এসো আজ এই ফাল্গুনে
ফুলের রঙ্গে সৌরভে
প্রতিটি সবপন সাজাবো
তোমার বাসন্তী শাড়ীর ঘ্রাণে!
আজ পহেলা ফাল্গুন। এসেছে ঋতুর রাজা বসন্ত। আর এই বসন্তকে বরন করে নেয়া বাঙ্গালির অনেক দিনের ঐতিয্য। আর তাইতো আজ ফাল্গুনের প্রথম দিনে তাকে বরন করে নেয়ার জন্য চার দিকে ধুম পড়ে গিয়েছিলো।
এরই ধারাবাহিকতায় আশা ইউনিভার্সিটি বিজিনেজ ক্লাব আয়োজন করে বসন্ত বরন উৎসবের। ঘরিতে তখন বিকাল ৩ঃ৩০ মিনিট। আশা বিশ্ববিদ্যালয়ের ভাইস চেঞ্চেলর প্রফেসর ড. ডালেম চন্দ্র বর্মন সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্ভোধন ঘোষণা করেন।
সঙ্গিত পরিবেশন করছেন জনাব খালেকুজ্জামান স্যার |
অনুষ্ঠানের ২য় অংশ শুরু, বসন্ত বরন অনুষ্ঠানের মূল আর্কষন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্টার স্যার জনাব খালেকুজ্জামান এর গিটার বাজানো দিয়ে। তা পর তিনি কয়েকটি সঙ্গিত পরিবেশনা করেন। যা তাঁর ছাত্রদের অনুরোধে করে থাকেন।
এর পরে একে একে অনুষ্ঠানে পরিবেশিত হতে থাকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী'দের নাচ- গান। এ ছারাও সঙ্গিত পরিবেশন করেন ব্যান্ড শিল্পি'রা।
রাত ৮টা পর্যন্ত চলে এই জম কালো অনুষ্ঠান। অনুষ্ঠানের শিল্পিরা মাতিয়ে রাখেন ছাত্র-ছাত্রী'দের।উৎসব মূখর এই আয়োজন দেখতে দুপুরের পর থেকেই ছাত্র -ছাত্রী'রা আসতে শুরু করে ক্যান্টিনে।
রেজিস্টার স্যার এর সাথে বিজনেস ক্লব মেম্বার'রা |
দিন শেষে এটি ছিলো আশাইউবি বিজিনেস ক্লাবের আরোও একটি সফল অনুষ্ঠান শেষ করা। এর আগে গত এক সপ্তাহ চলে এই ইভেন্টের প্রচারনা। যার ব্যাকগ্রউন্ড এ ছিলো বিশ্ববিদ্যালয়ের সিনিয়র'রা। তাদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করে বিশ্ববিদ্যালয়টির জুনিয়র'রা।