জেনে নিন আপনার প্রিয় তারকা জন সিনা'র অতিত এবং বর্তমান

কেমন আসেন সবাই? আশা করি ভালো। আজ আপনাদের হাজির হলাম একটি নতুন বিষয় নিয়ে। এখন থেকে আমরা ধারাবাহিক ভাবে তারকাদের জীবন-যাপন সম্পর্কে আপনাদের সাথে তুলে ধরবো। বাংলাদেশী থেকে শুরু করে জানবো বলিউড, হলিউড, ক্রিকেটার, ফুটবলার দের জীবন ইতিহাস।

আর আজ শুরু করছি এমন একজন তারকাকে নিয়ে যিনি ছোট বড় সবার কাছেই খুব জনপ্রিয়। বিশেষ করে ছেলেদের কাছে। আর তার নাম "জন সিনা" যিনি প্রপেশনে একজন কুস্তিগির বা রেসলার।  জানবো জন সিনা রেসলিং এর আগে কি ছিলেন? কোথায় ছিলেন? কোথায় পড়াশোনা করেছেন ইত্যাদি।

পুরো নামঃ জন ফিলিক্স অ্যন্থনিও সিনা
জন্মঃ ২৩ এপ্রিল , ১৯৭৭(ওয়েস্ট নিউবারি, ম্যাসাচুসেটস)
বর্তমান বাসস্থানঃ  টাম্পা, ফ্লোরিডা
উচ্চতাঃ ছয় ফুট এক ইঞ্চি
ওজনঃ ১১৪ কেজি
পেশাঃ কুস্তিগির (১৯৯৯ থেকে বর্তমান)
                   অভিনেতা (২০০০ থেকে বর্তমান)
                   র‍্যাপ সঙ্গিত শিল্পী (২০০৪-২০০৫, ২০১৪)
অর্জনঃ ১৫ বার হেবিওয়েট চ্যাম্পিয়ন; পাঁচ বার ইউ এস চ্যাম্পিয়ন;  WWE ট্যাগ টিম চ্যাম্পিয়ন; দুই বার  রয়্যাল রাম্বল ম্যাচ বিজয়ী;মানি  ব্যাংক  ম্যাচ বিজয়ী 2012;

একাডেমী থেকে স্নাতক হওয়ার পর ম্যাসাচুসেটস স্প্রিংফিল্ড কলেজ যোগ দেন। সেখানে তিনি . এনসিএএ তৃতীয়  বিভাগ  ফুটবল দল অল-আমেরিকান সেন্টার এর সাথে যোগ দেন।
Monetize your website traffic with yX Media

জন সিনা ১৯৯৮ সালে14141ত্রে তাঁর উল্লেখযোগ্য অবদান।  তখন লিমোউসিন কোম্পানির নামে একটি কোম্পানিতে  ড্রাইভার হিসেবে কাজ করে তার কর্ম জীবন শুরু করেন।



১৯৯৯ সালে জন সিনা শুরু করেন তার কুস্তিগিরি(WWE) ক্যারিয়ার। আর ২০০০ অচিনেতা হিসেবে যুক্ত হন হলিউড সিনেমার সাথে।  অভিনয় করেন বেশ কয়েকটি ছবিতে। তার উল্যেখ যোগ্য কয়েকটি ছবি হল Ready to Rumble (২০০০),  The Marine (২০০৬), 12 Rounds (২০০৯), Legendary (২০১০), Fred: The Movie (২০১০) ইত্যাদি। আর ২০১৪ সালে Scooby-Doo! WrestleMania Mystery নামে ছবিতে অভিনয় করেন নিজের চরিত্রে।

কিছু চিরচেন ভঙ্গিতে জন সিনা
তিনি ২০০৫ সাল থেকে ডাব্লিউডাব্লিউই-এর ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড় এবং পরবর্তীতে তাকে আখ্যায়িত করা হয়েছে সংস্থার জনপ্রিয় মুখ হিসেবে।
সিনা অনেক জনসেবামূলক কাজের সাথে জড়িত। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মেইক-আ-উইশ ফাউন্ডেশনের সাথে তার সম্পৃক্ততা । তিনি মেইক-আ-উইশ ইতিহাসের সবচেয়ে বেশি ইচ্ছা পূরণ করেছেন।


শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট