Showing posts with label রেচিপি. Show all posts
Showing posts with label রেচিপি. Show all posts

কি ভাবে ঘরে বসে তৈরি করবেন মজাদার প্যান পিজ্জা

কি ভাবে ঘরে বসে তৈরি করবেন  মজাদার প্যান  পিজ্জা
পিজ্জা একটি অতি জনপ্রিয় মুখরোচক খাবার। যে কোন পার্টিতে পিজ্জা হলে মন্দ হয় না। গেস্টও খুশি আপনিও খুশি। আর তা যদি হয় নিজের হাতে বানানো??? তাহলে কেমন হবে ভাবছেন? খুব খারাপ হবে, তাইতো? কারন আপনার পিজ্জা রেস্তোরায় বানানো পিজ্জার মত সাধ হয় না। কারন আপনি সঠিক ভাবে পিজ্জা বানাতে পারেন না।

আপনার বানানো পিজ্জা যাতে টেস্টি হয় তার জন্য আমাদের আজকের আয়োজন কি ভাবে মুখরোচক মজাদার প্যান  পিজ্জা বানাবেন।


ডো এর উপকরনঃ

  1. ময়দা - ৩ কাপ
  2. কুসুম গরম পানি - ১ কাপ
  3. ইস্ট - ২ চা চামচ
  4. সয়াবিন / জলপাই তেল - ২ টেবিল চামচ
  5. লবণ - ১ চা চামচ
  6. চিনি - ১ টেবিল চামচ


 ডো তৈরি:

প্রথমে হালকা গরম পানিতে ইস্ট গুলে ৫ মিনিট রাখুন। আলাদা পাত্রে সব উপকরণ ভাল ভাবে মিক্স করে নিন। কুসুম গরম পানি দিয়ে রুটির আটার মতো ডো তৈরি করুন।একটু বেশি সময় নিয়ে হাতে খুব ভালো করে মেখে নিতে হবে। এবার ডো ২/৩ ঘণ্টা গরমস্থানে অথবা চুলার পাশে ঢেকে রাখুন।

পিজার ফিলিং:


  • গরুর মাংসের কিমা - ১ ১/২ কাপ
  • টমেটো কুচি - ২টি
  • পেঁয়াজ কাটা - ৪টি
  • কাঁচামরিচ কুচি - ৩ টেবিল চামচ
  • কর্নফ্লাওয়ার - ২ টেবিল চামচ।
  • ধনিয়া,জিরা গুঁড়া - ১ চা-চামচ
  • আদা,রশুন বাটা - ১ চা-চামর
  • পেয়াজ বাটা - ১ টেবিল চামচ
  • চিজগ্রেট - ১ কাপ
  • তেল - ২ টেবিল চামচ
  • টমেটো সস - ৫ টেবিল চামচ
  • টেস্টিং সল্ট - ২ চা-চামচ
  • লবণ - পরিমানমতো

ফিলিং তৈরি:

প্রথমে মশলা সব দিয়ে কিমা কষান। সিদ্ধ হয়ে আসলে একে একে সব কিছু দিয়ে দিন। নামানোর আগে টেস্টিং সল্ট ও কর্নফ্লাওয়ার আধা কাপ পানিতে গুলে দিয়ে কিছুক্ষন নেড়েচেড়ে নামিয়ে ফেলুন।

সাজানোর জন্য:

টমেটো গোল করে কাটা ২ টি, ক্যাপ্সিকাম ১টি গোল করে কাটা।

পিজা তৈরি :

  • ফুলে ওঠা খামিরটাকে সমান চারটি ভাগে ভাগ করে নিন।
  • প্রতিটি ভাগ রুটির মতো বেলুন।
  • প্যান গরম করে রুটির এক পিঠ সেকে নিন।
  • রুটির সেকা দিকে সস দিয়ে কিমা ভাল করে ছড়িয়ে দিন।
  • গ্রেট করা চিজ ওপরে দিয়ে দিন।
  • সাজানোর উপকরণ গুলো উপরে সুন্দর করে সাজিয়ে দিন।
  • প্যান আবার গরম করুন।
  • গরম হলে সাজানো পিজা প্যানে দিয়ে দিন।
  • অল্প আচে ৭/৮ মিনিট ঢেকে রাখুন।
  • এর মধ্যে তৈরি হয়ে যাবে মজাদার পিজ্জা।

পরিবেশন :

টমেটো সস দিয়ে পরিবেশন করুন গরম গরম সুস্বাদু প্যান পিজ্জা।


এখন বাসায়-ই তৈরি করুন মজাদার মুচমুচে চিকেন ফ্রাই

এখন বাসায়-ই তৈরি করুন মজাদার মুচমুচে চিকেন ফ্রাই
চিকেন ফ্রাই নামটার সাথে এখন আমারা সবাই পরিচিত। গ্রাম বলি আর শহর, সব খানেই এটি পরিচিত। তবে First Food এর দোকানেই এর সীমাবদ্ধতা বেশি। আর যারা বাড়িতে চিকেন ফ্রাই তৈরি করেন তারা দোকানের মত মুচমুচে করতে পারেন না। আর তাই আপনাদের জন্য সংগ্রহ করলাম চিকেন ফ্রাই এর গোপন রেচিপি। চলুন জেনে নিই কি ভাবে তৈরি করবেন মুচমুচে চিকেন ফ্রাই।
চিকেন ফ্রাই

যা যা উপকরন লাগবে


  1. চামড়া সহ ১ কেজি ওজনের ১টি ফার্মের মুরগী ৪ টুকরা করা (চামড়া সহ)
  2. ঘন দুধ ১/২ কাপ
  3. টেস্টিং সল্ট ১ চা চামচ
  4. বেকিং সোডা ১ চা চামচ
  5. কর্ন ফ্লাওয়ার ২ টে চামচ
  6. চিলি সস ১ টে চামচ
  7. ওয়েস্টার সস ১ চা চামচ
  8. কালো গোলমরিচের গুঁড়ো ১ চা চামচ
  9. লবণ ২ চা চামচ
  10. লেবুর খোসা গ্রেট করা ২ টে চামচ
  11. চিকেন ভাজার জন্য তেল
ভাল করে দেখে নিন উপকরনের কিছু বাদ পড়লো কিনা। উপকরন ঠিক থাকলে চলুন এবার রান্না করা যাক।

কি ভাবে রান্না করবেন


  • সবকিছু পানি দিয়ে গুলে ব্যাটার রেডি করে রাখুন। এবার পালা কোটিং-এর
  • কর্ন ফ্লেক্স ১ কাপ সেমি ক্রাশ করা
  • ব্রেড ক্রাম্ব ১ কাপ
  • টেস্টিং সল্ট ১/২ চা চামচ
  • প্যাপরিকা পাউডার ১ চা চামচ
  • একটা পলিথিন ব্যাগে সব কিছু ঢেলে ভালো ভাবে ঝাঁকিয়ে মিশিয়ে নিন।
  • প্রথমেই চিকেনের পিসগুলোকে ১৫ মিনিট স্টিম করে বা ভাপিয়ে নিতে হবে।
  • এবার একটা করে চিকেনের পিস ব্যাটারে চুবিয়ে কোটিং এর ব্যাগে ভরে ভালো করে ঝাঁকান।
  • এবার ডুবো তেলে ৫ মিনিট ভেজে তুলে তেল ঝরিয়ে নিন।
  • ক্রিসপি কোটিং-এর জন্য পুনরায় ভাজা চিকেনের পিস গুলোকে ব্যাটারে চুবিয়ে শুকনো মিশ্রণে কোটিং করে আবারো ডুবো তেলে সোনালী করে ভেজে তুলুন এবং তেল ঝরিয়ে নিন। ডাবল লেয়ার করতে না চাইলেও কোন সমস্যা নেই। একবারই ব্যাটারে চুবান ও কোটিং করুন। সেক্ষেত্রে ভাজার আগে ফ্রিজে রেখে দিন এক ঘণ্টা। কমপক্ষে আধা ঘণ্টা। এবং অবশ্যই চামড়াসহ নিন মুরগির টুকরোগুলো।
ব্যাস হয়ে গেল আপনার চিকেন ফ্রাই। এবার গরম গরম পরিবেশন করুন সস এর সাথে।
ফ্রায়েড চিকেনের ক্রিসপ ভাব চলে গেলে ইলেক্ট্রিক ওভেনে কম তাপমাত্রায় ৩০ মিনিট রেখে দিন। আবারো মুচমুচে হয়ে যাবে।
বিঃ দ্রাঃ ভাজার জন্য তেল ১ লিটার রাখুন। তেলে কিপটেমি করলে কিন্তু চিকেন ফ্রাই ভালো হবে না মোটেও।
যেভাবে করবেন পারফেক্ট চিকেন ফ্রাই।



হয়ে যাক বন্ধুদের নিয়ে বার-বি-কিউ পার্টি!!!

হয়ে যাক বন্ধুদের নিয়ে বার-বি-কিউ পার্টি!!!
আমারা বাঙ্গালিরা আড্ডা ভালই দিতে পারি। আর আড্ডা হবে খাওয়া-দাওয়া হবে না এটা হতে পারে না। আর সেটা যদি রাতে বা দূরে কোন পিকনিকে হয় তা হলে বার-বি-কিউ পার্টিই ভালো জমে।আর তাই আপনাদের জন্যে নিয়ে আসলাম বার-বি-কিউ পার্টির রেচিপি।
নিজের হাতে বানানো বার-বি-কিউ খাওয়ার মজাই আলাদা

উপকরন

  1. মুরগী – ১ টি ( ৪/৮ টুকরা করে কাটা )
  2. টক দই – ৪ টেবিল চামচ
  3. বারবিকিউ সস – ২ চা চামচ
  4. গোল মরিচের গুঁড়া – আধা চা চামচ
  5. শুকনা মরিচের গুঁড়া – আধা চা চামচ
  6. আদা বাটা – ২ চা চামচ
  7. রসুন বাটা – ২ চা চামচ
  8. তেজ পাতা – ২ টি
  9. লবঙ্গ – ২ টি
  10. লবন – স্বাদ মতো
  11. ধনে পাতা কুচি – সাজাবার জন্য
  12. জাফরান – এক চিমটি
  13. সবশেষে যা লাগবে তা হলো নেট এবং কয়লা

বার-বি-কিউ বানানোর পক্রিয়া

বার-বি-কিউ
  • মুরগী ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখুন ।
  • একটি পাত্রে দই নিয়ে ভালো করে ফেটিয়ে নিন ।
  • এবার দই এর সাথে বারবিকিউ সস , গোল মরিচের গুঁড়া , শুকনা মরিচের গুঁড়া , আদা বাটা , রসুন বাটা , লবন , তেজপাতা , লবঙ্গ ও সামান্য জাফরান ভাল মতো মিশিয়ে নিন ।
  • দই এর মিশ্রণের সাথে মুরগীর টুকরা গুলো দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রাখুন কমপক্ষে আধা ঘণ্টা ।
  • এবার ম্যারিনেট করা মুরগী কয়লার উপর রাখা জালিতে গ্রিল করতে থাকুন( যদি বাসায় করেন তাহলে ওভেনে ২৫০ ডিগ্রি সেলসিয়াসে ১০ মিনিট গ্রিল করে নিন )।
  • গ্রিল করার সময় মাঝে মাঝে সামান্য মাখন মুরগীর গায়ে ব্রাশ করে দিন , এতে চিকেনের স্বাদ আরও বেড়ে যাবে ।
  • এক পিঠ হয়ে গেলে অপর পিঠটাও একই ভাবে  গ্রিল করে নিন ।
  • দুই পিঠ ভাল করে গ্রিল করা হয়ে গেলে ওভেন থেকে বের করে প্লেটে সাজিয়ে ওপরে সামান্য গোল মরিচের গুঁড়ো ও ধনে পাতা কুচি ছড়িয়ে দিন । আর যারা আউটডোরে করবেন তারা নিজেদের মত করে সাজিয়ে নিন।
  • নান রুটি বা গ্রিন সালাদের সাথে গরম গরম পরিবেশন করুন জিভে জল আনা বার-বি-কিউ চিকেন ।

নিয়মিত আপডেট পেতে আমাদের ফেইজবুক ফেইজে লাইক দিন। ধুমকেতু ব্লগ

বার-বি-কিউ