Showing posts with label CV. Show all posts
Showing posts with label CV. Show all posts

এভারজবস এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অংশীদারত্বে অনুষ্ঠিত হল ছাত্রছাত্রীদের ক্যারিয়ার কাউন্সেলিং ওয়ার্কশপ

এভারজবস এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অংশীদারত্বে অনুষ্ঠিত হল ছাত্রছাত্রীদের ক্যারিয়ার কাউন্সেলিং ওয়ার্কশপ
ঢাকা, ১৯ জুলাই, ২০১৭-   everjobs.com.bd , বাংলাদেশের দ্রুততম অনলাইন ক্যারিয়ার পোর্টাল গতকাল মঙ্গলবার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সাথে আয়োজন করে তাদের ১৮তম “Conquer Your career'' শীর্ষক ক্যারিয়ার ওয়ার্কশপ। বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার কাউন্সিলের উদ্যোগে নতুন গ্রাজুয়েট যারা পেশাদারী জগতে পা রাখতে যাচ্ছে তাদের কথা মাথায় রেখে অনুষ্ঠানটি পরিচালনা করা হয়। এই সেশনে ভবিষ্যৎচাকরিজীবীদের দেশের শ্রম বাজার সম্পর্কে অবহিত করা এবং ভালো ক্যারিয়ার নির্মাণে অভিজ্ঞদের পরামর্শ প্রদান করা হয়।
 
  

অনুষ্ঠান ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের নামকরা পেশাজীবীদের ছাত্ররা স্বাগত জানায়। আমন্ত্রিত বক্তাগন ছাত্র-ছাত্রীদের তাদের ক্যারিয়ারপছন্দের ক্ষেত্রে সহযোগিতা করেন পুরো সময় জুড়ে।  ১৫০ জন ফ্রেশ গ্রাজুয়েটদের উপস্থিতিতে  ওয়ার্কশপ এর শেষে মক-ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হয় যাতে করে তারা তাদের আগ্রহ এবং দুর্বলতার স্থানটি খুজে পায় যা পরবর্তীতে তাদের ভবিষ্যৎ স্বপ্নের ক্যারিয়ার বেছে নিতে সাহায্য করবে।

এভারজবস বাংলাদেশ এর হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট, আলবার্টো রুস্ক্যালা বলেন, ‘এভারজবস প্রতিটি মানুষের ব্যক্তিগত দক্ষতার উপর বিশ্বাস করে। বাংলাদেশের ত্রুন প্রজন্মের সাথে আমরা আমদের অভিজ্ঞতা সেয়ার করতে চাই যারা আদতে এই দেশের ভবিষ্যৎ বিনির্মাণকরবে। আমারা আশা করি ছাত্র-ছাত্রীরা তাদের আগ্রহ, প্রেরনা, একাগ্রতা,আবেগ, সবলতা প্রয়োজনীয় তথ্যের সাহায্যে তাদের স্বপ্নেরক্যারিয়ার বেছে নিতে পারবে।
বাংলাদেশের মত প্রতিযোগীতামূলক শ্রমবাজারে একই সাথে এমন ক্যারিয়ার যা ছাত্রছাত্রীদের আগ্রহ মেটাবে এবং সফলতার মুখ দেখাবে তা খুজে পাওয়া মোটেই সহজ কাজ নয়। এভারজবস বাংলাদেশ ছাত্রছাত্রীদের তাদের নিজস্ব প্রতিভা বিশ্লেষণ করার পথ পরিবর্তনে সহায়তা এবং তাদের সম্ভাব্য ক্যারিয়ার খুজে পেতে সাহায্য করে।সেশন চলাকালীন এভারজবস তাদের প্রোফাইলের উপর ভিত্তি করেছাত্রছাত্রীদের উপযুক্ত ক্যারিয়ার বেছে নিতে পরামর্শ দেয়।  

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এর হেড অফ ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টার মিঃ নাহিদ হাসান খান বলেন, “এভারজবসের আয়োজনে কর্মশালাটি খুবই উপকারী এবং তথ্যবহুল ছিল যা ছাত্রছাত্রীদেরকে তাদের ক্যারিয়ার নিয়ে ভীতি দূর করতে এবং চ্যালেঞ্জের মুখোমুখি হতে সাহায্য করে এবং তাদেরকে ক্যারিয়ারের ক্ষেত্রে সিদ্ধান্ত নেবার মত দিকনির্দেশনা প্রদান করে

এভারজবস বাংলাদেশ, ইর্স্টান ইউনিভার্সিটি তে তাদের একাদশ “ Conquer Your Career” ও “মাইক্রোসফট এক্সেল ট্রেনিং” শীর্ষক কর্মশালার আয়োজন করল।

এভারজবস বাংলাদেশ, ইর্স্টান ইউনিভার্সিটি তে তাদের একাদশ “ Conquer Your Career” ও “মাইক্রোসফট এক্সেল ট্রেনিং” শীর্ষক কর্মশালার আয়োজন করল।
১১ই এপ্রিল রোজ মঙ্গলবার সকাল ১১:০০ টায় এভারজবস বাংলাদেশ, ইর্স্টান ইউনিভার্সিটি এর কেন্দ্রীয় মিলনায়তনে তাদের একাদশ “কনকিউর ইউর ক্যারিয়ার ও “মাইক্রোসফট এক্সেল ট্রেনিং শীর্ষক ক্যারিয়ার ওয়ার্কশপ এর উপর ট্রেনিং কর্মশালার আয়োজন করেছে। সার্বিক সহযোগিতায় ছিল ইর্স্টান ইউনিভার্সিটি এর ক্যারিয়ার সার্ভিসেস এন্ড ইন্টারন্যাশনাল অফিস (সিএসআইও)। উক্ত কর্মশালায় প্রায় ২০০ এর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। 
 
ক্যারিয়ার সার্ভিসেস এন্ড ইন্টারন্যাশনাল অফিস (সিএসআইও) এর ডেপুটি ডিরেক্টর মো: জামাল উদ্দিন এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। তিনটি ভিন্ন সেশনে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এই কর্মশালার মূল আকর্ষণ ছিল ‘প্রফেশনাল ওয়ার্কশপ অন মাইক্রোসফট এক্সেল ২০১৩ - ১৬। মো: জামাল উদ্দিন তার বক্তব্যে ভবিষ্যত চাকরির জন্য দক্ষতা বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করেন। তিনি জানান যে, “মানুষের দক্ষতা সফট স্কিল নামে পরিচিত। টেকনিক্যাল স্কিল আপনার সাফল্যের উপরে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে যখন আপনি নেতৃত্ব দেন, নেতৃত্বদানে উদ্বুদ্ধ করেন অথবা একটি প্রোফেশনাল দলের সাথে কাজ করেন।ইর্স্টান ইউনিভার্সিটি এর প্রো-ভাইস চেন্সেলর ড. আবদুল হান্নান চৌধুরী বলেন- “এভারজবস্ এর এই ওয়ার্কশপ ফ্রেশ গ্রাজুয়েটদের ইর্ন্টানশীপ এবং চাকরির ব্যাপারে অনেক সাহায্য করবে। সবচেয়ে উত্তম পেশা সেটাই যাতে আপনি আপনার দক্ষতা ব্যবহার করতে পারেন। তিনি শিক্ষার্থীদের তাদের সঠিক পেশা বেছে নিতে উপদেশ দেন।
 
আরেক সেশনে ‘ক্যারিয়ার ইন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মনিয়ে বক্তব্য রাখেন এভারজবস বিডির হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট ফিলিপ রেক্সেল। এতে আলোচ্য বিষয় ছিল- মাল্টিন্যাশনাল ও স্থানীয় প্রতিষ্ঠানসমূহে ক্যারিয়ার গড়ার টিপস এবং চাকরির সুযোগ সুবিধাসমূহ। এছাড়াও অন্য এক সেশনে এভারজবস বিডির কান্ট্রি ম্যানেজার দেবেন্দ্র সিং মাইক্রোসফট এক্সেল এর ব্যবহার নিয়ে ওয়ার্কশপ এবং ‘সিভিলেখার উপর নির্দেশনা দেন।

দেবেন্দ্র সিং বলেন- " এভারজবস্ এ আমরা সব সময় চেষ্টা করি চাকরি সন্ধানকারীদের সর্বত্তোম সুযোগসমূহ প্রদান করতে। এই রকম ইভেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের নতুন চাকরির বাজারে তাদের প্রথম ইন্টারভিউ প্রদানে সহায়তা প্রদান করা হয়, যার কারণে রিক্রটাররা চাকরীপ্রার্থীদের তাদের প্রথম ইন্টারভিউতে আরো প্রফেশনাল এবং প্রেজেনটেবল হিসাবে পায়। 

অনুষ্ঠানটিতে বিশ্ববিদ্যালয় এর অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন- https://www.everjobs.com.bd/
অথবা, যোগাযোগ করুন- জহুরুল এইচ খান ০১৯৫৯৯২৬০৫০।

সফল সময় পরিচালনার জন্য ৯টি সহজ টিপস

সফল সময় পরিচালনার জন্য ৯টি সহজ টিপস

যদি কিছু জানতে চান তাহলে কোন ব্যস্ত ব্যক্তি কে জিজ্ঞেস করুনবেঞ্জামিন ফ্র্যাংকলিন
কখনো খেয়াল করেছেন , সময় কতটা দ্রুত চলে যায়? আপনি যখন প্রচুন্ড ব্যস্ততায় ডুবে থাকেন, সময় কোন দিক দিয়ে পার হয়ে যায় আপনি তা টেরও পান না, দেখতে দেখতে ১টি দিন পার হয়ে যায়। অন্যদিকে আপনি যখন একঘেয়ে সময় কাটান, সময় তখন ধির গতি লাভ করে আর আপনাকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে।
 
আপনি যদি আপনার প্রয়োজনীয় কাজ ঠিক সময় অনুযায়ী সম্পন্ন করতে না পারাদের দলে হয়ে থাকেন, তাহলে বুঝতে হবে আপনার সময় পরিচালনা বা টাঈম ম্যনেজম্যন্ট দক্ষতা একেবারেই নেই বললেই চলে। এক্ষেত্রে যা হয়, আপনি হয়ত কম প্রয়োজনীয় কাজ আগে করবেন, অন্যদিকে আপনার অত্যন্ত প্রয়োজনীয় কাজ হয়ত আপনি রেখে দিয়েছেন। যাইহোক, আপনি কিছু কৌশল অবলম্বন করে এই দুর্দশা কাটিয়ে উঠতে পারেন।  কার্যকরী সময় ব্যবস্থাপনা একজন কর্মী কে আরও বেশি দক্ষতাসম্পন্য করে তোলে।

১। নোট/ ডাইরি  রাখুনঃ

অধিকাংশই প্রশ্ন করে থাকেন, গুরুত্বপূর্ণ  সময় গুলো সম্পরকে কিভাবে মনে রাখব। এক্ষেত্রে আপনি যদি এই সময় টি নোট করে রাখেন তাহলে আপনার জন্য সুবিধা হয়। বিশেষত এই মুহূর্তে যদি আপনার প্রচুর কাজের চাপ থাকে আর আপনার সাথে যদি প্রত্যেকটা কাজ সময় অনুযায়ী নোট করে রাখেন, সেক্ষত্রে আপনি লাভবান হবেন।  আপনি যদি আপনার প্রতিদিনের কাজ সময় অনুযায়ী লিখে রাখেন তাহলে আপনি বুঝতে পারবেন আসলে কেন আপনি এতদিন সময়মত কাজ করতে পারেন নি।

২। প্রতিদিনের প্ল্যান করুনঃ

সপ্তাহ, মাস কিংবা বছরের প্ল্যান করুন। আপনি যখন আপনার অফিসের ডেস্কে এসে বসেন, প্রথমেই এক গ্লাস পানি নিন তারপর আপনার পুরো দিনের পরিকল্পনা করুন। ৩০ মিনিট সময় নিন এবং চিন্তা করুন সারাদিন আপনাকে আজ কি কি করেত হবে। আজকের দিনে কোন কোন কাজের প্রাধান্য আগে দিতে হবে, আপনার আজকের অর্জন কি হবে। এই পদ্ধতি আপনাকে সাহায্য করবে যেন আপনি কোন গুরুত্বপূর্ণ কিছু না ভুলে যান, আর আপনার কি কি করণীয় আছে তা মনে করিয়ে দিতে সাহায্য করে।

৩। বিরতি নিনঃ

আপনি সারাদিন ডেস্কে বসে আছেন আর তাই আপনিই সেরা কর্মী এমনটা ভাবলে কিন্তু ভুল করছেন। এমন টা হলে কিন্তু আপনি মানসিক ক্লান্তি তে ভুগবেন।মানসীক ক্লান্তিআপনাকে আরও বেশি ক্লান্ত করে দেয়, সেই সাথে,আপনার কাজ করার উদ্দিপনা আপনার ইচ্ছা শক্তিকে কমিয়ে আনে। ফলাফল স্বরুপ আপনার কাজ করার ক্ষমতা কার্যদক্ষতা কমিয়ে আনে। সুতরাং কাজের ফাকে ফাকে বিরতি নিন। কিছুক্ষন হাটাহাটি করুন, হাতমুখে হালকা পানি দিন, হালকা পানীয় নিতে পারেন। এতে করে আপনার কাজের গতিশীলতা বাড়বে

৪। একাধিক কাজের  চাপঃ

আপনি কি খুব ব্যস্ত? আপনার কাজের ভিষণ চাপ, সেক্ষেত্রে যা করবেন, কাজগুলোকে ভাগ করে নিন আপনি কোন ক্লায়েন্ট এর সাথে কথা বলছেন এবং একই সাথে যদি ইমেইল লিখতে থাকেন, খুব বেশি কষ্টদায়ক মনে হয়না হবে। ভুল। এভাবে কাজ করলে আপনার ভুল হবার সম্ভাবনা বেশি থাকে তাই যখনি কোন কাজ করবেন মনোযোগ সহকারে করবেন। যদি কাজের বেশি চাপ থাকে তাহলে তার একটি সময়সূচি করে নিতে পারেন।

৫। সব কাজ একবারে শেষ করতে পারবেন নাঃ

খুব সহজ না যখন আপনার কাজের চাপ অনেক বেশি থাকে, আপনি এক্ষেত্রে যতই সক্রিয় থাকুন না কেন। একটি কার্যকর সময় ব্যবস্থাপনা কৌশল আপনাকে সাহায্য করবে আপনি যাতে সময়মত আপনার সব কাজ শেষ করতে পারেন। প্রত্যক্টি দিন আপনার কাছে নতুন মনে হবে যখন আপনি প্রতিদিনের কাজ সময় মত সম্পন্ন করতে পারবেন।

৬। না বলতে শিখুনঃ

একজন সফল মানুষের অন্যতম গুণ হল সুন্দর ভাবে  নাবলতে পারা। একদিন আপনি অফিসে কাজ করার জন্য যেটুকু সময় পান তাতে আপনার বাড়তি কাজের সময় থাকেনা। আপনি বিভিন্ন পদ্ধতি তে না বলতে পারবেন। আপনি যদি সরাসরিনাবলতে ব্যর্থ হন , আপনি অন্যভাবেও বলতে পারেন, যেমন, যেমন আপনি বলতে পারেন, এই মুহূরতে আপনি অন্য কাজে ব্যস্ত আছেন, অথবা, এটা আপনি করলেই ভাল হবে কারন আপনি এর জন্য উপযুক্ত।

৭।  বিক্ষিপ্ত কার্য পরিচালনাঃ 

ধ্রুন, আপনি কাজ করার জন্য প্রস্তুত এবং আপনার এর জন্য যা দরকার তার সব কিছুই আছে। তারপর আপনার ফোন কথা বলছেন, ইমেইল চেক করছেন, মাঝে মাঝে স্যোশ্যাল মিডিয়াতে যাচ্ছেন। হয়ত এই ২০ মিনিট আপনি ব্যয় করেছেন কিন্তু কোন কাজ আপনি করেন নি। কি হবে আপনার সাথে ? আপনি শুধু বিক্ষিপ্ত ভাবে আপনার সময় পার করেছেন। সুতরাং সমইয় জ্ঞান সম্পরকে সচেতন হোন। আপনার ফোন সংযোগ বন্ধ করুন, স্যোশ্যাল মিডিয়া থেকে বিচ্ছিন্ন থাকুন শুধু মাত্র ঘন্টার জন্য। দেখবেন আপনি আপনার কাঙ্খিত কাজ গুলোর প্রায় অনেক্টুকু সম্পন্ন করে ফেলেছেন।

৮। গড়িমসি করবেন নাঃ

আবারও বলছি , গড়িমসি করবেন না। আপনার যদি কোন কাজ শুরু  করতে সমস্যা হয়, তাহলে এক কাজ করুন, কাজ টিকে ছোট করে ভেঙ্গে নিন। কোন বড় ছবির দিকে তাকান, আর বড় ছবিটির যেকন অংশের দিকে তাকান, মানুষ কখনোই একটি বড় কাজ একেবারে সম্পন্ন করতে পারেনা, কিন্তু অনেকেই চিন্তা করে থাকে তারা পারবেন। এক্ষেত্রে তারা কোন কাজ সম্পন্ন করতে পারেনা। সুতরাং আপনি কি করবেন ভাবুন। নিজেকে বলুন যে আপনি খুবি ছোট একটি কাজ করতে যাচ্ছেন যা খুব অল্প সময়ে শেষ হয়ে যাবে। কাজ শেষ আপনি নিজেকে নিজে বাহবা দিবেন। সুতরাং কোন বড় কাজ কে ছোট ছোট  অংশে ভাগ করে নিন।

৯। সময় কে ভাগ করে নিনঃ

মুল্যবান কিছু  অর্জন করতে দুটি জিনিস প্রয়োজন হয়: একটি পরিকল্পনা,অন্যটি  সময় ‘- লিওনার্ড বার্নস্টেন।। আমি পুরোপুরি এই উদ্ধৃতি সাথে একমত। সুতরাং সফলতা লাভের একমাত্র উপায় হল নির্ধারিত সময়ে আপনার কাজ শেষ করুন। সময় পরিচালনা আপনাকে এই দক্ষতা অর্জন সহায়তা করবে। আপনার কাজ আপনি ঠিক সময়ে সম্পন্ন না করলে যা হবে, আগামীকাল আপনাকে একই কাজ সময় ব্যয় করতে হবে সুতরাং আপনার সময় এর ঘাটতি হলে, চেষ্টা করুন ঠিক সময়ে কাজ টি শুরু করার।

বোনাস টিপস: সু-শৃঙ্খলাঃ

আপনি কতবার নিজেকে নিজে প্রেরনা দিয়েছেন?  এখানে সম্ভাবনা আছে সাথে উত্তর আছে। একটিই সমস্যা , যা হল প্রেরনা নিয়ে। আপনার নিজ প্রেরনা আপনাকে একটি গুরুত্বপূর্ণ পর্যায় নিয়ে যায়। প্রেরনা আপনার বন্ধু নয় এটা মনে রাখবেন। নিজের প্রতি নিজে বিশ্বাষ রাখুন এবং সু-শৃঙ্খল ভাবে কাজ করে যান। আপনার ডেস্কে বসে কাজ করুন, সময় নিরধারন করুন কখন কোন কাজ করবেন। আপনি যদি এই নিরধারিত সময়ের ভেতর কোন কাজ নাও করতে পারেন , সমস্যা নেই, কারণ আপনি যদি সু-শৃঙ্খল ভাবে এই পদ্ধতি পুনরাবৃত্তি করেন, যা কার্যকর সময় ব্যবস্থাপনা জন্য অন্যতম পদ্ধতি, অবশ্যই আপনি সফল হবেন। আপনার কাজের চাপ খুব বেশি থাকলে , আপনার মানসীক চাপ কমানোর জন্য আমাদের গাইড লাইন অনুসরন করতে পারেন। এতে করে আপনার পরবর্তী কাজের অনুপ্রেরণা বাড়বে। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন- https://www.everjobs.com.bd/ অথবা যোগাযোগ করুন জহুরুল হক খান  01959926050.