Showing posts with label ক্রিকেট. Show all posts
Showing posts with label ক্রিকেট. Show all posts

দেখে নিন আপনার প্রিয় ক্রিকেরটার মাশরাফির অতিত এবং বর্তমান

 দেখে নিন আপনার প্রিয় ক্রিকেরটার মাশরাফির অতিত এবং বর্তমান
মাশরাফি বিন মুর্তজা।  বাংলাদেশী ক্রিকেটার। বর্তমান বাংলাদেশ জাতিয় টি-২০ দলের অধিনায়ক। ২০০১ সালে জিম্বাবুয়ের  বিরুদ্ধে অভিষেক হয় এই ক্রিকেটারের। মাশরাফি বাংলাদেশের হয়ে অধিনায়কত্ব করে ১টি টেস্ট, ৭টি ওয়ান ডে ম্যাচ ২০০৯ এবং ২০১০ সালের মধ্যে। এর পরেই মাশরাফি বড় ধরনের ইঞ্জুরিতে পড়েন। আর তখন মাশরাফির জায়গায় আসেন সহকারি অধিনায়ক সাকিব আল হাসান।

মাশরাফির ক্রিকেট ক্যারিয়ারের চির শ্ত্রু হয়ে দাঁড়ায় ইঞ্জুরি। এ পর্যন্ত তার হাটু এবং  গোড়ালীতে ১০ বার অপারেশন করা হয়।ক্রিকেট বিশ্বের কাছে এ এক বিস্ময় যে একজন পেস বোলার এত বার অপারেশন করার পরও কি ভাবে মাঠে  ফিরে আসতে পারে। এর ফলে যে কোন সময় সে পঙ্গুত্ব বরন করতে পারে।
সাধারনত মাশরাফির বোলিং স্পিড ১৩৫ কি.মি./ঘন্টায়।

মাশরাফি ২০০৯ সালে ইন্ডিন প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্স এর হয়ে মাঠে নামেন।
বাইক প্রিয় মর্তুজাকে সবাই খুব হাসিখুশি আর উদারচেতা মানুষ হিসেবেই জানে। প্রায়শঃই তিনি বাইক নিয়ে স্থানীয় ব্রিজের এপার-ওপার চক্কর মেরে আসেন। নিজের শহরে তিনি প্রচণ্ড রকমের জনপ্রিয়। এখানে তাকে "প্রিন্স অব হার্টস" বলা হয়।

মাশরাফি ২০০৩-২০০৪ ব্যাচে জাহাঙ্গির নগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় সাইকোলজি বিভাগে।  এর আগে নিজ শহরেরই সরকারি ভিক্টোরিয়া কলেজে পড়ার সময় সুমনা হক সুমির সাথে তার পরিচয় হয়। দু'জনে ২০০৬ সালে বিবাহসূত্রে আবদ্ধ হন।


ব্যক্তিগত তথ্যঃ

পুরো নামঃ মাশরাফি বিন মুর্তজা
জন্মঃ ৫ অক্টোবর, ১৯৮৩
ডাক নামঃ কৌশিক, নড়াইল এক্সপ্রেস, ম্যাশ
উচ্চতাঃ ৬ ফুট ৩ ইঞ্চি (১.৯১ মিটার)
ব্যাটিং ধরনঃ ডানহাতি।
বোলিংঃ ডানহাতি মিডিয়াম পেস।
রোলঃ বোলার, বাংলাদেশ ক্রিকেট অধিনায়ক।



serverpoint hosting banner

আন্তরজাতিক তথ্যঃ

জাতিয়তাঃ বাংলাদেশী
টেস্ট অভিষেকঃ ৮ নভেম্বর, ২০০১। বিপক্ষ দল জিম্বাবুয়ে ( ক্যাপ নংঃ ১৯)
OID অভিষেকঃ ২৩ নভেম্বর, ২০০১ । বিপক্ষ দল জিম্বাবুয়ে ( ক্যাপ নংঃ ৫৩)
T20 অভিষেকঃ  ২৮ নভেম্বর ২০০৬। বিপক্ষ দল জিম্বাবুয়ে ( ক্যাপ নংঃ ৪)


লিগে খেলার তথ্য

সাল দল
২০০২ থেকে বর্তমান খুলনা ডিভিসিন
২০০৯ কলকাতা নাইট রাইডার্স
২০১২ ঢাকা গ্লাডিএটরস
২০১৫ থেকে বর্তমান কুমিল্লা ভিক্ট্রোরিয়াস
ক্রিকেট মাঠের তথ্যঃ


প্রতিযোগিতা Test ODI First Class List A T20
ম্যাচ ৩৬ ১৬০ ৫৪ ২০৬ ৪৯
রান ৭৯৭ ১৪৪২ ১৪৩৩ ২৩৮৫ ৩৬৬
ব্যাটিং অ্যাভারেজ ১২.৮৫ ১৪.৫৬ ১৬.১০ ১৭.৫৩ ১৪.৬৪
১০০/৫০ ০/৩ ০/১ ১/৬ ১/৭ ০/০
সর্বোচ্চ রান ৭৯ ৫১* ১৩২* ১০৪ ৩৬
মোট বলের পরিমান ৫৯৯০ ৭৯৫৭ ৮৬৭৩ ১০১৪৯ ১০২৯
উইকেটের পরিমান ৭৮ ২০৪ ১২৯ ২৭৯ ৩৮
বোলিং অ্যাভারেজ ৪১.৫২ ৩০.৭৬ ৩৫.১৯ ২৮.৫৫ ৩৫.৮৬
১ ম্যাচে ৫ উইকেট পেয়েছেন
১ ম্যাচে ১০ উইকেট
বেস্ট বোলিং ৪/৬০ 6/26 ৪/২৭ ৬/২৬ ৪/১৯
ক্যাচ ৫০ ২৩ ৬৭

রেকর্ডঃ 


টেস্ট ম্যাচ
  • ৯ নম্বর উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। শাহাদাত হোসেনের সাথে ৭৭ রান করেন ২০০৭ সালে ১৮ই মে ইন্ডিয়ার বিপক্ষে।
  •  বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি স্টাইক রেট। ৬৭.২০ (১০০০ বা তার বেশি বলে)
ওয়ান ডে ম্যাচঃ

  • ৯ নম্বর উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। সাকিব আল হাসান এর সাথে ৯৭ রান করেন ২০০৭ সালে ১৬ই এপ্রিল পাকিস্তানের বিপক্ষে।
  •  বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি স্টাইক রেট। ৮৬.৪৬ (১০০০ বা তার বেশি বলে)



 বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও দেশের ইতিহাসে অন্যতম সেরা পেসার মাশরাফি বিন মুর্তজার জীবনীভিত্তিক বই 'মাশরাফি'-এর মোড়ক উন্মোচন করা হয় গত ১৭ই জানুয়ারি ২০১৬ তারিখে।
এদিন সকালে খুলনায় একটি হোটেলে বইটির মোড়ক উন্মোচন করেন জাতীয় দলের কোচ চান্দিকা হাতুরুসিংহে ও মাশরাফি বিন মুর্তজা। বইটি লিখেছেন দৈনিক ইত্তেফাকের ক্রীড়া সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায়।

বইটি প্রকাশ করেছে বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের সংগঠন বাংলাদেশ ক্রিকেট সাপোটার্স অ্যাসোসিয়েশন (বিসিএসএ)।

(বিঃ দ্রাঃ উপরের বেশির ভাগ তথ্য পরিবর্তন যোগ্য) 

আপনার প্রিয় দলের জার্সিকে কোনটি? এখনই ভোট করে জানিয়ে দিন

আপনার প্রিয় দলের জার্সিকে কোনটি? এখনই ভোট করে  জানিয়ে দিন
ক্রিকেট খেলায় সেরা জার্সি কোনটি?? এই বিষয় নিয়েই চলছে  ভোটা- ভোটি।
ESPN ক্রিকইনফো আয়োজন করেছে  Cricket in colour - What's your favourite team kit? নামে এই এভেন্টের। এখানে আপনি আপনার প্রিয় দলের জার্সিকে ভোট করতে পারবেন। 

এই ওয়েব সাইটে বাংলাদেশের 'Green and red" নামের শিরনামে জার্সি দেখাচ্ছে। এখানে বাংলাদেশ বেশ সুবিধা জনক অবস্থানে আছে। বাংলাদেশের অবস্থান এখন এক নম্বর এ। তাই এখনই বাংলাদেশের জার্সিকে ভোট করতে নিছের লিঙ্ক এ গিয়ে ভোট দিন।


Green & Red

জেনে নিন বাংলাওয়াশ এর ইতিহাস

জেনে নিন বাংলাওয়াশ এর ইতিহাস
বাংলাওয়াশ! বাংলাদেশ ক্রিকেট দলের বদৌলতে সবাই এই শব্দের সাথে বেশ পরিচিত। কিন্তু আপনি এই বাংলাওয়াশ কোথা থেকে আসলো?? কে প্রথম এই বাংলাওয়াশ এর সূত্র পাত করে?? কি জানেন না তো! আর তাই আপনাদের জন্য আজকের এই আয়োজন। তা হলে জেনে নিন কে এই বাংলাওয়াশ এর সূত্রপাত ঘটায়।
ক্যালেন্ডারে্র তারিখ ১৭ই অক্টোবর ২০১০। মিরপুরে বাংলাদেশ-নিউজল্যান্ড সিরিজের শেষ ম্যাচ। ৫ ম্যাচের সিরিজ হলেও প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পণ্ড হয়ে যায়। প্রথম তিনটি ম্যাচেই জয় লাভ করে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচে তখন শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। নিউজল্যান্ডের দরকার ৪ বলে ৪ রান। বল হাতে রুবেল হোসেন। নিউজল্যান্ডের শেষ ব্যাটসম্যান কাইলি মিলসকে বোল্ড করে ম্যাচ জয়ের সঙ্গে সঙ্গে হোয়াইটওয়াশও নিশ্চিত করলেন রুবেল। ধারাভাষ্য কক্ষ থেকে আতাহার আলী খান বলে উঠলেন, বাংলাওয়াশ। ক্রিকইনফোতে লেখা হলো- আতাহার আলী খান এই হোয়াটওয়াশের নাম দিয়েছেন বাংলাওয়াশ।
এরপর থেকে বাংলাওয়াশ শব্দটি ক্রিকেট ইতিহাসেরই অংশ হয়ে যায়। বাংলাদেশের সীমানা পেরিয়ে বিশ্বের নানা সংবাদমাধ্যমে ব্যবহৃত হয় এ শব্দ। বাংলাদেশের সামনে এখন আরেকটি ঐতিহাসিক বাংলাওয়াশের সুযোগ। পাকিস্তানকে বাংলাওয়াশ করার স্মৃতিটা একেবারেরই টাটকা। এমন মধুর স্মৃতি নিউজিল্যান্ড, জিম্বাবুয়েরের বিরুদ্ধেও পেয়েছিলাম আমরা। তবে ভারতকে বাংলাওয়াশ করতে পারলে তা হবে অনন্য। এমনিতে গতকিছুদিন বাংলাদেশ-ভারত লড়াই মাঠ এবং মাঠের বাইরে উত্তাপ ছড়াচ্ছে। অনেকেই বলছেন, ভারত-পাকিস্তান লড়াই একসময় যেমন ক্রিকেটে সবচেয়ে উত্তেজনাময় ছিল, বাংলাদেশ-ভারত ম্যাচও তাই হবে।
এমনিতে টিম বাংলাদেশ শান্ত। ভারতকে দু ম্যাচে উড়িয়ে দেয়ার পরও কোন কোন হাকডাক নেই। ভারতীয় দলকে প্রাপ্য সম্মানই দিচ্ছেন তারা। তবে ভেতরে ভেতরে প্রস্তুত হচ্ছেন সবাই। মাশরাফি থেকে মুস্তাফিজুর- সবাই দৃড় সংকল্পবদ্ধ। ভারতকে বাংলাওয়াশের এমন সুযোগ হারাতে চায় না বাংলাদেশ।


খবর ইন্টারনেট

ভারত সমর্থক সুধীরের উপর উপর কি হামলা হয়েছে? (প্রমান সহ)

ভারত সমর্থক সুধীরের উপর উপর কি হামলা হয়েছে? (প্রমান সহ)
 খেলা শেষে মিরপুর স্টেডিয়ামের বাইরে ভারত সমর্থক সুধীর গৌতমের উপর হামলা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম দাবি করেন।
কিন্তু এই সুধীর  গোতম এর উপর হামলা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। এক কথায় ঝড় বয়ে যাচ্ছে। এই বিষয়ে ABP News youtube এ একটি ভিডিও আপলোড করে। আর সেই ভিডিও নিয়েই বাংলাদেশী সমর্তকরা সামনে এগেয়ে যাচ্ছেন।
বাংলাদেশ এই সমর্থকদের দাবি ভিডিওটি এক দিন আগে ধারন করা।  নিছে এই ব্যাপারে কিছু ফেইজবুক স্ট্যাটাস ও কমেন্ট দেয়া হল  পাঠকদের শুবিধার জন্য

সাইবার ৭১ এর পেইজের স্ট্যাটাস এইরকম
"মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে ভারতের বিপক্ষে সিরিজ জয়ের পর স্টেডিয়ামের বাইরে বাংলাদেশী সমর্থকদের আক্রোশের শিকার হয়েছেন শচীন টেনডুলকার ও ভারতীয় ক্রিকেটের ভক্ত ‘সুধীর'।
এমন কথা জানিয়ে সংবাদ প্রকাশ করেছেন ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম। কিন্তু, এবিপি নিউজ তাদের ইউটিউব চ্যানেলে এ বিষয়ে সুধীরের সাক্ষাতকারের যে ভিডিও প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে কিছুটা অসঙ্গতি। ২১ তারিখে দিবারাত্রির দ্বিতীয় ওয়ানডে শেষ হতে হতে মিরপুরে রাত হয়ে যাওয়াটাই স্বাভাবিক। অথচ সুধীরের যে সাক্ষাতকার ভিডিওতে দেখা যাচ্ছে সেখানে তিনি কথা বলেছেন দিনের আলোতে। আর সেটা যদি পরদিন সকালের সাক্ষাতকার হয়ে থাকে তবে ভিডিওটি অবশ্যই ২২ তারিখে তৈরি হবার কথা। কিন্তু ইউটিউবে দেখা যাচ্ছে ভিডিওটি প্রকাশ করা হয়েছে ২১ তারিখেই!

তাই সাইবার ৭১ এর পক্ষ থেকে সবাইকে এই ধরনের গুজব কানে না দেয়ার পরামর্শ দিচ্ছে...
.
বিঃদ্রঃ রেন্ডিয়ারা ভাল ছবি করলেও, নাটক করতে গিয়ে ধরা খেয়ে যায়! যেমন টা এই নাটকে ছিলো...  তবে, নাটক টা ঠিক ঠাক হলো না!"
ভিডিও টি (পোষ্ট এর নিছে দেয়া হল)
এই স্ট্যাটাস এর নিছের একটা  কমেন্ট
রিয়াদ সিদ্দিক নামে একজন লিখেছেন সুধীরগৌতম নামের এক ইন্ডিয়ান ভক্তকে দিয়ে ভারত নতুন নাটক করালো আর স্বেই নাটক ধরাও খেয়ে গেল। ছি! এত বাজে ভাবে হেরেছে তাও শিক্ষা হলো না! এবার প্লেয়ার আম্পায়ার ছেড়ে দর্শককে দিয়ে নাটক করিয়ে বাংলাদেশকে অপমান করার চেষ্টা। যাই হোক, স্বেই সুধীর গৌতমের কাহিনী নাটক হিসেবেই বের হয়েছে। আসলেই, _________ লেজ কখনও সোজা হয় না। বলতেই হল।

তবে এখানে অনেকেই ভারতের অনেক ওয়েব সাইট হ্যাক করার কথা বলেছেন।
 




এই ভিডিওর নিছের কিছু কমেন্ট নিচে তুলে ধরা হল


মোঃ জনি মিয়া নামে একজন কমেন্ট করেন এরকম

বাংলাদেশ নিয়ে Sudhir Gautam এর মিথ্যাচারটির বিশ্লেষনঃ  ভিডিও লিংকঃ https://www.youtube.com/watch?v=10pkA8QUy84 Video ID: 10pkA8QUy84 Upload Date (YYYY/MM/DD): 2015-06-22 Upload Time (UTC): 05:24:07 Convert to Sever Zone time (USA): Monday, 22 June 2015, 01:20:00 (UTC-4 hours) অতএব সার্ভার টাইম যেহেতু ২৪ ঘন্টার হিসেবে হয় যেখানে AM/PM নেই সেহেতু ভিডিওটি ২২জুন মধ্যরাতে অর্থাৎ খেলা শেষ হওয়ার কিছুক্ষন পরে আপলোড করা হয়েছে। জাতীয় আবালীয় সমিতির কাছে প্রশ্নঃ ১। খেলা শেষ হওয়ার কিছুক্ষন পরেই দিনের আলো কোথা থেকে আসলো?  ২। ভারতীয় কয়েকটা চ্যানেলে (G NEWS) বলছে প্রথম ওয়ানডের পরে আবার কয়েকটা চ্যানেলে বলছে দ্বিতীয় ওয়ানডের পরে। কোনটা সঠিক? ৩। মিরপুরের ঐ জনসমুদ্রে সে ঐ মুহূর্তে সিএনজি পেলো কোথথেকে?  ৪। সে সিএনজিতে করে কোথায় যেতে চাচ্ছিলো?
পারভেজ আলম নামে একজন
বাংলাদেশীদের অতিরিক্ত সরলতা অনেক সময় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। ফেসবুকের হোমপেজে টিম ইন্ডিয়ার এক সমর্থক সুধির গৌতমের ওপর হামলার বিষয়টি নিয়ে সবাই বেশ ছেন্টিমেন্টাল হয়ে গেছেন। কে বা কারা হামলা করলো, তার জন্য জাতিগতভাবে দুঃখ প্রকাশ করে ক্ষমা-টমা চাইছেন, কেউ কেউ আরেক ধাপ এগিয়ে গিয়ে জাতিগতভাবে লজ্জা প্রকাশ করছেন। এবার আসুন ভারতের ABP News কর্তৃক ইউটিউবে আপলোড করা মূল ভিডিওটি দেখি। ১/ সুধির গৌতমের সাক্ষাৎকার নেয়া হয়েছে দিনের বেলা ২/ ভিডিওটি প্রকাশ হয়েছে ২১ জুন। ৩/ ভিডিওর বর্ননায় বলা হয়েছে এটা ২য় ওয়ানডে ম্যাচ শেষের ঘটনা। এবার একটু মাথা ঠাণ্ডা করে ভাবুন- খেলা শেষ হয়েছে ২১ তারিখ মধ্যরাতে। ভিডিও প্রকাশ হয়েছে একুশ তারিখে। তার আগেই সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে। তাহলে ভিডিওতে দিনের আলো কোথা থেকে এলো?


এ ব্যাপারে মিরপুর থানা পুলিশও বলছে, ভারতীয় সমর্থকের উপর হামলার কোনো ঘটনাই ঘটেনি।
ডিএমপির মিরপুর বিভাগের উপ-কমিশনার কাইয়ুমউজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্টেডিয়ামসহ পুরো এলাকায় কঠোর নিরাপত্তার দায়িত্বে ছিল পুলিশ।
“অত্র এলাকায় কারও উপর কেউ হামলা করেছে বা আক্রমণ করেছে, এরকম কোনো ঘটনা আমার জানা নেই।”





ক্রিকেট নিয়ে পড়শির নতুন মিউজিক ভিডিও

ক্রিকেট নিয়ে পড়শির নতুন মিউজিক ভিডিও
চলছে বাংলাদেশ, ভারত ক্রিকেট সিরিজ। ইতিমধ্যে বাংলাদেশ প্রথম ম্যাচে ৭৯ রানের বিশাল জয় নিয়ে ৩ ম্যাচ সিরিজে ১-০ এগিয়ে গেল। আর এই আমেজ মূখর সময়ে পড়শি তৈরি করলো ক্রিকেট নিয়ে নতুন এক মিউজিক ভিডিও।
পড়শি

আজ রাত ৯ টায় ইউটিউবে পড়শি প্রকাশ করবেন তাঁর গাওয়া জনপ্রিয় গান ‘জয় হবেই হবে’-এর মিউজিক ভিডিও। দেশ ও দেশের খেলাকে কেন্দ্র করে নির্মিত গানের এই ভিডিওটি অনেকবার প্রকাশ করতে চেয়েও তারিখ পিছিয়েছেন পড়শি। তবে আজ ভিডিওটি প্রকাশ পাবে বলে নিশ্চিত করেছেন পড়শির বড় ভাই স্বাক্ষর এহসান।
রবিউল ইসলাম জীবনের লেখা এই গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান এবং ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। বাংলাদেশের সিলেট, কক্সবাজার, বান্দরবান, ঢাকাসহ বেশ কিছু জায়গায় ভিডিওটির দৃশ্য ধারণ করা হয়েছে। ভিডিওতে পড়শিকে শাস্ত্রীয় নৃত্যশিল্পী হিসেবে দেখা যাবে।
এতে পড়শির সঙ্গে মডেল হয়েছেন সোয়েল সিরাজ ও আশফাক রানা।


ভারতের সঙ্গে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ চলছে। এমন সময়ে পড়শির গানটি সবাই পছন্দ করবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আর পড়শি নিজেও ক্রিকেট খেলা পছন্দ করেন। তিনি একা একা ক্রিকেট খেলা দেখেন না। বাসার সবাইকে নিয়ে খেলা দেখতে পছন্দ করেন। বাংলাদেশের মুশফিকের খেলা খুব পছন্দ করেন পড়শি। ভিডিওর একটি অংশে পড়শি ক্রিকেট খেলছে এমন দৃশ্যও দেখা যাবে।
এ প্রসঙ্গে পড়শি বলেন, ‘গানটি দেশের। আমাদের দেশের ক্রিকেটাররা অনেক সুনাম অর্জন করেছে। তাই ভিডিওটিতে দেশের অন্যান্য ঐতিহ্যের পাশাপাশি আমরা ক্রিকেটও রেখেছি। আশা করছি গানটির মতো ভিডিওটিও সবাই অনেক পছন্দ করবে।’
রবিউল ইসলাম জীবন বলেন, ‘পড়শির অনেক গানের কথাই আমি লিখেছি। তবে এই গানের মধ্যে আলাদা ম্যাজিক আছে। লেখার সময় ভাবিনি গানটি এত জনপ্রিয়তা পাবে।’





খবরঃ Ntv Online