ঢাকা, ১৯ জুলাই, ২০১৭- everjobs.com.bd , বাংলাদেশের দ্রুততম অনলাইন ক্যারিয়ার পোর্টাল গতকাল মঙ্গলবার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সাথে আয়োজন করে তাদের ১৮তম “Conquer Your career'' শীর্ষক ক্যারিয়ার ওয়ার্কশপ। বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার কাউন্সিলের উদ্যোগে নতুন গ্রাজুয়েট যারা পেশাদারী জগতে পা রাখতে যাচ্ছে তাদের কথা মাথায় রেখে অনুষ্ঠানটি পরিচালনা করা হয়। এই সেশনে ভবিষ্যৎচাকরিজীবীদের দেশের শ্রম বাজার সম্পর্কে অবহিত করা এবং ভালো ক্যারিয়ার নির্মাণে অভিজ্ঞদের পরামর্শ প্রদান করা হয়।
অনুষ্ঠান এ ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের নামকরা পেশাজীবীদের ছাত্ররা স্বাগত জানায়। আমন্ত্রিত বক্তাগন ছাত্র-ছাত্রীদের তাদের ক্যারিয়ারপছন্দের ক্ষেত্রে সহযোগিতা করেন পুরো সময় জুড়ে। ১৫০ জন ফ্রেশ গ্রাজুয়েটদের উপস্থিতিতে ওয়ার্কশপ এর শেষে মক-ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হয় যাতে করে তারা তাদের আগ্রহ এবং দুর্বলতার স্থানটি খুজে পায় যা পরবর্তীতে তাদের ভবিষ্যৎ স্বপ্নের ক্যারিয়ার বেছে নিতে সাহায্য করবে।
অনুষ্ঠান এ ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের নামকরা পেশাজীবীদের ছাত্ররা স্বাগত জানায়। আমন্ত্রিত বক্তাগন ছাত্র-ছাত্রীদের তাদের ক্যারিয়ারপছন্দের ক্ষেত্রে সহযোগিতা করেন পুরো সময় জুড়ে। ১৫০ জন ফ্রেশ গ্রাজুয়েটদের উপস্থিতিতে ওয়ার্কশপ এর শেষে মক-ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হয় যাতে করে তারা তাদের আগ্রহ এবং দুর্বলতার স্থানটি খুজে পায় যা পরবর্তীতে তাদের ভবিষ্যৎ স্বপ্নের ক্যারিয়ার বেছে নিতে সাহায্য করবে।
এভারজবস বাংলাদেশ এর হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট, আলবার্টো রুস্ক্যালা বলেন, ‘এভারজবস প্রতিটি মানুষের ব্যক্তিগত দক্ষতার উপর বিশ্বাস করে। বাংলাদেশের ত্রুন প্রজন্মের সাথে আমরা আমদের অভিজ্ঞতা সেয়ার করতে চাই যারা আদতে এই দেশের ভবিষ্যৎ বিনির্মাণকরবে। আমারা আশা করি ছাত্র-ছাত্রীরা তাদের আগ্রহ, প্রেরনা, একাগ্রতা,আবেগ, সবলতা ও প্রয়োজনীয় তথ্যের সাহায্যে তাদের স্বপ্নেরক্যারিয়ার বেছে নিতে পারবে।’
বাংলাদেশের মত প্রতিযোগীতামূলক শ্রমবাজারে একই সাথে এমন ক্যারিয়ার যা ছাত্রছাত্রীদের আগ্রহ মেটাবে এবং সফলতার মুখ দেখাবে তা খুজে পাওয়া মোটেই সহজ কাজ নয়। এভারজবস বাংলাদেশ ছাত্রছাত্রীদের তাদের নিজস্ব প্রতিভা বিশ্লেষণ করার পথ পরিবর্তনে সহায়তা এবং তাদের সম্ভাব্য ক্যারিয়ার খুজে পেতে সাহায্য করে।সেশন চলাকালীন এভারজবস তাদের প্রোফাইলের উপর ভিত্তি করেছাত্রছাত্রীদের উপযুক্ত ক্যারিয়ার বেছে নিতে পরামর্শ দেয়।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এর হেড অফ ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টার মিঃ নাহিদ হাসান খান বলেন, “এভারজবসের আয়োজনে কর্মশালাটি খুবই উপকারী এবং তথ্যবহুল ছিল যা ছাত্রছাত্রীদেরকে তাদের ক্যারিয়ার নিয়ে ভীতি দূর করতে এবং চ্যালেঞ্জের মুখোমুখি হতে সাহায্য করে এবং তাদেরকে ক্যারিয়ারের ক্ষেত্রে সিদ্ধান্ত নেবার মত দিকনির্দেশনা প্রদান করে”।