সারা দেশে এখন প্রচন্ড ঠান্ডা পড়া শুরু করেছে। কিন্তু এই ঠান্ডা বাংলাদেশের উত্তর বঙ্গে অনেক আগেই পড়া শুরু হয়েছে। আর এখন সেটা রুপ নিয়েছে ভয়ংকর শীতে। সেখানে শীত যেমন বেশি শীতার্ত মানুষের সংখাও তেমনি বেশি। আর প্রতি বছর দুর্ভোগের চরম মাত্রায় চলে যায় উত্তর বঙ্গের গরিব মানুষের জীবন যাত্রা। ঘর থেকে কাজের জন্য বের হয়ে পারে না খেটে খাওয়া দিন মুজুর'রা।
আবহাওয়া অফিস থেকে যানা যায় সাইবেরিয়া থেকে আসা বাতাসের কারনে শীতের প্রকপ বেড়েছে। তাদের মতে এই মাত্রায় শীত আরোও
কয়েক দিন থাকতে পারে। আর এই সময় উত্তর বঙ্গের দিকে তাপমাত্রা ৮ ডিগ্রিতে নেমে যেতে পারে।
আবহাওয়া অফিস থেকে যানা যায় সাইবেরিয়া থেকে আসা বাতাসের কারনে শীতের প্রকপ বেড়েছে। তাদের মতে এই মাত্রায় শীত আরোও
কয়েক দিন থাকতে পারে। আর এই সময় উত্তর বঙ্গের দিকে তাপমাত্রা ৮ ডিগ্রিতে নেমে যেতে পারে।
দশমিক |
আর এরই মাজে আশা ইনিভার্সিট বিজনেস ক্লাব শীতার্তদের সাহায্যার্থে আয়োজন করে ফেলল "কনসার্ট ফর কম্বল" শ্লোগানে একটি কনসার্টের।
গত কাল ১৯ ডিসেম্বর এই কনসার্টের আয়োজন করা হয়। যেখানে গান পরিবেশন করনে ব্যান্ড দল সাইলেন্ট টাইম, ইমপ্লিসেন্ট, দশমিক ও কৃষ্ণ গ্রহব্বর এর ধ্রুব। কনসার্টে আরোও সঙ্গিত পরিবেশন করেন শিক্ষক ও শিক্ষার্থী রা। এ ছাড়া কনসার্টে মনমুগ্ধকর নাচ পরিবেশন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী'রা।
কনসার্টির ভেনু ঠিক করা হয় বিশ্ববিদ্যালয়ের হল রুম। আর এই কনসার্ট ফর কম্বল দেখার জন্য সবাইকে সাথে নিয়ে যেতে হয়েছে একটি করে কম্বল। যা ছিল কনসার্টে প্রবেশের টিকেট। আর এতে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী'রা। কনসার্টি শুরু হয় বেলা ১২ টা থেকে।
এর আগে গত দু'সপ্তাহ দরে বিশ্ববিদ্যালয়ে কনসার্ট ফর কম্বল সম্পর্কে প্রচারনা চালানো হয়। বিজনেস ক্লাব এই এই উদ্যোগে সায় দিয়ে এগিয়ে আশে বিশ্ববিদ্যালয়ের সিনিয়ার'রা। যারা অতিতে এই বিজনেস ক্লাবের সাথে জড়িত ছিল। তারা এই মহৎ কাজের জন্য ব্যবস্থা করে দেন স্পন্সারেরও।
বিজনেস ক্লাবের সিনিয়ার মেম্বারদের সাথে জুনিয়ার'রা |
এছাড়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অব্যবহিত কাপর সংরহের ব্যবস্থা করা হয়।