সুমাইয়া মালটিপারপাস সোসাইটি লিঃ, সমিতির নামে প্রতারিত হচ্ছে গ্রহকরা


সুমাইয়া মালটিপারপাস সোসাইটি লিঃ। ঠিকান ঢাকা মোহাম্মাদপুর তাজমহল রোডে। প্রতিনিয়ত সমবায় অধিদপ্তর কে ফাঁকি দিয়ে সমিতির নামে ভুয়া ও জালিয়াতি ব্যবসা পরিচালনা করে আসছ বলে জানা যায় এই প্রতিষ্ঠান।কোন গ্রহক যদি মেয়াদ উর্তিন্য হয়ার আগে ডিপিএস ভাংতে চায় তাহলে তাদের পরতে হয় মহা জামেলায়। অনেক দিন ঘুরানোর পর দেখা যায় যে টাকা দেয় তাঁর ১০% তারা কেটে রাখে।





 গ্রহকদের মতে চেয়ারম্যান শেখ মিরাজুল ইসলাম জনগনের টাকা হরফ করে নিজের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি ও কর্মচারি কর্মকর্তাগনের বেতন আটকিয়ে তাদের চাকরি হতে বিতারিত করছে এবং তাদেরকে বিভিন্নভাবে পুলিশ এর ভয় দেখাছে। 






অনেক কর্মচারি কর্মকর্তাগনকে বাধ্য করছেন  অব্যহতি পত্র দিতে এরপরও তাদেরকে বিভিন্নভাবে পুলিশ এর হয়রানির ভয় দেখাছে।কমিটির সকলেই চেয়ারম্যান শেখ মিরাজুল ইসলাম এর আত্মীয় স্বজন। অন্য কোন সদস্য উচ্চ পর্যায়ে নেই। এই প্রতিষ্ঠান এর  কোন সাইন বোর্ড কিংবা লাইসেন্সও নেই বলে জানান ক্ষতিগ্রস্থ গ্রহকরা। 


এই মালটিপারপাস লিঃ এর নিকট তাদের কর্মচারি কর্মকর্তাগন বারবার মৌখিক ভাবে বলা সত্ত্বেও বিষয় গুলো আমলে না নিয়ে অন্যায় আচরণ/অসঙ্গত কথাবার্তা/ সম্পূর্ণ অফিস বিরোধী কার্যক্রম এদের কর্মচারি/কর্মকর্তাগনের উপর চাপানো হচ্ছে। বিষয়গুলো ছিল – 




এরপরও চেয়ারম্যান এর কোন মাথা ব্যাথাই নাই। পরবর্তীতে কর্মচারি/কর্মকর্তাগণ সমবায়  নীতিমালা সম্পর্কে বর্তমান কার্যক্রম বিরতিকরন প্রসঙ্গে কারণগুলো উল্লেখ্য করে জানালে চেয়ারম্যান এদিকে কোন ব্যবস্থা গ্রহন করেনি।এই মালটিপারপাস প্রতিষ্ঠানটি নিবন্ধন পাওয়ার পর ২-৩ মাসের মধ্যে কোন সমিতির নামে ব্যাংক হিসাব রাখেনি বলে জানাযায়এখানে কোন সদস্যর নূন্যতম  ১০০ টাকার শেয়ার ছাড়াই সদস্য হচ্ছেন যার কোন সার্টিফিকেট দিচ্ছেন না।এরা ডিপিএস, এফডিআর চালাচ্ছে যা বাংলাদেশ ব্যাংক এর আওতাধীন নয় । একটির পর একটি ফাঁকিবাজি তারা করে যাচ্ছে।

সমবায় নীতিমালা সম্পর্কে বর্তমান কার্যক্রম বিরতিকরন প্রসঙ্গে কারণগুলো ছিল –


 পোষ্টটি লিখেছেন  
Ashraf Ullah Shawon





শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট