১৪ এপ্রিল থেকে ফেক (ভুয়া) আইডি নিধন শুরু করেছে ফেসবুক সিকিউরিটি টিম। এ
অভিযান চলবে আগামী ছয় মাস। ফেসবুক সিকিউরিটি টিমের এক পোস্টে বলা হয়েছে,
ভুয়া অ্যাকাউন্ট ঠেকানোর কার্যকর উপায় হিসেবে উন্নত ব্যবস্থা নিয়েছে
ফেসবুক।
ফেক নিধন করতে গিয়ে অনেকের আসল আইডিগুলোও স্থায়ীভাবে ডিজেবলড অথবা ডিলিট হয়ে যেতে পারে। যেসব ফেসবুক আইডিতে নিজের ফটো (ছবি), মোবাইল নম্বর, ইমেইল আইডি নেই ফেসবুকের এই নিধন অভিযানে সেগুলো একেবারের জন্য বন্ধ হয়ে যাবে।
এরই মধ্যে কিছু বেনামি নিউজ পোর্টাল একটা মmassage দিয়ে বলছে এটা facebook থেকে পাওয়া massage। আর আপনি যদি সেটা ২৫ জনকে না পাঠান তা হলে আপনার আইডি বন্ধ হয়ে যাবে। আসলে যার কোন ভিত্তি নেই। এটা কিছু অতি উৎসায়ি লোকের কাজ। কিন্তু অনেকেই না বুঝে এই SPAM text সবাইকে পাঠাচ্ছে।
এই টাইপের লেখা গুলি কেউ যদি আপনাকে Send করে আপনি এই লেখা গুলি ignore করবেন এবং কাউকে Forward করবে না। এইগুলি SPAM text..!! এইগুলি থেকে দূরে থাকুন না হয় আপনার Profile এ যদি কেউ SPAM Message এ Report করে তখন আপনার Profile এ সমস্যা হবে। এ কারনে আপনার আইডি ব্লক হয়ে যেতে পারে।
ফেক নিধন করতে গিয়ে অনেকের আসল আইডিগুলোও স্থায়ীভাবে ডিজেবলড অথবা ডিলিট হয়ে যেতে পারে। যেসব ফেসবুক আইডিতে নিজের ফটো (ছবি), মোবাইল নম্বর, ইমেইল আইডি নেই ফেসবুকের এই নিধন অভিযানে সেগুলো একেবারের জন্য বন্ধ হয়ে যাবে।
এরই মধ্যে কিছু বেনামি নিউজ পোর্টাল একটা মmassage দিয়ে বলছে এটা facebook থেকে পাওয়া massage। আর আপনি যদি সেটা ২৫ জনকে না পাঠান তা হলে আপনার আইডি বন্ধ হয়ে যাবে। আসলে যার কোন ভিত্তি নেই। এটা কিছু অতি উৎসায়ি লোকের কাজ। কিন্তু অনেকেই না বুঝে এই SPAM text সবাইকে পাঠাচ্ছে।
এই টাইপের লেখা গুলি কেউ যদি আপনাকে Send করে আপনি এই লেখা গুলি ignore করবেন এবং কাউকে Forward করবে না। এইগুলি SPAM text..!! এইগুলি থেকে দূরে থাকুন না হয় আপনার Profile এ যদি কেউ SPAM Message এ Report করে তখন আপনার Profile এ সমস্যা হবে। এ কারনে আপনার আইডি ব্লক হয়ে যেতে পারে।