১১ই
এপ্রিল রোজ মঙ্গলবার সকাল ১১:০০ টায় এভারজবস বাংলাদেশ, ইর্স্টান ইউনিভার্সিটি এর কেন্দ্রীয়
মিলনায়তনে তাদের একাদশ “কনকিউর ইউর ক্যারিয়ার” ও “মাইক্রোসফট এক্সেল ট্রেনিং” শীর্ষক ক্যারিয়ার
ওয়ার্কশপ এর উপর ট্রেনিং কর্মশালার আয়োজন করেছে। সার্বিক সহযোগিতায় ছিল ইর্স্টান
ইউনিভার্সিটি এর ক্যারিয়ার সার্ভিসেস এন্ড ইন্টারন্যাশনাল অফিস (সিএসআইও)। উক্ত কর্মশালায়
প্রায় ২০০ এর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
ক্যারিয়ার
সার্ভিসেস এন্ড ইন্টারন্যাশনাল অফিস (সিএসআইও) এর ডেপুটি ডিরেক্টর মো: জামাল উদ্দিন
এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। তিনটি ভিন্ন সেশনে অনুষ্ঠানটি সম্পন্ন
হয়। এই কর্মশালার মূল আকর্ষণ ছিল ‘প্রফেশনাল ওয়ার্কশপ অন মাইক্রোসফট এক্সেল ২০১৩
- ১৬। মো: জামাল উদ্দিন তার বক্তব্যে ভবিষ্যত চাকরির জন্য দক্ষতা বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ
করেন। তিনি জানান যে, “মানুষের দক্ষতা সফট স্কিল নামে পরিচিত। টেকনিক্যাল স্কিল আপনার
সাফল্যের উপরে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে যখন আপনি নেতৃত্ব দেন, নেতৃত্বদানে উদ্বুদ্ধ
করেন অথবা একটি প্রোফেশনাল দলের সাথে কাজ করেন। “ইর্স্টান
ইউনিভার্সিটি এর প্রো-ভাইস চেন্সেলর ড. আবদুল হান্নান চৌধুরী বলেন- “এভারজবস্ এর এই
ওয়ার্কশপ ফ্রেশ গ্রাজুয়েটদের ইর্ন্টানশীপ এবং চাকরির ব্যাপারে অনেক সাহায্য করবে।
সবচেয়ে উত্তম পেশা সেটাই যাতে আপনি আপনার দক্ষতা ব্যবহার করতে পারেন। তিনি শিক্ষার্থীদের
তাদের সঠিক পেশা বেছে নিতে উপদেশ দেন।“
আরেক
সেশনে ‘ক্যারিয়ার ইন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম’নিয়ে বক্তব্য রাখেন এভারজবস
বিডি’র হেড অফ বিজনেস
ডেভেলপমেন্ট ফিলিপ রেক্সেল। এতে আলোচ্য বিষয় ছিল- মাল্টিন্যাশনাল ও স্থানীয় প্রতিষ্ঠানসমূহে
ক্যারিয়ার গড়ার টিপস এবং চাকরির সুযোগ সুবিধাসমূহ। এছাড়াও অন্য এক সেশনে এভারজবস
বিডি’র কান্ট্রি ম্যানেজার
দেবেন্দ্র সিং মাইক্রোসফট এক্সেল এর ব্যবহার নিয়ে ওয়ার্কশপ এবং ‘সিভি’লেখার উপর নির্দেশনা
দেন।
দেবেন্দ্র
সিং বলেন- " এভারজবস্ এ আমরা সব সময় চেষ্টা করি চাকরি সন্ধানকারীদের সর্বত্তোম
সুযোগসমূহ প্রদান করতে। এই রকম ইভেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের নতুন চাকরির বাজারে
তাদের প্রথম ইন্টারভিউ প্রদানে সহায়তা প্রদান করা হয়, যার কারণে রিক্রটাররা চাকরীপ্রার্থীদের
তাদের প্রথম ইন্টারভিউতে আরো প্রফেশনাল এবং প্রেজেনটেবল হিসাবে পায়।
অনুষ্ঠানটিতে
বিশ্ববিদ্যালয় এর অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়। বিস্তারিত
জানতে আজই ভিজিট করুন- https://www.everjobs.com.bd/
অথবা, যোগাযোগ করুন- জহুরুল এইচ খান ০১৯৫৯৯২৬০৫০।
অথবা, যোগাযোগ করুন- জহুরুল এইচ খান ০১৯৫৯৯২৬০৫০।