৭০০ ফুট উঁচু টাওয়ার হবে হাতিরঝিলে

বর্তমানে ঢাকার মানুষের কাছে এক টুকরো খোলা বিনোধনের জায়গা হল হাতির ঝিল। ভোর বেলা হাটতে যাওয়া বা বিকেলে ঘুরতে যাওয়া অথবা রাতে আড্ডা দেয়া যাই করেনা কেনো সব কিছুতেই হাতিরঝিলে একটা আলাদা মজা আছে।
হাতিরঝিল
এরই মধ্যে ঢাকা উত্তর সিটি করপরেশন এর পক্ষ থেকে ঘোশনা এসেছে হাতির ঝিলে তৈরি করা হবে ৭০০ ফুট টাওয়ার। এর সম্ভব্য নাম হতে পারে 'ঢাকা টাওয়ার'। এই টাওয়ার এর পাশাপাসি হাতিরঝিলের আরো কয়েকটি পয়েন্টে প্রধান টাওয়ার এর মত আরও কয়েকটি টাওয়ার তৈরি করা হবে। এ প্রকল্প ব্যাস্তবায়ন হলে পর্যটক ও দর্শনার্থীদের কাছে হাতিরঝিল হয়ে উঠবে আরও আকর্ষণীয়। বিশ্বের বিভিন্ন টাওয়ার এর মত এই টাওয়ারকেও সাজানো হবে ভিন্ন রুপে। টাওয়ারের নিচ তলা সাজানো থাকবে দৃষ্টিনন্দন ভাবে। এই টাওয়ার এর সবচেয়ে উঁচুতে থাকবে পর্যবেক্ষন কেন্দ্র, যেখান থেকে দেখা যাবে পুরো ঢাকা। টাওয়ারে আরও থাকবে শপিং মল রেস্টুডেন্ট সহ আরও অনেক কিছু।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট