বিশ্বকাপ ২০১৫ মাতিয়ে রাখবেন যে কজন অল-রাউন্ডার। জেনে নিন তাদের মধ্য সেরা ছয় জন কারা এবং তার কোন দেশের খেলোয়ার
Sakib Al Hasan |
১। Shakib Al Hasan (Bangladesh) : বর্তমানে সব ধরনের ক্রিকেট খেলায় ১ নম্বার পজিসনে আসে এই খেলোয়াড়। সাকিব লেগ-স্পিন
কল করে থাকে এবং মিডল-অর্ডারের ব্যাটসম্যন। সাকিব বাংলাদেশের এযাবত কালের সব ছেয়ে
ভাল খেলোয়াড়। সে শুধু লাল-সবুজ জার্চির মধ্য সিমাবদ্ধ থাকেনি, তার বিভিন্ন ধরনের
ট্রুনামেন্ট খেলার অবজ্ঞিতা আসে। যেমন- County cricket, IPL, BBL
and CPL ইত্যাদি। Shakib Al Hasan বাংলাদেশের প্রথম খেলোয়ার
County cricket খেলেছে। এবং সেখানে
তার যোঘ্যতা প্রমান করতে সক্ষম হয়েছে। যার ফলে গত ৬-৭ বছর ধরে সে বাংলাদেশ ক্রিকেট
দলের মধ্য-মনি হয়ে আসে। এক কথায় বলতে গেলে সাকিব হল বাংলাদেশের প্রান।
খেলার মাঠে দর্শকরা সাকিবকে নিয়েই জেতার আসায় বুক বাধেন।
২। James Faulkner (Australia) : James Faulkner মূলত একজন বোলার অল-রাউন্ডার।কিন্তু তিনি সম্প্রতিক বছরে ব্যাট হাতে বেশ
ভাল খেলেছেন।ব্যাট হাতে তার গড় প্রায় ৪৮। তিনি সাধারানত অস্ট্রেলিয়ার ফিনিশিং
খেলোয়ার যিনি ৮ নম্বরে ব্যাট করে থেকেন। বোলিং এ তিনি অসাধারন! ৩৮ ম্যাচে তার
উইকেট ৫০। আসন্ন world cup এ James
Faulkner যে একজন ভয়ংকর খেলোয়ার হয়ে উঠতে পারে তারই সংকেত দিচ্ছে তার পরি সংখান।
৩। Angelo Mathews (Sri Lanka) : ইনি একজন ব্যাটিং নির্বর
অল-রাউন্ডার।তার সামঞ্জস্যপূর্ণ বোলিং action মুগ্ধ করার মত। শ্রীলংলার অধিনায়ক একজন
বোলার পেয়েছেন, যিনি ঠান্ডা মাথায় বিপদের মহুর্তে দলকে টেনে ধরতে পারেন। তিনি এখন
পর্যন্ত ১৪৯ ম্যাচ খেলে ৪০.৩০ গড়ে রান করেছেন ৩৫৮৮। অ্যাঞ্জেলো
ম্যাথুস তার আন্তর্জাতিক
ক্যারিয়ারে 25 টি হাফ এবং একটি সেঞ্চুরি করেছে।
৪। Corey Anderson (New Zealand) : ইয়ং টেলেন্ট খেলোয়ারদের মধ্যে কোরি এন্ডারসন অন্যতম একজন খেলোয়ার। ODI ক্রিকেটে সবছেয়ে দ্রুততম সেন্সুরিটি আসে তার ঝুলিতে। তার হাতে বোলাররা পাশবিক
মারের মুখে পড়ছেন বারবার। তিনি দলের ক্রান্তি কালে উইকেট গোছানোর কাজ খুব ভালো
ভাবে করতে পারেন। তাই বলা যায় এই বিশ্ব কাপে তিনি প্রতিপক্ষের কাছে আতংক হিসেবেই
থাকবে।
Shen Watson |
৫। Shane Watson (Australia) : অস্টেলিয়ার বর্তমান পারর্পমেন্স বিশ্ব
কাপে চিন্তার বিষয় হতে পারে। এই মহুর্তে শেন ওয়াটসনই দলের ভরস। কিন্তু তিনি বর্তমানে ইঞ্জুরিতে
ভুগছেন।
৬। Shahid Afridi (Pakistan) : পাকিস্তানের এ অলরাউন্ডার পাকিস্তানের প্রান
হিসেবেই ধরা যায়। ব্যাট হাতে তার গতিশীলতার জন্য তাকে বুম বুম উপাদি দেয়া হয়েছে।
গত এক দশক ধরে ব্যাট হাতে তিনি তার দেশের জন্য লড়ে যাচ্ছেন। তিনি খুব আল্প সময়ের
মধ্যেই দলের গুরুত্ত পূর্ন খেলোয়ার হয়ে উঠেন। তিনি এখনো তার দলকে সামনে থেকে
নেত্রিত্ত দিয়ে থাকেন। মাজে তার পারফর্ম খারাপ হওয়ায় নিন্দুকের তার পিছনে উঠে পড়ে
লেগেছিল। এই বিশ্বকাপ হতে পারে নিন্দুকের সঠিক জবাব দেয়ার প্ল্যাটফর্ম।
ভালো লাগলে কম্মেন্ট করে জানাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের ফেইজবুক পেইজে লাইক দিন।