Showing posts with label গাড়ি. Show all posts
Showing posts with label গাড়ি. Show all posts

জেনে নিন এমন ১৫ টি মডেলের গড়ি সম্পর্কে যা তৈরির পর গাড়ি শিল্পেরই পরিবর্তন হয়ে গেছে

জেনে নিন এমন ১৫ টি  মডেলের গড়ি সম্পর্কে যা তৈরির পর গাড়ি শিল্পেরই পরিবর্তন হয়ে গেছে
পৃথীবিতে গাড়ির অস্তিত্ব আছে শতবছর ধরে, এবং সে সময় থেকে আমরা দেখেছি হাজার রকমের গাড়ির মডেল।  যার বেশির ভাগই বাজারে এসেছে আর চলে গেছে। এর বেশির ভাগ মোটামুটি একই ধরনের মডেল। এদের মধ্যে খুব কম গাড়ি ছিল যেগুলিকে উদ্ভাবনী বলা যেতে পারে।
আমি আজ আপনাদের সাথে এমন ১৫ টি গাড়ির ইতিহাস তুলে ধরবো যে গাড়ি গুলোর ডিজাইন ছিল জগত বিক্ষ্যাত। 
আজ থাকছে ৫ টি গাড়ির কথা। বাকি ১০ টি মডেল আরোও দুইটি পোষ্টের মাধ্যমে দেয়া হবে।




১। Benz’s Patent-Motorwagen – ১৮৮৫

Benz’s Patent-Motorwagen – ১৮৮৫
এটি ছিল বিশ্বের প্রথম গাড়ি। গাড়িটি একটি উদ্যেশ্য নিয়ে তৈরি করা হয়, এটিই ছিল প্রথম স-চালিত গাড়ি। এই মটরগাড়িটি আবিষ্কারের আগে মানুষ ভ্রমনের জন্য গোড়া এবং বগি ব্যবহার করত। এটি  ছিল দুই আসন বিশিষ্ট গাড়ি।   এই গাড়ির পিছনে চারটা মোটর লাগানো ছলো।  এই গাড়িটির সত্যিই ক্রয় মূল্য আছে তা প্রমান করতে বেঞ্জ এর স্ত্রী, বেরথা এবং তাদের দুজন সন্তান মিলে ১২০ মেইল রাস্তা পাড়ি দেন এই গাড়ি দিয়ে। যখন তারা ফিরে আসে তখন তিনি বর্ননা করেন কি ভাবে এই গড়ির সাধারন সমস্যা গুলি ঠি করতে হয় গাটার এবং পিন ব্যবহার করে।




২। Ford’s Model T – 1908

Ford’s Model T – 1908
Ford's Model T- গাড়িটি গাড়ি শিল্পে একটি বিপ্লব নিয়ে আসে তিন ভাবে এটা নিজেকে পরিচিত করায় সমবেত লাইন হিসেবে, যা মধ্যবিত্ত মাসুষের জন্য সাশ্রয়ী মূল্যে গড়ি তৈরি করে এবং বিশ্ব ব্যপি উন্মূক্ত করে দেয়। The Ford Model T গড়িটি ছিলো প্রথম গাড়ি যা অনেক নির্বরশীল এবং কার্যকরি। Henry Ford নিজে এসেম্ব্যলি লাইন গাড়িটি উদ্ভাবন করেন নি। কিন্তু তিনিই প্রথম এটিকে গাড়ি আকারের রুপ দেন। যা এখনো বর্তমান যুগে ব্যবহিত হচ্ছে( যদিও উচ্চ প্রযুক্তির যন্ত্র-পাতি ব্যবহার করে)।  এই কারনে গাড়িটি মধ্যবিত্ত মানুষের কাছে ব্যপক জনপ্রিয়তা পায়। এর আগে গাড়ি ছিলো শুধু ধনি মানুষের জন্য। এখানেই শেষ না, Fordএর তৈরি Model T সারা পৃথীবিতে কারখানা খুলে বিক্রিত প্রথম গাড়ি।

৩। Cadillac’s Touring Edition – 1912

Cadillac’s Touring Edition – 1912
হেনরি ফোর্ড প্রথমিকভাবে ক্যাডিল্যাক প্রতিষ্ঠিত করেন, কিন্তু একটি বিবাদে জড়ানোর পর। কোম্পানি চালুরেখে তিনি ১৯১২ সালে ভ্রমনকারীদের জন্য একটি গাড়ির মডেল নিয়ে বেড়িয়ে পড়েন। এ গাড়িটি ক্যাডিল্যাকে প্রতিষ্ঠিত করে বৈদ্যুতিক স্টার্টার এবং বিলাশবহুল গাড়ি হিসেবে। এর আগে মানুষ গাড়ি স্টার্ট দিত হাত দিয়ে ইঞ্জিনের তাঁর টানার মাধ্যমে। এটা ছিল বিপদজনক পদ্ধতি যা দ্বারা মানুষ হাত ভাংগা এবং আঙ্গুল জখম হওয়ার ঘটনা ছিলো নিত্তদিনের। এই মডেলটি মহিলা ড্রাইভারদের অনেক বেশি আকৃষ্ট করে।







৪। Essex’s Closed Coach – 1918

Essex’s Closed Coach – 1918
Essex, 1918 সালে হাডসন মোটর কোম্পানি দ্বারা প্রতিষ্ঠিত হয়। কিন্তু Essex চার বছরের মধ্যে আবার ফিরে যায় হাডসন কোম্পানিতে। এবং এই চার বছরের মধ্যে Essex আরো ছোট এবং সাশ্রয়ী মূল্যে। এটি হুড খোলা গাড়ির অবসানা ঘটিয়ে সম্পূর্ণরুপে ঘিরা গড়ির প্রবনতা শুরু করে।





Ford’s Model 18 – 1932

৫। Ford’s Model 18 – 1932

১৯৩২ সালে ফোর্ড মডেল ১৮ নিয়ে আসে প্রথন দ্রুতগতির V8 ইঙ্গিনের গাড়ি। এর সাথে যোগ করা হয় চার স্টোক ইঞ্জিনের B মডেল। 18এর 3.6 V8 মোটর গড়িটি শক্তি উৎপাদন করে ৬৫ হর্স-পাওয়ার। যা ছিল একটি বড় সাফল্য। মডেল ১৮ এমন একটি গাড়ি যা গাড়ি শিল্পকে অনেক বড় পরিবর্তন এনে দিয়েছে।












দেখে নিন ২০১৬ সালে বাজারে আসছে এমন কিছু গাড়ি ও তার সম্বব্য দাম

দেখে নিন ২০১৬ সালে বাজারে আসছে এমন কিছু গাড়ি ও তার সম্বব্য দাম
মোটর কার কোম্পানি প্রতিনিয়ত বের করছে নতুন নতুন গাড়ি। এর মধ্যে আছে কোন কোম্পানি কত ভালো মাডেল তৈরি করতে পারে তার প্রতিযোগিতা। কার গাড়ি দেখতে বেশি সুন্দর দেখায়। আর গাড়ি দেখতে যত সুন্দর দামও তত বেশি। চলুন দেখে নেই ২০১৬ তে বের হবে এমন কিছু গাড়ি ও তাদের সম্বব্য দাম।

► Audi A4
এই গাড়িটির সম্বব্য দাম ২৮০০০ ডলার। গাড়িটি ২০১৬ সালের মাজা-মাজি  কোন এক সময়ে বাজারে আসবে।
Audi A4

► Audi TT Sportback
 এই গাড়িটির সম্বব্য দাম ৩২০০০ ডলার। এটিও ২০১৬ সালে মার্কেটে আসবে।
Audi TT Sportback


►Audi Prologue Avant
এই গাড়ির দাম পরবে ৩৫০০০ ডলারে। গাড়িটি ২০১৬ সালের শেষের দিকে বাজারে আসবে।

Audi Prologue Avant



►Audi Q1
এই গাড়ির দাম দরা হয়েছে ২০০০০ ডলার। এই গারিটি বাজারে আসবে ২০১৬ সালের মাজের দিকে।

Audi Q1
► Bentley Bentayga
এই গাড়িটি কিনতে আপনাকে গুনতে হতে পারে ১৪০,০০০ ডলার। গাড়িটি ২০১৬ সালের মার্চে বাজারে আসবে।
Bentley Bentayga


► Bentley Grand Convertible
এই গাড়িটি বাজারে আসবে ২০১৬ সালের প্রথম দিকে। কিন্তু এই গাড়িটি কিনতে হলে আপনাকে গুনতে হতে পারে ৩০০,০০০ ডলার।
Bentley Grand Convertible


►Ford GT
এই গাড়িটি বাজারে আসবে ২০১৬ সালের শেষের দিকে। এটির আনুমানিক দাম দরা হয়েছে ২৫০০০০ ডলার।

Ford GT

► Jaguar F-Type SVR
এই গড়িটির দাম দরা হয়েছে ১১০০০০ ডলার।  এটি বাজারে আসবে ২০১৬ এর মাজামাজি সময়ে।

Jaguar F-Type SVR