দেখুন ক্রিকেট নিয়ে নির্মিত বাংলাদেশের প্রথম গান সাথে জানুন ICC Trophy1997 সম্পর্কে

1997 ICC Trophy হাতে আকরাম খান
বাংলাদেশ ক্রিকেট ১৯৯৭ সালে আই সি সি ট্রপি জিতে। আর এই খুসিতে দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির সোজন্যে হানিপ সংকেত নিন্মান করেন ক্রিকেট নিয়ে প্রথম গান। গানটিতে উঠে আসে সাধারন মানুষ কি ভাবে উয্যাপন করেছিলো সেই দিনটি।



চলুন গানটি দেখের আগে আই সি সি ট্রপি ১৯৯৭ একটু রিভিউ দেখে নিই
আই সি সি ট্রপি ১৯৯৭ এ বাংলাদেশ প্রথম রাউন্ডে পড়ে গ্রুপ 'B' তে। এই গ্রুপে বাংলাদেশ মোকাবেলা করে- ডেনমার্ক, আরব-আমিরাত, মালেশিয়া, পচ্চিম আফ্রিকা, আর্জেন্টিনা'র সাথে।

সব গুল ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের র্শীষে থেকেই বাংলাদেশ প্রথম রাউন্ড শেষ করে।

দ্বিতিয় রাউন্ডে বাংলাদেশ মোকাবিলা করে হংকং কে। এ ম্যাচে বাংলাদেশ জয় পায় ৭ উইকেটে।

তার পরের ম্যাচে মোকাবিলা করে আয়ারল্যান্ডকে।  এই ম্যাচে আয়ারল্যান্ড ৪৯.১ ওভারে সংগ্রহ করে ১২৯ রান। জবাবে বাংলাদেশ ব্যাট করতে নেমে ৬.৪ ওভার খেলার পর মাঠ পিচ্চিল থাকার কারনে ম্যাচটি বাতিল করা হয়।
এর পরের ম্যাচে বাংলাদেশ মোকাবিলা করে নেদারল্যান্ডকে। এই ম্যাচে ড্রাক & লুইস পদ্ধতিতে বাংলাদেশ জয় পায় ৩ উইকেটে।
এই গ্রুপেও বাংলাদেশ থাকে পয়েন্ট টেবিলের শির্ষে। এরই সাথে বাংলাদেশ উঠে যায় সেমি-ফাইনালে।
সেমি-ফাইনালে বাংলাদেশ মোকাবিলা করে স্কটল্যান্ডের। এই ম্যাচে স্কটল্যান্ড টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংএ পাঠায়। প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ সংগ্রহ করে ২৪৩/৪ (৫০ ওভার)। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেন খালেদ মাসুদ ৭০(১৩৬)। জবাবে ব্যাট করতে নেমে স্কটল্যান্ড সংগ্রহ করে ১৭১/১০(৪৪.৫ ওভার)। এ ম্যাচে মোহাম্মদ রফিক ৫.৫ ওভারে ২৫ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট।  আর বাংলাদেশ জয় পায় ৭২ রানে।
1997 ICC Trophy এর বাংলাদেশ টিম মেম্বার

ফাইনাল
বৃষ্টির কারনে এই ম্যাচটি খেলা হয় দুই দিনে। ফাইনালে বাংলাদেশ মোকাবিলা করে কেনিয়াকে। প্রথমে বাংলাদেশ তসে জিতে কেনিয়াকে ব্যাটিং এ পাঠায়।

 কেনিয়াঃ ২৪১/৭(৫০ ওভার)
স্টিভেন টিকোলো  ১৪৭(১৫২) রান
মোহাম্মদ রফিক ৩/৪০(৬ ওভার)

বাংলাদেশকে ডাক & লুইস পদ্ধতিতে টার্গেট দেয়া হয় ২৫ ওভারে ১৬৬ রানের। জবাবে বাংলাদেশর স্কোর-

বাংলাদেশঃ ১৬৬/৮(২৫ ওভার)
আমিনুল ইসলামঃ ৩৭(৩৭)
টনি সুজিঃ ২/২৬(৬ ওভার)
এই ম্যাচে বাংলাদেশ জয় পায় ২ উইকেটে। এরই সাথে বাংলাদেশ পার টেস্ট মর্যদা।

বাংলাদেশের ক্রিকেট নিয়ে প্রথম গান-

গানটির কথা লিখেন- আশেক মাহমুদ
সুর করেন- আলী আকবর রুপু
গানটির নির্দেশনা দেন- হানিপ সংকেত





শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট