জেনে নিন প্রযুক্তির কিছু সংক্ষিপ্ত নামের পূর্ণরুপ- পর্ব-২

বর্তমান যুগ হচ্ছে টেকনোলোজির যুগ। প্রতিনিয়ত আমরা কত ধরনের প্রযুক্তি ব্যবহার করি তার কোন হিসেব নেই। এমন অনেক প্রযুক্তি আমরা প্রতিদিন ব্যবহার করি যেগুলোকে আমরা সংক্ষিপ্ত নামেই জানি। এই প্রযুক্তি গুলোর পূর্ণরুপ আছে বলে আমরা জানি-ই না বা জানার চেষ্টাও করিনি কোন দিন। আজ থেকে আমি আপনাদের সাথে ধারাবাহিক ভাবে শেয়ার করব কিছু সংক্ষিপ্ত নামের পূর্নরুপ। আজ থাকছে দ্বিতিয় পর্ব-



ক্রমিক নং সংক্ষিপ্ত নাম পূর্ণরূপ
২২ AAC Advanced Audio Coding
২৩ GIF Graphic Interchangeable Format
২৪ BMP Bitmap
২৫ JPEG Joint Photographic Expert Group
২৬ SWF Shock Wave Flash
২৭ WMV Windows Media Video
২৮ WMA Windows Media Audio
২৯ WAV Waveform Audio
৩০ PNG Portable Network Graphics
৩১ DOC Document (Microsoft Corporation)
৩২ PDF Portable Document Format
৩৩ M3G Mobile 3DGraphics
৩৪ M4A MPEG-4 Audio File
৩৫ NTH Nokia Theme (series 40)
৩৬ THM Themes (SonyEricsson)
৩৭ MMF Synthetic Music Mobile Application File
৩৮ NRT Nokia Ringtone
৩৯ XMF Extensible Music File
৪০ WBMP Wireless BitmapImage
৪১ DVX DivX Video
৪২ HTML Hyper Text Markup Language



শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট