মোবালইল এখন আমাদের নিত্য সঙ্গি। মোবাইল ফোন ছাড়া এখন আমাদের দি কাটে না। আর এই ফোনে যে কোনা ভাবে পানিতে পড়ে যেতে পারে! ধরুন আপনি ভাহিরে হাটতে বের হয়েছেন হটাৎ বৃষ্টি নেমে পড়লো বা বন্ধুদের সাথে মজা করতে গিয়ে আপনার সখের ফোনটা পানিতে পড়ে গেলো তখন কি করবেন??
পানি থেকে মোবাইটা তুলে পানি জেড়ে-জুড়ে মোবাইলটা অন করে ফেলবেন?? যদি অন করেন তা হলে ভুল করলেন। যেহেতু ফোনটা পানিতে পড়েছিল সেহেতু আপনি কোন রকম মুছে অন করতে গেলে ফোনটি সট-সার্কিট হয়ে যাবে। আর তখন এটি সাময়িক ভাবে অন হলেও আপনি বেশি দিন এটি ব্যবহার করতে পারবেন না। আসুন তা হলে জেনে নেই পানিতে পড়ে গেলে কী ভাবে মোবাইলের যত্ন-আর্তি করতে হবে-
১। প্রথমে পানি থেকে তুলে মোবাইলের ব্যাটারি, সিম খুলে ফেলতে হবে।
২। তারপর একটি শুকনো শুতি কাপড় দিয়ে ফোনটি ভালো করে মুছতে হবে।
৪। এরপর পারলে ব্যাকুয়াম ক্লিনার দিয়ে বাতাস দিতে হবে। মনে রাখবেন চুল শুকানোর হেয়ার ড্রাই ব্যবহার করা যাবে না। আর ব্যাকুয়াম ক্লিনার না থাকলে অন্য ভাবে বাতাস দিয়ে শুকিয়ে নিতে হবে।
৫। এর পর যে কাজটি করতে হবে সেটি হল চালের ভিতর মোবাই টি রেখে দিতে হবে। কম পক্ষে ১ দিন বা ২৪ ঘন্টা। তবে ভালো ফলাফল পেতে ২-৩ দিন রাখতে পারেন। কারন চাল আদ্রতা শোষণ করার ক্ষেত্রে অনেক কায্যকরি ভুমিকা রাখে।
উপরের পাঁচটি নিয়ম ভালোভাবে অনুশরন করতে পারেলে পানিতে পড়লেও আপনার ফোনটি আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন।
পানি থেকে মোবাইটা তুলে পানি জেড়ে-জুড়ে মোবাইলটা অন করে ফেলবেন?? যদি অন করেন তা হলে ভুল করলেন। যেহেতু ফোনটা পানিতে পড়েছিল সেহেতু আপনি কোন রকম মুছে অন করতে গেলে ফোনটি সট-সার্কিট হয়ে যাবে। আর তখন এটি সাময়িক ভাবে অন হলেও আপনি বেশি দিন এটি ব্যবহার করতে পারবেন না। আসুন তা হলে জেনে নেই পানিতে পড়ে গেলে কী ভাবে মোবাইলের যত্ন-আর্তি করতে হবে-
১। প্রথমে পানি থেকে তুলে মোবাইলের ব্যাটারি, সিম খুলে ফেলতে হবে।
২। তারপর একটি শুকনো শুতি কাপড় দিয়ে ফোনটি ভালো করে মুছতে হবে।
৪। এরপর পারলে ব্যাকুয়াম ক্লিনার দিয়ে বাতাস দিতে হবে। মনে রাখবেন চুল শুকানোর হেয়ার ড্রাই ব্যবহার করা যাবে না। আর ব্যাকুয়াম ক্লিনার না থাকলে অন্য ভাবে বাতাস দিয়ে শুকিয়ে নিতে হবে।
৫। এর পর যে কাজটি করতে হবে সেটি হল চালের ভিতর মোবাই টি রেখে দিতে হবে। কম পক্ষে ১ দিন বা ২৪ ঘন্টা। তবে ভালো ফলাফল পেতে ২-৩ দিন রাখতে পারেন। কারন চাল আদ্রতা শোষণ করার ক্ষেত্রে অনেক কায্যকরি ভুমিকা রাখে।
উপরের পাঁচটি নিয়ম ভালোভাবে অনুশরন করতে পারেলে পানিতে পড়লেও আপনার ফোনটি আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন।