Showing posts with label ক্যাম্পাস. Show all posts
Showing posts with label ক্যাম্পাস. Show all posts

এভারজবস বাংলাদেশ এবং স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ “Conquer Your Career” ও “Speed Interview” শীর্ষক ট্রেনিং কর্মশালার আয়োজন করল

এভারজবস বাংলাদেশ এবং স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ “Conquer Your Career” ও “Speed Interview” শীর্ষক ট্রেনিং কর্মশালার আয়োজন করল
এভারজবস বাংলাদেশ এবং দি স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হল “Conquer Your Career” ও “Speed Interview” শীর্ষক ক্যারিয়ার ওয়ার্কশপ। বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে আয়োজন করা হয়েছিল এই কর্মশালার। সার্বিক সহযোগিতায় ছিল CAREER SERVICES AND ALUMNI OFFICE (CSO)। উক্ত কর্মশালায় প্রায় ১০০ এর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। কর্মশালাটি “Conquer Your Career” এর দ্বাদশ অধিবেশন ছিল।

১৭ই এপ্রিল রোজ সোমবার সকাল ১০:০০ টায় অনুষ্ঠানটি শুরু হয় ২টি ভিন্ন সেশনের মাধ্যমে। এই কর্মশালার মূল আকর্ষণ ছিল  স্পিড ইন্টারভিউ এবং ‘প্রফেশনাল ওয়ার্কশপ অন ‘CV’ and 'Cover letter writing'. CAREER SERVICES AND ALUMNI OFFICE (CSO) এর ডেপুটি ডিরেক্টর মো: আশিক সারওয়ার এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। তিনি বলেন- "এটি অনেক প্রশংষনীয় উদ্যোগ, এভারজবস এই ওয়ার্কশপ এর মাধ্যমে ফ্রেশ গ্রাজুয়েটদের চাকরির বাজারে প্রবেশ করানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতে তিনি একসাথে আরো কাজ করার ইচ্ছা প্রকাশ করেন।

প্রথম সেশনে বর্তমানে বাংলাদেশের চাকরির বাজার এবং যোগাযোগ নিয়ে আলোচনা করেন এভারজবস বাংলাদেশ এর ম্যানেজিং ডিরেক্টর মি. ফ্লোরিস বস। এইচআর  পলিসি নিয়ে আলোচনা করেন মি. আফলাতুন কায়সার, এইচআর ম্যানেজার, দারাজ বাংলাদেশ। ‘ক্যারিয়ার ইন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম’ এবং সিভি রাইটিং টিপস নিয়ে বক্তব্য রাখেন এভারজবস বাংলাদেশ এর হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট ফিলিপ ড্রেক্সেল। Entrepreneurship and motivational কথা বলেন, ক্যাসপার ফাউন্ডেশন এর CEO মি. তৌফিজ উজ জামান।

মি. ফ্লোরিস বস বলেন- "বর্তমানে বাংলাদেশের চাকরির বাজারে অনেক সুযোগ রয়েছে ফ্রেশ গ্রাজুয়েটদের এবং প্রোফেশনালদের। এই ওয়ার্কশপ এর মাধ্যমে ফ্রেশ গ্রাজুয়েটরা তাদের যথোপোযুক্ত এবং প্রয়োজনীয় তথ্য এবং টিপস পাবে, যা তাদেরকে ইন্টারভিউ বোর্ড এ আরো আত্নবিশ্বাস জোগাবে। আমরা, এভারজবস্ সব সময় চেষ্টা করি চাকরিদাতা এবং চাকরিপ্রার্থীদের মধ্যে একটি সমন্বয় ঘটানোর।"

বিস্তারিত জানতে আজই ভিজিট করুন- https://www.everjobs.com.bd/ Or, contact Zahurul H Khan, Head of Marketing & PR, on 01959926050.

আশা ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের ৭ম বর্ষপূর্তি উয্যাপন

আশা ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের ৭ম বর্ষপূর্তি উয্যাপন
আশা ইউনিভার্সিটি বিজনেজ ক্লাব হাটি হাটি পা পা করে সাতটি বছর অতিক্রম করে ফেলেছে। আর গতকাল ১৭ই নভেম্ভের ৭ বছর ফুর্তি উয্যাপন করে নিলো আশা ইউনিভার্সিটি বিজনেস ক্লাব মেম্বাররা। সব সময় ছোট আকারে বর্স্য ফুর্তি উয্যাপন করলেও এবারই তারা
বড় পরিসরে উয্যাপনের ব্যাবস্থা করা হয়।

এই অনুষ্ঠান টি বিজনেস ক্লাব একটু ভিন্ন ভাবে উয্যাপন করে। তারা এবার সদ্য এইচ এস সি পাশ করা ছাত্র ছাত্রীদের আমন্ত্রন জানায় তাদের এই অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য। আরোও আমাওন্ত্রন জানানো হয় ভিবিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্বনাম ধন্য শিক্ষকদের। অনুষ্ঠানে আমন্ত্রিত শিক্ষার্থীদের মেডেল দিয়ে সংবর্ধনা জানানো হয়। আর শিক্ষকদের দেয়া হয় সম্মান সূচক ক্রেস্ট।

 এদিন সকাল ১০ টা ৩০ মিনিটে কোরান তেলাওয়াত দিয়ে  আনুষ্ঠান শুরু হয়। তারপর  প্রধান অতিথী  বিশেষ অতিথী দের ফুল দিয়ে মঞ্চে আমান্ত্রন জানানো হয়। এসময় আমন্ত্রিত শিক্ষার্থীদের দেখানো আশা ইউনিভার্সিটির উপর নিন্মিত একটি প্রামান্য চিত্র। এর পরই একে একে বক্তব্য দেন বিশেষ অতিথী, সবাপতি এবং প্রধান অতিথী। তাদের সবার বক্তব্যতে আশা ইউনিভার্সিটি বিজনেস ক্লাবকে শুভেচ্ছা জানানো ও ভার্সিটির ভিবিন্ন সুযোগ সুবিধার কথা উঠে আসে। বেলা সাড়ে ১২ টা থেকে দুপরের খাবের বিরতি দেয়া হয়।
সংগীত পরিবেশ করছেন সাজল

বেলা ২ টায় শুরু হয় অনুষ্ঠানের ২য় অংশ। এই অংশে নাচ পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই অনুষ্ঠানে সঙ্গিত পরিবেশন করেন ক্লোজয়াপ ওয়ান তারকা তারেক । আরো গান পরিবেশন করেন গৌতম ঘোষ , হাসিন প্রমূখ। আর প্রধান আকর্ষণ হিসেবে সঙ্গিত পরিবেশন করেন পাওয়ার ভয়েজ সুপার স্টার সজল



এর আগে গত এক মাস যাবত বিজনেস ক্লাবের সদস্যরা ভার্সিটির ছাত্র-ছাত্রীদের মাধ্যমে সদ্য এইচ এস সি পাশ করা শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করে। এই তথ্যের ভিত্তিতে দুইশত শিক্ষার্থীকে আমন্ত্রন জানানো হয় এই অনুষ্ঠানে।


আশা ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের সপ্তম বর্ষপূর্তিতে স্পন্সর করে সাউথইস্ট ব্যাংক, রেডিও পার্টনার ছিলো রেডিও ৭১ ও  অনলাইন পার্টনার ছিলো ধুমকেতু ব্লগ ও সংসদ গ্যালারি২৪।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরজে ফয়সাল আহমেদ রনি।

বসন্ত বরন উৎসবে মুখরিত আশাইউবি ক্যান্টিন

বসন্ত বরন উৎসবে মুখরিত আশাইউবি ক্যান্টিন
এসো আজ এই ফাল্গুনে 
ফুলের রঙ্গে সৌরভে 
প্রতিটি সবপন সাজাবো
 তোমার বাসন্তী শাড়ীর ঘ্রাণে!

আজ পহেলা ফাল্গুন। এসেছে ঋতুর রাজা বসন্ত। আর এই বসন্তকে বরন করে নেয়া বাঙ্গালির অনেক দিনের ঐতিয্য। আর তাইতো আজ ফাল্গুনের প্রথম দিনে তাকে বরন করে নেয়ার জন্য চার দিকে ধুম পড়ে গিয়েছিলো। 


এরই ধারাবাহিকতায় আশা ইউনিভার্সিটি বিজিনেজ ক্লাব আয়োজন করে বসন্ত বরন উৎসবের। ঘরিতে তখন বিকাল ৩ঃ৩০ মিনিট। আশা বিশ্ববিদ্যালয়ের ভাইস চেঞ্চেলর প্রফেসর ড. ডালেম চন্দ্র বর্মন সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্ভোধন ঘোষণা করেন। 
সঙ্গিত পরিবেশন করছেন জনাব খালেকুজ্জামান স্যার


অনুষ্ঠানের ২য় অংশ শুরু, বসন্ত বরন অনুষ্ঠানের মূল আর্কষন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্টার স্যার  জনাব খালেকুজ্জামান এর গিটার বাজানো দিয়ে। তা পর তিনি কয়েকটি সঙ্গিত পরিবেশনা করেন। যা তাঁর ছাত্রদের অনুরোধে করে থাকেন। 

এর পরে একে একে অনুষ্ঠানে পরিবেশিত হতে থাকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী'দের নাচ- গান।  এ ছারাও সঙ্গিত পরিবেশন করেন ব্যান্ড শিল্পি'রা। 


রাত ৮টা পর্যন্ত চলে এই জম কালো অনুষ্ঠান। অনুষ্ঠানের শিল্পিরা মাতিয়ে রাখেন ছাত্র-ছাত্রী'দের।উৎসব মূখর এই আয়োজন দেখতে দুপুরের পর থেকেই ছাত্র -ছাত্রী'রা আসতে শুরু করে ক্যান্টিনে। 
রেজিস্টার স্যার এর সাথে বিজনেস ক্লব মেম্বার'রা


দিন শেষে এটি ছিলো আশাইউবি বিজিনেস ক্লাবের আরোও একটি সফল অনুষ্ঠান শেষ করা। এর আগে গত এক সপ্তাহ চলে এই ইভেন্টের প্রচারনা। যার ব্যাকগ্রউন্ড এ  ছিলো বিশ্ববিদ্যালয়ের সিনিয়র'রা। তাদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করে বিশ্ববিদ্যালয়টির জুনিয়র'রা। 





আশা ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের উদ্যোগে হয়ে "কনসার্ট ফর কম্বল"

আশা ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের উদ্যোগে হয়ে "কনসার্ট ফর কম্বল"
সারা দেশে এখন প্রচন্ড ঠান্ডা পড়া শুরু করেছে। কিন্তু এই ঠান্ডা বাংলাদেশের উত্তর বঙ্গে অনেক আগেই পড়া শুরু হয়েছে। আর এখন সেটা রুপ নিয়েছে ভয়ংকর শীতে। সেখানে শীত যেমন বেশি শীতার্ত মানুষের সংখাও তেমনি বেশি। আর প্রতি বছর দুর্ভোগের চরম মাত্রায় চলে যায় উত্তর বঙ্গের গরিব মানুষের জীবন যাত্রা। ঘর থেকে কাজের জন্য বের হয়ে পারে না খেটে খাওয়া দিন মুজুর'রা।




আবহাওয়া অফিস থেকে যানা যায় সাইবেরিয়া থেকে আসা বাতাসের কারনে শীতের প্রকপ বেড়েছে। তাদের মতে এই মাত্রায় শীত আরোও
কয়েক দিন থাকতে পারে। আর এই সময় উত্তর বঙ্গের দিকে তাপমাত্রা ৮ ডিগ্রিতে নেমে যেতে পারে।



দশমিক
আর এরই মাজে আশা ইনিভার্সিট বিজনেস ক্লাব শীতার্তদের সাহায্যার্থে আয়োজন করে ফেলল "কনসার্ট ফর কম্বল" শ্লোগানে একটি কনসার্টের। 

গত কাল ১৯ ডিসেম্বর এই কনসার্টের আয়োজন করা হয়। যেখানে গান পরিবেশন করনে ব্যান্ড দল সাইলেন্ট টাইম, ইমপ্লিসেন্ট, দশমিক কৃষ্ণ গ্রহব্বর এর ধ্রুব। কনসার্টে আরোও সঙ্গিত পরিবেশন করেন শিক্ষক ও শিক্ষার্থী রা। এ ছাড়া কনসার্টে মনমুগ্ধকর নাচ পরিবেশন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী'রা।


কনসার্টির ভেনু ঠিক করা হয় বিশ্ববিদ্যালয়ের  হল রুম। আর এই কনসার্ট ফর কম্বল দেখার জন্য সবাইকে সাথে নিয়ে যেতে হয়েছে একটি করে কম্বল। যা ছিল কনসার্টে প্রবেশের টিকেট। আর এতে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী'রা। কনসার্টি শুরু হয় বেলা ১২ টা থেকে।


এর আগে গত দু'সপ্তাহ দরে বিশ্ববিদ্যালয়ে কনসার্ট ফর কম্বল সম্পর্কে প্রচারনা চালানো হয়।  বিজনেস ক্লাব এই এই উদ্যোগে সায় দিয়ে এগিয়ে আশে বিশ্ববিদ্যালয়ের সিনিয়ার'রা। যারা অতিতে এই বিজনেস ক্লাবের সাথে জড়িত ছিল। তারা এই মহৎ কাজের জন্য ব্যবস্থা করে দেন স্পন্সারেরও।
 
বিজনেস ক্লাবের সিনিয়ার মেম্বারদের সাথে জুনিয়ার'রা
এছাড়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের  অব্যবহিত  কাপর সংরহের ব্যবস্থা করা হয়।


আশা টাওয়ারে আগুন আতঙ্ক!

আশা টাওয়ারে আগুন আতঙ্ক!
সময় বেলা ১২টা ১০ মিনিট হঠাৎ ইমার্জেন্সি সাইরেন বাজতে শুরু করলো, পরোক্ষেনেই চলে গেল পুর ভার্সিটির বিদ্যুৎ, বেজে উঠলো ফায়ার এল্রাম! ছাত্র-ছাত্রি'রা আতঙ্কিত হয়ে বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া শুরু করলো। বলছি আশা বিশ্ববিদ্যালয় এর কথা। আজ দুপুরে এমনটিই হয়েছিলযো। পরে জানা যায় এটি ছিলো ফায়ার সার্ভিসের মহড়ার একটি অংশ।


বড় ধরনের দুর্যোগ-দুর্ঘটনা মোকাবেলায় পূর্বপ্রস্তুতি, দূর্ঘটনাকালীন দূর্ঘটনা পরবর্তী ক্ষয়ক্ষতি প্রশমনে জনগনের সাথে  সম্পৃক্ততা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তর সরকারের অন্যান্য বাহিনীর সাথে সহায়ক শক্তি হিসাবে কাজ করতে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ৬২ হাজার আরবান ভলান্টিয়ার তৈরির কার্যক্রম এগিয়ে চলেছে।  ইতোমধ্যে প্রায় ৩০,০০০ ভলান্টিয়ার তৈরি হয়েছে। অন্যদিকে বস্তির আগুন নির্বাপণের জন্য বস্তিবাসীদের প্রশিক্ষণ দিয়ে  তাদের মধ্য থেকে গড়ে তোলা হয়েছে প্রায় ৬০০ স্বেচ্ছাসেবক নৌ দুর্ঘটনায় ডুবুরী  হিসাবে কাজ করার জন্য আগ্রহী স্বেচ্ছাসেবকদের দেওয়া হয়েছে ডুবুরী প্রশিক্ষণ।


ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্স, মিরপুর ১০, ঢাকায় ফায়ার সার্ভিসের কর্মী বাহিনী, প্রশিক্ষিত ভলান্টিয়ার, সরকারী এনজিওদের সমন্বয়ে দুর্যোগ মোকাবেলায় করনীয় সম্পর্কে প্রশিক্ষন সহ মক ড্রিল অনুষ্ঠিত হচ্ছে। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রশিক্ষণ সেল এর মাধ্যমে ভলান্টিয়ার প্রশিক্ষনসহ অন্যান্য জনসচেতনতামূলক কর্মকান্ড পরিচালিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় আজ ঢাকা শ্যামলীতে অবস্থিত   আশা টাওয়ারে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। পরে  ফায়ার সার্ভিসের কর্মিরা আশা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থি ও কর্মকর্তাদের কি ভাবে আগুন নিবাতে হয়, ফায়ার স্ট্রিং কি ভাবে ব্যবহার করতে হয় এবং আগুন লাগ্লে কি করতে হবে-কি না করতে হবে সেই সম্পর্কে সবাইকে অবগত করেন। 
এ সময় বিকল্প আগুন লাগিয়ে তা কি ভাবে ফায়ার স্ট্রিং দিয়ে নিভাতে হয় এবং ফায়ার স্ট্রিং না থাকলে কি ভাবে আগুন নিভাতে হয় তা দেখানো হয়। 

আগুন নিভানোর এই অংশটির ভিডিও আমাদের কাছে আছে। আমাদের কারিগরি সমস্যার কারনে প্রকাশ করতে পারি নি। 
 
ভিডিও টি পেতে আমাদের সাথেই থাকুন। আমরা খুব শিগ্রই  এই পোষ্টের সাথে ভিডিওটি প্রকাশ করব।
আমাদের ফেইজবুক পেইজ এখানে