Showing posts with label বিনোদন. Show all posts
Showing posts with label বিনোদন. Show all posts

অবশেষে মুক্তি পাচ্ছে পরবাসিনী

অবশেষে মুক্তি পাচ্ছে পরবাসিনী
ছবিটির শুটিং শুরু হয় ২০১২ সালে। এর পর ছবিটির শুটিং বন্ধ হওয়া আবার শুরু, আবার বন্ধ হওয়া নিয়ে চলে অনেকে গুঞ্জন। তখন অনেকেই তখন ভাবতে শুরু করেন ছবিটি হয়ত মক্তির আলো দেখতে পারবে না। পরিচালক স্বপন আহম্মদ বরাবরই এই সম্ববনাকে নাকচ করে এসেছেন। ছবিটির শুটিং শেষ হওয়ার দীর্ঘ দিন পরও তখন দর্শকদের মাজে কিছুটা হতাশা লক্ষ করা যার সোসাল মিডিয়াতে।



অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে ছবিটির মুক্তির দিন ঠিক করা হয়। গতকাল বিকেলে পরবাসিনী এর অফিসিয়াল ফেইসবুক পেইজে ছবির পরিচালক স্বপন আহম্মদ সয়ং এক ভিডিও বার্তা নিয়ে হাজির হন। সেখানে তিনি ছবিটি নিয়ে কথা বলেন।তিনি বলেন ছবিটি মুক্তির তারিখ আগামি ৫ এপ্রিল ২০১৭।  তিনি আরও বলেন- বাংলাদেশের প্রথম সায়েন্স ফিকশন ছবি পরবাসিনী। যেহেতু এটি প্রথম সেহেতু এখানে অনেক ভুল-ত্রুটি থাকবে। আমরা হয়তো সমাধান করতে পারিনি, আপনারা স্বাবাবিক ভাবে নিলেই আমরা খুশি হব।

এর আগে গত ২১শে অক্টবর ২০১৫ তে পরবাসিনী এর Youtube চ্যানেলে এর প্রথম ত্রেলর মুক্তি দেয়া হয়।



ছবিটিতে অভিনয় করেন ইমন, রিত মজুমদার, কাজী উজ্জ্বল, আফসার আলি, দাউদ হোসেইন, সোহেল খান,  এছাড়া বিভিন্ন চরিত্রে অংশ নিয়েছেন কলকাতার সব্যসাচী চক্রবর্তী, জুন মালিয়াসহ ফ্রান্স, জার্মানি ও ইতালির কয়েকজন শিল্পী অভিনয় করবেন।

serverpoint hosting banner

‘পরবাসিনী’র ছবির আইটেম গানে নেচেছেন ভারতীয় সুপার মডেল ও মিস ইউনিভার্স ইন্ডিয়া-২০১২ বিজয়ী উর্বশী রাওতেলা

আইটেম গান




পরবাসিনী’র গানগুলো লিখেছেন সৃজাতো, জাহিদ আকবর, জনি হক, রবিউল ইসলাম জীবন ও স্বপন আহমেদ। সুর ও সঙ্গীত পরিচালনায় ইবরার টিপু, আরিফ রানা, মুম্বাইয়ের ডিজে একেএস ও কলকাতার বিনিত রঞ্জন মিত্র। গান গেয়েছেন রুপংকর, সুকন্যা, কনা, পড়শী, এলিটা, তিশমা, ইবরার টিপু, তানভীর তারেক, পারভেজ ও আরিফ রানা।

বাংলাদেশ, ভারত, বেলজিয়াম, লুক্সেমবার্গ, ফ্রান্স, জার্মানি,  হল্যান্ড, সুইজারল্যান্ড ও আমেরিকার বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং হয়েছে।



কাহিনি সংক্ষেপ
তেজস্ক্রিয়তার কারণে পৃথিবী প্রায় ধ্বংসের মুখে। মানুষের বসতির জন্য একটি নিরাপদ গ্রহ খুঁজে বের করার জন্য চেষ্টা করছেন বিজ্ঞানীরা। আর এতে সাফল্য অর্জন করে বাংলাদেশ। নভোচারীরা আবিস্কার করে মানব বসতির জন্য আদর্শ গ্রহ ‘এরিস-৩২’। দূষিত পৃথিবী থেকে মানুষেরা ‘এরিস-৩২’ গ্রহে বসতি গড়ার পরিকল্পনা করে। মানুষের এই পরিকল্পনা জানতে পারে ভিনগ্রহের প্রাণীরা। তারা মানুষের মহাকাশ প্রযুক্তি ধ্বংস করার মিশন নিয়ে পৃথিবীতে আসে। এ মিশনে নের্তৃত্ব দেয় মেহেজ নামের এক মেধাবী এলিয়েন। মানুষের স্যাটালাইট প্রযুক্তি ধ্বংস করার খুব কাছাকাছি পৌছে মেহেজ প্রেমে পড়ে যান পৃথিবীর এক তরুণের।






আশা ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের ৭ম বর্ষপূর্তি উয্যাপন

আশা ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের ৭ম বর্ষপূর্তি উয্যাপন
আশা ইউনিভার্সিটি বিজনেজ ক্লাব হাটি হাটি পা পা করে সাতটি বছর অতিক্রম করে ফেলেছে। আর গতকাল ১৭ই নভেম্ভের ৭ বছর ফুর্তি উয্যাপন করে নিলো আশা ইউনিভার্সিটি বিজনেস ক্লাব মেম্বাররা। সব সময় ছোট আকারে বর্স্য ফুর্তি উয্যাপন করলেও এবারই তারা
বড় পরিসরে উয্যাপনের ব্যাবস্থা করা হয়।

এই অনুষ্ঠান টি বিজনেস ক্লাব একটু ভিন্ন ভাবে উয্যাপন করে। তারা এবার সদ্য এইচ এস সি পাশ করা ছাত্র ছাত্রীদের আমন্ত্রন জানায় তাদের এই অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য। আরোও আমাওন্ত্রন জানানো হয় ভিবিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্বনাম ধন্য শিক্ষকদের। অনুষ্ঠানে আমন্ত্রিত শিক্ষার্থীদের মেডেল দিয়ে সংবর্ধনা জানানো হয়। আর শিক্ষকদের দেয়া হয় সম্মান সূচক ক্রেস্ট।

 এদিন সকাল ১০ টা ৩০ মিনিটে কোরান তেলাওয়াত দিয়ে  আনুষ্ঠান শুরু হয়। তারপর  প্রধান অতিথী  বিশেষ অতিথী দের ফুল দিয়ে মঞ্চে আমান্ত্রন জানানো হয়। এসময় আমন্ত্রিত শিক্ষার্থীদের দেখানো আশা ইউনিভার্সিটির উপর নিন্মিত একটি প্রামান্য চিত্র। এর পরই একে একে বক্তব্য দেন বিশেষ অতিথী, সবাপতি এবং প্রধান অতিথী। তাদের সবার বক্তব্যতে আশা ইউনিভার্সিটি বিজনেস ক্লাবকে শুভেচ্ছা জানানো ও ভার্সিটির ভিবিন্ন সুযোগ সুবিধার কথা উঠে আসে। বেলা সাড়ে ১২ টা থেকে দুপরের খাবের বিরতি দেয়া হয়।
সংগীত পরিবেশ করছেন সাজল

বেলা ২ টায় শুরু হয় অনুষ্ঠানের ২য় অংশ। এই অংশে নাচ পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই অনুষ্ঠানে সঙ্গিত পরিবেশন করেন ক্লোজয়াপ ওয়ান তারকা তারেক । আরো গান পরিবেশন করেন গৌতম ঘোষ , হাসিন প্রমূখ। আর প্রধান আকর্ষণ হিসেবে সঙ্গিত পরিবেশন করেন পাওয়ার ভয়েজ সুপার স্টার সজল



এর আগে গত এক মাস যাবত বিজনেস ক্লাবের সদস্যরা ভার্সিটির ছাত্র-ছাত্রীদের মাধ্যমে সদ্য এইচ এস সি পাশ করা শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করে। এই তথ্যের ভিত্তিতে দুইশত শিক্ষার্থীকে আমন্ত্রন জানানো হয় এই অনুষ্ঠানে।


আশা ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের সপ্তম বর্ষপূর্তিতে স্পন্সর করে সাউথইস্ট ব্যাংক, রেডিও পার্টনার ছিলো রেডিও ৭১ ও  অনলাইন পার্টনার ছিলো ধুমকেতু ব্লগ ও সংসদ গ্যালারি২৪।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরজে ফয়সাল আহমেদ রনি।

সিনেমা হল গুলোতে চলছে আয়নাবাজির ভেলকি

সিনেমা হল গুলোতে চলছে আয়নাবাজির ভেলকি
এ যেন এলেন, দেখলেন এবং জয় করলেন...
অভিষেক ছবিতেই এমন বড় সাফল্য আজ পর্যন্ত খুব বেশি পরিচালকের ভাগ্যে জোটেনি। জি, বলছিলাম অভিতাভ রেজা চৌধুরীর ‘আয়নাবাজি’র কথা।
সিনেমা হল গুলোতে চলছে এক রকম ঝড়।  ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও পাচ্ছেন না  নিজের কংখিত সময়ের টিকেট। বেশির ভাগ হলেই বিলি করতে হচ্ছে অগ্রিম টিকেট। আয়নাবাজির দর্শক ঠেকাতে হল কর্তিপক্ষের রিতিমত হিমশিম খেতে হচ্ছে।

আজ শ্যামলি সিনেমা হলে গিয়ে দেখা যায় দীর্ঘ  লাইনে দাঁড়িয়ে টিকেটের জন্য অপেক্ষা করছেন দর্শকরা। তবে তাদের সাথে কথা বলে জানা যায় তারা এই ছবিটি নিয়ে খুব আশাবাদি। অনেককে পাওয়া গেল যরা দ্বিতিয় বার ছবি দেখার জন্য টিকেট কাটতে এসেছেন।  অনেকেই দল বেধে ছবি দেখতে এসে টিকেটের লম্বা লাইন দেখে কিছুটা অভাক হন। আরো অভাক হন যখন শুনেন আজ বা কালকের কোন টিকেট নাই । টিকেট কাউন্টারে কথা বলে জানা গেল আজ আগামি বুধবার ও বৃহস্পতি বারের টিকেট দেয়া হচ্ছে।
লাইনে দাঁড়ানো দর্শকদের একাংশ
দর্শকদের মধ্যে একজন পাওয়া গেল যিনি জাহাঙ্গির নাগর ইউনিভার্সিটি থেকে এসেছেন অগ্রিম টিকেট কিনতে।
গত ৩০শে সেপ্টেম্বর আয়নাবাজি ছবিটি সারা দেশে মুক্তি পায়। ছবিটির প্রধান ভূমিকায় অভিনয় করেন  চঞ্চল চৌধুরী তার সাথে আরোও অভিনয় করেন নাবিলা, লুৎফর রহমান জর্জ, পার্থ বড়ুয়া প্রমুখ।
 পরিচালকঃ     অমিতাভ রেজা
প্রযোজকঃ    কন্টেন্ট ম্যাটারস লিমিটেড হাফ স্টপ ডাউন
চিত্রনাট্যকারঃ    গাউসুল আলম শাওন ও অনম বিশ্বাস
গল্পকারঃ     গাউসুল আলম শাওন

টিকেট পাপ্ত একজন ভাগ্যবান দর্শক
সম্পূর্ণ ছবিটির দৃশ্যায়ন ঢাকাতেই করা হয়। ছবিটির দৃশ্যায়ন শুরু হয় ২০১৫ সালের ফেব্রুয়ারিতে এবং শেষ হয় একই বছরের অগাস্টে। এই চলচ্চিত্রে করতে গিয়ে তিনি সাড়ে তিন মাস ভাত খাননি চঞ্চল চৌধুরী।

মুক্তির আগে ছবিটির ট্রেলর দর্শকদের মাজে ব্যপক জনপ্রিয়তা। দর্শকপ্রিয়তা ছবিটির গান গুলো। বিশেষ করে চিরকুটের গাওয়া " না বুঝি দুনিয়া, না বুঝি তোমায়" ব্যপক ভাবে দর্শক গ্রহন করে।



 


কাহিনি সংক্ষেপঃ
শরাফত করিম আয়না (চঞ্চল চৌধুরী) –সাধারণ অভিনয় শিক্ষক আর পার্টটাইম জাহাজের কুকের ছদ্মবেশে লুকিয়ে থাকা এক অপরাধী ! তবে অপরাধের জগতে তার বিচরণ হল অন্য দাগী অপরাধীদের হয়ে জেল খাটা- অন্যের হাঁটাচলা থেকে অঙ্গভঙ্গি সুনিপুণভাবে অনুকরণ করতে পারা মানে তার অভিনয়গুণই এক্ষেত্রে তার বড় যোগ্যতা। এই চলচ্চিত্রে সে ছয়টি চরিত্রে অভিনয় করেছে। ছয়টি চরিত্রের প্রতিটি আলাদা। সাধারণের চোখ ফাঁকি দিতে পারলেও এক হতাশাগ্রস্ত ক্রাইম রিপোর্টার (পার্থ বড়ুয়া) সত্য উদ্ঘাটনের জন্য আয়না-র পিছু নেয়, অন্যদিকে পাড়ায় নতুন আসা মেয়েটি (নাবিলা)-র প্রতিও আয়না অনুরক্ত হয়ে পড়ে। ক্ষমতা আর টাকার জোরে বড় বড় অন্যায় আর ক্রিমিনালদের এভাবে পার পেয়ে যাওয়ার খেলায় আয়না তার আয়নাবাজি কতদিন চালাতে পারবে?


আশার চেয়েও ভালো ব্যবসা করেছে "নিয়তি"

আশার চেয়েও ভালো ব্যবসা করেছে "নিয়তি"
নিয়তি! এটি একটি বাংলা চলচিত্র তা আমরা মোটামুটি সবাই জানি। ছবিটই মুক্তি পায় গত ১২ই আগস্ট। এরই মধ্যে ছবিট ব্যপক সাড়া ফেলেছে দর্শকদের মধ্যে। ব্যবসাও করছে আশা অনুরুপ। এ নিয়ে সন্তোস প্রকাশ করেছে খোদ প্রজোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। গত কাল দুপুরে তাদের অফিসিয়াল ফেইজবুক পেইজে এ নিয়ে একটি পোস্ট দেন। আপনাদের সুবিধার্থে তাদের পোস্টি হুবহু নিচে তুলে দেয়া হল-


"নিয়তি -
আমাদের আশার চেয়েও ভালো ব্যবসা করেছে । চলচিত্রে একটা রীতি আছে, কোন সিনেমা যদি খুব বেশী বাম্পার হিট হয়, তাহলে তার পরবর্তী ৩ মাস কোন সিনেমা চলে না । সেখানে শিকারি ও বাদশা এর মত বড় দুইটা সুপার ডুপার হিট সিনেমা এর কন্টিউসনে মুক্তি পেল নিয়তি ।
এ ছাড়া আরও একটা রীতি আছে, দুই ঈদ এর মাঝে সিনেমা চলে না (অবশ্য এই রীতি জাজ ভেঙ্গেছে, ভালোবাসার রং ও তুবুও ভালোবাসি দিয়ে) । কিন্তু দুই ঈদের মাঝ সময়েই মুক্তি পেল নিয়তি ।

আমাদের কিছুটা ভয় যে ছিল না, তা না । কারণ দুই দুইটি একশন ধামাকা সিনেমার পরে মুক্তি পেল, সম্পূর্ণ সোশ্যাল ও ট্রাজেটিক লাভ স্টোরি সিনেমা - নিয়তি ।
প্রথমেই আল্লাহ্‌ এর অশেষ রহমত ও মেহেরবানি এর জন্য শূকরীয়া আদায় করি । তারপর ধন্যবাদ জানাই বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের সিনেমা প্রেমী মানুষদের । কারণ, সমগ্র দেশবাসি আস্থা রেখেছে জাজ এর উপর, আমাদের বিশ্বাস জাজ এর উপর আস্থা রেখেই এতো মানুষ হল এ এসেছে । আমরা ঈদ ছাড়াই মোটামোটি ঈদ এর সেল পেয়েছি ।
এতে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল । এখন আরও সাবধানে, আরও ভালো সিনেমা তৈরি করতে হবে । কোন মতেই দর্শকের এই আস্থা নষ্ট করা যাবে না ।
অনেকে মনে করে নিয়তি কম বাজেটের সিনেমা । তাদের বলতে চাই, শুধু ৬টা গানের বাজেট ৯০ লক্ষ টাকা ।
গতকাল পর্যন্ত সেল ভালো, এটা অনেক বড় ব্যাপার আর আশা করছি আজ আরও ভালো সেল হবে । বিশ্বাস রাখি, নিয়তি সিনেমাটা আরেফিনা শুভর জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে ।
দয়া করে, আপনারা সবাই নিয়তি টিম ও জাজ এর জন্য দোয়া করবেন ।।
সঙ্গে থাকুন ।।" 

এর আগে ছবিটি কয়েকটি গান পায় দর্শক প্রিয়তা।  তার মধ্যে একটি হচ্ছে রিমেক গান "অনেক সাধনার পরে"। এটিতে কন্ঠ দেন হালের সেরা- ন্যাঞ্চি ও ইমরান।

ছবিটি পরিচালনা করেন জাকির হোসেন রাজু।  নিয়তি ছবিতে অভিনয় করেছেন- আরিফিন শুভ, জলি, সুপ্রিয় দত্ত, ঈশানী, মৌসুমী সাহা, আরমান পারভেজ, নাদের চৌধুরী। 
এই ছবির মাধ্যমে আবারো প্রমানিত হল ভালো গল্প নিয়ে নিন্মিত ছবি যে কোন সময়ই ব্যবসা করতে সক্ষম।


মুসাফির ছবি নতুন ট্রেলর

মুসাফির ছবি নতুন ট্রেলর
আজ ৩ মার্চ আবার ইউটিউবে আবার আপলোড  করা হল মুসাফির ছবির নতুন আরোও একটি ট্রেলর। এর আগে গত ১৫ মে ২০১৫ তে ২মিনিট ১০ সেকেন্ড এর একটি ট্রেলর মুক্তি পায়। আজ মুক্তি পায় ৩ মিনিট ২৬ সেকেন্ড এর একটি ট্রিজার।ইতি মধ্যে ছবিটির মুক্তির তারিখ ঠিক করা হয় ২২শে  এপ্রিল।



এর আগে ছবির কয়েকটি গান ইউটিউবে আপলোড করা হয়। যেগুলো দর্শকদের মাজে ব্যপক জনপ্রিয়তা পায়।
প্রতি দিন বাড়ছে গানের ভিউ।ছবির মূল চরিত্রে অভিনয় করেছে আরেফিন শুভ ও নবাগত মারজান। এ ছাড় মিশা সওদাগর, টাইগার রবি, সিন্ডি রোলিং ও শিমুল খান অছেন বিশেষ কিছু চরিত্রে।





আপনি আরোও দেখতে পারেন



মুসাফির ছবির সব গান এক সাথে 

মুসাফিরের প্রথম ট্রেলার