ভারত সমর্থক সুধীরের উপর উপর কি হামলা হয়েছে? (প্রমান সহ)

 খেলা শেষে মিরপুর স্টেডিয়ামের বাইরে ভারত সমর্থক সুধীর গৌতমের উপর হামলা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম দাবি করেন।
কিন্তু এই সুধীর  গোতম এর উপর হামলা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। এক কথায় ঝড় বয়ে যাচ্ছে। এই বিষয়ে ABP News youtube এ একটি ভিডিও আপলোড করে। আর সেই ভিডিও নিয়েই বাংলাদেশী সমর্তকরা সামনে এগেয়ে যাচ্ছেন।
বাংলাদেশ এই সমর্থকদের দাবি ভিডিওটি এক দিন আগে ধারন করা।  নিছে এই ব্যাপারে কিছু ফেইজবুক স্ট্যাটাস ও কমেন্ট দেয়া হল  পাঠকদের শুবিধার জন্য

সাইবার ৭১ এর পেইজের স্ট্যাটাস এইরকম
"মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে ভারতের বিপক্ষে সিরিজ জয়ের পর স্টেডিয়ামের বাইরে বাংলাদেশী সমর্থকদের আক্রোশের শিকার হয়েছেন শচীন টেনডুলকার ও ভারতীয় ক্রিকেটের ভক্ত ‘সুধীর'।
এমন কথা জানিয়ে সংবাদ প্রকাশ করেছেন ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম। কিন্তু, এবিপি নিউজ তাদের ইউটিউব চ্যানেলে এ বিষয়ে সুধীরের সাক্ষাতকারের যে ভিডিও প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে কিছুটা অসঙ্গতি। ২১ তারিখে দিবারাত্রির দ্বিতীয় ওয়ানডে শেষ হতে হতে মিরপুরে রাত হয়ে যাওয়াটাই স্বাভাবিক। অথচ সুধীরের যে সাক্ষাতকার ভিডিওতে দেখা যাচ্ছে সেখানে তিনি কথা বলেছেন দিনের আলোতে। আর সেটা যদি পরদিন সকালের সাক্ষাতকার হয়ে থাকে তবে ভিডিওটি অবশ্যই ২২ তারিখে তৈরি হবার কথা। কিন্তু ইউটিউবে দেখা যাচ্ছে ভিডিওটি প্রকাশ করা হয়েছে ২১ তারিখেই!

তাই সাইবার ৭১ এর পক্ষ থেকে সবাইকে এই ধরনের গুজব কানে না দেয়ার পরামর্শ দিচ্ছে...
.
বিঃদ্রঃ রেন্ডিয়ারা ভাল ছবি করলেও, নাটক করতে গিয়ে ধরা খেয়ে যায়! যেমন টা এই নাটকে ছিলো...  তবে, নাটক টা ঠিক ঠাক হলো না!"
ভিডিও টি (পোষ্ট এর নিছে দেয়া হল)
এই স্ট্যাটাস এর নিছের একটা  কমেন্ট
রিয়াদ সিদ্দিক নামে একজন লিখেছেন সুধীরগৌতম নামের এক ইন্ডিয়ান ভক্তকে দিয়ে ভারত নতুন নাটক করালো আর স্বেই নাটক ধরাও খেয়ে গেল। ছি! এত বাজে ভাবে হেরেছে তাও শিক্ষা হলো না! এবার প্লেয়ার আম্পায়ার ছেড়ে দর্শককে দিয়ে নাটক করিয়ে বাংলাদেশকে অপমান করার চেষ্টা। যাই হোক, স্বেই সুধীর গৌতমের কাহিনী নাটক হিসেবেই বের হয়েছে। আসলেই, _________ লেজ কখনও সোজা হয় না। বলতেই হল।

তবে এখানে অনেকেই ভারতের অনেক ওয়েব সাইট হ্যাক করার কথা বলেছেন।
 




এই ভিডিওর নিছের কিছু কমেন্ট নিচে তুলে ধরা হল


মোঃ জনি মিয়া নামে একজন কমেন্ট করেন এরকম

বাংলাদেশ নিয়ে Sudhir Gautam এর মিথ্যাচারটির বিশ্লেষনঃ  ভিডিও লিংকঃ https://www.youtube.com/watch?v=10pkA8QUy84 Video ID: 10pkA8QUy84 Upload Date (YYYY/MM/DD): 2015-06-22 Upload Time (UTC): 05:24:07 Convert to Sever Zone time (USA): Monday, 22 June 2015, 01:20:00 (UTC-4 hours) অতএব সার্ভার টাইম যেহেতু ২৪ ঘন্টার হিসেবে হয় যেখানে AM/PM নেই সেহেতু ভিডিওটি ২২জুন মধ্যরাতে অর্থাৎ খেলা শেষ হওয়ার কিছুক্ষন পরে আপলোড করা হয়েছে। জাতীয় আবালীয় সমিতির কাছে প্রশ্নঃ ১। খেলা শেষ হওয়ার কিছুক্ষন পরেই দিনের আলো কোথা থেকে আসলো?  ২। ভারতীয় কয়েকটা চ্যানেলে (G NEWS) বলছে প্রথম ওয়ানডের পরে আবার কয়েকটা চ্যানেলে বলছে দ্বিতীয় ওয়ানডের পরে। কোনটা সঠিক? ৩। মিরপুরের ঐ জনসমুদ্রে সে ঐ মুহূর্তে সিএনজি পেলো কোথথেকে?  ৪। সে সিএনজিতে করে কোথায় যেতে চাচ্ছিলো?
পারভেজ আলম নামে একজন
বাংলাদেশীদের অতিরিক্ত সরলতা অনেক সময় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। ফেসবুকের হোমপেজে টিম ইন্ডিয়ার এক সমর্থক সুধির গৌতমের ওপর হামলার বিষয়টি নিয়ে সবাই বেশ ছেন্টিমেন্টাল হয়ে গেছেন। কে বা কারা হামলা করলো, তার জন্য জাতিগতভাবে দুঃখ প্রকাশ করে ক্ষমা-টমা চাইছেন, কেউ কেউ আরেক ধাপ এগিয়ে গিয়ে জাতিগতভাবে লজ্জা প্রকাশ করছেন। এবার আসুন ভারতের ABP News কর্তৃক ইউটিউবে আপলোড করা মূল ভিডিওটি দেখি। ১/ সুধির গৌতমের সাক্ষাৎকার নেয়া হয়েছে দিনের বেলা ২/ ভিডিওটি প্রকাশ হয়েছে ২১ জুন। ৩/ ভিডিওর বর্ননায় বলা হয়েছে এটা ২য় ওয়ানডে ম্যাচ শেষের ঘটনা। এবার একটু মাথা ঠাণ্ডা করে ভাবুন- খেলা শেষ হয়েছে ২১ তারিখ মধ্যরাতে। ভিডিও প্রকাশ হয়েছে একুশ তারিখে। তার আগেই সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে। তাহলে ভিডিওতে দিনের আলো কোথা থেকে এলো?


এ ব্যাপারে মিরপুর থানা পুলিশও বলছে, ভারতীয় সমর্থকের উপর হামলার কোনো ঘটনাই ঘটেনি।
ডিএমপির মিরপুর বিভাগের উপ-কমিশনার কাইয়ুমউজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্টেডিয়ামসহ পুরো এলাকায় কঠোর নিরাপত্তার দায়িত্বে ছিল পুলিশ।
“অত্র এলাকায় কারও উপর কেউ হামলা করেছে বা আক্রমণ করেছে, এরকম কোনো ঘটনা আমার জানা নেই।”






শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট