Showing posts with label বিশ্ব. Show all posts
Showing posts with label বিশ্ব. Show all posts

জেনে নিন এমন ১৫ টি মডেলের গড়ি সম্পর্কে যা তৈরির পর গাড়ি শিল্পেরই পরিবর্তন হয়ে গেছে

জেনে নিন এমন ১৫ টি  মডেলের গড়ি সম্পর্কে যা তৈরির পর গাড়ি শিল্পেরই পরিবর্তন হয়ে গেছে
পৃথীবিতে গাড়ির অস্তিত্ব আছে শতবছর ধরে, এবং সে সময় থেকে আমরা দেখেছি হাজার রকমের গাড়ির মডেল।  যার বেশির ভাগই বাজারে এসেছে আর চলে গেছে। এর বেশির ভাগ মোটামুটি একই ধরনের মডেল। এদের মধ্যে খুব কম গাড়ি ছিল যেগুলিকে উদ্ভাবনী বলা যেতে পারে।
আমি আজ আপনাদের সাথে এমন ১৫ টি গাড়ির ইতিহাস তুলে ধরবো যে গাড়ি গুলোর ডিজাইন ছিল জগত বিক্ষ্যাত। 
আজ থাকছে ৫ টি গাড়ির কথা। বাকি ১০ টি মডেল আরোও দুইটি পোষ্টের মাধ্যমে দেয়া হবে।




১। Benz’s Patent-Motorwagen – ১৮৮৫

Benz’s Patent-Motorwagen – ১৮৮৫
এটি ছিল বিশ্বের প্রথম গাড়ি। গাড়িটি একটি উদ্যেশ্য নিয়ে তৈরি করা হয়, এটিই ছিল প্রথম স-চালিত গাড়ি। এই মটরগাড়িটি আবিষ্কারের আগে মানুষ ভ্রমনের জন্য গোড়া এবং বগি ব্যবহার করত। এটি  ছিল দুই আসন বিশিষ্ট গাড়ি।   এই গাড়ির পিছনে চারটা মোটর লাগানো ছলো।  এই গাড়িটির সত্যিই ক্রয় মূল্য আছে তা প্রমান করতে বেঞ্জ এর স্ত্রী, বেরথা এবং তাদের দুজন সন্তান মিলে ১২০ মেইল রাস্তা পাড়ি দেন এই গাড়ি দিয়ে। যখন তারা ফিরে আসে তখন তিনি বর্ননা করেন কি ভাবে এই গড়ির সাধারন সমস্যা গুলি ঠি করতে হয় গাটার এবং পিন ব্যবহার করে।




২। Ford’s Model T – 1908

Ford’s Model T – 1908
Ford's Model T- গাড়িটি গাড়ি শিল্পে একটি বিপ্লব নিয়ে আসে তিন ভাবে এটা নিজেকে পরিচিত করায় সমবেত লাইন হিসেবে, যা মধ্যবিত্ত মাসুষের জন্য সাশ্রয়ী মূল্যে গড়ি তৈরি করে এবং বিশ্ব ব্যপি উন্মূক্ত করে দেয়। The Ford Model T গড়িটি ছিলো প্রথম গাড়ি যা অনেক নির্বরশীল এবং কার্যকরি। Henry Ford নিজে এসেম্ব্যলি লাইন গাড়িটি উদ্ভাবন করেন নি। কিন্তু তিনিই প্রথম এটিকে গাড়ি আকারের রুপ দেন। যা এখনো বর্তমান যুগে ব্যবহিত হচ্ছে( যদিও উচ্চ প্রযুক্তির যন্ত্র-পাতি ব্যবহার করে)।  এই কারনে গাড়িটি মধ্যবিত্ত মানুষের কাছে ব্যপক জনপ্রিয়তা পায়। এর আগে গাড়ি ছিলো শুধু ধনি মানুষের জন্য। এখানেই শেষ না, Fordএর তৈরি Model T সারা পৃথীবিতে কারখানা খুলে বিক্রিত প্রথম গাড়ি।

৩। Cadillac’s Touring Edition – 1912

Cadillac’s Touring Edition – 1912
হেনরি ফোর্ড প্রথমিকভাবে ক্যাডিল্যাক প্রতিষ্ঠিত করেন, কিন্তু একটি বিবাদে জড়ানোর পর। কোম্পানি চালুরেখে তিনি ১৯১২ সালে ভ্রমনকারীদের জন্য একটি গাড়ির মডেল নিয়ে বেড়িয়ে পড়েন। এ গাড়িটি ক্যাডিল্যাকে প্রতিষ্ঠিত করে বৈদ্যুতিক স্টার্টার এবং বিলাশবহুল গাড়ি হিসেবে। এর আগে মানুষ গাড়ি স্টার্ট দিত হাত দিয়ে ইঞ্জিনের তাঁর টানার মাধ্যমে। এটা ছিল বিপদজনক পদ্ধতি যা দ্বারা মানুষ হাত ভাংগা এবং আঙ্গুল জখম হওয়ার ঘটনা ছিলো নিত্তদিনের। এই মডেলটি মহিলা ড্রাইভারদের অনেক বেশি আকৃষ্ট করে।







৪। Essex’s Closed Coach – 1918

Essex’s Closed Coach – 1918
Essex, 1918 সালে হাডসন মোটর কোম্পানি দ্বারা প্রতিষ্ঠিত হয়। কিন্তু Essex চার বছরের মধ্যে আবার ফিরে যায় হাডসন কোম্পানিতে। এবং এই চার বছরের মধ্যে Essex আরো ছোট এবং সাশ্রয়ী মূল্যে। এটি হুড খোলা গাড়ির অবসানা ঘটিয়ে সম্পূর্ণরুপে ঘিরা গড়ির প্রবনতা শুরু করে।





Ford’s Model 18 – 1932

৫। Ford’s Model 18 – 1932

১৯৩২ সালে ফোর্ড মডেল ১৮ নিয়ে আসে প্রথন দ্রুতগতির V8 ইঙ্গিনের গাড়ি। এর সাথে যোগ করা হয় চার স্টোক ইঞ্জিনের B মডেল। 18এর 3.6 V8 মোটর গড়িটি শক্তি উৎপাদন করে ৬৫ হর্স-পাওয়ার। যা ছিল একটি বড় সাফল্য। মডেল ১৮ এমন একটি গাড়ি যা গাড়ি শিল্পকে অনেক বড় পরিবর্তন এনে দিয়েছে।












আপনার না দেখা কিছু আশ্চর্যজনক ঘটনা (ভিডিও)

আপনার না দেখা কিছু  আশ্চর্যজনক ঘটনা (ভিডিও)
প্রতিনিয়ত বিশ্বে ঘটে চলেছে না ধরনের ঘটনা। তার কয়টাই বা আমরা দেখতে পারি বা জানতে পারি?? বিশ্বে যত রকম আশ্চর্যজনক ঘটনা ঘটে তার বলতে গেলে আমারা কিছুই জানিনা। নিচের সারে চার মিনিটের ভিডিওটি দেখলে আপনি আপনার না দেখার তালিকা কিছু হলেও কমাতে পারবেন। 




আপনার প্রিয় দলের জার্সিকে কোনটি? এখনই ভোট করে জানিয়ে দিন

আপনার প্রিয় দলের জার্সিকে কোনটি? এখনই ভোট করে  জানিয়ে দিন
ক্রিকেট খেলায় সেরা জার্সি কোনটি?? এই বিষয় নিয়েই চলছে  ভোটা- ভোটি।
ESPN ক্রিকইনফো আয়োজন করেছে  Cricket in colour - What's your favourite team kit? নামে এই এভেন্টের। এখানে আপনি আপনার প্রিয় দলের জার্সিকে ভোট করতে পারবেন। 

এই ওয়েব সাইটে বাংলাদেশের 'Green and red" নামের শিরনামে জার্সি দেখাচ্ছে। এখানে বাংলাদেশ বেশ সুবিধা জনক অবস্থানে আছে। বাংলাদেশের অবস্থান এখন এক নম্বর এ। তাই এখনই বাংলাদেশের জার্সিকে ভোট করতে নিছের লিঙ্ক এ গিয়ে ভোট দিন।


Green & Red

শাহরুখ খানের নতুন ছবি "ফ্যান" ট্রিজার (ভিডিও)

শাহরুখ খানের নতুন ছবি "ফ্যান" ট্রিজার (ভিডিও)
অবশেষে পাবলিশ হল শাহরুখ খানের নতুন ছবি ফ্যান এর First Look। ছবির ট্রিজারটি গত কাল ইউটিউবে আপলোড করা হয়। ছবিটির পরিচালক মনিষ শর্মা। ছবিটি নিন্মিত হচ্ছে ইয়াশ রাজ ফ্লিম এর ব্যানারে।
Fan

শাহরুখ খানেরকে নিয়ে সিনেমা বানাবেন আর পরিচালক কোন বাড়তি সুবিধা  পাবে না সেটা কি ভাবে হয়। ১ মিনিট ৩ সেকেন্ড এর এই ট্রিজারে শাহরুখ খানের ফ্যানদের উন্মাদনা আর আবেগ মহূর্ত্য গুলই প্রধান্য পায়। মজার বিষয় হল এইউন্মাদনা আর আবেগ মহূর্ত্য গুল কোন অভিনয় না। এই সবই রিয়েল। এই সবের জন্য পরিচালকে কোন আলাদা শুট করতে হয়নি। এই সিন গুল বলিউড সুপারস্টার শাহরুখ খানের জন্মদিনউপলক্ষে শ্যুট করা হয়।

বলিউড বাদশা যেখানে আছেন সেখানে অভিনয়ের জন্য আলাদা ফ্যানদের ডেকে আনার জামেলা পরিচালকে করতে হয়নি। শাহরুখ খান যেখানে শুটিং করেন সেখানে হাজার হাজার মানুষের ঢল এমনিতেই নেমে আসে।
ফ্যান ছবির রিলিজ সময় ঠিক করা হয়েছে এপ্রিল ১৫, ২০১৬ তারিখ।



ভারত সমর্থক সুধীরের উপর উপর কি হামলা হয়েছে? (প্রমান সহ)

ভারত সমর্থক সুধীরের উপর উপর কি হামলা হয়েছে? (প্রমান সহ)
 খেলা শেষে মিরপুর স্টেডিয়ামের বাইরে ভারত সমর্থক সুধীর গৌতমের উপর হামলা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম দাবি করেন।
কিন্তু এই সুধীর  গোতম এর উপর হামলা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। এক কথায় ঝড় বয়ে যাচ্ছে। এই বিষয়ে ABP News youtube এ একটি ভিডিও আপলোড করে। আর সেই ভিডিও নিয়েই বাংলাদেশী সমর্তকরা সামনে এগেয়ে যাচ্ছেন।
বাংলাদেশ এই সমর্থকদের দাবি ভিডিওটি এক দিন আগে ধারন করা।  নিছে এই ব্যাপারে কিছু ফেইজবুক স্ট্যাটাস ও কমেন্ট দেয়া হল  পাঠকদের শুবিধার জন্য

সাইবার ৭১ এর পেইজের স্ট্যাটাস এইরকম
"মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে ভারতের বিপক্ষে সিরিজ জয়ের পর স্টেডিয়ামের বাইরে বাংলাদেশী সমর্থকদের আক্রোশের শিকার হয়েছেন শচীন টেনডুলকার ও ভারতীয় ক্রিকেটের ভক্ত ‘সুধীর'।
এমন কথা জানিয়ে সংবাদ প্রকাশ করেছেন ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম। কিন্তু, এবিপি নিউজ তাদের ইউটিউব চ্যানেলে এ বিষয়ে সুধীরের সাক্ষাতকারের যে ভিডিও প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে কিছুটা অসঙ্গতি। ২১ তারিখে দিবারাত্রির দ্বিতীয় ওয়ানডে শেষ হতে হতে মিরপুরে রাত হয়ে যাওয়াটাই স্বাভাবিক। অথচ সুধীরের যে সাক্ষাতকার ভিডিওতে দেখা যাচ্ছে সেখানে তিনি কথা বলেছেন দিনের আলোতে। আর সেটা যদি পরদিন সকালের সাক্ষাতকার হয়ে থাকে তবে ভিডিওটি অবশ্যই ২২ তারিখে তৈরি হবার কথা। কিন্তু ইউটিউবে দেখা যাচ্ছে ভিডিওটি প্রকাশ করা হয়েছে ২১ তারিখেই!

তাই সাইবার ৭১ এর পক্ষ থেকে সবাইকে এই ধরনের গুজব কানে না দেয়ার পরামর্শ দিচ্ছে...
.
বিঃদ্রঃ রেন্ডিয়ারা ভাল ছবি করলেও, নাটক করতে গিয়ে ধরা খেয়ে যায়! যেমন টা এই নাটকে ছিলো...  তবে, নাটক টা ঠিক ঠাক হলো না!"
ভিডিও টি (পোষ্ট এর নিছে দেয়া হল)
এই স্ট্যাটাস এর নিছের একটা  কমেন্ট
রিয়াদ সিদ্দিক নামে একজন লিখেছেন সুধীরগৌতম নামের এক ইন্ডিয়ান ভক্তকে দিয়ে ভারত নতুন নাটক করালো আর স্বেই নাটক ধরাও খেয়ে গেল। ছি! এত বাজে ভাবে হেরেছে তাও শিক্ষা হলো না! এবার প্লেয়ার আম্পায়ার ছেড়ে দর্শককে দিয়ে নাটক করিয়ে বাংলাদেশকে অপমান করার চেষ্টা। যাই হোক, স্বেই সুধীর গৌতমের কাহিনী নাটক হিসেবেই বের হয়েছে। আসলেই, _________ লেজ কখনও সোজা হয় না। বলতেই হল।

তবে এখানে অনেকেই ভারতের অনেক ওয়েব সাইট হ্যাক করার কথা বলেছেন।
 




এই ভিডিওর নিছের কিছু কমেন্ট নিচে তুলে ধরা হল


মোঃ জনি মিয়া নামে একজন কমেন্ট করেন এরকম

বাংলাদেশ নিয়ে Sudhir Gautam এর মিথ্যাচারটির বিশ্লেষনঃ  ভিডিও লিংকঃ https://www.youtube.com/watch?v=10pkA8QUy84 Video ID: 10pkA8QUy84 Upload Date (YYYY/MM/DD): 2015-06-22 Upload Time (UTC): 05:24:07 Convert to Sever Zone time (USA): Monday, 22 June 2015, 01:20:00 (UTC-4 hours) অতএব সার্ভার টাইম যেহেতু ২৪ ঘন্টার হিসেবে হয় যেখানে AM/PM নেই সেহেতু ভিডিওটি ২২জুন মধ্যরাতে অর্থাৎ খেলা শেষ হওয়ার কিছুক্ষন পরে আপলোড করা হয়েছে। জাতীয় আবালীয় সমিতির কাছে প্রশ্নঃ ১। খেলা শেষ হওয়ার কিছুক্ষন পরেই দিনের আলো কোথা থেকে আসলো?  ২। ভারতীয় কয়েকটা চ্যানেলে (G NEWS) বলছে প্রথম ওয়ানডের পরে আবার কয়েকটা চ্যানেলে বলছে দ্বিতীয় ওয়ানডের পরে। কোনটা সঠিক? ৩। মিরপুরের ঐ জনসমুদ্রে সে ঐ মুহূর্তে সিএনজি পেলো কোথথেকে?  ৪। সে সিএনজিতে করে কোথায় যেতে চাচ্ছিলো?
পারভেজ আলম নামে একজন
বাংলাদেশীদের অতিরিক্ত সরলতা অনেক সময় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। ফেসবুকের হোমপেজে টিম ইন্ডিয়ার এক সমর্থক সুধির গৌতমের ওপর হামলার বিষয়টি নিয়ে সবাই বেশ ছেন্টিমেন্টাল হয়ে গেছেন। কে বা কারা হামলা করলো, তার জন্য জাতিগতভাবে দুঃখ প্রকাশ করে ক্ষমা-টমা চাইছেন, কেউ কেউ আরেক ধাপ এগিয়ে গিয়ে জাতিগতভাবে লজ্জা প্রকাশ করছেন। এবার আসুন ভারতের ABP News কর্তৃক ইউটিউবে আপলোড করা মূল ভিডিওটি দেখি। ১/ সুধির গৌতমের সাক্ষাৎকার নেয়া হয়েছে দিনের বেলা ২/ ভিডিওটি প্রকাশ হয়েছে ২১ জুন। ৩/ ভিডিওর বর্ননায় বলা হয়েছে এটা ২য় ওয়ানডে ম্যাচ শেষের ঘটনা। এবার একটু মাথা ঠাণ্ডা করে ভাবুন- খেলা শেষ হয়েছে ২১ তারিখ মধ্যরাতে। ভিডিও প্রকাশ হয়েছে একুশ তারিখে। তার আগেই সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে। তাহলে ভিডিওতে দিনের আলো কোথা থেকে এলো?


এ ব্যাপারে মিরপুর থানা পুলিশও বলছে, ভারতীয় সমর্থকের উপর হামলার কোনো ঘটনাই ঘটেনি।
ডিএমপির মিরপুর বিভাগের উপ-কমিশনার কাইয়ুমউজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্টেডিয়ামসহ পুরো এলাকায় কঠোর নিরাপত্তার দায়িত্বে ছিল পুলিশ।
“অত্র এলাকায় কারও উপর কেউ হামলা করেছে বা আক্রমণ করেছে, এরকম কোনো ঘটনা আমার জানা নেই।”





পরিচয় হয়ে নিন দু'জন খুদে ড্রামার এর সাথে(ভিডিও)

পরিচয় হয়ে নিন দু'জন খুদে ড্রামার এর সাথে(ভিডিও)
যে কোন সংগীত অথবা ব্যান্ড দলের অন্যতম সদ্যশ্য হচ্ছে একজন ড্রামার। ড্রামার ছাড়া ব্যান্ড দল মোটামুটি অচল। যদিও বর্তমানে ড্রামস এর বিকল্প হিসেবে প্যাড ব্যাবহার করা হয়ে থাকে। কিন্তু ড্রামসের মজা কি আর আসে?? ড্রামস বাজানো কি আর সবার আসে? আজ আমি আপনাদের সাথে দুটি ভিডিও শেয়ার করবো যেখানে দেখবেন দু'জন খুদে ড্রামারের কারিশ্মা। তাদের বাজানোর স্টাইল আপনাকে মুগ্ধ হতেই হবে।






দেখে নিন ২০১৬ সালে বাজারে আসছে এমন কিছু গাড়ি ও তার সম্বব্য দাম

দেখে নিন ২০১৬ সালে বাজারে আসছে এমন কিছু গাড়ি ও তার সম্বব্য দাম
মোটর কার কোম্পানি প্রতিনিয়ত বের করছে নতুন নতুন গাড়ি। এর মধ্যে আছে কোন কোম্পানি কত ভালো মাডেল তৈরি করতে পারে তার প্রতিযোগিতা। কার গাড়ি দেখতে বেশি সুন্দর দেখায়। আর গাড়ি দেখতে যত সুন্দর দামও তত বেশি। চলুন দেখে নেই ২০১৬ তে বের হবে এমন কিছু গাড়ি ও তাদের সম্বব্য দাম।

► Audi A4
এই গাড়িটির সম্বব্য দাম ২৮০০০ ডলার। গাড়িটি ২০১৬ সালের মাজা-মাজি  কোন এক সময়ে বাজারে আসবে।
Audi A4

► Audi TT Sportback
 এই গাড়িটির সম্বব্য দাম ৩২০০০ ডলার। এটিও ২০১৬ সালে মার্কেটে আসবে।
Audi TT Sportback


►Audi Prologue Avant
এই গাড়ির দাম পরবে ৩৫০০০ ডলারে। গাড়িটি ২০১৬ সালের শেষের দিকে বাজারে আসবে।

Audi Prologue Avant



►Audi Q1
এই গাড়ির দাম দরা হয়েছে ২০০০০ ডলার। এই গারিটি বাজারে আসবে ২০১৬ সালের মাজের দিকে।

Audi Q1
► Bentley Bentayga
এই গাড়িটি কিনতে আপনাকে গুনতে হতে পারে ১৪০,০০০ ডলার। গাড়িটি ২০১৬ সালের মার্চে বাজারে আসবে।
Bentley Bentayga


► Bentley Grand Convertible
এই গাড়িটি বাজারে আসবে ২০১৬ সালের প্রথম দিকে। কিন্তু এই গাড়িটি কিনতে হলে আপনাকে গুনতে হতে পারে ৩০০,০০০ ডলার।
Bentley Grand Convertible


►Ford GT
এই গাড়িটি বাজারে আসবে ২০১৬ সালের শেষের দিকে। এটির আনুমানিক দাম দরা হয়েছে ২৫০০০০ ডলার।

Ford GT

► Jaguar F-Type SVR
এই গড়িটির দাম দরা হয়েছে ১১০০০০ ডলার।  এটি বাজারে আসবে ২০১৬ এর মাজামাজি সময়ে।

Jaguar F-Type SVR





দেখে নিন বাংলাদেশের সেরা দশ বিশ্ববিদ্যালয়

দেখে নিন বাংলাদেশের সেরা দশ  বিশ্ববিদ্যালয়
বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালইয়ের মান নিয়ে গবেষণা সংস্থা Web Matrix Info সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের একটি তালিকা প্রকাশ করে। এই তালিকা অনুযায়ী বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশে ও বিশ্বে তাদের অবস্থান নিচে দেয়া হল

সরকারি বিশ্ববিদ্যালয়


ভার্সিটির নাম বাংলাদেশে অবস্থান বিশ্বে অবস্থান
শাহাজালাল বিজ্ঞান ও প্রজুক্তি বিশ্ববিদ্যালয় ০১ ২৪০০
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ০২ ২৭০৯
ঢাকা বিশ্ববিদ্যালয় ০৩ ৩২২২
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ০৪ ৩৭৬৪
রাজশাহী বিশ্ববিদ্যালয় ০৫ ৪৬০৪
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ০৬ ৪৬৬৪
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ০৭ ৪৯৮৯
জাতিয় বিশ্ববিদ্যালয় ০৮ ৬৪৬১
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ০৯ ৮৪৯৫
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১০ ১০০৪৬

বেসরকারি বিশ্ববিদ্যালয়


ভার্সিটির নাম বাংলাদেশে অবস্থান বিশ্বে অবস্থান
ব্রাক বিশ্ববিদ্যালয় ০১ ২৭১২
ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ০২ ৩৮৫২
ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ০৩ ৪১২৮
ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ০৪ ৪৯০২
ইসলামিক ইউনিভার্সিটি অব বাংলাদেশ ০৫ ৬০৪৫
আশা ইউনিভার্সিটি বাংলাদেশ ০৬ ৬১৮৪
নর্থসাউথ ইউনিভার্সিটি বাংলাদেশ ০৭ ৬৪৩৮
আমেরিকান ইন্টারন্যাশ্নাল ইউনিভার্সিটি বাংলাদেশ ০৮ ৭৮১৩
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক বাংলাদেশ ০৯ ৮৯৪৩
ইস্টর্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ১০ ১০১৭২

এপ্রিল মাসে হলিউডে যে ছবি গুলো মুক্তি পাচ্ছে

 এপ্রিল মাসে হলিউডে যে ছবি গুলো  মুক্তি পাচ্ছে
সামনে এপ্রিল মাসে হলিউডে মুক্তি পেতে যাচ্ছে অনেক গুল সিনেমা। এই ছবিগুলোর মধ্য থাকছে অ্যাঁকশন, কমেডি ও রোমেন্টিক ছবি। তা হলে চলুন জেনে নেই এপ্রিল মাসে হলিউডে কি কি ছবি মুক্তি পেতে যাচ্ছে-

Fast & Furious 7: Fast & Furious7 মুক্তি পাবে ৩ এপ্রিল।এই ছবিতে অভিনয় করেন এক গুচ্ছ তারকা অভিনেতা-অভিনিত্রী। তাদের আছেন Vin Diesel, Paul Walker, Dwayne Johnson, Michelle Rodriguez,
Bruce Willis, Jordana Brewster, Tyrese Gibson, Chris Bridges, Lucas Black, Jason Statham, Kurt Russell, Tony Jaa, Djimon Hounsou. এদের মধ্যে পল ওয়াকার সড়ক দুর্ঘটনায় মারা যান। আসা করা যায় পূর্বের ছবির মত এই ছবিতেও অনেক সফল হবেন পরিচালক।


Desert Dancer: এই ছবিটি মুক্তি পাবে এপ্রিলের ১০ তারিখ। এই ছবিতে অভিনয় করেছেন Reece Ritchie, Freida Pinto, Nazanin Boniadi, Tom Cullen, Marama Corlett, Akin Gazi উল্যেখ যোগ্য।

The Longest Ride: এই ছবিটিও মুক্তি পাবে ১০ এপ্রিলে। আর এতে অভিনয় করেছেন  Britt Robertson, Oona Chaplin, Scott Eastwood, Alan Alda, Jack Huston, Lolita Davidovich। ছবিটি ভালবাসার গল্প নিয়ে সাজানো।

The Moon and the Sun -  এটিও মুক্তি পাবে এপ্রিলের ১০ তারিখ। আর এই ছবিতে অভিনয় করেছেন Pierce Brosnan, Kaya Scodelario, Benjamin Walker, William Hurt, Fan Bingbing

Child 44 এই ছবিটি মুক্তি পাবে ১৭ই এপ্রিল। এটি একটি action দর্মি ছবি।ছবিতে অভিনয় করেছেন  Tom Hardy, Joel Kinnaman, Noomi Rapace, Jason Clarke, Vincent Cassel, Gary Oldman.

Monkey Kingdom ছবিটি মুক্তি পাবে ১৭ এপ্রিল।এই ছবির  director- Mark Linfield

Paul Blart: Mall Cop 2 -এই ছবিটি মুক্তি পাবে ১৭ই এপ্রিল। এটি একটি কমেডি ধরনের ছবি। ছবিটিতে অভিনয় করেছেন- Kevin James, Raini Rodriguez, Neal McDonough, Molly Shannon, Daniella Alonso, David Henrie.


Run All Night -এই ছবিটিও মুক্তি পাবে এপ্রিলের ১৭ তারিখ।  এই ছবিতে অভিনয় করেছেন-Liam Neeson, Joel Kinnaman, Ed Harris.

Unfriended -এটি একটি ভোতিক ছবি। এটিও মুক্তি পাবে ১৭ই এপ্রিল। এতে অভিনয় করেছেন- Shelley Hennig, Renee Olstead, Jacob Wysocki, William Peltz.

The Age of Adaline - এই ছবি একটি রোমান্টিক ছবি। এটি মুক্তি পাবে ২৪শে এপ্রিল। আর এতে অভিনয় করেছেন- Blake Lively, Michiel Huisman, Harrison Ford, Ellen Burstyn, Amanda Crew.

Rock the Kasbah - এই ছবিটি একটি কমেডি ছবি। এটিও মুক্তি পাবে ২৪শে এপ্রিল।  এই ছবিতে অভিনয় করেছেন- Bruce Willis, Kate Hudson, Scott Caan, Zooey Deschanel, Taylor Kinney, Bill Murray






এবার পার্টি Speaker চালান মোবাইল apps দিয়ে।

এবার পার্টি Speaker চালান মোবাইল apps দিয়ে।
কি বিশ্বাস হচ্ছেনা? হ্যাঁ আপনি ঠিকই দেখছেন। আপনার মোবাইল application দিয়ে চলবে JBL PULSE Bluetooth Speaker নামক এই স্পিকার। ছোট সাইজের এই স্পিকেরটি আপনি চাইলে যেখানে খুশি পার্টি করতে পারেন।
কি কি থাকছে এই স্পিকারেঃ



১। এতে থাকছে মাল্টিকালার LED লাইট।

২। ব্লুটুথ ছাড়াও পিন পোর্ট দিয়ে চালানো যাবে।

৩। এটিতে ম্যানুয়াল কন্ট্রোল ব্যাবস্তা।

৪। এটি application এর মাধ্যমেও নিয়ন্ত্রন করা যাবে।

৫। নিজের ইচ্ছা মত কালার পরিবর্তন করা যাবে। 

৬। এতে মাল্টি-কালারের পাশাপাশি সিঙ্গেল কালার use করা যাবে।

৭। এটিতে রয়েছে আধুনিক মাল্টি-পোর্ট যুক্ত চার্জার।

৮। এটি একটি শক্ত তারের নেট দিয়ে পেচানো, যা এর ভিততের স্পিকারকে সুরক্ষিত রাখে।


এটিতে আরো থাকছে, apps দিয়ে এটির লাইট বাড়াতে কমাতে, কালার চেঞ্জ, লাইট স্পীড বাড়ানো-কমানোর কাজ করতে পারবেন।

আর এখন যদি আপনি এটি ক্রয় করতে চান তা হলে আপনাকে amazon.co.uk তে অর্ডার করতে হবে।

Cricket World Cup 2015 এর কিছু থিম song

Cricket World Cup 2015 এর কিছু থিম song
 আর মাত্র কয়েক দিন পর শুরু হতে যাচ্ছে ICC World Cup 2015। এরই মধ্য শুরু  হয়ে গেছে ব্যাপক উত্তেজনা। বের হয়ে গেছে অফিসিয়াল থিম সং। বাংলাদেশ ও কম যায় কিসে? তারাও তৈরি করেছে নিজেদের মত করে থিম সঙ্গ।

আজ আপানাদের জন্য নিয়ে আসলাম  ICC World Cup 2015 এর অফিসিয়াল থিম song। সাথে বাংলাদেশীগুলি তো থাকছেই। আরও থাকছে  খেলার সময় সূচি।
 ICC World Cup 2015 এর অফিসিয়াল থিম song
BANGLANEWS24.COM এর তৈরি করা এই গানটিতে কন্ঠ দিয়েছেন "আরেফিন রুমি ও কর্নিয়া"। গানটির সঙ্গিত আয়োজন করেছেন আরেফিন রুমি নিজেই। গানটির গীতিকার জনি হক
এই গানটি তৈরি করা হয়েছে WESTERN UNION এর সোজন্যে

☺♥☺♥☺♥☺♥☺♥☺♥☺♥☺♥☺♥☺♥☺♥☺♥☺♥☺♥☺♥☺♥☺♥☺♥☺♥☺♥☺♥☺♥☺♥☺

 খেলার সময় সূচি


পোষ্ট ভালো লাগলে কমেন্ট করতে ভুল।

আপনার শরিলের নাড়া-চাড়ায় চার্জ হবে মোবাইল(ভিডিও)

আপনার শরিলের নাড়া-চাড়ায় চার্জ হবে মোবাইল(ভিডিও)
আমারা সবাই জানি সাইকেল এর সাথে টারবাইন ম্যসিন লিগিয়ে পাওয়ার উৎপাদন করে। কিন্তু এবার আপনার শরিরের নাড়া-চাড়ায় পাওয়ার উৎপাদন হবে।

দিনে নিনে পৃথীবির মানুষ প্রযুক্তি নির্বর হয়ে উঠেছে। বাড়ছে ব্যাস্ততা। বাড়ছে টাকা বাড়ানোর নেশা। তাই কোন কিছুতেই যেনো তারা সময় নষ্ট করতে চায় না। বর্তমানে মোবাইল যেমন একধারে সহজ যোগাযোগের মাধ্যম তেমনি এটি বিনোধনের ও সহজ উপায়। তবে এটির একটি প্রব্লেম আসে সেটা র্চাজ। এই র্চাজ দেয়ার জন্য অনেকের অনেক গুরুত্তপূর্ন সময় নষ্ট করতে হয়।
যারা সময় নষ্ট করতে চান না তাদের জন্য অ্যাপল নিয়ে এলো এমন একটি প্রোডাক্ট যা আপনার শরিলের নাড়া-চাড়ায় চার্জ হবে। আর সেটা দিয়ে আপনার আই-ফোন চার্জ দিবেন। 
Ampy  নামক এই যন্ত্রটি আপনার শরিরের যে কোন জায়গায় (হাতে, পায়ে) বেল্টের সাহার্যে বেধে রেখে যে কনো ধরনের নাড়াচাড়া করেলেই এটি চার্জ হতে থাকবে।  


পকেটে রাখা যাবে ডোন

পকেটে রাখা যাবে ডোন
 শিরোনাম দেখে কী চোখ ধাদিয়ে গেছে?? চোখ ধাঁধানোর কিছু নেই। সত্যিই পকেটে রাখা যাবে ডোন।
গবেষকরা বলছেন খুব শিগগিরি দেখা যাবে ড্রোন জায়গা করে নেবে মানুষের পকেটে বা হাতব্যাগের ভেতরে। বর্তমানে দেখা যায় রিমোট কন্ট্রল গাড়ি, বিমান বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। নানান কাজে এর ব্যাপক ব্যবহার ও বাড়ছে। 

নেদারল্যান্ডসের ডেল্ফট্‌ ইউনিভার্সিটি অফ টেকনোলজির গবেষকরা বলছেন তারা শহুরে পরিবেশে এবং ঘনবসতিপূর্ণ জায়গায় ব্যবহারের জন্য খুবই হালকা - মাত্র ৪ গ্রাম ওজনের ড্রোন তৈরি করেছেন যা হাতের মুঠোয় ধরা যাবে।
বিশ্বের সবচেয়ে ক্ষুদে এই ড্রোনের ভেতরে পুরোপুরি কার্যক্ষম ক্যামেরা থাকবে এবং এটি খুবই স্বল্পখরচের প্রযুক্তি ব্যবহার করবে।
এটি হবে সম্পূর্ণ স্বয়ংনিয়ন্ত্রিত এবং ঘরের বাইরে এটি ওড়ানো যাবে স্মার্টফোনের জিপিএস ব্যবহার করে।
ঘরের ভেতরে যেখানে জিপিএস নেই সেখানে রিমোট ব্যবহার করে এটির গতি ও দিক নির্দেশ করা যাবে।
পশ্চিমের বিভিন্ন দেশে আকাশ থেকে ছবি তোলার কাজে তো বটেই - এমনকী জমি জরিপের জন্য ছবি তোলা, প্যাকেটে করে মাল সরবরাহ করা এবং চিকিৎসা সেবার কাজে ড্রোনের ব্যবহার ব্যাপকভাবে বাড়ছে।
নতুন উদ্ভাবিত এই ক্ষুদে ড্রোন কীভাবে উড়তে এবং ছবি সংগ্রহ করতে পারে গবেষকদলের বার্ট রেমেস তা বিবিসিকে দেখিয়েছেন।
তিনি বলছেন এই ক্ষুদে ড্রোনের ওজন যেহেতু ২০ গ্রাম ছাড়াবে না, তাই এই ড্রোন কোনো কিছুতে আঘাত করলে বা কারো 'মাথায় গিয়ে পড়লে' কারো কোনো ক্ষতি হবে না।
তিনি দেখান তাদের বিশ্ববিদ্যালয় ভবনে একবার আগুন লাগলে কীভাবে এই ড্রোন ভবনের ওপর ছেড়ে দেওয়া হয়েছিল, যখন এই ড্রোন আকাশ থেকে আগুন লাগা ভবনের ছবি তোলে। এই ছবি থেকে তারা বুঝতে পারেন আগুন ঠিক কোন্‌জায়গায় জ্বলছে।
ডেল্ফট্‌ ইউনিভার্সিটির ওই গবেষক বিবিসিকে দেয়া সাক্ষ্যাতকারে  বলেন তাদের এই ক্ষুদে ড্রোন জনাকীর্ণ এলাকায় এবং এধরনের কাজে ব্যবহারের জন্য খুবই উপযোগী হবে।
খবরঃ বিবিসি বাংলা

ভিডিওতে দেখুন বাইসাইকেল নিয়ে খেলা

ভিডিওতে দেখুন বাইসাইকেল নিয়ে খেলা
বাই-সাইকেল নিয়ে খেলা করা দেখেছেন?? না দেখে থাকলে দেখে নিতে পারেন। মানুষের কত রকমের সখ থাকে কিন্তু এদের সখ সাইকেল নিয়ে খেলা। এদের মনে যা আসে তাই করে এটা নিয়ে। সে রকম কিছু ভিডিও নিয়ে এবারের পোস্ট। এরা যে সুদু মজা করে তা না এসব করতে গিয়ে সমুক্ষিন হতে হয় নানা দুর্গটনার। তাতে কি তাদের এসব খেলা বন্ধ হয়ে যায়?? না বন্ধ হয় না। সুস্ত হয়ে আবার ফিরে আসে এই খেলায়। আর সাথে দেখুন সব ছেয়ে ছোট বাই-সাইকেল চালানোর রেকর্ড।



ভিডিওতে দেখুন ক্যাংগারুর মারামারি

ভিডিওতে দেখুন ক্যাংগারুর মারামারি
ক্যাংগারু তো অনেকেই দেখেছেন কিন্তু এদের মারামারি কজনে দেখেছেন।আমরা সবাই জানি ক্যংগারু লাফিয়ে লাফিয়ে চলে। কিন্তু ওরা যে তাদের লেজের উপর ভর দিয়ে কাজ করতে পারে এটা কি জানেন?? সত্যি বলতে আমিও জানতাম না। নিচের ভিডিওটি দেখেই জানলাম।


সে এক রোমান্স কর মারামারি। এইটা যদি কোন একশন মুবি হইলে এই মারামারির জন্যই মুবি হিট হইত। ভিডিওটিতে দেখা যায় দুটি ক্যংগারু রাস্তার উপর একজন আরেক জনের সাথে জগ্রা করছে। আর সেতাই একজন আড়ালে থেকে তার ক্যামেরায় ধারন করে রাখেন। তাহলে চলুন দেখে নেই সেই ভিডিওটা। 


যারা যারা ফ্রান্সের প্যারিস যেতে চান তারা এই দিকে আসুন (বিনে পয়সায়)

যারা যারা ফ্রান্সের প্যারিস যেতে চান তারা এই দিকে আসুন (বিনে পয়সায়)
শিরনাম দেখে অনেকেই মনে করতে পারেন এডমিন মনে হয় গাঁজা খেয়ে পোস্ট লিখতে বসছে। না আসলে তা না। আপনি সত্যই দেখতে পারবেন ফ্রান্সের অপরুপ সৌন্দয্য।


যারা ভ্রমন প্রিয়া মানুষ তাদের স্বপ্নের মধ্যে অযান্তেই লুকিয়ে থাকে ফ্রান্সের প্যারিস দেখার স্বপ্ন। আর ফ্রান্সের আইফেল টাওয়ার এর কথা শুনেন নি এমন মানুষ পাওয়া মুসকিল। অনেকের ইচ্ছা থাকেলেও উপায় থাকে না। যাওয়াটা বিসাল খরচের ব্যাপার। আর তাই আমার এই আয়োজন। বিনে পয়সায় দেখবেন ফ্রান্সের ভিবিন্ন শহর।

কি এখনো বিশ্বাস হচ্ছে না??? বিশ্বাস না হওয়ার ই কথা। আমি আপনাদের জন্য নিছে কয়েক টা  লিংক শেয়ার করছি, আর সেই লিংকে গেলেই দেখবেন আইফেল টাওয়ার এর উপর থেকে পুর প্যারিস শহর দেখা যাচ্ছে।
তাহলে দেরি কেন চলুন দেখে নিই.........
লিংক#১

লিংক#২

লিংক#৩

আরো কিছু দেখতে আমাকে ক্লিক করুন

পোস্টি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।