কি ভাবে একটি মান সম্মত assignment তৈরি করবেন

আমারা যারা পড়ালেখার সাথে জড়িত তাদের জন্য এটা একটা রেগুলার মেটার। আর যদি প্রিভেট ভার্সিটির স্টুডেন্ট হই তাহলে তো কন কথাই নেই। কয়েক দিন পর পর assignment করতে হয়। কিন্তু কয় জনে ঠিক মত এই কাজ টা করতে পারি। আমারা রেগুলার assignment করি কিন্তু তার পরও সেটা থাকে ভুলে বরা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কি ভাবে একটি নির্ভুল assignment তৈরি করবেন।



আমাদের assignment ভুল হওয়ার প্রদান কারন হল, যেই ক্লাসে assignment এর ট্রপিক দেয় আমারা সেই ক্লাসের লেকচার মনোযোগ দিয়ে শুনি না। যার কারনে assignment এর ভিতর কি কি বিষয় রাখতে হবে সেই বিষয় গুলি আমারা মনে করতে পারি না। যার কারনে আমরা ভিতরের বিষয় গুলি ঠিক মত সাজাতে পারি না।
আবার দেখা গেল আমারা নেট থেকে হুবহু কপি করে জমা দিয়ে দেই। একবার পুরোটা পড়ার প্রয়জোন মনে করি না। এখানে ভুল হয়ওয়ার সম্ববনা থাকে অপ্রসঙ্গিক বিষয় চলে আসার। কারন কারন ঐ assignment টা অন্য কোন ভার্সিটির স্টুডেন্টের করা। নির্চই প্রত্যেক টিচারের assignment এর কন্সেফ আলাদা।



একটি সুন্দর assignment তৈরি করতে হলে আপনাকে প্রথমেই লেকচার মনোযোগ দিয়ে শুনতে হবে। টিচার যেই যেই বিষয়ের উপর ফোকাস করবেন assignment এ রাখার জন্য সেই বিষয় গুলি খাতায় লিখে রাখাতে হবে।
কিছু জিনিস টিচারের কাছ থেকে জেনে নিতে হবে-
► কত পেইজ এর মধ্যে assignment complete করতে হবে?
► পেইজ নাম্বার থাকবে কিনা?
► কত দিনের মধ্যে জমা দিতে হবে?
assignment ইন্টারনেট থেকে হুবহু কপি না করাই ভালো।
আর একটা বিষয়ের উপর খুব ভালো ভাবে নজর দিতে হবে সেটা হল যেই টিচার এর কাছে সাবমিট করবো সেই টিচার এর নাম, পদবি কবার পেইজ এ  ঠিক মত লেখা  হয়েছে কিনা। এই ভুলের কারনে আপনার পুরো assignment বাতিল হয়ে যেতে পারে।




শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট