আশা ইউনিভার্সিটিতে শুরু হল Inter Department Cricket tournament-2015

সামনে শুরু হতে যাচ্ছে ক্লেমন ইনডোর ক্রিকেট ট্রুনামেন্ট। আর তাই সব বিশ্ববিদ্যালয়ে চলছে তারই প্রস্তুতি বা বাছাই পর্ব। আর এই ধারাবাহিকতার ব্যতিক্রম নেই আশা ইউনিভির্সিটিতেও। আর তাই আশা ইউনিভার্সিটি থেকে আয়োজন করা হল ইন্টার ডিপার্টমেন্ট ক্রিকেট ট্রুনামেন্ট-২০১৫।
Inter Department Cricket tournament-2015


আজ ৯ই এপ্রিল সকাল ৯.০০ টায়  জাতিয় পতাকা উত্তোলনের মাধ্যমে ট্রুনামেন্টি উদ্ভোদন করেন আশা ইউনিভার্সিটির ভাইস চেঞ্চেলর প্রফেসের ড. ডালিম চন্দ্র বার্মন। এসময় আরও উপস্তিত ছিলেন ভার্সিটির ট্রেজারার ড. হেলাল-উজ্জামান, রেজিষ্টার ড. খালেকুর জ্জামান এবং বিভিন্ন ডিপার্টমেন্টের ডিন ও শিক্ষক গন।
এ সময়  সকল টিমের খেলোয়ারা উপস্থিত ছিল এবং তারা সমবেত কন্ঠে জাতিয় সঙ্গিতে অংশ নেয়।
এই ট্রুনামেন্টি গত ৬ এপ্রিল শুরু হওয়ার কথা থাকলেও বৈরি আবহাওয়ার কারনে খেলার তারিখ পেছাতে হয়।

জাতিয় পতাকা উত্তোলন কালে

ইন্টার ডিপার্টমেন্ট ক্রিকেট ট্রুনামেন্ট-২০১৫ এই আসরে ভিবিন্ন ডিপার্টমেন্ট থেকে দল গঠন করা হয়েছে ১৬টি। এই দল গুলোকে ভাগ করা হয়েছে ৪টি গ্রুপে। প্রত্যেক গুরুপে দুই'জন অতিরিক্ত সহ মোট ১২ জন  খেলোয়ার থাকছে।

গ্রুপ অনুযায়ী দলের নাম


Group A

Law Gladiators
Law Hurricane
14 Stars of Law
Pharma Knights

Group B

English Disperators
BBA Berness
BBA Storns
Tarrunno

Group C

Apps Kings
BBA Transforms
Unlock
ASA Super King

Group D

Law Lion’s
Legal Fighters 17th
Pharma Tigers
Confidence

আজ উদ্ভোদনি দিনে মোট ৪টি খেলা হবে। এই খবর লিখা পর্যন্ত দুটি খেলা সম্পন্ন হয়। প্রথম ম্যাচে মুখোমুখি হয় LAW Gladiators এবং 14 Stars of LAW. এই ম্যাচে LAW Gladiators সহজ জয় তুলে নেয়। আর দ্বিতিয় ম্যাচে মোকাবিলা হয় BBA Stroms VS English Desperados। এ ম্যাচে BBA Stroms ২ ওভার হাতে রেখে ৬ উইকেটে জয় পায়।
এই ট্রুনামেন্ট থেকেই বাছাই করা হবে কারা ইনডোর ক্রিকেট খেলবে।


নিয়মিত আপডেট পেতে আমাদের  facebook পেইজে লাইক দিন। 

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট