়ারে উচ্চতা একটু বেশি হবে। শেষ রাতের দিকে সাড়ে ৪টায় চাঁদ আবার দৃশ্যমান হবে।

আপনার না দেখা কিছু আশ্চর্যজনক ঘটনা (ভিডিও)

আপনার না দেখা কিছু  আশ্চর্যজনক ঘটনা (ভিডিও)
প্রতিনিয়ত বিশ্বে ঘটে চলেছে না ধরনের ঘটনা। তার কয়টাই বা আমরা দেখতে পারি বা জানতে পারি?? বিশ্বে যত রকম আশ্চর্যজনক ঘটনা ঘটে তার বলতে গেলে আমারা কিছুই জানিনা। নিচের সারে চার মিনিটের ভিডিওটি দেখলে আপনি আপনার না দেখার তালিকা কিছু হলেও কমাতে পারবেন। 




দেখে নিন বাংলাদেশের সেরা দশ বিশ্ববিদ্যালয়

দেখে নিন বাংলাদেশের সেরা দশ  বিশ্ববিদ্যালয়
বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালইয়ের মান নিয়ে গবেষণা সংস্থা Web Matrix Info সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের একটি তালিকা প্রকাশ করে। এই তালিকা অনুযায়ী বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশে ও বিশ্বে তাদের অবস্থান নিচে দেয়া হল

সরকারি বিশ্ববিদ্যালয়


ভার্সিটির নাম বাংলাদেশে অবস্থান বিশ্বে অবস্থান
শাহাজালাল বিজ্ঞান ও প্রজুক্তি বিশ্ববিদ্যালয় ০১ ২৪০০
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ০২ ২৭০৯
ঢাকা বিশ্ববিদ্যালয় ০৩ ৩২২২
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ০৪ ৩৭৬৪
রাজশাহী বিশ্ববিদ্যালয় ০৫ ৪৬০৪
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ০৬ ৪৬৬৪
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ০৭ ৪৯৮৯
জাতিয় বিশ্ববিদ্যালয় ০৮ ৬৪৬১
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ০৯ ৮৪৯৫
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১০ ১০০৪৬

বেসরকারি বিশ্ববিদ্যালয়


ভার্সিটির নাম বাংলাদেশে অবস্থান বিশ্বে অবস্থান
ব্রাক বিশ্ববিদ্যালয় ০১ ২৭১২
ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ০২ ৩৮৫২
ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ০৩ ৪১২৮
ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ০৪ ৪৯০২
ইসলামিক ইউনিভার্সিটি অব বাংলাদেশ ০৫ ৬০৪৫
আশা ইউনিভার্সিটি বাংলাদেশ ০৬ ৬১৮৪
নর্থসাউথ ইউনিভার্সিটি বাংলাদেশ ০৭ ৬৪৩৮
আমেরিকান ইন্টারন্যাশ্নাল ইউনিভার্সিটি বাংলাদেশ ০৮ ৭৮১৩
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক বাংলাদেশ ০৯ ৮৯৪৩
ইস্টর্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ১০ ১০১৭২

বৈশাখের কিছু মন মাতানো গান (থাকছে গানের লিরিক)

বৈশাখের কিছু মন মাতানো গান (থাকছে গানের লিরিক)
আর কদিন পর পহেলা বৈশাখ। আর এখন থেকেই চলছে সব ধরনের প্রস্তুতি। চলছে প্লানিং। কোথায় যাওয়া হবে, কার সাথে যাওয়া হবে, কী পোষাক পড়া হবে??? এই সবই এখন আমাদের মাথার ভিতর গুরছে। আর সাথে তো একটা চিন্তা থাকছেই বৈশাখে একটু ভিন্ন ভাবে সাজা। আর পান্তা ইলিশ তো আছেই!

আর এই সবের মাজে কানের কাছে বৈশাখের কোন গান বাজবে না তা হতে পারে না। তাই আপনাদের জন্য বৈশাখের কিছু গান নিয়ে হাজির হলাম
প্রথমেই সেই গানটি রয়েছে যেটি ছাড়া পহেলা বৈশাখ জমে না। হ্যাঁ ঠিক ধরেছেন ফিডব্যাক এর মাকসুদের কন্ঠে

♫♫♫মেলায় যাইরে♫♫♫

আপনাদের জন্য এই গানের লিরিক দেয়া হল
গানঃ মেলা
শিল্পীঃ মাকসুদ (ফিডব্যাক)
♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫
লেগেছে বাঙ্গালির ঘরে ঘরে একি মাতন দোলা
লেগেছে সুরেরই তালে তালে হৃদয়ে মাতন দোলা

বছর ঘুরে এলো আরেক প্রভাতী
ফিরে এলো সুরের মঞ্জুরী
পলাশ শিমুল গাছে লেগেছে আগুন
এ বুঝি বৈশাখ এলেই শুনি...

মেলায় যাইরে, মেলায় যাইরে
মেলায় যাইরে, মেলায় যাইরে
বাসন্তী রঙ শাড়ী পরে ললনারা হেটে যায়...

মেলায় যাইরে, মেলায় যাইরে
মেলায় যাইরে, মেলায় যাইরে
বখাটে ছেলের ভীড়ে ললনাদের রেহাই নাই...♫

মেলায় যাইরে, মেলায় যাইরে
মেলায় যাইরে, মেলায় যাইরে

লেগেছে রমণীর খোপাতে, বেলী ফুলের মালা
এদেশী সুগন্ধী মেখে আজ প্রেমের কথা বলা...

রমণা বটমূলে, গান থেমে গেলে
প্রখর রোদে, এ যেন মিছিল চলে
ঢাকার রাজপথে রঙ্গের মেলায়
এ বুঝি বৈশাখ এলো বলেই...

মেলায় যাইরে, মেলায় যাইরে
মেলায় যাইরে, মেলায় যাইরে


এবারে যে গানটি থাকছে সেটি হল মোহুয়া লিপি'র ♫♫ঢোল বাজে♫♫


এবারের গানটি হচ্ছে ইস্তিয়াক এর ♫♫আইলো আইলো আইলো রে♫♫



♫তাক ধিনাদিন তাক ধিনাদিন তাক♫

 গানটির লিরিক নিচে দেয়া হল
কন্ঠ- প্রিতম
♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫
তাক ধিনাদিন তাক ধিনাদিন তাক ধিনাদিন তাক
বছর ঘুরে আবার এলো এলোরে বৈশাখ

ঝড়েরই ডানায় চরে এলোরে বৈশাখ
আকাশে বাতাসে তাই বাংলা ঢোলের ডাক
তরুণী সাজবে যে আজ টাটকা বুনোফুলে
তরুণের মনে ঢোল বাজাবে বৈশাখ

আজ দিন হবে শুরু রমনা বটমূলে
রবিশুরে মাতাল হাওয়া নাচবে দুলে দুলে
হাজারো প্রানের মেলা টি এস সি চত্বরে
একই সুরে গাইছে যে গান সবাই গলা ছেড়ে

আজ শুধু ভালোবাসা আনন্দ উজানে
বাঙ্গালীর বর্ষ বরন নানা আয়োজনে
উঠেছে খুশির তুফান সবারই অন্তরে
একই সুরে গাইছে যে গান সবাই গলা ছেড়ে



এবারের গানটি সোনিয়ার কন্ঠে ♫বাজে রে বাজে ঢোল আর ঢাক♫






দেখুন ক্রিকেট নিয়ে নির্মিত বাংলাদেশের প্রথম গান সাথে জানুন ICC Trophy1997 সম্পর্কে

দেখুন ক্রিকেট নিয়ে নির্মিত বাংলাদেশের প্রথম গান সাথে জানুন ICC Trophy1997  সম্পর্কে
1997 ICC Trophy হাতে আকরাম খান
বাংলাদেশ ক্রিকেট ১৯৯৭ সালে আই সি সি ট্রপি জিতে। আর এই খুসিতে দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির সোজন্যে হানিপ সংকেত নিন্মান করেন ক্রিকেট নিয়ে প্রথম গান। গানটিতে উঠে আসে সাধারন মানুষ কি ভাবে উয্যাপন করেছিলো সেই দিনটি।



চলুন গানটি দেখের আগে আই সি সি ট্রপি ১৯৯৭ একটু রিভিউ দেখে নিই
আই সি সি ট্রপি ১৯৯৭ এ বাংলাদেশ প্রথম রাউন্ডে পড়ে গ্রুপ 'B' তে। এই গ্রুপে বাংলাদেশ মোকাবেলা করে- ডেনমার্ক, আরব-আমিরাত, মালেশিয়া, পচ্চিম আফ্রিকা, আর্জেন্টিনা'র সাথে।

সব গুল ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের র্শীষে থেকেই বাংলাদেশ প্রথম রাউন্ড শেষ করে।

দ্বিতিয় রাউন্ডে বাংলাদেশ মোকাবিলা করে হংকং কে। এ ম্যাচে বাংলাদেশ জয় পায় ৭ উইকেটে।

তার পরের ম্যাচে মোকাবিলা করে আয়ারল্যান্ডকে।  এই ম্যাচে আয়ারল্যান্ড ৪৯.১ ওভারে সংগ্রহ করে ১২৯ রান। জবাবে বাংলাদেশ ব্যাট করতে নেমে ৬.৪ ওভার খেলার পর মাঠ পিচ্চিল থাকার কারনে ম্যাচটি বাতিল করা হয়।
এর পরের ম্যাচে বাংলাদেশ মোকাবিলা করে নেদারল্যান্ডকে। এই ম্যাচে ড্রাক & লুইস পদ্ধতিতে বাংলাদেশ জয় পায় ৩ উইকেটে।
এই গ্রুপেও বাংলাদেশ থাকে পয়েন্ট টেবিলের শির্ষে। এরই সাথে বাংলাদেশ উঠে যায় সেমি-ফাইনালে।
সেমি-ফাইনালে বাংলাদেশ মোকাবিলা করে স্কটল্যান্ডের। এই ম্যাচে স্কটল্যান্ড টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংএ পাঠায়। প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ সংগ্রহ করে ২৪৩/৪ (৫০ ওভার)। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেন খালেদ মাসুদ ৭০(১৩৬)। জবাবে ব্যাট করতে নেমে স্কটল্যান্ড সংগ্রহ করে ১৭১/১০(৪৪.৫ ওভার)। এ ম্যাচে মোহাম্মদ রফিক ৫.৫ ওভারে ২৫ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট।  আর বাংলাদেশ জয় পায় ৭২ রানে।
1997 ICC Trophy এর বাংলাদেশ টিম মেম্বার

ফাইনাল
বৃষ্টির কারনে এই ম্যাচটি খেলা হয় দুই দিনে। ফাইনালে বাংলাদেশ মোকাবিলা করে কেনিয়াকে। প্রথমে বাংলাদেশ তসে জিতে কেনিয়াকে ব্যাটিং এ পাঠায়।

 কেনিয়াঃ ২৪১/৭(৫০ ওভার)
স্টিভেন টিকোলো  ১৪৭(১৫২) রান
মোহাম্মদ রফিক ৩/৪০(৬ ওভার)

বাংলাদেশকে ডাক & লুইস পদ্ধতিতে টার্গেট দেয়া হয় ২৫ ওভারে ১৬৬ রানের। জবাবে বাংলাদেশর স্কোর-

বাংলাদেশঃ ১৬৬/৮(২৫ ওভার)
আমিনুল ইসলামঃ ৩৭(৩৭)
টনি সুজিঃ ২/২৬(৬ ওভার)
এই ম্যাচে বাংলাদেশ জয় পায় ২ উইকেটে। এরই সাথে বাংলাদেশ পার টেস্ট মর্যদা।

বাংলাদেশের ক্রিকেট নিয়ে প্রথম গান-

গানটির কথা লিখেন- আশেক মাহমুদ
সুর করেন- আলী আকবর রুপু
গানটির নির্দেশনা দেন- হানিপ সংকেত