শেষ হলো আশা ইউনিভার্সিটির Inter Dep. Cricket Trunament-2015

আজ (১৫ই এপ্রিল)  ফাইনাল খেলার খেলার পর পুরুষ্কার বিতরনির মাধ্যমে শেষ হলো আশা ইউনিভার্সিটি আয়োজিত Inter Department Cricket Trunament-2015।
বিজয়ি দলের জন্য ট্রপি নিয়ে অপেক্ষা
আজ (১৫ই এপ্রিল)  সর্ব মোট খেলা হয় ৩ ম্যাচ। দুই ম্যাচ সেমি ফাইনাল আর এক ম্যাচ ফাইনাল। আজ সকাল ৯.০০ টায় প্রথম সেমিফাইনাল  এবং বেলা ১১.০০ টায় ২য় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে Apps Kings মোকাবিলা করে Law gladiators কে ম্যাচে Law gladiators সহজ জয় তুলে নেয় সেই সাথে তারা উঠে যায় ফাইনালে।  ২য় ম্যাচে BBA Storns কে মোকাবিলা করে  Law Lion’s। এ ম্যাচে Law Lion’s প্রথমে ব্যাট করে BBA Storns কে টার্গেট দেয় ৮৫ রান। জবাবে BBA Storns ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৮ বল হাতে রেখে জয় পায়। আর এর সাথেই তার চলে যায় ফাইনালে।
বিজয়ের ট্রপি হাতে নেয়ার সময় BBA Storns এর সদস্যরা
ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় Law gladiatorsVS BBA Storns এর। টান টান উত্তেজনা পূর্ন ও হড্ডাহাড্ডি লড়াইয়ের এই ম্যাচে জয় পায় BBA Storns। BBA Storns টসে জিতে Law gladiators কে ব্যাটিং এ পাঠায়। ব্যাট করতে নেমে Law gladiators ১০ ওভারে সংগ্রহ করে ৮৮ রান। জবাবে ব্যাট করতে নেমে BBA Storns কিছুটা উইকেট বিপর্যয়ের মধ্যে
অথিতিরা তাদের আসনে বসে আছেন
পড়ে।  BBA Storns প্রথমেই তাদের ওপেনিং ব্যাটসম্যান সরূপ, এবং ওয়ান ডাউনে নামা বাদশার উইকেট হারিয়ে ফেলে। কিন্তু অপর প্রান্তে তাদের আরেক ব্যাটসম্যান অন্তু প্রানপন লড়ে যান। আর তাকে বাকি ব্যাটসম্যানরা একটু একটু করে সঙ দিতে থাকে। আর এরই মাজে অন্তু তুলে নেয় ২৯ রান। শেষ ওভারে দরকার ছিল ৫ রানের। কিন্তু ১ রান করেই অন্তু ফিরে আসে রান আউট হয়ে। আর তখন মাঠে নামে পলাশ আর ক্রিজের অপর প্রান্তে থাকে বেলাল।
আর পলাশের ৬ এর মাধ্যামে আসে বিজয়ের ৪ রান। এরই সাথে Inter Department Cricket Trunament-2015 এর অপরাজিত  বিজয়ী হয় BBA Storns।আর রানার্স আপ হয় Law gladiators। Law gladiators ও অপরাজিত ভাবে ফাইনালে উঠে।
পুরষ্কার বিতরিনী
ম্যান অব দ্যা ফাইনালের  ট্রপি নিচ্ছেন অন্তু
 পুরষ্কার বিতরিনী অনুষ্ঠানে সকল ম্যাচের ম্যান অব দি ম্যাচের পুরষ্কার দেয়া হয়।এই ট্রুনামেন্টের ম্যান অব দি ট্রুনামেন্ট হয় Law gladiators এর খেলয়ার রোজ। রোজ ৪ ম্যাচে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন। অন্য দিকে ম্যান অব দি ফাইনাল নির্বাচিত  হন BBA Storns এর অন্তু। তিনি ফাইনাল সহকারে ৪ বার ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন।

এ সময় উপস্থিত ছিলেন ভার্সিটির ভাইস চেঞ্চেলর ড. ডালেম চন্দ্র বার্মন, ট্রেজারার এ.কে.এম হেলাল-ইজ্জামান, রেজিষ্টার খালেকুর জামান সহ ভার্সিটির বিভিন্ন অনুষধের শিক্ষকগন। এ সময় বিজয়ীদের হাতে ট্রপি তুলে দেন সম্মানিত ভাইস চেঞ্চেলর।
পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে  বক্তারা আশাব্যাক্ত করেন ভবিষ্যতে আরো বড় আকারে এই ট্রুনামেন্ট আয়োজন করতে পারবেন। এখান থেকেই একদিন জাতিয় পয্যায়ের খেলয়ার তৈরি হবে।

চলুন তাহলে আজকের বিজয়ি দলের কিছু  আনন্দগন মহির্ত দেখে নিই-
সাক্ষ্যাতকার দিচ্ছেন অন্তু

দর্শকদের একাংশ

গ্যাংনাম স্টাইল


সেলপি টাইম
উইন টাইম







শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট