আপনি হয়ত কেবলই ক্যারিয়ার শুরু করেছেন অনেক আশা নিয়ে, ম্যানেজার অথবা সদ্য ইউনিভার্সিটি পাশ করেছেন অনেক স্বপ্ন নিয়ে। আমরা যে-ই হই না কেন অথবা যাই করি না কেন আমাদের সকলেরই একটাই ইচ্ছা থাকে জীবনে সফল হবার। অন্যের জন্য কাজ করতে করতে আমরা উদ্যোক্তা হয়ে উঠতে পারি অনায়েসেই এবং পূরণ হতে পারে সেই ইচ্ছাটাও।
কিন্তু সফলতার পথ কখনই কুসুমাতীর্ণ নয়। যদি এই পথে চলতে হয় তাহলে অবশ্যই আপনার দরকার কিছু দক্ষতা যা আপনাকে অনায়েসেই অন্যদের তুলনায় উপরে তুলে ধরবে।
দ্রুত সিদ্ধান্ত নেয়াঃ
একজন সফল উদ্যোক্তা হবার জন্য যে দক্ষতা অবশ্যই দরকার তা হচ্ছে সঠিক এবং স্মার্ট সিধান্ত নেয়া খুব কম সময়ের মধ্যেই। এগুলো হতে পারে নতুন ফান্ডিং খোঁজা অথবা সঠিক প্রজেক্টে হাত দেয়া।
নতুন ধারণার উদ্ভাবন হওয়াঃ
নতুন এবং উদ্ভাবনী ধারনা থাকা সফল উদ্যোক্তা হবার অন্যতম শর্ত। এ হতে পারে কোন নতুন ব্যবসায়িক মডেল তৈরি করা, চতুর কোন ধারণার উদ্ভাবন করা যাতে ক্রেতা আকর্ষিত হয়।
প্ল্যানিং দক্ষতাঃ
ব্যবসা কখনই সফল হতে পারে না যতক্ষণ না কোন পরিষ্কার ধারনা থাকে সামনে আগানোর। নিজ থেকেই সামনে আগিয়ে যাবার ভিশন থাকা এবং সে অনুযায়ী তৈরি থাকা একটি অতি প্রয়োজনীয় গুণ। তাই একজন উদ্যোক্তার জানতে হবে প্ল্যান করা যদি সে কম সময়ের মধ্যে তার অরগানাইজেশনের প্রোগ্রেস চায়।
মাল্টি টাস্কিং এবিলিটিঃ
শুরুর কোম্পানিগুলোতে বাধা আসা খুবই স্বাভাবিক। কিন্তু এর মাঝেই মাল্টি টাস্কিং করতে পারলে অনায়েসেই বুস্ট হবে কর্মদক্ষতার তাও খুবই কম সময়ের মধ্যে ।
রিস্ক নেবার দক্ষতাঃ
প্রতিটি নতুন ব্যবসা শুরু করার কিছু রিস্ক থাকে যা আমাদের ম্যানেজ করতে হয়। উদ্যোক্তা হতে হলে এই রিস্ক নেবার মনবল থাকতে হবে যাতে ব্যবসায় কিছু উন্নয়ন পাওয়া যায়।
স্ব-উচ্চাকাঙ্ক্ষাঃ
উদ্যোক্তাদের নিজেদেরই নিজেদের মোটিভেট করার ক্ষমতা থাকতে হবে যাতে নতুন চ্যালেঞ্জ গ্রহন করতে পারেন। এতে করে তারা নিজেরাই নিজেদের সামনে এগিয়ে নিতে পারবেন এবং মোটিভেশনের জন্য অন্যের উপর নির্ভর করতে হবে না।
মার্কেট রিসার্চ স্কিলঃ
মার্কেট রিসার্চ করতে পারার দক্ষতা একজন উদ্যোক্তার জন্য খুবই জরুরী যাতে করে ইন্ডাস্ট্রি, প্রতিযোগী এবং কাস্টমার সম্পর্কে জানা যায়।
সমস্যা সমাধানের ক্ষমতাঃ
যদি সমস্যার দ্রুত সমাধান না হয় তাহলে, উদ্যোক্তার জন্য তার ব্যবসা ধরে রাখা অনেক কষ্টকর। প্রত্যেক উদ্যোক্তার সমস্যা সমাধানের জন্য উপযোগী পদ্ধতি জানতে হবে।
লিডারশিপঃ
নিঃসন্দেহে প্রত্যেক উদ্যোক্তার থাকতে হবে একটি অনুকরণীয় ব্যক্তিত্ব যাতে সে তার অনুষঙ্গদের অনুপ্রেরণা দিতে পারে।
নেগশিয়েশনের দক্ষতাঃ
কার্যকরীভাবে দরকষাকষি করা এবং আলোচনা করা একটি অত্যন্ত উপযোগী দক্ষতা। যা আপনার সংস্থার উন্নয়ন নিশ্চিত করবে। অন্য কথায়, যখন কোনও সুযোগ তৈরি হয় তখন তখন একজন উদ্যোক্তা বিক্রি করার সময় বেশি দামের বিক্রয় এবং কেনার সময় উচ্চ দামে ক্রয় করার জন্য আলোচনার দক্ষতা থাকতে হবে।
যোগাযোগের দক্ষতাঃ
একটি স্টার্ট আপ কোম্পানির মসৃণ অপারেশন নিশ্চিত করার জন্য, অসামান্য যোগাযোগ দক্ষতা, মৌখিক, অ-মৌখিক এবং লিখিতভাবে প্রয়োজন হয়। যোগাযোগের দক্ষতা বিনিয়োগকারীদের, কর্মীদের এবং গ্রাহকদের কাছে কার্যকর ধারণাগুলি সক্ষম করে।
শোনার দক্ষতাঃ
অধিকাংশ সময়ে, বার্তা প্রেরণ করার ক্ষমতা একটি প্রতিষ্ঠানের অংশীদারদের সঙ্গে একটি সুদৃঢ় সম্পর্কের জন্য যথেষ্ট নয়। অতএব, একজন উদ্যোক্তাকে অবশ্যই শোনার দক্ষতা থাকতে হবে, যা তাদের কর্মীদেরকে ভালভাবে বুঝতে সাহায্য করবে।
ডাটা এনালাইসিসঃ
প্রায় সব ইন্ডাস্ট্রি এখন ডাটা ব্যবহার করে সামনে আগানোর জন্য। একজন উদ্যোক্তার কমপক্ষে তথ্য বিশ্লেষণ দক্ষতা কিছু স্তর থাকতে হবে যাতে ক্রয় বিক্রয়ের সম্পর্কে প্রাথমিক ধারনা সে করতে পারে ।
সামাজিক মাধ্যমে মার্কেটিংঃ
সোশ্যাল মিডিয়া একটি ছোট স্টার্ট আপের জন্য প্রচারের একটি ব্যতিক্রমী উত্স তা প্রমাণিত হয়েছে। অতএব, সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং দক্ষতা থাকা একটি উদ্যোক্তার জন্য তাদের ব্যবসা প্রসারের জন্য একটি আলাদা মাইল ফলক হতে পারে।
কিন্তু সফলতার পথ কখনই কুসুমাতীর্ণ নয়। যদি এই পথে চলতে হয় তাহলে অবশ্যই আপনার দরকার কিছু দক্ষতা যা আপনাকে অনায়েসেই অন্যদের তুলনায় উপরে তুলে ধরবে।
দ্রুত সিদ্ধান্ত নেয়াঃ
একজন সফল উদ্যোক্তা হবার জন্য যে দক্ষতা অবশ্যই দরকার তা হচ্ছে সঠিক এবং স্মার্ট সিধান্ত নেয়া খুব কম সময়ের মধ্যেই। এগুলো হতে পারে নতুন ফান্ডিং খোঁজা অথবা সঠিক প্রজেক্টে হাত দেয়া।
নতুন ধারণার উদ্ভাবন হওয়াঃ
নতুন এবং উদ্ভাবনী ধারনা থাকা সফল উদ্যোক্তা হবার অন্যতম শর্ত। এ হতে পারে কোন নতুন ব্যবসায়িক মডেল তৈরি করা, চতুর কোন ধারণার উদ্ভাবন করা যাতে ক্রেতা আকর্ষিত হয়।
প্ল্যানিং দক্ষতাঃ
ব্যবসা কখনই সফল হতে পারে না যতক্ষণ না কোন পরিষ্কার ধারনা থাকে সামনে আগানোর। নিজ থেকেই সামনে আগিয়ে যাবার ভিশন থাকা এবং সে অনুযায়ী তৈরি থাকা একটি অতি প্রয়োজনীয় গুণ। তাই একজন উদ্যোক্তার জানতে হবে প্ল্যান করা যদি সে কম সময়ের মধ্যে তার অরগানাইজেশনের প্রোগ্রেস চায়।
মাল্টি টাস্কিং এবিলিটিঃ
শুরুর কোম্পানিগুলোতে বাধা আসা খুবই স্বাভাবিক। কিন্তু এর মাঝেই মাল্টি টাস্কিং করতে পারলে অনায়েসেই বুস্ট হবে কর্মদক্ষতার তাও খুবই কম সময়ের মধ্যে ।
রিস্ক নেবার দক্ষতাঃ
প্রতিটি নতুন ব্যবসা শুরু করার কিছু রিস্ক থাকে যা আমাদের ম্যানেজ করতে হয়। উদ্যোক্তা হতে হলে এই রিস্ক নেবার মনবল থাকতে হবে যাতে ব্যবসায় কিছু উন্নয়ন পাওয়া যায়।
স্ব-উচ্চাকাঙ্ক্ষাঃ
উদ্যোক্তাদের নিজেদেরই নিজেদের মোটিভেট করার ক্ষমতা থাকতে হবে যাতে নতুন চ্যালেঞ্জ গ্রহন করতে পারেন। এতে করে তারা নিজেরাই নিজেদের সামনে এগিয়ে নিতে পারবেন এবং মোটিভেশনের জন্য অন্যের উপর নির্ভর করতে হবে না।
মার্কেট রিসার্চ স্কিলঃ
মার্কেট রিসার্চ করতে পারার দক্ষতা একজন উদ্যোক্তার জন্য খুবই জরুরী যাতে করে ইন্ডাস্ট্রি, প্রতিযোগী এবং কাস্টমার সম্পর্কে জানা যায়।
সমস্যা সমাধানের ক্ষমতাঃ
যদি সমস্যার দ্রুত সমাধান না হয় তাহলে, উদ্যোক্তার জন্য তার ব্যবসা ধরে রাখা অনেক কষ্টকর। প্রত্যেক উদ্যোক্তার সমস্যা সমাধানের জন্য উপযোগী পদ্ধতি জানতে হবে।
লিডারশিপঃ
নিঃসন্দেহে প্রত্যেক উদ্যোক্তার থাকতে হবে একটি অনুকরণীয় ব্যক্তিত্ব যাতে সে তার অনুষঙ্গদের অনুপ্রেরণা দিতে পারে।
নেগশিয়েশনের দক্ষতাঃ
কার্যকরীভাবে দরকষাকষি করা এবং আলোচনা করা একটি অত্যন্ত উপযোগী দক্ষতা। যা আপনার সংস্থার উন্নয়ন নিশ্চিত করবে। অন্য কথায়, যখন কোনও সুযোগ তৈরি হয় তখন তখন একজন উদ্যোক্তা বিক্রি করার সময় বেশি দামের বিক্রয় এবং কেনার সময় উচ্চ দামে ক্রয় করার জন্য আলোচনার দক্ষতা থাকতে হবে।
যোগাযোগের দক্ষতাঃ
একটি স্টার্ট আপ কোম্পানির মসৃণ অপারেশন নিশ্চিত করার জন্য, অসামান্য যোগাযোগ দক্ষতা, মৌখিক, অ-মৌখিক এবং লিখিতভাবে প্রয়োজন হয়। যোগাযোগের দক্ষতা বিনিয়োগকারীদের, কর্মীদের এবং গ্রাহকদের কাছে কার্যকর ধারণাগুলি সক্ষম করে।
শোনার দক্ষতাঃ
অধিকাংশ সময়ে, বার্তা প্রেরণ করার ক্ষমতা একটি প্রতিষ্ঠানের অংশীদারদের সঙ্গে একটি সুদৃঢ় সম্পর্কের জন্য যথেষ্ট নয়। অতএব, একজন উদ্যোক্তাকে অবশ্যই শোনার দক্ষতা থাকতে হবে, যা তাদের কর্মীদেরকে ভালভাবে বুঝতে সাহায্য করবে।
ডাটা এনালাইসিসঃ
প্রায় সব ইন্ডাস্ট্রি এখন ডাটা ব্যবহার করে সামনে আগানোর জন্য। একজন উদ্যোক্তার কমপক্ষে তথ্য বিশ্লেষণ দক্ষতা কিছু স্তর থাকতে হবে যাতে ক্রয় বিক্রয়ের সম্পর্কে প্রাথমিক ধারনা সে করতে পারে ।
সামাজিক মাধ্যমে মার্কেটিংঃ
সোশ্যাল মিডিয়া একটি ছোট স্টার্ট আপের জন্য প্রচারের একটি ব্যতিক্রমী উত্স তা প্রমাণিত হয়েছে। অতএব, সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং দক্ষতা থাকা একটি উদ্যোক্তার জন্য তাদের ব্যবসা প্রসারের জন্য একটি আলাদা মাইল ফলক হতে পারে।