আশাইউবি'তে শুরু হল বৈশাখি মেলা

বছর ঘুরে আসে বৈশাখ। আর বৈশাখ আসলেই যেনো সবাই হারিয়ে যায় এক অন্য মাতন দোলায়। এই মাতন এর হাওয়া ছড়িয়ে পড়ে সব দিকে। শুরু হয়ে যায় এক উস্যবের, এই উস্যবের জোয়ারে জাত ধর্ম ভুলে সবাই ভাসতে থাকে এক ঢেউ'এ।

বৈশাখের প্রধান আকশ্যন হল গ্রাম্য মেলা। শহরের যান্ত্রিক জিবনে এই মেলা পাওয়া খুবই দুর্লব। বর্তমানে এই ঐতিয্যবাহি মেলা সবাই ভুলতে বসেছে। আর  এই ঐতিয্যকে কিছুটা হলেও ধরে রেখেছে আশা ইউনিভার্সিটি বিজনেস ক্লাব। তারা প্রতি বসর আয়োজন করে বৈশাখী মেলার। আর প্রতি বছরের মত এ বছরেও  তারা আয়োজন করেছে  বৈশাখি মেলার।  ৫ দিন ব্যাপি এই মেলা শুরু হয় গতকাল (১১ই এপ্রিল) থেকে। এটি আশা ইউনিভার্সিটির ৯ম তলার কনফারেঞ্চ সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে।
ড. ডালেম চন্দ্র বর্মন এর সাথে বিজনেস ক্লাবের সদস্য গন।
গতকাল বেলা ১২টার দিকে  মেলা্র উদ্ভোধন করেন আশা ইউনিভার্সিটির ভাইস চেঞ্জেলর প্রফেসর ড. ডালেম চন্দ্র বর্মন। এ সময় আরও উপস্থিত ছিলেন ভার্সিটির রেজিষ্টার  ড. খেলেকুর জ্জামান ও বিভিন্ন অনুষদের ডিন এবং শিক্ষক গন।
মেলাটি  বিভিন্ন ধরনের স্টল দিয়ে সাজানো হয়েছে। তার মধ্যে- গার্মেন্টস, বুটিক, খাবার, গিফট আইটেম উল্যেখযোগ্য। এই মেলা চলবে আগামি ১৫ই এপ্রিল পর্যন্ত।



শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট